Syed Naim

Syed Naim Mr. Perfect

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভব  সমস্যা ও সমাধান --------------------------------------পূর্ণাঙ্গ আবাসিক বিশব্বিদ্যালয় ই একমাত্...
20/08/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভব সমস্যা ও সমাধান
--------------------------------------

পূর্ণাঙ্গ আবাসিক বিশব্বিদ্যালয় ই একমাত্র সমাধান

সমস্যা :
রাজনীতি যতই নিষিদ্ধ করা হোক বা না হোক ঢাকা বিশ্বিবদ্যালয়ের আবাসিক সংকট থেকেই যত সমস্যা উদ্ভব হয়। এই আবাসিক সংকট কে ভিত্তি করেই ক্যাম্পাসে টিকে থাকে লেজুর বৃত্তিক নোংরা রাজনীতি। রাজনৈতিক পট পরিবর্তন হলেই আবারো দেখা যাব সেই আগের ভয়াবহ গেস্টুরুম কালচার, নোংরা রাজনীতি । ক্যাম্পাসে সকল রাজনীতি নিষিদ্ধ হোক আমিও চাই।

সমাধান :
তাই এই উদ্ভব সমস্যার একটা স্হায়ী সমাধান হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কে পূর্ণাঙ্গ আবাসিক বিশব্বিদ্যালয় হিসাবে গড়া।এই একবিংশ শতাব্দীতে এসে এমন নোংরা পরিবেশে আমার মনে হয় না যে কমলাপুরের বস্তির মানুষ ও থাকে। যেই পরিবেশ বিশ্ববিদ্যালয়ের ১,২ বর্ষ কাটিয়েছি। একটু থাকার জায়গা, এবং একটু বই রাখার জায়গায় সমাধান করতে পারলে আমার মনে হয় ৫-১০ বছরের মধ্যে আমার বিশব্বিদ্যালয় বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াবে এবং বিশ্বের প্রথম সারির বিশব্বিদ্যালয় গুলোর সাথে প্রতিযোগিতায় যেতে পারবে।

আমি অনেক কাছে থেকে দেখেছি আমার বিশব্বিদ্যালয়ের বন্ধুদের মেধায়, মননে, গবেষণায়
দেশের ও বিশ্বের অর্থনীতি, রাজনীতি ভাবনায় মানে কোন দিক থেকে বিশ্বের প্রথম সারির মেধাবী দের থেকে কম না।দরকার একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে।

বাজেট:
ঢাকা বিশ্ববিদ্যালয় কে পূর্ণাঙ্গ আবাসিক বিশব্বিদ্যালয়ে হিসাবে গড়তে বাজেট আসবে সাবেক সরকারের মন্ত্রী, এমনি দের দূর্নীতি টাকা থেকে।অতিদ্রুত তম সময়ে তাদের কে বিচারের আওতায় এনে উনাদের অবৈধ ভাবে কামানো অর্থ
কে বরাদ্দ দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কে।

"কোন এক মা আমাকে উদ্দেশ্য করে এই মিষ্টি কবিতাটা লিখেছেন "❤️মা❤️"তুমি তো এই গায়ের ছেলে"তুমি তো এই গায়ের ছেলেকত লোকের স্বপ...
20/08/2024

"কোন এক মা আমাকে উদ্দেশ্য করে এই মিষ্টি কবিতাটা লিখেছেন "

❤️মা❤️

"তুমি তো এই গায়ের ছেলে"

তুমি তো এই গায়ের ছেলে
কত লোকের স্বপ্ন আশা
তোমায় দেখলে মিঠে মেন
শত দিনের জল পিপাসা।

তুমি তো রাখালের বাঁশির সুর
কৃষানের কন্ঠের গান
তোমার মধুর হাসিতে জোড়ায়
পরিতাপের তপ্ত প্রাণ।

রুদ্রে পুরা পথের ধারে
তুমি তরুর ছায়া
জিরোয় পথিক ক্লান্ত দেহ
শান্ত করে হিয়া।

এ গায়ের বাগ বাগিচায়
তুমি ফুলের হাসি
দুষ্টুমিতে মিষ্টি মাখা
মোরা সবাই ভালোবাসি ।

নাম ধরে কেউ ডাকেনা কভু
ডাকে মানিক রতন
আদর ডালে সোহাগ মাখে
করে কত যতন!

এই গায়ের পথের ধুলি
কচি কচি ঘাসে
তোমার পায়ের স্পর্শ পেয়ে
মমতা মেখে হাসে।

পাখিরা সব ধরে গান
আপন আপন সুরে
আনন্দের বৃষ্টি নামে সারা গাঁও ধরে
যেও নাগো দূরে কোথাও
এ ছোট্ট গাওঁটি ভুলে।

যাওনা থেকে এ গায়ের বুকে
তুমি তো এই গায়ের ছেলে।

বিশেষ দ্রষ্টব্য :আমার এই ছোট্ট জীবনে আপনাদের যে ভালবাসা, সম্মান আমি পেয়েছি তার জন্য আজীবন কৃতজ্ঞতা আমি 🙏। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সকল স্বপ্ন যেন পুরণ করতে পারি এবং মানুষ হতে পারি।আমিন।

08/12/2022

মুন্সিগঞ্জের ঐতিহ্য কাঠের চিলেকোঠা।কাঠের তৈরি ৩ তলা ঘর।মোট খরচ হয়েছে ২৯ লক্ষ টাকা।এই ঘর গুলো একদিকে যেমন নান্দনিক তেমনি কস্ট ইফেক্টিভ।
#মুন্সিগঞ্জ_🖤🖤কাঠের_চিলেকোঠা🖤🖤।

04/12/2022

খাই, ঘুরি ফিরি স্মৃতি জমাই!😐
বয়সে আপাদমস্তক হলেও
ছেলেমানুষী একদম যায় নী 🤗
#মুন্সিগঞ্জ_ভাইবস_কামিং

09/11/2022

শুভ সকাল।

29/10/2022

আমাদের আবেগ, ভালবাসা এবং মানবিকতা এখন ইমোজিতে আটকে গেছে!!দিন দিন রোবট হয়ে যাচ্ছেন নাত!?

25/10/2022

খুব দুঃখে আছেন, একবার হসপিটাল থেকে ঘুরে আসেন মন ভাল হয়ে যাবে ইনশাআল্লাহ।মানুষ জীবনের কাছে কতটা অসহায় সেই বাস্তবতা টা উপলব্ধি করতে পারবেন!

21/10/2022

স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা.......!!!!!
যে কোনো দেশে প্রতি ১০০০ মানুষের জন্য ১ ডাক্তার থাকা উচিত। আমাদের
বর্তমানে ২ হাজার ৫শ’ মানুষের জন্য একজন ডাক্তার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম!

কী হবে আমি আপনি অসুস্থ হলে...???

20/10/2022

বিশ্ববিদ্যালয়ের লাস্ট বছরে পৌছালেও ছেলেমানুষীটা এখনো যাইনী। সুযোগ পেলেই ছেলেমানুষী জেগে উঠে😐
#লালন_মেলা

15/10/2022

তোমার খোলা হাওয়া.....!!

13/10/2022

পরিবারের সবাই মিলে একসাথে আনন্দ করাটাকে পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ আনন্দ হিসাবে বিবেচনা করা যায়।
এভাবেই ভাল থাকা যায়......!!!

11/10/2022

যে বিষয় গুলো নিয়ে সরাসরি কথা বলা উচিত..!!!

গ্রামের ৮০% কিশোরীরাই তাদের পিরিয়ড কালীল স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানে না!!

08/10/2022

গড়ে ৬ ঘন্টা করে তিনবেলা রান্নায় করলে আমাদের মা বোনেরে যদি গড়ে ৬০ বছর বাঁচে তাহলে তারা তাদের
জীবনে টুটাল ১৫ বছরের মত সময় রান্ন গরেই কাটিয়ে দেয়! যা তাদের জীবনের ২৫%। একটু ভেবে দেখেন ত!!! আমি আপনি একদিন পারবো কীনা? স্যালুট মা বোনদের যারা এত যত্ন নিয়ে আমাদের রান্না করে খাওয়ায় 🖤🖤।

রান্না করাটা আমার সখ। অবসর পেলেই একটু আধটু রান্না করার ট্রাই করি।সামনে রান্নার ভিডিও আসবে রেসিপি দেশি মুরগির বটি কাবাব।
👨‍🌾👨‍🌾

07/10/2022

গর্জে উঠ বাংলাদেশ!💪💪🖤🖤

06/10/2022

ইন্টারনেটের ৭৫% ই যৌনতা নির্ভর এবং সব বয়সের কাছে সব কনটেন্ট উপযোগী না।সেজন্য আমরা চাই নিরাপদ ইন্টারনেট। আমরা ইন্টারনেট ব্যাবহার রোধ করতে পারবো না বাট আমরা নিরাপদ ইন্টারনেট কনসেপ্ট র মাধ্যমে সকলের জন্য একটা সুস্থ সুন্দর আগামী গড়ে দিতে পারি।চলুন সকলে নিরাপদ ইন্টারনেট ব্যাবহার করি।

04/10/2022

করোনা এ দেশের অর্থনীতির ভিত্তি সম্পুর্নরুপে ধ্বংস করতে না পারলেও, আমাদের বর্তমান প্রজন্মের ভিত্তি সম্পুর্নরুপে ধ্বংস করে দিয়েগেছে!

02/10/2022

ধার করা স্বপ্নে আর কতদিন? একান্ত নিজের একটা স্বপ্ন থাকলে সত্যি কারের জীবন টা উপলব্ধি করা যায় না ।জীবনে পেশন আর প্রফেশন এক হওয়াটা খুব জরুরি।

Address

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All