Syed Adil Ahammed

Syed Adil Ahammed Hi, I Am Syed Adil Ahmmed. I Am A Content Creator On Facebook.I Am Trying To Spread Positive Vibes On Internet. Oh Yea!

19/03/2022
Happy Birthday Father Of The Nation.
16/03/2022

Happy Birthday Father Of The Nation.

13/03/2022

আপনারা উপকৃত হবেন এমন কিছু দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ।

15/01/2022

গ্রামের চাচাতো ভাই যখন দুবাই আসে, তখন কি হয় দেখুন🥴

11/01/2022

জীবনের প্রতিটি মুহূর্ত সাপোর্ট প্রয়োজন ❤
একা হয়ত অনেক কিছুই করা যায়, কিন্তু একসাথে অসম্ভবকেও সম্ভব করা যায়। 🔥

10/01/2022

Amazing U.A.E.❣️

আসসালামুআলাইকুম, আমি সৈয়দ আদিল আহাম্মেদ। আমার পেইজ Syed Adil Ahmmed.. এটি একটি ইসালামিক পেইজ। গুরুত্বপূর্ণ অনেক ইসলামি আ...
01/01/2022

আসসালামুআলাইকুম, আমি সৈয়দ আদিল আহাম্মেদ। আমার পেইজ Syed Adil Ahmmed..
এটি একটি ইসালামিক পেইজ। গুরুত্বপূর্ণ অনেক ইসলামি আপডেট পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন।

31/12/2021

Hey Everyone 😊

কেউ নেই তাদের হয়ে কথা বলার জন্য, আজকে বাংলাদেশের এতো উন্নয়ন যাদের জন্য তাদের কে এই প্রতিনিয়ত হতে হয়  নানান অত্যাচারের শি...
21/12/2021

কেউ নেই তাদের হয়ে কথা বলার জন্য, আজকে বাংলাদেশের এতো উন্নয়ন যাদের জন্য তাদের কে এই প্রতিনিয়ত হতে হয় নানান অত্যাচারের শিকার , সত্যি এই অবিচার অনিয়মের শেষ কোথায়, শয়ং আল্লাহ ছাড়া কেউ জানে নাহ।
ঢাকা টু দুবাই - ৯৮হাজার
ঢাকা টু সৌদি -১,১০,০০০ হাজার
কলকাতা টু দুবাই -২০ হাজার
কলকাতা টু সৌদি - ২৫,০০০ হাজার

প্রবাসী কামলাদের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।।।🌺🌺🌺

20/12/2021

Tattoo Is Not For Me. Cz I Am A Muslim❤️

19/12/2021
18/12/2021

পৃথিবী ধ্বংসের বর্ণনা, মিজানুর রহমান আজহারী হুজুর।

18/12/2021
18/12/2021
কাঁদিস না বাবা দোয়া করি!  আলেম হয়ে যেন আমার জানাজার নামাজ পড়াইতে পারিস!(একজন  মায়ের  অনুভূতি)
14/12/2021

কাঁদিস না বাবা দোয়া করি!
আলেম হয়ে যেন আমার জানাজার নামাজ পড়াইতে পারিস!(একজন মায়ের অনুভূতি)

14/12/2021

দুঃখের পরেই সুখ আছে।
মিজানুর রহমান আজহারি হুজুর।
Laden's Vlog

09/12/2021
30/11/2021

😪😪😪

No need any captions Just Say "Rabbir Hamhuma K**a Rabba Yani Sagira"🤲🖤
25/11/2021

No need any captions
Just Say "Rabbir Hamhuma K**a Rabba Yani Sagira"🤲🖤

Subhan'allah 🌸🌸আপনি মারা গেছেন। আপনার জানাজার নামাজ শেষ। কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। ক...
24/11/2021

Subhan'allah 🌸🌸

আপনি মারা গেছেন। আপনার জানাজার নামাজ শেষ। কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু, তাঁরা আসছে না কেনো! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।
একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। ওমা, এ কেমন কথা! প্রশ্ন উত্তর কই?
তখন আপনার মনে পড়লো- প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নেই। কবর আজাবেরও কোনো সুযোগ নেই।' []
অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'।

[] তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে।

বড় বড় ডিগ্রী অর্জন করে কী হবে???মন আর বিবেক যদি অশিক্ষিত থাকে!!!!!!!!!!!
22/11/2021

বড় বড় ডিগ্রী অর্জন করে কী হবে???
মন আর বিবেক যদি অশিক্ষিত থাকে!!!!!!!!!!!

20/11/2021

😃😃

আল্লাহই তোমাদের জীবন দান করেছেন। তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থিত করবেন। তারপরও মানুষ অতি-অক...
20/11/2021

আল্লাহই তোমাদের জীবন দান করেছেন। তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থিত করবেন। তারপরও মানুষ অতি-অকৃতজ্ঞ ।
— সূরা হাজ্জ, আয়াতঃ ৬৬

20/11/2021

এটা কিন্তু ব্রাহ্মণবাড়ীয়া না, কিশোরগঞ্জ।

19/11/2021

😪😪The Reality

19/11/2021

আব্বা নামটা আমাদের সবার জীবনেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
হে আল্লাহ, সবার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন।

19/11/2021

JUMMAH MUBARAK.🥀

ফেসবুক ট্রেন্ড!❌ফার্স্ট ক্যাটাগরিঃ আপনি কবে মারা যাবেন? আপনি কোথায় কীভাবে মারা যাবেন? আপনার বিয়ে কবে হবে? কার সাথে হবে? ...
18/11/2021

ফেসবুক ট্রেন্ড!❌

ফার্স্ট ক্যাটাগরিঃ আপনি কবে মারা যাবেন? আপনি কোথায় কীভাবে মারা যাবেন? আপনার বিয়ে কবে হবে? কার সাথে হবে? আপনার কয়টা সন্তান হবে? আপনার কি বিদেশ যাত্রা আছে? আপনি আসলে কেমন মানুষ? আপনাকে কে কে ভালোবাসে দেখে নিন! এই-সেই!
সেকেন্ড ক্যাটাগরিঃ @ চাপুন, যে কয়েকজনের নাম আসবে তাঁর মধ্যে দ্বিতীয় ব্যক্তিটি আপনাকে গোপনে ভালোবাসে। আপনার চ্যাটিংলিস্টের তৃতীয়জন পালিয়ে বিয়ে করার প্ল্যান করছে। @ এর প্রথমে যার নাম আসবে সে আপনাকে আইসক্রিম খাওয়াবে। @ এর পঞ্চম ব্যক্তিটি আপনাকে একটি বই গিফট্ করবে। ব্লা! ব্লা!

একটা সময় গণকের প্রচুর ব্যবসা ছিল! ফার্স্ট ক্যাটাগরিতে যেগুলো উল্লেখ করা আছে, মানুষ সেগুলো গণকের নিকট যেয়ে জিজ্ঞাসা করতো। এসব জিজ্ঞাসা করা যে স্পষ্ট শির্ক তা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন আছে বলে মনে হয় না।
এবার আসি সেকেন্ড ক্যাটাগরির কথাগুলোতে। কে আপনাকে গোপনে ভালোবাসেন, কে আপনাকে কি হাদিয়া দেবেন, কি খাওয়াবেন এগুলো ওই পোস্টদাতা কীভাবে জানলেন? তিনি কীভাবে জানলেন যে কোন ব্যক্তি কি করার পরিকল্পনা করছেন? অন্তর সম্পর্কে তো একমাত্র আল্লাহ (ﷻ) জ্ঞাত। এসব নিয়ে কিছু বলা কি আল্লাহর এই সিফাতের মধ্যে হস্তক্ষেপ করা নয়?

এগুলো যেমন মারাত্মক গুনাহের কাজ তেমনি এসব ফলো করাও গুনাহের অন্তর্ভুক্ত। এসব ট্রেন্ড ফলো করার অর্থ এগুলোকে সাপোর্ট করা। সাপোর্ট না করলে কেউ কেন এগুলো ট্রাই করবে? ফান? গুনাহমূলক কাজ নিয়ে ফান করা কি বৈধ? স্পেশালি, যেটা শির্কের ন্যায় গুনাহ!
কেউ কেউ আবার এসব ট্রেন্ড ফলো করেন এবং বলে থাকেন, তাঁরা এগুলো ফলো করলেও এসবে বিশ্বাস করেন না; কথাটি অনেকটা এমন শোনায় "তাঁরা মূর্তিপূজা দেখেন, উপভোগ করেন কিন্তু মূর্তিপূজায় বিশ্বাস করেন না"।

وَعَنْ صَفِيَّةَ بِنتِ أَبِي عُبَيدٍ رَضِيَ اللهُ عَنهُ، عَن بَعضِ أَزوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «مَنْ أَتَى عَرَّافاً فَسَأَلَهُ عَنْ شَيْءٍ، لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ يَوماً» . رواه مسلم
স্বাফিয়্যাহ বিন্তে আবূ উবাইদ নবী (ﷺ)-এর কোন স্ত্রী (হাফসাহ রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিতঃ:
নবী (ﷺ) বলেছেন, ‘যে ব্যক্তি গণকের নিকট এসে কোন (গায়বী) বিষয়ে প্রশ্ন করে, তার চল্লিশ দিনের নামায কবুল করা হয় না।’
[মুসলিম ২২৩০, আহমাদ ১৬২০২, ২২৭১১, রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৬৭৮]

ফার্স্ট এ্যান্ড সেকেন্ড ক্যাটাগরিতে উল্লেখিত সবগুলো কথাই গায়েবী। যে গায়েব সম্পর্কে একমাত্র সর্বোত্তম রব ❝আল্লাহ❞ (ﷻ)-ই সর্বোত্তম জানেন। তিনি ব্যতীত অন্যকিছুতে এসব ট্রাই করার মাধ্যমে নিজের ইবাদাতকে হুমকির মুখে নিক্ষেপ করা হচ্ছে না তো?
এখন মানুষরূপী গণকের নিকট যেয়ে আমরা হাত পেতে কিছু জিজ্ঞেস করি না ঠিকই, যে কারণে গণকদের ব্যবসায়ে প্রায় লালবাতি জ্বলে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। কিন্তু, এই ভার্চুয়াল গণকদের ব্যবসায় সবুজ বাতি শুধু জেনারেল মাইন্ডারাই নন বরং এই দ্বীনি সার্কেলের অসংখ্য দ্বীনদাররাও জ্বালাচ্ছেন!

আল্লাহ (ﷻ) আমাদেরকে এসব ফেৎনা থেকে হেফাজত করে সিরাতাল মুস্তাকিমের দিকে চালনা করুন!
©

রওনা হচ্ছে আসল ঠিকানার দিকে!!!! 🙂
18/11/2021

রওনা হচ্ছে আসল ঠিকানার দিকে!!!! 🙂

ইয়া রব!!!❣️
18/11/2021

ইয়া রব!!!❣️

মেঘের উপার  আকাশ উড়ে  নদীর উপার পাখির বাসা 💞
17/11/2021

মেঘের উপার আকাশ উড়ে নদীর উপার পাখির বাসা 💞

Address

Dhaka
3440

Alerts

Be the first to know and let us send you an email when Syed Adil Ahammed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Syed Adil Ahammed:

Videos

Share

Category

Nearby media companies



You may also like