Sonatan network bd

Sonatan network bd প্রতি সেকেন্ডে তাঁকে স্মরণ করুন-!!🌺
যিনি প্রতি সেকেন্ডে নিশ্বাস চালু রেখেছেন-!!🌸
🙏Hare Krishna🙏

ধর্ম নিয়ে বিতর্ক করাটা..!!            ধর্ম নয়..!!অন্য ধর্মকে সন্মান করে..!! নিজ ধর্ম পালন করাটাই..!!         প্রকৃত ধর্ম...
05/02/2024

ধর্ম নিয়ে বিতর্ক করাটা..!!
ধর্ম নয়..!!
অন্য ধর্মকে সন্মান করে..!!
নিজ ধর্ম পালন করাটাই..!!
প্রকৃত ধর্ম..!!
🙏হরে কৃষ্ণ 🙏


22/01/2024

সনাতন ধর্ম ত্যাগ করে আজও কেউ সুখি হতে পারে নাই আর তুমি সাঈদ আবদুল্লা তোমার বাবা মায়ের নাম পরিবর্তন করে সুখি হতে চেয়েছিলে....?

পারবে না কারণ সুন্দর সনাতন ধর্ম দুদিনের ধর্ম নয় এটা আদি সনাতন ধর্ম 🚩🚩
বলতে গেলে বহু কথাই বলা যায়,,
সকল সনাতনী দাদাও দিদিদের কাছে অনুরোধ আপনার আমার ভাই বোনেরা কোথায় যাচ্ছে কি করছে কার সাতে মিলামিশা করছে সেদিকে নজর দিন।
ধর্ম টা আপনার আর আমার আর এটাকে রক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদের সকলের 🙏🙏🙏

নিজ দায়িত্বে আপনার আদরের ছোট্ট বোন ভাজতি ভাগিনী এলাকার ছোট ভাই বোনদের ম্যানশন দিয়েও সচেতন করতে পারেন।।

জয় সনাতন ধর্মের জয় ✊✊

© Sonatan network bd

আবারও তা প্রমাণ হলো "সত্য উদাসীন হতে পারে কিন্তু পরাজিত হয় না..! প্রভু আসছেন 🔱🚩🚩                         𝐉𝐀Y 𝐒𝐇𝐑𝐄𝐄 𝐑𝐀𝐌 ...
19/01/2024

আবারও তা প্রমাণ হলো "সত্য উদাসীন হতে পারে কিন্তু
পরাজিত হয় না..! প্রভু আসছেন 🔱🚩🚩

𝐉𝐀Y 𝐒𝐇𝐑𝐄𝐄 𝐑𝐀𝐌 🙏

16/01/2024

বাংলাদেশের জাগ্রত ও সবথেকে সুন্দর পুরান ঢাকা শাঁখারি বাজারের মায়ের বিদায় দর্শন করুন | দর্শনেই পাপ মোছন করুন |
| জয় মা কালী |



16/01/2024

প্রেমের টানে কানাডার মেয়ে এখন গ্রামে!!!সবাই অনেক আনন্দ বিয়ে বরণ করছে।

Sonatan network bd

জয় নিতাই গৌর হরিবলশ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজী কর্তৃক প্রতিষ্ঠিত ৩৬তম শ্রীমদ্ভগবত পাঠ।২৯ পৌষ ১৪৩০ (১৫ জা...
15/01/2024

জয় নিতাই গৌর হরিবল
শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজী কর্তৃক প্রতিষ্ঠিত ৩৬তম শ্রীমদ্ভগবত পাঠ।
২৯ পৌষ ১৪৩০ (১৫ জানুয়ারি-২০২৪) সোমবার হইতে ১০ মাঘ (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার পর্যন্ত - ১১ দিন ব্যাপী শ্রীমদ্ভগবত পাঠ।
১১ মাঘ (২৬ জানুয়ারি) শুক্রবার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ।

শ্রীমদ্ভগবত পাঠ পরিবেশন করবেন।
শ্রী জগদানন্দ ব্রহ্মচারী জগদিশ গৌসাঁই- মহাপ্রভুর আশ্রম, বাপ্তা, ভোলা।
প্রভুপাদ শ্রী শ্রী শিবনাথ গোস্বামী- ধানুকা, শরিয়তপুর।
শ্রী তন্ময় গোস্বামী- গৌরনদী, বরিশাল।
শ্রী শংকর ব্রহ্মচারী- শান্তি নিকেতন, চট্টগ্রাম।
শ্রীবাস চন্দ্র দে - বাপ্তা, ভোলা।

স্থানঃ বাপ্তা শ্রী শ্রী কালীমাতা ও দুর্গামাতার মন্দির প্রাঙ্গণ,
মহাজনের পুল সংলগ্ন, বাপ্তা, ভোলা।

আয়োজনেঃ বাপ্তা শ্রীশ্রী কালীমাতা ও দুর্গামাতার মন্দির, পরিচালনা কমিটি।

নারায়ণগঞ্জে চলন্ত বাসে দূর্বৃত্তে আগুন হয়তো ঘুরতে গিয়েছিলেন। হয়তো গিয়েছিলেন বাবা-মা অথবা কোনো আত্মীয়ের সাথে দেখা করতে। ব...
05/01/2024

নারায়ণগঞ্জে চলন্ত বাসে দূর্বৃত্তে আগুন

হয়তো ঘুরতে গিয়েছিলেন। হয়তো গিয়েছিলেন বাবা-মা অথবা কোনো আত্মীয়ের সাথে দেখা করতে। বিদায়ের সময়টা ছিল হাসিমুখেই। কিন্তু কিছুক্ষন আগে ট্রেন আগুনে সবটাই শেষ.....

কয়েক ঘণ্টার পথ নির্বিঘ্নেই কেটেছে। আসার সময় নবনির্মিত লাইনে ট্রেনের দুরন্ত গতিতে স্ত্রী-সন্তানের সঙ্গে গল্পও জমেছিল বেশ। পদ্মাসেতু পার হওয়ার সময় হয়তো চোখ উজ্জ্বল হয়েছিল, বিস্ময়ের সঙ্গে যেখানে ছিল আনন্দ ও আবেগের সুখানুভূতি!

নারায়নগঞ্জ পার হয়ে যখন ট্রেন গোপীবাগের কাছে, তখনও হয়তো গল্পে মগ্ন ছিলেন তারা। হয়তো নতুন বছরে স্কুলে ভালো করে পড়তে হবে, এটাই বোঝাচ্ছিলেন সন্তানকে। স্ত্রীকে হয়তো বলছিলেন, রাতে বাসায় যেয়ে রান্না করবা নাকি বাইরে থেকে খেয়ে যাব?

আর কিছুক্ষণ পরই কমলাপুরে ঢুকবে ট্রেন। এর আগেই স্বপ্নের জায়গায় এলো দু:স্বপ্ন। দুর্বৃত্তরা ট্রেনে আগুন লাগিয়েছে

আচ্ছা যারা আগুন লাগান তারা যখন এসব দেখেন, একটুও কি অপরাধবোধ কাজ করে না? যারা নির্দেশ দেন, তাদের কি একটুও কষ্ট হয় না? এভাবে মানুষ মারা প্রত্যেকের যেন কঠিন থেকে কঠিন মৃত্যু হয়। এমন কিছু মেনে নেয়া যায় না। কিছুতেই না।

একজন প্রত্যক্ষদর্শী জানান, চাইলেই বাঁচতে পারতেন কিন্তু স্ত্রী সন্তানকে রেখে বের হননি 🙂
© SSonatan network bdnSonatan network bdbSonatan network bd

17/12/2023

বাবাজীর অন্তিম মুহূর্ত।
শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী (অনিল বাবাজী)

30/11/2023

- বাবাকে কখনো অবজ্ঞা করোনা😥
- বাবা যতই গরীব হউক, বাবার মতো শক্ত হাত 😓

- পৃথিবীতে কারো নেই❤️

07/10/2023

- প্রতিবছর দূর্গা পূজা আসলেই আমাদের প্রতিমা
ভাঙা শুরু হয়ে যায়...
- তাহলে এগুলো কিসের ইঙ্গিত?





এগুলোর শেষ কোথায়💔🥲ঝিনাইদহ জেলার সদর থানার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামে কালিতলা মন্দিরে> ০২/১০/২৩ দিবাগত রাত্র ১১ পর...
03/10/2023

এগুলোর শেষ কোথায়💔🥲

ঝিনাইদহ জেলার সদর থানার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামে কালিতলা মন্দিরে> ০২/১০/২৩ দিবাগত রাত্র ১১ পর্যন্ত পাহারায় ছিলেন মন্দির কমিটি। তার পর খাওয়া দাওয়ার জন্য বাসায় যান। পরবর্তীতে বৃষ্টির কারণে মন্দিরে যেতে একটু দেরি হলে ১২: ৪৫ মিনিটের দিকে আবারো মন্দিরে গিয়ে দেখতে পান, মন্দিরের সকল প্রতিমার মাথা গুলো ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
এগুলোর শেষ কোথায়..!🥲🥀



মুসলিম থেকে হিন্দু হয়েছে একটি বোন ❣️❣️🙏🌱🌿সাদিয়া আক্তার থেকে গৌরি রানী হয়ে গেলো,চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানার মেয়ে।সনাতন ধর...
03/10/2023

মুসলিম থেকে হিন্দু হয়েছে একটি বোন ❣️❣️🙏🌱🌿

সাদিয়া আক্তার থেকে গৌরি রানী হয়ে গেলো,
চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানার মেয়ে।
সনাতন ধর্মে ধর্মান্তরিত হয়ে,
দেবি রুপে জাগ্রত হলো।।
নেই তালাকের ভয়,নেই হিল্লা বিয়ের ভয়,
নেই অসম্মানের ভয়।
ঈশ্বরের কৃপায় সুন্দর ময় হয়ে উঠুক তোমার নতুন জীবন,
আশা করি তুমি সনাতন ধর্মে ধর্মান্তরিত হয়ে দেবি রুপে জাগ্রত হলে।।

জয় সনাতন ❤️❤️🚩🚩🚩

জয় মা দূর্গা দুর্গতিনাশিনী 👣🌺😍তুমিতো জগদ্ধাত্রী গায়ত্রী দেবীতে হয়েছো পর্যবসতি।। 🌺পুরুষরুপী পিশাচকে দমনকারীতুমিই আরাধ্যদে...
29/09/2023

জয় মা দূর্গা দুর্গতিনাশিনী 👣🌺😍

তুমিতো জগদ্ধাত্রী গায়ত্রী
দেবীতে হয়েছো পর্যবসতি।। 🌺
পুরুষরুপী পিশাচকে দমনকারী
তুমিই আরাধ্যদেবী, হে নারী।। 🙏

জয় মা দুর্গা 🙏
অপেক্ষার আর কয়েকদিন

⛔ফরিদপুরে প্রতিমা ভাঙ্গার মধ্য দিয়ে ২০২৩ সালের শারদীয় উৎসব শুরু...😡😡😡এই হলো অসাম্প্রদায়িক এর নমুনা⚠️আবারো কি কুমিল্লার ই...
19/09/2023

⛔ফরিদপুরে প্রতিমা ভাঙ্গার মধ্য দিয়ে ২০২৩ সালের শারদীয় উৎসব শুরু...😡😡😡
এই হলো অসাম্প্রদায়িক এর নমুনা⚠️আবারো কি কুমিল্লার ইকবাল এর মতো হবে?⁉️
শান্তিপ্রিয় মানুষ গুলা কই এখন?
তিব্র নিন্দা জানাই এই জঘন্যতম ঘটনার

09/09/2023

—ব্যস্ত থাকলে ছেড়ে দিন বিরক্ত করব না 🙂
—Free থাকলে অনুরোধ করলাম কৃষ্ণনাম নেওয়ার

🦚হরে*কৃষ্ণ🌿🙏

আমি হিন্দু হয়ে গর্বিত,পরের জন্মেও যেন আামি হিন্দু হয়েই জন্ম গ্রহন করিযদি থাকে হিন্দুত্ব করতে পারো বন্ধুত্ব 🥰🥰 🙏🙏Hare kri...
02/09/2023

আমি হিন্দু হয়ে গর্বিত,
পরের জন্মেও যেন আামি হিন্দু হয়েই জন্ম গ্রহন করি
যদি থাকে হিন্দুত্ব করতে পারো বন্ধুত্ব 🥰🥰
🙏🙏Hare krishna 🙏
🙏🙏জয় শ্রী রাম🙏🙏

একাদশী বার্তা 💫 একাদশী বার্তা 💫 একাদশী বার্তাআগামী ২৬শে শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ ইং ১২ই আগস্ট ২০২৩ শনিবারপবিত্র পরমা একাদশী ...
11/08/2023

একাদশী বার্তা 💫 একাদশী বার্তা 💫 একাদশী বার্তা

আগামী ২৬শে শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ
ইং ১২ই আগস্ট ২০২৩ শনিবার

পবিত্র পরমা একাদশী
পারনঃ পরের দিন সকাল ০৫:১৩ থেকে ০৯:৩৩ মি: মধ্যে কলকাতা, ভারত সময় এবং
সকাল ০৫:৩৩ থেকে ১০:০২ মি: মধ্যে ঢাকা, বাংলাদেশ সময় এবং

ব্রত ও মাহাত্ম্যকথাঃ পুরুষোত্তম মাস অধিমাস কৃষ্ণপক্ষীয়া ‘পরমা’ একাদশী পদ্মপুরাণ উল্লেখিত যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংবাদে অধিমাসের কৃষ্ণপক্ষীয়া একদশী মহিমা দেখতে পাওয়া যায়। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করলেন-অধিমাসে কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি? ব্রতের বিধান বা কি?

শ্রীকৃষ্ণ বললেন- হে যুধিষ্ঠির! মানুষের ভুক্ত মুক্তি প্রদাতা এই পবিত্র একাদশীর নাম পরমা একাদশী অথবা কমলা একাদশী! তোমার প্রতি স্নেহ বশতঃ অশেষ মহিমাযুক্ত পুরুষোত্তম মাসের কৃষ্ণ-পক্ষীয়া একাদশীর মহিমা বলছি ব্রহ্ম মূহুর্তে শয্যা পরিত্যাগ পূর্বক যথাবিহিত স্নান-আহ্নিকাদি সেরে ভগবান শ্রীবিষ্ণুর প্রীতি কামনায় শ্রীভগবানের নাম মন্ত্র জপ করতে হয়। গৃহেতে যে পরিমাণে জপ করবে নদীতীরে তার দ্বিগুণ, তদপেক্ষা গোষ্ঠে সহস্রবার,তীর্থে শতবার, তুলসীর নিকটে লক্ষবার এবং বিষ্ণুর সম্মুখে অসংখ্যবার জপ করতে হয়। অবন্তীনগরে বিশ্বকর্মা নামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বাস করতেন। তাঁর পাঁচটি পুত্র ছিল। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রের নাম জয় শর্মা। কোন দুষ্কর্ম করায় পিতা মাতাও তাকে বাড়ী থেকে বহিষ্কৃত করে দেয়। কোন এক সময় ভ্রমণ করতে করতে এলাহবাদে এসে ত্রিবেণী সঙ্গমে স্নান কার্য সমাপনান্তে ক্ষুধায় কাতর হয়ে মলিন বদনে কোন একমুনির আশ্রমে উপস্থিত হলেন। সে দিন আবার এই একাদশী তিথি। অনেক ভক্তবৃন্দ মুনি মুখপদ্ম বিগলিত একাদশী মহিমা শ্রবণ করতঃ ব্রত পালন করছেন। ঐ ব্রাহ্মণও ব্রত পালন করে ব্রত কথা শুনলেন। তাঁর ব্রতোপবাসে সন্তুষ্ট হয়ে স্বয়ং লক্ষ্মীদেবী দর্শন দিয়ে বললেন- “ভক্তির সঙ্গে এই উপবাস পালন করায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমাকে বর দান করতে ইচ্ছা প্রকাশ করে আমি এসেছি। আমার নাম লক্ষ্মী আমি পরম কৃপালু নারায়ণ কর্তৃক প্রেরিত। বৈকুন্ঠ থেকে এসেছি। এই ব্রতানুষ্ঠানে তোমার অধীনা হয়েছি। তোমার বংশে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ জন্মগ্রহণ করবে। আমি সত্যই বলছি-আমার নাম লক্ষ্মী।”

ব্রাহ্মণ বললেন- হে কমলে! সত্যিই যদি আমার প্রতি প্রসন্ন হয়ে বর দিতে চান তবে এই ব্রতকথা ভালরূপে বর্ণন করলে আরও দ্বিজগণ এই ব্রত কথায় প্রবৃত্তি লাভ করতে পারবেন। এই ব্রতে ভগবান শ্রীনারায়ণকে ভক্তিভরে পূজা করতে হয়, নিরাহারে অবস্থান পূর্বক পরদিন দ্বাদশীতে পুণ্ডরীকাক্ষের পূজা নৈবেদ্যান্তে প্রসাদন্ন পারণ করতে হয়। শ্রীকৃষ্ণ বললেন, লক্ষ্মীদেবী বর প্রদান করে অন্তর্হিতা হলেন। অনন্তর সেই বিপ্র ধনশালী হয়ে সুখে হরিস্মরণ করে দেহান্তে ভগদ্ধামে গমণ করেন। কমলার আশীর্বাদে ব্রাহ্মণ ধন্য হয়েছিলেন। তাই এই একাদশীকে ‘কমলা’ একাদশীও বলা হয়। আবার ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এক মনোরম কাহিনী বলছেন! একদা কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। পবিত্রা নাম্নী তাঁর এক পতিব্রতা সহধর্মিনী ছিল। কিন্তু কোন পাপকার্যে জন্য তারা এত দরিদ্র হলো যে অন্ন-বস্ত্র পর্যন্তও তাদের জোটেনি। এর মধ্য দিয়েও যদি কখনও অতিথি আসে তখন নিজেরা না খেয়ে যতটুকু সম্ভব অতিথি সৎকার করতেন। ব্রাহ্মণের স্ত্রীর মনে একটুও দুঃখ ছিল না। একদিন ব্রাহ্মণ-ব্রাহ্মণীকে বলছেন- হে ব্রাহ্মণী! আমি কিছু ধনেরপ্রত্যাশী হয়ে বিদেশী যাত্রা করতে চাই, বুদ্ধিমান ব্যক্তি উদ্যম ও উৎসাহকে ভঙ্গ করে না, সামর্থকে অবহেলা করা উচিৎ নয়। তখন ব্রাহ্মণী বলছেন- হেস্বামিন! আপনার চেয়ে অধিক বিদ্বান আমি নই, তবে এইটুকু জানি-বিদ্যা, ধন, দারিদ্রতা সর্বত্রই পূর্ব জন্মার্জিত ফল।

পূর্বজন্মে কোন ফল না থাকলে বর্তমানে কি কেউ সুখে থাকতে পারে। আমরা ধন সম্পদ অনেক পেয়েছিলাম-কিন্তু কাউকে অন্ন দান করিনি। তাই আমাদের অন্ন জুটছে না। হে পতিদেবতা! তুমি ধনের জন্য অন্যত্র গেলে আমাকে লোকে দুর্ভাগা বলে নিন্দা করবে অতএব তুমি এখানে থেকে যা লাভ কর ওতেই আমি সন্তুষ্ট হই।পতিব্রতার কথা শুনে ব্রাহ্মণ দেশে রয়ে গেলেন। একদিন তাদের ভগ্ন কুটিরে কৌণ্ডিল্য মুনি এলেন। পরম শ্রদ্ধা সহকারে পাদ্যার্ঘ দ্বারা উভয়ে মুনিকে প্রণাম করে সস্ত্রীক বিধিপূর্বক ভোজন করালেন। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন- হে মহামুনে! কিসে দারিদ্রতা নাশ হয়? এমন কোন উত্তম ব্রতের কথা বলুনযাতে পাপ-দুঃখ দারিদ্রতা দুর হয় এবং ভগবানে ভক্তির উদয় হয়! তখন কৌণ্ডিল্য মুনি বললেন, মলমাসে অধিমাসে কৃষ্ণপক্ষীয়া একাদশী ব্রত ভুক্ত মুক্তিপ্রদায়িনী, সর্বপাপ বিনাশিনী, সর্ব সুখদায়িনী এবং ভগবানের অতীব প্রিয়তমা তিথি। প্রথমে কুবের এই ব্রত পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এইব্রত পালনে স্ত্রী-পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী! এই জন্য তোমারাও এই ব্রত পালন কর।

হে পাণ্ডব! কৌণ্ডিন্য মুনির উপদেশে পতি-পত্নী উভয়ে একসঙ্গে বিধীমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পররাজভবন থেকে এক রাজকুমার তাঁদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বউ ধনসম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতীকে দান করেলন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিল। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ-দুম্পতির সকল দুঃখের অবসান হল। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন তিনি চূরাশি লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনও সুখী হয় না। বহু পূণ্য কর্মের ফলে দুর্লভ মানব-জন্ম লাভ হয়। তাই মানব-জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম শুনে মহারাজ যুধিষ্ঠির তাঁর আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন ।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

"হরে কৃষ্ণ লেখার সময় নাই, কিসের ব্যাস্ত?আজ এখনি চোখ বুজলে কালকে দুদিন; সময় কিন্তু থেমে থাকবে না"✨ হরে কৃষ্ণ ✨
26/07/2023

"হরে কৃষ্ণ লেখার সময় নাই, কিসের ব্যাস্ত?
আজ এখনি চোখ বুজলে কালকে দুদিন; সময় কিন্তু থেমে থাকবে না"
✨ হরে কৃষ্ণ ✨

ইচ্ছে সকল শক্তির মূল। ❤️🙏 হরে কৃষ্ণ 🙏
24/07/2023

ইচ্ছে সকল শক্তির মূল। ❤️
🙏 হরে কৃষ্ণ 🙏

🚫⛔পূজা না আসতেই শুরু হলো ভাংচুর😭ঘটনা গত কাল রাত ৯.১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের নিয়া...
21/07/2023

🚫⛔পূজা না আসতেই শুরু হলো ভাংচুর😭

ঘটনা গত কাল রাত ৯.১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর সার্বজননীন দূর্গা মন্দিরের। এক‌টি প্রতিমাও অব‌শিষ্ট নেই সেখা‌নে। অপরাধী ধরা প‌ড়ে‌ছে, ত‌বে বরাব‌রের ম‌তোই কোন দৃষ্টান্তমূলক শা‌স্তিই হ‌বেনা।

হাজারো হতাশা ও মোহ-মায়ার মাঝে 🥀তুমিই আমার একমাত্র ভরসা "মা" 🥺❤️         🌺জয় মা কালী🌺
20/07/2023

হাজারো হতাশা ও মোহ-মায়ার মাঝে 🥀
তুমিই আমার একমাত্র ভরসা "মা" 🥺❤️
🌺জয় মা কালী🌺

ইস্কন সংগঠকে যারা খারাপ মনে করেন।কখনো কি তাদের মতো করে সনাতন ধরনের প্রচার করতে পারবেন সারা পৃথিবীতে। আজকে ইস্কন আছে বলেই...
14/07/2023

ইস্কন সংগঠকে যারা খারাপ মনে করেন।
কখনো কি তাদের মতো করে সনাতন ধরনের প্রচার করতে পারবেন সারা পৃথিবীতে। আজকে ইস্কন আছে বলেই আমাদের সনাতন ধর্মের আলো সারা পৃথিবী ঝলমল করছে।

একাদশী বার্তা, কামিকা একাদশী                                                    ১৩ই জুলাই ২০২৩                 ২৭শে আষাঢ...
11/07/2023

একাদশী বার্তা, কামিকা একাদশী

১৩ই জুলাই ২০২৩
২৭শে আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ
বৃহস্পতিবার কামিকা একাদশী

✤পারন✤
°°°°°°°°°°°°°°°
পরের দিন শুক্রবার
বাংলাদেশ:সকাল ০৫ঃ২৫-০৯ঃ৪২মিঃ
পশ্চিমবঙ্গ: সকাল ০৫ঃ০৪-০৯ঃ৩০
দিল্লি: সকাল ০৫ঃ৩২-১০ঃ০৯মিঃ
সিঙ্গাপুর: সকাল ০৭ঃ০৪-১১ঃ০৮মিঃ
পৃথিবীর সর্বত্র একইদিনে যোগিনী একাদশী

#কামিকা_একাদশী_মাহাত্ম্য
🍎শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্তপুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে।
🍏যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন--হে গোবিন্দ! হে বাসুদেব! শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী।
🍊প্রত্যুত্তরে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন--হে রাজন! পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনযোগ দিয়ে তা শ্রবন করুন।
🍓এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন--হে ভগবান! শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতা কে, এই ব্রতের বিধিই বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পুন্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে।
🥭শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন--হে বৎস! জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবন কর।
🍍শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী 'কামিকা' নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা গোদাবরী কাশী নৈমিষ্যারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুন লাভ করা যায়।
🥒 সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাঁরা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনও নিম্ন যোনি প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রী হরির পূজা করেন পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসীমঞ্জরী দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়।
🍇এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন--হে নারদ! যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাঁকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাঁকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাঁকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবদ্ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণভক্তি প্রদায়িনী তোমাকে প্রণাম করি।
🍒যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তাঁর পুণ্যের হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। 🍐শ্রীকৃষ্ণ বললেন--হে রাজন! আমি আপনার কাছে সর্বপাপহারিনী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রুণহত্যা পাপবিনাশিনী, মহাপুণ্যফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন।

🌸জয় শ্রীরাধাকৃষ্ণ🌸


"হরে"কৃষ্ণ"হরে"কৃষ্ণ"
কৃষ্ণ"কৃষ্ণ"হরে"হরে।"
"হরে"রাম"হরে"রাম"
রাম"রাম"হরে"হরে।

পারমার্থিক মনোরঞ্জন 01✍️🥀

10/07/2023

🚩 জয় শ্রী রাম 🚩

মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহন করছে🚩❤️
ধন্যবাদ জানাই এই বোনকে❤️ আপনাদের দাম্পত্য জীবনে সুখী হোক❤️

এই মেয়েটি দেখিয়ে দিয়ে গেলো। প্রেমের জন্য  ধর্ম ত্যাগ না ✊বরং ধর্মের জন্য প্রাণ ত্যাগ করলো 😥 কিন্তু আমরা কেউ তার সঠিক বিচ...
09/07/2023

এই মেয়েটি দেখিয়ে দিয়ে গেলো।
প্রেমের জন্য ধর্ম ত্যাগ না ✊বরং ধর্মের জন্য প্রাণ ত্যাগ করলো 😥
কিন্তু আমরা কেউ তার সঠিক বিচার নিশ্চিত করতে পারলাম না 🥲

 #সতর্কতা_মূলক_পোস্ট হিন্দু মেয়ের জন্য, হিন্দু ছেলেরা হিন্দু মেয়েদের বন্ধু হতে চাইলে তাদের ভাব বেড়ে যায়! তখন তারা: ১।...
09/07/2023

#সতর্কতা_মূলক_পোস্ট
হিন্দু মেয়ের জন্য,
হিন্দু ছেলেরা হিন্দু মেয়েদের বন্ধু হতে চাইলে তাদের ভাব বেড়ে যায়! তখন তারা:

১। বন্ধু হতে চায় না

২। কথা বলতে চায় না।

৩। তারা ভাবে হিন্দু ছেলেদের সাথে বন্ধুত্ব করলে যদি তারা প্রেমে পড়ে যায়! আর সেইসঙ্গে ভাবে প্রেমে পড়লে যদি তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়! তাই তারা হিন্দু ছেলেদের এড়িয়ে চলে।

৪। এইজন্য তার বন্ধু হিসেবে বিধর্মী ছেলেদের বেছে নেয়। এদের সাথে ওরা খুব ভাল বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে, আর জীবনটা নষ্ট করার রাস্তা তৈরি করে।

৫। এইভাবে একসাথে চলতে চলতে একদিন বন্ধুত্ব প্রেমের রূপ নেয়| প্রেম থেকেই হয় বিয়ে এবং ধর্মত্যাগ! তখন কোথায় থাকে তাদের ক্যারিয়ার ?

তাই হিন্দু মেয়েদের বলছি, হিন্দু ছেলেদের সাথে বন্ধুত্ব করলে ক্ষতি কি? না হয় প্রেমই হল! তবু তো স্বধর্মের ছেলে! হোক না সে নিম্ন পরিবারের বা অন্য গোত্রের, তবু হিন্দু তো! সেখানে তুমি কখনই প্রতারিত হবে না ,পাবে দেবীর সম্মান ।ভুল করে বা কোন বিধর্মীদের মিথ্যা আশ্রয় নিয়ে নিজের ধর্ম ত্যাগ করবেন না।

**হিন্দু ধর্মই শ্রেষ্ঠ, এটিই প্রাচীন ও সত্য ধর্ম🚩 জয় সনাতন❤️ জয় শ্রী কৃষ্ণ ❤️**🙏🙏🙏

#বিঃদ্রঃ 🙏ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন 🙏

এদিকে বিদেশীরা আমাদের সংস্কৃতি গ্রহণ করছে আর আমরা শুধু উপহাস করছি।🤦ওরাই আমাদেরকে হরি ভজনা করা শেখাচ্ছে আর আমরা শুধু প্রশ...
08/07/2023

এদিকে বিদেশীরা আমাদের সংস্কৃতি গ্রহণ করছে আর আমরা শুধু উপহাস করছি।🤦
ওরাই আমাদেরকে হরি ভজনা করা শেখাচ্ছে আর আমরা শুধু প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছি।
এত প্রশ্ন কিসের ? নিজের ধর্ম এবং সংস্কৃতিকে বিশ্বাস করা যায় না ?
কি ভাবছেন আপনি খুব বুদ্ধিমান? বিশ্বাস করুন আপনার মত মূর্খ দুনিয়ায় নেই। আপনি আপনার জেলা, রাজ্য সর্বোপরি গোটা ভারতবর্ষের লজ্জা!
আপনি সমগ্র সনাতনীদের লজ্জা!
ভারতবর্ষের বুকে জন্ম নেওয়া বিখ্যাত মনীষীদের কথা একবার ভাবুন। 🕉️

জয় শ্রী কৃষ্ণ
সকলের মঙ্গল হোক
❤️🙏🏻🌼

🪷,,,,,,,,,,,,,,গীতা দেবে শক্তি ,,,,,,,,,,,,,🪷      🔱     ,,,,,,,,,,,,,,, গীতা দেবে মুক্তি ",,,,,,,,,,,,,,🔱⚜️,,,,,,,,,,,গ...
06/07/2023

🪷,,,,,,,,,,,,,,গীতা দেবে শক্তি ,,,,,,,,,,,,,🪷
🔱 ,,,,,,,,,,,,,,, গীতা দেবে মুক্তি ",,,,,,,,,,,,,,🔱
⚜️,,,,,,,,,,,গীতা ছেড়ে করোনা ভুল,,,,,,⚜️
,,,,,,,,,,গীতা হলো ধর্মের মূল ",,,,,,,,,,
🌿🌿🍂🍂🙏 জয় গীতা🙏🍂🍂🌿🌿

৬০ কুইন্টাল ওজনের ব্রোঞ্জের ওঁ স্থাপন করা হচ্ছে পবিত্র ভূমি কেদারনাথ ধামে ।সপ্তাহ খানেকের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশা...
06/07/2023

৬০ কুইন্টাল ওজনের ব্রোঞ্জের ওঁ স্থাপন করা হচ্ছে পবিত্র ভূমি কেদারনাথ ধামে ।
সপ্তাহ খানেকের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে ।।
🔱🙏হর হর মহাদেব🙏🔱

শ্রী কৃষ্ণ বলেছেসুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যাবে🖤কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না🙏❤️Hare krishna❤️🙏
06/07/2023

শ্রী কৃষ্ণ বলেছে
সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যাবে🖤কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না
🙏❤️Hare krishna❤️🙏

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sonatan network bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonatan network bd:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like