Moumita Akter Mou

Moumita Akter Mou Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Moumita Akter Mou, Digital creator, Dhaka.
(4)

11/07/2024

নিজের ব্যাক্তিত্ত্বকে সুন্দর রাখুন-

১। আগে সালাম দিন।

২। হাসিমুখে কথা বলুন।

৩। শুনুন বেশি, বলুন কম।

৪। তামাশার ছলেও কখনো মিথ্যা বলবেন না।

৫। ভুল হলে বিনয়ের সাথে sorry বলুন।

৬। অকারণে বেশি হাসবেন না।

৭। ধীরে ধীরে বুঝিয়ে কথা বলুন।

৮। আগে অন্যের কথা শুনুন, তারপর নিজে বলুন।

৯। কোনো বিষয়ে তর্কে জড়াবেন না।

১০। কারো কাছে নিজেকে বড় প্রমান করার চেষ্টা করবেন না।

১১। রাগ নিয়ন্ত্রণে রাখুন।

১২। কেও ভুল করলে ক্ষমা করুন।

১৩। ছোট বড়ো সবাইকে সম্মান করুন।

১৪। কথা দিয়ে কথা রাখবেন।

১৫। পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন।

১৬। পারলে খাওয়ান, জোর করে খাবেন না।

১৭। খাবার সামনে এলে আগে অন্যকে দিন।

১৮। মুখ ও শরীর গন্ধমুক্ত রাখুন।

১৯। চরিত্র সুন্দর রাখুন।

২০। ব্যবহারে নম্রতা বজায় রাখুন।

#সংগ্রহীত #

06/06/2024
_🌺 আমি লাইব্রেরির প্রকাশিত বই নই       যে একের ভিতর সব থাকবে...!🌸
25/05/2024

_🌺 আমি লাইব্রেরির প্রকাশিত বই নই
যে একের ভিতর সব থাকবে...!🌸













যদি কারো সাথে, বন্ধুত্ব শেষ হয়ে যায়!– তবে তার, গোপন কথাগুলো গোপন রেখো!
22/05/2024

যদি কারো সাথে, বন্ধুত্ব শেষ হয়ে যায়!
– তবে তার, গোপন কথাগুলো গোপন রেখো!

কেমন লাগছে আমাদের সত্যি করে বলব😊.
20/05/2024

কেমন লাগছে আমাদের সত্যি করে বলব😊.








কিছু মানুষ কষ্টের থাকার অভিনয় করে, অন্যের সহানুভূতি পাওয়ার জন্য
20/05/2024

কিছু মানুষ কষ্টের থাকার অভিনয় করে, অন্যের সহানুভূতি পাওয়ার জন্য













পড়ালেখায় মনোযোগ দেওয়ার জন্য বাবার আপত্তিতে ভ্লগিংকে বিদায় জানাল পাকিস্তানি ক্ষুদে ভ্লগার মোহাম্মদ সিরাজ!🥹সময়োপযোগী সঠিক ...
19/05/2024

পড়ালেখায় মনোযোগ দেওয়ার জন্য বাবার আপত্তিতে ভ্লগিংকে বিদায় জানাল পাকিস্তানি ক্ষুদে ভ্লগার মোহাম্মদ সিরাজ!🥹

সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত নিয়েছে তার বাবা আর বাংলাদেশ হলে এদের দিয়ে ব্যাবসা করাতো!
অনেক কিউট ছিলো দুই ভাই বোন!💜

আমার সবথেকে প্রিয়...❤️😘(চিংড়ি মাছ)
17/05/2024

আমার সবথেকে প্রিয়...❤️😘
(চিংড়ি মাছ)

প্রকৃতি আসলেই সুন্দর 😍
17/05/2024

প্রকৃতি আসলেই সুন্দর 😍

হায়রে প্রবাস, আরো এক মায়ের কোল খালি হয়ে গেলো, এই ভাইটি ইতালি যাওয়ার জন্য লিবিয়া থেকে রওনা দিয়েছিল জাহাজে, সে মা ′রা গ...
17/05/2024

হায়রে প্রবাস, আরো এক মায়ের কোল খালি হয়ে গেলো, এই ভাইটি ইতালি যাওয়ার জন্য লিবিয়া থেকে রওনা দিয়েছিল জাহাজে, সে মা ′রা গেছে এখন তাকে ডিপ ফ্রিজে রাখা হয়েছে, উনার পরিচয় পাওয়া যায় নি।
একজন বাংলাদেশীর লা ′শ সনাক্ত করার জন্য আকুল আবেদন : +39 3887545712

যদি কোন সাংবাদিক ভাই এর চোখে পড়ে দয়া করে এই নিউজ টি করবেন,

দয়া করে সবাই শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ 🙂

16/05/2024

এতো রাতেও কি চি'ন্তা কর? তুমি না আল্লাহর ওপর বিশ্বাস রাখ? সব আল্লাহর ওপর ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়, আল্লাহ-ই সবকিছু ঠিক করে দিবেন!😊

ইনশাল্লাহ!'🌸❤️‍🩹

16/05/2024

নারীদের সর্বোচ্চ জেদ হচ্ছে প্রেমিকের উপর জেদ করে, অন্য কাউকে বিয়ে করে ফেলা! 🙂

টাফনিল ট্যাবলেট কে নোবেল পুরুষ্কার দেওয়া উচিত! কারণ অধিকাংশ মানুষের মস্তি'ষ্কের শান্তি এতেই!! 😊
15/05/2024

টাফনিল ট্যাবলেট কে নোবেল পুরুষ্কার দেওয়া উচিত! কারণ অধিকাংশ মানুষের মস্তি'ষ্কের শান্তি এতেই!! 😊

Today's The Best Photo...... ❤️                     Tasrif KhanLeo MessiPori Monisomoynews.tv
15/05/2024

Today's The Best Photo...... ❤️












Tasrif KhanLeo MessiPori Monisomoynews.tv

14/05/2024

দাদুর বিয়ে হয়েছিল ১৭ বছর বয়সে
আব্বুর বিয়ে হয়েছিল ২০ বছর বয়সে

আমার বর্তমান বয়স ২২ এবং অবিবাহিত! 🙂

13/05/2024

সকাল থেকে আমার "ঝুমকা" পাচ্ছিলাম না।
হঠাৎ ফেসবুকে একটা আপুর স্টোরিতে দেখি আমার ঝুমকার ছবি দেওয়া!

আবার মেয়েটি আমার ভাইয়াকে ম্যানশন দিয়ে ক্যাপশন দিছে "Thank you baby" ঝুমকাটা দেওয়ার জন্য!🙂

13/05/2024

ফেসবুকে এত বেশি মা পাগলের দেশে এত বৃদ্ধাশ্রম কেন?💔😅

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moumita Akter Mou posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies