একটি ব্যাচেলর পরিবেশনা! 🙅♂আজকের মেনু গরুর মাংস কষা।
রুম ৪০২
মুক্তিযোদ্ধা জিউয়ার রহমান হল
ঢাকা বিশ্ববিদ্যালয়।
আগামী শুক্রবার অগ্রিম অর্ডার নেওয়া হচ্ছে। দুই পিস গরু কষা ৫৫ টাকা। যথেষ্ট কষা সার্ভ করা হবে এক বেলা খাওয়ার মতন। অর্ডার করতে কমেন্টে এ
নাম এবং বিকাশে সেন্ড মানি করুন।ব্যবাসায়িক উদ্দেশ্য নেই শুধু একবেলা বেকারদের ভাল খাওয়ানোর ধান্দা। ০১৭৬০১০৯২৫৮।😇🧑🌾🧑🍳
বিশেষ দ্রষ্টব্য : রান্না ভাল না হলে টাকা ফেরত।যথেষ্ট অর্ডার হলেই রান্না হবে ইনশাআল্লাহ।
স্পেশাল ধন্যবাদ ভাই কে।
গাছবাড়ি, পাহাড়ি আঁকাবাঁকা পথ আর মাচাং ঘর।
লুসাইদের শিকারি করার কৌশল ও বনো উল্লাস,
আদিবাসীদের কৃষ্টি কালচার অন্তরে ধারন করার চেষ্টা!
বিশেষ দ্রষ্টব্য : ভূল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।🙏
বলছি মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালির ঐতিহ্যবাহী লুসাই গ্রামের কথা। পাহাড়ে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও কৃষ্টি-সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হয়েছে কৃত্রিম এই গ্রাম।সাজেক মূলত লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। সাজেক পর্যটন নগরী হিসেবে গড়ে উঠার আগে এখানে লুসাই
জনগোষ্ঠীদের বসবাসের আধিক্য ছিল। সেই লুসাইদের জীবনযাত্রা, পোশাক, কৃষ্টি, সংস্কৃতিসহ তাদের জীবনধারাকে সাজেকে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম।।
আর আমরা আপনাদের আজকে উপভোগ করাব লুসাইরা কিভাবে শিখার করার চেষ্টা করতো এবং তাদের বনো উল্লাস ক
১৮০০ ফুট উচু কংলাকের চুড়ায়
বসে জীবন জোয়ার আসর
বসাইছিলাম সাথে পাহাড় জিমিং
এবং পছন্দের মানুষ গুলো!!
#সাজেক_ভ্যালী
ভাল ছাত্র হওয়ার আগে ভাল মানুষ হওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ !
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত পক্ষে ১০% শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের পড়ার মত যোগ্য তা নেই,আচরনে মননে, মানসিকতায়,চিন্তায়!
দৃষ্টান্ত মূলক শাস্তি হোক।
চল দোতং পাহাড়ে যাই
এই কনক্রিটের শহরে আর
মানাচ্ছে না রে!..🥺
পাখিদের আওয়াজ আমার মনের অস্থিরতা দূর করে দেয়!
আপনাদের...?
আপনার ইংরেজি শেখার পার্টনার....
আমরা সবাই ইংরেজি শিখতে চাই বাট ইংরেজি শেখার জন্য যে একজন পার্টনার দরকার তেমন কাউকে পাইনা। আপনার সেই সমস্যার সমাধান করে দিবে সম্পূর্ণ বিনামূল্যে একটা এপস।
#ChatGpt
#English_practice
#Spoken_English
#AI
#Artificial_Intelligence
আলহামদুলিল্লাহ বলুন
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে পৃথিবীতে গড়ে প্রতিদিন ১০,০০০ মানুষ ভোরের সূর্য দেখতে পায় না!!...............
মুন্সিগঞ্জের ঐতিহ্য কাঠের চিলেকোঠা।কাঠের তৈরি ৩ তলা ঘর।মোট খরচ হয়েছে ২৯ লক্ষ টাকা।এই ঘর গুলো একদিকে যেমন নান্দনিক তেমনি কস্ট ইফেক্টিভ।
#মুন্সিগঞ্জ_🖤🖤কাঠের_চিলেকোঠা🖤🖤।
খাই, ঘুরি ফিরি স্মৃতি জমাই!😐
বয়সে আপাদমস্তক হলেও
ছেলেমানুষী একদম যায় নী 🤗
#মুন্সিগঞ্জ_ভাইবস_কামিং
আমাদের আবেগ, ভালবাসা এবং মানবিকতা এখন ইমোজিতে আটকে গেছে!!দিন দিন রোবট হয়ে যাচ্ছেন নাত!?
খুব দুঃখে আছেন, একবার হসপিটাল থেকে ঘুরে আসেন মন ভাল হয়ে যাবে ইনশাআল্লাহ।মানুষ জীবনের কাছে কতটা অসহায় সেই বাস্তবতা টা উপলব্ধি করতে পারবেন!
স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা.......!!!!!
যে কোনো দেশে প্রতি ১০০০ মানুষের জন্য ১ ডাক্তার থাকা উচিত। আমাদের
বর্তমানে ২ হাজার ৫শ’ মানুষের জন্য একজন ডাক্তার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম!
কী হবে আমি আপনি অসুস্থ হলে...???