Blog Queen Keya

Blog Queen Keya Content Creator, Food Blogger,
(19)

জীবনে একলা হাঁটতে শেখা জরুরি, জরুরি একা থাকতে শেখাও। তারচেয়ে বেশি জরুরি নিজেই মন খারাপ নিজে ভালো করতে পারা। জীবনের এই সু...
11/10/2024

জীবনে একলা হাঁটতে শেখা জরুরি, জরুরি একা থাকতে শেখাও। তারচেয়ে বেশি জরুরি নিজেই মন খারাপ নিজে ভালো করতে পারা। জীবনের এই সুদীর্ঘ পথে সবসময় পথ দেখানোর মত কেউ একজন থাকবে এমনটা ভাবা একদম বোকামি।

জীবনের কোন কোন বর্ষায় একাই একাই বৃষ্টিতে ভিজতে হবে, মাথার উপর ছাতা ধরার জন্য কেউ থাকে না। জীবনে কোন কোন রাত্তিরে একা ঘরে জ্বরে পুড়তে হবে, মাথায় জলপটি দেয়ার মানুষ থাকবে না। জীবনে মানুষ নদীর জোয়ারের মতো আসে, আবার ভাটার মত চলেও যায়। তখন এই একলা হাঁটা, একলা বাঁচার অভ্যাস না থাকলে বড্ড কষ্ট হয়।

সে জন্যে জীবনে কিছু জিনিস শিখে রাখার খুব প্রয়োজন। মানুষের আসা যাওয়ার এই মিছিলে আমাদের থাকতে হবে গাছের মত স্থীর। বাঁচতে হবে কায়দা করে...

লেখা: আরিফ হুসাইন

গত কালকে সন্ধায় বাসায় উঠার সময়ে চোখ গেলো সিঁড়ির উপরে বসে মোবাইল দেখছে মেয়েটি!'দেখে কিছুটা খটকা লাগলো!'তাই কথা বললাম!'মে...
10/10/2024

গত কালকে সন্ধায় বাসায় উঠার সময়ে চোখ গেলো সিঁড়ির উপরে বসে মোবাইল দেখছে মেয়েটি!'দেখে কিছুটা খটকা লাগলো!'তাই কথা বললাম!'
মেয়েটি জানালো,তাঁর মা সেই বাসাতে কাজ করতে এসেছে!'মা বাসার মধ্যে কাজ করছে আর মেয়েটি বাসার বাইরে সিঁড়িতে বসে মোবাইল দেখছে!'গেট-লক!'

আচ্ছা,এই বাচ্চা মেয়েটি কি বাসার মধ্যে একটু জায়গা ডিজার্ভ করে না?'

কাজের বু!য়া!র মেয়ে বলে কথা!'😅💔

10/10/2024

আমের মজাদার পুডিং রেসিপি 🖤
#রেসিপি

10/10/2024

I gained 740 followers, created 181 posts and received 9,315 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

09/10/2024

সবচেয়ে সহজ উপায়ে লুচি রেসিপি 🖤

Current situation
13/09/2024

Current situation

06/09/2024

সবচেয়ে সহজ উপায়ে মরিচ ভর্তা

06/09/2024

Manifesting ✨
31/08/2024

Manifesting ✨

এক বাড়ি যখন ৩ভাইয়ের🙂
31/08/2024

এক বাড়ি যখন ৩ভাইয়ের🙂

26/08/2024

৭ মিনিটে ছাত্রলীগ🚫
৭ মিনিটে আনসার বাহিনী🚫
বুঝলাম না🙄
সবাই কি Brazil কে প্রমোট করতেছে?🐸

এরা সাম্পানের মাঝি। গরীব লোক। একেবারে দিনে আনে দিনে খায় এরা। একজনের টাকায় কয়েকজনের সংসার চলে। চিটাগং থেকে এদেরকে ট্রাকে ...
25/08/2024

এরা সাম্পানের মাঝি। গরীব লোক। একেবারে দিনে আনে দিনে খায় এরা। একজনের টাকায় কয়েকজনের সংসার চলে।
চিটাগং থেকে এদেরকে ট্রাকে করে ফেনী নিয়ে গিয়ে একদিনের ফটোসেশান শেষে তাদেরকে ফেলে পালিয়ে যায় ছেলেরা।
একজন দুইজন না, অনেকজন মাঝির সাথে একই ঘটনা। কথা ছিল কাজ শেষে তাদের পাওনা পরিশোধ করবে, ট্রাকে করে চিটাগং এনে দেবে।

অথচ নিয়ে রেখে পাওনা পরিশোধ না করেই পালিয়ে গেল।
ফেনীতে অলরেডি ডাকাত বলে এদের অনেককে মেরেছে। তাদের খাবার নাই। এখন গরীব মানুষগুলা এতদূরে সাম্পান নিয়ে আসবে কী করে?

25/08/2024

ড. মুহাম্মদ ইউনূস এর সাথে ৪৪টি এনজিও এর বৈঠক হয়েছে গতকাল। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় ১০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ হাতে নেয়া হয়েছে।

24/08/2024

*** লাস্ট আপডেট - ২৪ আগস্ট - দুপুর ১২ টা।

তাদেরকে আজকের মাধ্যে বাচাতে হবে, নাইলে খাবার পৌঁছে দিতে হবে৷

আমার ছোট ভাইটা ৩-৪ কিলোমিটার সাতার কেটে অন্য এলাকায় গিয়ে একজনের মাধ্যমে কেদে কেদে কল দিলো আজকে ৫ দিন তাদের অই এলাকায় কেউ যায়নি৷ ইভেন একটা মানুষও তারা দেখেনি।

খাবার এবং পানির জন্য নারী এবং বাচ্চা গুলো আর কথা পর্যন্ত বলতে পারছেনা, বাচ্চা গুলা সেন্সলেস। প্লিজ আপনারা বাচান, এখনো বাচানোর সুযোগ আছে। ১ বছরের ও ৪ বছরের শিশু আছে সেখানে৷

গনিয়ামোড়া স্কুলের সামনের ৪-৫ টা ঘর, শাহপাড়া, ফুলগাজী। এটা আমার নাম্বার আমাকে কল দিবেন তথ্য লাগলে আমি আরো দিবো - 01744225249

24/08/2024

ভারত থেকে দাদারা হুমকি দিলো- বাংলাদেশের বন্যায় এক পয়সাও ত্রাণ যেনো বাংলাদেশে না আসে।
তাহলে তোমাদের বলি শুনোঃ
ভাই শুধু মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেই TSC তে গতকালে সারাদিনের কালেকশন, ১ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ১৭২ টাকা সংগ্রহ করা হয়েছে। শেষ এক ঘন্টায় সংগ্রহ ১৫ লক্ষ টাকা।

আমাদের বাকি যত অর্গানাইজেশন আছে, সেলিব্রিটি ফান্ড কালেকশন, ব্যাক্তিগত ফান্ড কালেকশন আছে এসব বাদ'ই দিলাম।

আর আস-সুন্নাহ এর কালেকশনের কথা শুনলে দাদাদের প্যান্ট ভিজে যাবে।🤭

দাদারা আর্থিক ভাবেও ফকিন্নি আত্মিক ভাবেও ফকিন্নি। আমরা সবাই একতাবদ্ধ, আমরা সবাই এক।

_"কেউ একজন বলেছিলো সুন্দরী না হলে নাকি কোনো জায়গাতেই দাম নেই। এক্সাক্টলি!আপনি সুন্দরী হলে আপনার মা-বাবা বলবে, "আমার মেয়ে...
24/08/2024

_"কেউ একজন বলেছিলো সুন্দরী না হলে নাকি কোনো জায়গাতেই দাম নেই। এক্সাক্টলি!
আপনি সুন্দরী হলে আপনার মা-বাবা বলবে, "আমার মেয়েটা যেমন সুন্দরী তেমন লক্ষী।"
আত্মীয়-স্বজন বলবে, অমুকের মেয়ে খুব সুন্দরী।দেখবেন আপনাকে ছেলের বউ করে নেয়ার জন্য মামা পিসি কাকা রীতিমতো সবাই প্রতিযোগীতা শুরু করে দিবে!
বিয়ে হলে সবাই বলবে," অমুকের বউ! আহা খুব সুন্দরী! ভাগ্য করে একটা মেয়ে পাইছে। এত সুন্দর মেয়ে পাইলেন কই?"
আপনি সুন্দরী কিন্তু রান্না পারেন না? সমস্যা নেই হাসব্যান্ড রান্না করে খাওয়াবে, মাথায় করে রাখবে।
আপনি সুন্দরী মানে সবার চোখের মণি। ব্যাস, আর কি চাই!
আর আপনি সুন্দরী না মানে আপনার ১০১টা গুণ থাকলেও সেসব অ-সৌন্দর্যের নিচে চাপা পড়ে থাকবে। সুযোগে আপনার মা-বাবাও কথা শুনিয়ে দিবে,দুশ্চিন্তায় থাকবে আপনার জন্য একটা ছেলে দেখে বিয়ে দিতে পারলেই দায় সারা!
পড়াশোনায় একটু ভালো হলে মা-বাবা আশা করে বসে থাকবে কবে একটা চাকরি পাবেন আর কবে বিয়ে হবে! বিয়ের জন্য ছেলের বয়স বেশি? সমস্যা নেই,কোনো ছেলে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে এই ঢের!
বিয়ে হলেও লোকে বলবে," কি মেয়ে বিয়ে করাইলেন? আপনার ছেলের সাথে মানায় নাই! আমারে বলতেন সুন্দর একটা মেয়ে দেখে দিতাম।"
আপনি সুন্দরী না আত্মীয় -স্বজনও আপনার দোষ খোঁজায় ব্যস্ত থাকবে। কালো হলে ত কথাই নাই! আপনার সব গুণ মাটি! আপনি পছন্দের একটা রঙের জামা পরলে বলবে,"এইটা কি পরেছিস?তোকে মানায় না! আমাদের অমুক কে মানাতো খুব।" অন্য আরেকটা মেয়ের আকৃতি বুঝাতে বলবে, "আরেহ গায়ের রঙ এই যে ওর মতো কালো,আপনি সত্যিই সবার কাছে উপহাস আর তুলনার পাত্রী! আপনি ক্ষে'ত!
আর প্রেমিক?? আপনার হয়ত প্রেমিকই জুটবে না! সবাই বলবে ধুর! এইটা একটা মেয়ে হলো?কাই'ল্যা ভূ'ত! কা'লনী! ভাগ্যক্রমে প্রেমিক জুটলে বিয়ের সময়ে সেই প্রেমিকও আপনাকে চিনবে না,পরিবারের দোহাই দিয়ে চলে যাবে! প্রয়োজন ছাড়া কারো প্রিয়জন হতে পারবেন না কখনো!
আপনি সুন্দরী না হলে কোনো দাম নেই। আই রিপিট কোনো দাম নেই!
অসুন্দর হয়ে জন্মানো পা'প! ভয়'ঙ্কর রকম পা'প!❤️

24/08/2024
ডিম নিষেদ করার জন্য আবেদন।  ডিম মানে একটি স্বয়ংসম্পূর্ণ মুরগি, যে মুরগি আমরা ভিজিবল হওয়ার আগেই খেয়ে ফেলি। ডিম মানে একটি ...
17/08/2024

ডিম নিষেদ করার জন্য আবেদন।

ডিম মানে একটি স্বয়ংসম্পূর্ণ মুরগি, যে মুরগি আমরা ভিজিবল হওয়ার আগেই খেয়ে ফেলি।

ডিম মানে একটি তাজা রাজ-হাঁস, যেটি জন্মের আগেই আমাদের পাকস্থলীতে অবস্থান করে।
অনেক সময় ওয়াশরুমের নলি বেয়ে চলে যায় বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গা থেকে সমুদ্রে, সমুদ্র থেকে মেঘ হয়ে বৃষ্টি হিসেবে যে পানি আকাশ থেকে পড়ে,সে পানিগুলো আসলে ডিমের একটা অংশ। ডিম বৃষ্টি।

ডিম নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি প্রচুর ডিম খাই। কিন্তু ক'দিন আগে ঘুমের ঘরে এক অদৃশ্য আওয়াজ পেলাম, "ডিম।"
আমাকে ইন্ডেরিক্টলি নিষেদ করা হলো, ডিম না খেতে।

ডিম খেলে প্রব্লেম কোথায়! সেটা ভেবে পেলাম না। এর পর থেকে ডিম নিয়ে আমার মাথাব্যথা শুরু।

আমি ডিম নিয়ে রিসার্চ করা শুরু করলাম। এই গবেষণার হাত ধরে আমি বিভিন্ন জনের ইনবক্সে "ডিম" লিখে গুতা দিলাম। ফলাফল শূন্য। ডিম যে আস্ত একটা প্রাণী সেটা কারোও মাথাই নেই।

একজন রিপ্লাই করেছে, 'ভাই আপনার কি জন্মদিন? ডিম মারমু আপনার মাথায়।'
আরে ব্যাটা, মানুষ কি মুরগির মত প্রথমে ডিম ছিলো নাকি! ডিমের সাথে জন্মদিনের কি সম্পর্ক!
আরেকজন বললো, 'তুই ডিম, তোর চৌদ্দগোষ্ঠী ডিম।'

এ-সব অশ্যায়িত কথা-বার্তায় আমি সময় নষ্ট না করে, হিমাদ্রাকে মেসেজ দিলাম।
'ভাই ডিম সম্পর্কে বিস্তারিত জানতে চাই। রিসার্চ করে দেখেন রহস্যময় কিছু পান নাকি।'

খুব আশা নিয়ে জানতে চেয়েছিলাম। হিমাদ্রা উত্তর দিলো, 'আপনার Girlfriend এ ডিম পারে?'

এই উত্তর শুনে আমার উচিত ছিলো, শক্ত হাতে হিমাদ্রার নিজস্ব ডিম খচলে ফেলা। আমি তা করলাম না। ঠান্ডা মাথায় অদৃশ্য আওয়াজের কথা হিমাদ্রাকে বললাম। এবং সূক্ষ্ম একটা লজিক ওর মাথায় ঢুকিয়ে দেওয়ার চেস্টা করলাম, যাতে ও ডিম না খায়।
বললাম, 'ভাই অদৃশ্য আওয়াজ থেকে যা বুঝলাম ডিম খাওয়া Isn't safe anymore, তা ছাড়া, স্যাড গবেষণা বলে, ব্যাচেলারদের লাইফে মাথা-ভরা পেইন এই একমাত্র ডিম খাওয়া থেকেই হয়েছে। যেদিন ওরা ব্যাচেলর জীবন সমাপ্তি করে সাধারণ জীবনে ফিরে আসে, ওরা প্রথমে তাদের খাবারের তালিকা থেকে ডিম টা বাদ দিয়ে দেয়। যেন ডিম একটা কাওয়া। অবিশ্বাস্য হলেও সত্য, যেদিন ওরা ডিম ছেড়ে দেয় সেদিন থেকেই ওদের ভাগ্য বদলে যায়। যেনো এতদিন তিন বেলা ডিম খেতো দেখে ওদের ভাগ্য আটকে ছিলো। তারা স্টাব্লিশ হয়ে উঠে।'

এসব সূক্ষ্ম লজিকের মাধ্যমে আমি হিমাদ্রাকে বুঝানোর চেস্টা করেছি, ডিম খাওয়া Isn't Safe anymore. ডিম খাইয়েন না।

হিমাদ্রা বললো, 'ভাই, আমারে এসব বইলা লাভ নাই। বিলাইও যদি ডিম পারে সেই ডিমও আমি খাবো।'
হিমাদ্রার আনসেটিসফায়িং এই উত্তর শুনে আমার মনে হলো, আমি একটা ডিম। চোখ মুখ বন্ধ করে নিজের ফেসটা ইমাজিন করে দেখলাম, ফেসটা একটা লম্বা ডিমের মত দেখাচ্ছে। ডিমের জন্য আমার মায়া হলো, বেচারার কোনো চোখ নেই,হাত নেই পা নেই।
মুখও নেই। বোবা প্রাণী। সে জাস্টিস কিভাবে চাইবে সেটা ভাবতে ভাবতে আমার চোখে পানি এসে গেলো।

হিমাদ্রাকে সাইডে রেখে নিজেই গবেষণা শুরু করলাম। ডিম জাতীয় পর্যায়ের একটি খাবার। বিয়ের অনুষ্ঠানে যেমন এর প্রচলন আছে, জেল-হাজতেও আছে। হাজতীদেরকে সকাল বিকাল নিয়ম করে ডিম দেওয়া হয়। কিন্তু হাজতের ডিমে এক ধরনের বৈষম্য বিরাজ করে। যেমন, কেউ চুরি করে হাজতে যায়, কেউ মা র্ডার করে হাজতে যায় আবার কেউ সিরিয়াল কি-লা-র হিসেবে যায়। এখন সবাইকে যদি এক সমান ডিম দেওয়া হয় তাইলে হাজতী কয়েদীদের সাথে এক ধরনের বৈষম্য করা হচ্ছে।
এই বৈষম্য থেকে বাঁচতে বৈষম্যবিরোধী ডিম আন্দোলনের পক্ষ থেকে আমি বিভিন্ন হাজত সুপারের সাথে কথা বলেছি, তারা ব্যাপারটা বুঝতে পেরে আমার সাথে এক মত পোষণ করলো। আমাকে আশ্বাস দিলো এর একটা সলিউশন বের করবে।

এক ভোরে আমাকে জনানো হলো, ডিম বৈষম্য নিয়ে হাজত সুপাররা একটা মিটিং ডেকেছে। আমাকে আমন্ত্রণ করা হলো, তারা আমাকে প্রস্তাব করলো, তাদেরকে যেনো আমি বিভিন্ন সাইজের ডিমের ব্যবস্থা করে দি।
আমি তা পারলাম না। হিমাদ্রাকে বললে সে নিশ্চয়ই একটা ব্যবস্থা করতো।

হাজত সুপাররা আমাকে বললো, তারা প্রানপন চেস্টা করে যাচ্ছে, কোনো ভাবে উটপাখিকে ডিম পারানো যায় নাকি। উটপাখির ডিম নিশ্চয়ই সাইজে বড় হবে। হাজতিদের ডিম দেওয়ার ক্ষেত্রে বৈষম্যও দূর হবে।

যে মার্ডার করবে তাকে দেওয়া হবে উটপাখির ডিম। চোরকে দেওয়া হবে মুরগি বা হাঁসের ডিম। এর চেয়ে নিম্ন অপরাধীদের দেওয়া হবে কোয়েল পাখির ডিম। আর সিরিয়াল কি-লা-র বা এ-জাতিয় ক্রি মি -নাল দের দেওয়া হবে হাতির ডিম।
হাজত সুপারদের এই প্রস্তাবে আমি আনন্দিত হলাম।

মিটিং শেষে আমি তাদেরকে বললাম, ডিম যেহেতু একটি হাজতীয় খাবার তাই হাজত ছাড়া বহির্বিশ্বে ডিম খাওয়া নিষিদ্ধ করা হোক। তা ছাড়া, একটা ডিম মানে একটা আস্ত মুরগি, একটা আস্ত হাঁস। কোনো ভাবে উট পাখি ডিম পারলে তখন একটা ডিম মানে একটা আস্ত উটপাখি। জনে জনে এভাবে প্রতিদিন একটা করে মুরগি বা উটপাখি খেয়ে ফেললে ভবিষ্যত প্রজন্ম না খেয়ে মারা যাবে।

আর ডিম সমাচার নিয়ে সমাজে যে রীতি গুলো প্রচলিত, সেগুলো বন্ধ করতে গেলে গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল। ডিম ভাজা খাবে নাকি ডিম মামলেট। ভিতরের কুসুম কাঁচা খাবে নাকি শক্ত করে খাবে। আবার ডিমের কুসুমের কালার কী? লাল, নাকি হলুদ? নাকি সেটা নিজস্ব একটা কালার? কুসুম কালার! এসব নিয়ে কত কথা!

এক ডাক্তার বলে ডিমের অ্যালবুমেন খাওয়া ভালো অন্য ডাক্তার বলে- কুসুম খাওয়া ভালো,অ্যালবুমেন খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এসব কথা প্র-কথা বন্ধ করতে হলে "ডিম একটা নিষিদ্ধ খাবার" বলে ঘোষণা দেওয়া ছাড়া উপায় নেই। এতটুক বলে আমি থামলাম।
জেল সুপারদের চেহেরায় আবার পেরেশানির চাপ ভেসে উঠেছে। একে অপরের দিকে অসহায় চোখে তাকাচ্ছে। তারা চিন্তিত হয়ে বললো,আমরা ব্যাপারটা নিয়ে সামনের মঙ্গলবার বসতে পারি। আমি সহমত জানালাম।

ডিম সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে পারেন। হিমাদ্রা, তুমি দূরে থাকো।

Address

Uttara 10
Dhaka
DHAKA

Alerts

Be the first to know and let us send you an email when Blog Queen Keya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Blog Queen Keya:

Videos

Share

Category

Nearby media companies