Mst Rakhi

Mst Rakhi লা- ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)

05/02/2024
04/02/2024

যদি তোমার চেষ্টার দ্বারা মহান আল্লাহ্ একটি লোককেও হেদায়াত দেন, তবে তা হবে তোমার জন্য একপাল লাল উটের চেয়েও উত্তম।
(আবু দাউদ ৩৬৬১)

02/02/2024

জান্নাতি মৃত্যুর কিছু লক্ষণ

01/02/2024

আমাদের ইচ্ছার থেকে আল্লাহর সিদ্ধান্ত উত্তম কারন তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন।
আলহামদুলিল্লাহ

28/01/2024

মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে যে ব্যক্তি আজানের শব্দগুলো বলবে, সে জান্নাতে যাবে।
(আবু দাউদ মেশকাত)
সুবহান আল্লাহ্

22/01/2024

মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে
আল্লাহ বলেন তুমি আমাকে ডেকে'ই দেখো তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে।
আলহামদুলিল্লাহ

19/01/2024

উঠতে বসতে নিজের অজান্তেই যেসব শিরক আমরা করে থাকি। চলুন জেনে নিই

17/01/2024

হযরত মুহাম্মদ (সাঃ) বলেন, যিনি শোয়ার পর মহান আল্লাহর নাম নেয় না, আল্লাহর পক্ষ থেকে তার জন্য লাঞ্ছনা নেমে আসবে।
(আবু দাউদ ৪৮৫৬)

13/01/2024

যাদের নামাজ পড়তে ইচ্ছে করে না তাঁরা এই দোয়া টি পড়বেন "আল্লাহুম্মা আইন্নি আ'লা যিকরিক ওয়া শুকরিয়া ওয়া হুসনি ইবাদাতিকা"

08/01/2024

রাসূল (সাঃ) বলেছেন, জ্বর আদম সন্তানের পাপ মোচন করে যেমন হাপর লোহার ময়লা দূর করে।
(সহীহ মুসলিম ৬৭৩৫)

05/01/2024

কষ্ট আপনাকে দোয়া করতে বাধ্য করে আর দোয়া আপনাকে শক্তিশালী করে তুলে।
আলহামদুলিল্লাহ

31/12/2023

ইয়া আল্লাহ্
আমার ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ‌ ও গোপন গুনাহ, আগের গুনাহ পরের গুনাহ সমস্ত গুনাহ মাফ করে দাও।
(মুসলিম ৭৪৫)

25/12/2023

রাসূল (সাঃ) বলেছেন, সন্তানের জন্য পিতা-মাতার দোয়া আল্লাহ্ তায়ালা নিঃসন্দেহে কবুল করেন।
(আবু দাউদ ১৫৩৬)

22/12/2023

সুবহান আল্লাহ্

19/12/2023

রাসূল (সাঃ) বলেছেন, যদি কেউ আমাকে স্বপ্নে দেখে তাহলে সত্যিই দেখেছে, কারণ শয়তান আমার রুপ ধারণ করতে পারে না।
(বুখারী ১১০)

13/12/2023

"লা-ইলাহা ইল্লাল্লাহ" হলো সর্বোত্তম যিকির।
(তিরমিজি ৫/৪৬২)

09/12/2023

স্বামী স্ত্রীর জন্য কিছু উপদেশ ও নছিহত

05/12/2023

মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে নিজের কষ্টের কথা গুলো বলা সুন্নাত।
(তিরমিজি ৩৪৩৬)

26/11/2023

হঠাৎ করেই নামাজি হওয়া সহজ কিন্তু নিয়মিত নামাজি
হওয়াটা কঠিন। হে আল্লাহ আপনি আমাদের সবাইকে নিয়মিত নামাজি বানিয়ে দিন।
আমিন🤲

22/11/2023

তোমরা না জেনে কারোর প্রতি খারাপ ধারণা রেখো না, এটা সবচেয়ে বড় গুনাহ্।
(সহীহ বুখারী ৫১৪৩)

15/11/2023

নামাজে থাকা ব্যক্তির সামনে দিয়ে হাঁটার শাস্তি জানলে সে ওখানে ৪০ বছর দাঁড়িয়ে থাকতো!
(সহীহ্ বুখারী ৪৮৬)

Address

Jatra Bari
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mst Rakhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All