Tayub Hossan

Tayub Hossan Muslim
Showcasing authentic dishes,culture,and diversity. Follow my page for a taste of virtual tour.

02/02/2023

কত সুন্দর ভাবে বাচ্চাটা খেলতেছে আমি রীতিমত অভাক ।।। How intelligent boy
#ভাইরাল

আল্লাহু-আকবার 🥹
02/02/2023

আল্লাহু-আকবার 🥹

02/02/2023

যদি শুকরিয়া আদায় কর,
তবে অবশ্যই আমি বাড়িয়ে দেব।
[সুরা ইব্রাহীম আয়াত ০৭]

গ্রাম বাংলা 💚💚
01/02/2023

গ্রাম বাংলা 💚💚

আলহামদুলিল্লাহ্ আমার কাছে কার্যকরী  মনে হচ্ছে !! আমরা প্রায়ই নামাজে গভীর মনোযোগ দিতে ব্যর্থ হই। কিন্তু নামাজের পূর্ণতার ...
01/02/2023

আলহামদুলিল্লাহ্ আমার কাছে কার্যকরী মনে হচ্ছে !!

আমরা প্রায়ই নামাজে গভীর মনোযোগ দিতে ব্যর্থ হই। কিন্তু নামাজের পূর্ণতার জন্য গভীর মনোযোগ একান্ত জরুরি। নামাজে আমরা যা বলি, তার অর্থ যদি জানা থাকে, তাহলে নামাজে অন্য চিন্তা মাথায় আসবে না। নামাজে দৃষ্টি নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ বিষয়। তাকবিরে তাহরিমার সময় দৃষ্টি সেজদার জায়গায় রাখতে হবে। দাঁড়ানো অবস্থায়ও দৃষ্টি সেজদার জায়গায় রাখতে হবে। এরপর রুকু অবস্থায় দৃষ্টি পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে; পুনরায় দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সিজদার জায়গায়; সিজদা অবস্থায় দৃষ্টি নাকের আগায়; বসা অবস্থায় দৃষ্টি নাভিতে রাখতে হবে। সালাম দেওয়ার সময় দৃষ্টি কাঁধে নিবদ্ধ থাকবে। এভাবে নামাজ আদায় করলে মনোনিয়ন্ত্রণ ও আত্মনিয়ন্ত্রণ সম্ভব হবে। নামাজের প্রকৃত উদ্দেশ্যও সফল হবে।

সময় থাকলে বাকী গুলো পড়তে পারেন।

নামাজে দাঁড়িয়েই প্রথমে আমরা বলি ‘আল্লাহু আকবার’—অর্থ আল্লাহ মহান! তারপর সানা পড়ি: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা। অর্থ: ‘হে আল্লাহ! তুমি পাক-পবিত্র, তোমার জন্য সমস্ত প্রশংসা, তোমার নাম বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ, তুমি ছাড়া অন্য কেহ উপাস্য নাই।’ তারপর আমরা শয়তানের প্রতারণা থেকে আশ্রয় চাই এবং বলি, ‘আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম।’ অর্থ: বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর পবিত্র নাম দিয়ে তাঁর দয়া–করুণার গুণ দিয়ে নামাজ এগিয়ে নিয়ে যাই। বলি, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম।’ অর্থ: ‘পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।’ এরপর আমরা সুরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি।

সুরা ফাতিহায় আমরা যখন বলি, ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন (সকল প্রশংসা বিশ্বজগতের মালিক আল্লাহর জন্যই)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘হামিদা নি, আবদি (আমার বান্দা আমার প্রশংসা করল)।’ অতঃপর আমরা যখন বলি—‘আর রাহমানির রাহিম (তিনি পরম করুণাময় অতি দয়ালু)’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘আছনা আলাইয়া আবদি (আমার বান্দা আমার বিশেষ প্রশংসা করল)।’ এরপর যখন আমরা বলি, ‘মালিকি ইয়াওমিদ্দিন (তিনি বিচারদিনের মালিক)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘মাজ্জাদানি আবদি (আমার বান্দা আমাকে সম্মানিত করল)।’ এরপর আমরা যখন বলি, ‘ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তায়িন (শুধু আপনারই ইবাদত করি আর শুধু আপনার কাছেই সাহায্য চাই)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘হাজা বাইনি ওয়া বাইনা আবদি (এই ফয়সালাই হলো আমার ও আমার বান্দার মধ্যে—বান্দা আমার ইবাদত ও আনুগত্য করবে, আমি তাকে সাহায্য-সহযোগিতা করব)।’ আমরা যখন বলি, ‘ইহদিনাছ ছিরাতল মুস্তাকিম, ছিরাতল্লাজিনা আনআমতা আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন! (আমাদের সঠিক পথ দেখান, তাদের পথ যাদের আপনি নিয়ামত দিয়েছেন; তাদের পথ নয় যারা পথভ্রষ্ট; আর না যারা অভিশপ্ত)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘লিআবদি মা ছাআল (আমার বান্দা যা চায়, তার জন্য তা-ই)।’ (সহিহ মুসলিম, ৩৯৫)

এরপর আমরা অন্য একটি সুরা মেলাই। আমরা রুকুতে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই। বলি: সুবহানা রাব্বিয়াল আজিম। অর্থ: ‘আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি।’ রুকু থেকে উঠে বলি, ‘সামি আল্লাহ হুলিমান হামিদা।’ অর্থ: আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন, যে তঁার প্রশংসা করে। তারপরই আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি, ‘আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ’, অর্থ: হে আল্লাহ! যাবতীয় প্রশংসা কেবল তোমারই। তারপর আমরা সিজদায় গিয়ে বলি: সুবহানা রাব্বিয়াল আলা, অর্থ: ‘আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। এভাবে নামাজ শেষে, মধ্য (দুই রাকাত, চার রাকাত ভিত্তিতে) বৈঠক আর শেষ বৈঠকে তাশাহুদে, আল্লাহর প্রশংসা করি।’

তাশাহুদে যা পড়ি তার অর্থ: ‘সকল তাজিম ও সম্মান আল্লাহর জন্য, সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভালো কথা ও কর্মও আল্লাহর জন্য। হে নবী! আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষিত হোক। আমাদের ওপরে এবং আল্লাহর নেক বান্দাদের ওপরে শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তাঁর রাসুল।’

দরুদে যা পড়ি তার অর্থ: ‘হে আল্লাহ! আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বংশধরদের ওপর রহমত বর্ষণ করুন, যেরূপভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের ওপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত।’

দোয়া মাসুরায় যা পড়ি তার অর্থ: ‘হে আল্লাহ! আমি আমার ওপর অত্যধিক জুলুম করেছি, গুনাহ করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। আমার প্রতি রহম কর। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালু।’

দুই কাঁধে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি।

তথ্য :

● ফেরদৌস ফয়সাল প্রথম আলোর হজ প্রতিবেদক

নামাজ পড়া শেষ হয়েছে তো কি হয়েছে..রবের কাছে চাওয়া তো শেষ হয় নাই...❤️💖
31/01/2023

নামাজ পড়া শেষ হয়েছে তো কি হয়েছে..
রবের কাছে চাওয়া তো শেষ হয় নাই...❤️💖

সুবহান-আল্লাহ
30/01/2023

সুবহান-আল্লাহ

~ কবরস্থানের দিকে তাকালেই মনে হয় 😏😏~ দুনিয়াবি  সব আয়োজন বৃথা 🥲🥲
29/01/2023

~ কবরস্থানের দিকে তাকালেই মনে হয় 😏😏

~ দুনিয়াবি সব আয়োজন বৃথা 🥲🥲

হুম🙃
27/01/2023

হুম🙃

ঝড় বৃষ্টির পর এভাবে পড়ে থাকা আম কুড়িয়েছেন কখনো! 🥭🥭শৈশবের স্মৃতি🥀❤️
26/01/2023

ঝড় বৃষ্টির পর এভাবে পড়ে থাকা আম কুড়িয়েছেন কখনো! 🥭🥭
শৈশবের স্মৃতি🥀❤️

বাংলার সুন্দর প্রকৃতি
25/01/2023

বাংলার সুন্দর প্রকৃতি

😐🙃
25/01/2023

😐🙃

ক্যামেরাটা মিথ্যা হলেও হাঁসিটা নির্ভেজাল
25/01/2023

ক্যামেরাটা মিথ্যা হলেও হাঁসিটা নির্ভেজাল

কিছু ছবির ক্যাপশন হয় না 🥰🥰🥰
25/01/2023

কিছু ছবির ক্যাপশন হয় না 🥰🥰🥰

"আলহামদুলিল্লাহ" আল্লাহ আমাদের সকলকে আরেকটি রজব এর রাত  দান করেছেন । 💚💚 💚💚💚লা ইলাহা ইল্লাল্লাহ 💚💚💚
23/01/2023

"আলহামদুলিল্লাহ"
আল্লাহ আমাদের সকলকে আরেকটি রজব এর রাত দান করেছেন । 💚💚
💚💚💚লা ইলাহা ইল্লাল্লাহ 💚💚💚

শেষবারের মতো বিদায় জানাতে এভাবেই দৌড়াতে দৌড়াতে আসবে আমার কোন এক প্রিয়জন।
23/01/2023

শেষবারের মতো বিদায় জানাতে এভাবেই দৌড়াতে
দৌড়াতে আসবে আমার কোন এক প্রিয়জন।

۵এত অহংকার করে লাভ নেই!মৃত্যুটা নিশ্চিত,,শুধু সময়টা অ'নিশ্চিত★
23/01/2023

۵এত অহংকার করে লাভ নেই!
মৃত্যুটা নিশ্চিত,,শুধু সময়টা অ'নিশ্চিত★

23/01/2023
নিশ্চই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী ।
22/01/2023

নিশ্চই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী ।

পবিত্র গ্রন্থ আল-কোরআন পোড়ানোর মতো পাপ কাজকে অনুমতি দেওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।  হে আরশে আজীমের মালিক 😭...
21/01/2023

পবিত্র গ্রন্থ আল-কোরআন পোড়ানোর মতো পাপ কাজকে অনুমতি দেওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
হে আরশে আজীমের মালিক 😭😭 আপনি এর বিচার করুন।
হে মালিক এই সুইডেনে আপনার গ্রন্থ আল- কোরআনের বানী ছড়িয়ে দিন আপনার কুদরতি ইশারায়।



ডি'ভোর্সের জন্য স্বামী স্ত্রী কোর্টে। বিচারকঃ আপনাদের তিন সন্তান কিভাবে ভাগ করবেন? বউ অনেক ভেবে বললেন- "ঠিক আছে, আমরা আর...
21/01/2023

ডি'ভোর্সের জন্য স্বামী স্ত্রী কোর্টে। বিচারকঃ আপনাদের তিন সন্তান কিভাবে ভাগ করবেন? বউ অনেক ভেবে বললেন- "ঠিক আছে, আমরা আরেকটা সন্তান নিবো তারপর ডি/ভোর্স করবো।"
নয় মাস পর নাকি তাদের জমজ বাচ্চা হয়েছে। আহারে।🙂

স্বামীকে ভাত বেড়ে দেয়ার নাম গোলামী, আর পরপুরুষকে খাবার সার্ভ করার নাম নিজের পায়ে দাড়ানো!🙂 বেডি মানুষ
20/01/2023

স্বামীকে ভাত বেড়ে দেয়ার নাম গোলামী, আর পরপুরুষকে খাবার সার্ভ করার নাম নিজের পায়ে দাড়ানো!🙂 বেডি মানুষ

শুভ সকাল📸📸md abdullah....location...   বাতাগ্রাম সালথা ফরিদপুর।
20/01/2023

শুভ সকাল
📸📸md abdullah....
location... বাতাগ্রাম সালথা ফরিদপুর।

19/01/2023

দেখুন বিদেশে কিভাবে ফ্রী পিৎজা খাওয়ার যায় । শেষ পর্যন্ত গেম খেলে পিৎজা পাওয়া যায় কিনা ।

#ভাইরাল #ভাইরাল্ভিডিও #2023

প্রখ্যাত ইসলামিক দা'য়ি এবিট লিউ বাংলাদেশে এসেছেন ।আপনাকে  স্বাগতম বাংলাদেশের মাটিতে   প্রিয়  💚💚💚
19/01/2023

প্রখ্যাত ইসলামিক দা'য়ি এবিট লিউ বাংলাদেশে এসেছেন ।
আপনাকে স্বাগতম বাংলাদেশের মাটিতে প্রিয় 💚💚💚

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপ...
19/01/2023

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।

আমরা আমাদের জীবনে না পাওয়া জিনিস গুলোকে অধিক মূল্যবান মনে করি ।
যার ফলে আমাদের কাছে থাকা জিনিস গুলো ধীরে ধীরে আমাদের কাছে মূল্যহীন হয়ে যায় ।

ইজতেমার গল্পটঙ্গি ২০২৩ ইং।             🥰🥀•—• Alhamdulillah •—•
19/01/2023

ইজতেমার গল্প
টঙ্গি ২০২৩ ইং।
🥰🥀
•—• Alhamdulillah •—•

Art: Tayub HossanTool: AI
19/01/2023

Art: Tayub Hossan
Tool: AI

আপনার খুউউব খা-রা-প লাগছে, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। কিন্তু পারছেন না! বিশ্বাস করুন এর চেয়ে বা-জে মুহূর্ত আর না...
18/01/2023

আপনার খুউউব খা-রা-প লাগছে, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। কিন্তু পারছেন না! বিশ্বাস করুন এর চেয়ে বা-জে মুহূর্ত আর নাইই!'🙂

18/01/2023

ইংশা-আল্লাহ 💚💚

গ্রাম বাংলার  অপরূপ সৌন্দর্য্য 💚
18/01/2023

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য্য 💚

16/01/2023

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 💚🎉

15/01/2023

নেপালে আবারও বিমান দূর্ঘটনা ।

বাহাত্তর জন যাত্রী ও ক্রু নিয়ে নেপালের একটি বিমান পোখারা বিমানবন্দরে বিধ্বস্ত হওয়ার পর অন্তত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সেখানে আরও মৃতদেহ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা।
ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হয়।
সেই সময় বিমানটিতে আগুন ধরে যায়। আফরোজা নীলার প্রতিবেদনে বিস্তারিত।

15/01/2023

বিয়ে করে ঘরে চাঁদ নিয়ে আসুন ।
রাস্তায় মোমবাতি দেখার ইচ্ছা চলে যাবে ।
"ইংশা-আল্লাহ"

বিশ্ব ইজতেমা সফল হোক  ( আমিন)
14/01/2023

বিশ্ব ইজতেমা সফল হোক ( আমিন)

খুবই দুঃখজনক! গত মঙ্গলবারে সন্ধ্যার ঘটনা। যাত্রাবাড়ী মাদ্রাসার কিতাব মার্কেটে ভাইয়ের কিতাবের দোকান আছে। যতদিন থেকে ভাইয়ে...
12/01/2023

খুবই দুঃখজনক!
গত মঙ্গলবারে সন্ধ্যার ঘটনা। যাত্রাবাড়ী মাদ্রাসার কিতাব মার্কেটে ভাইয়ের কিতাবের দোকান আছে। যতদিন থেকে ভাইয়ের সাথে পরিচয় কোনদিন খারাপ পাইনি।
আল্লাহ আমাদের মাঝে ভাইকে ফিরিয়ে দিবেন সে আশাবাদী।

09/01/2023

Road side burger
Malaysia

08/01/2023

তেমন কিছু না ছোট বেলায় আম্মু যখন জোর পূর্বক গোসল করাইতো সেই কথা মনে পড়ে গেলো। 🙂

copy post for fun





Address

Dhaka
Dhaka

Telephone

+60169530569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tayub Hossan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Dhaka

Show All