18/11/2021
ফেসবুক ট্রেন্ড!❌
ফার্স্ট ক্যাটাগরিঃ আপনি কবে মারা যাবেন? আপনি কোথায় কীভাবে মারা যাবেন? আপনার বিয়ে কবে হবে? কার সাথে হবে? আপনার কয়টা সন্তান হবে? আপনার কি বিদেশ যাত্রা আছে? আপনি আসলে কেমন মানুষ? আপনাকে কে কে ভালোবাসে দেখে নিন! এই-সেই!
সেকেন্ড ক্যাটাগরিঃ @ চাপুন, যে কয়েকজনের নাম আসবে তাঁর মধ্যে দ্বিতীয় ব্যক্তিটি আপনাকে গোপনে ভালোবাসে। আপনার চ্যাটিংলিস্টের তৃতীয়জন পালিয়ে বিয়ে করার প্ল্যান করছে। @ এর প্রথমে যার নাম আসবে সে আপনাকে আইসক্রিম খাওয়াবে। @ এর পঞ্চম ব্যক্তিটি আপনাকে একটি বই গিফট্ করবে। ব্লা! ব্লা!
একটা সময় গণকের প্রচুর ব্যবসা ছিল! ফার্স্ট ক্যাটাগরিতে যেগুলো উল্লেখ করা আছে, মানুষ সেগুলো গণকের নিকট যেয়ে জিজ্ঞাসা করতো। এসব জিজ্ঞাসা করা যে স্পষ্ট শির্ক তা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন আছে বলে মনে হয় না।
এবার আসি সেকেন্ড ক্যাটাগরির কথাগুলোতে। কে আপনাকে গোপনে ভালোবাসেন, কে আপনাকে কি হাদিয়া দেবেন, কি খাওয়াবেন এগুলো ওই পোস্টদাতা কীভাবে জানলেন? তিনি কীভাবে জানলেন যে কোন ব্যক্তি কি করার পরিকল্পনা করছেন? অন্তর সম্পর্কে তো একমাত্র আল্লাহ (ﷻ) জ্ঞাত। এসব নিয়ে কিছু বলা কি আল্লাহর এই সিফাতের মধ্যে হস্তক্ষেপ করা নয়?
এগুলো যেমন মারাত্মক গুনাহের কাজ তেমনি এসব ফলো করাও গুনাহের অন্তর্ভুক্ত। এসব ট্রেন্ড ফলো করার অর্থ এগুলোকে সাপোর্ট করা। সাপোর্ট না করলে কেউ কেন এগুলো ট্রাই করবে? ফান? গুনাহমূলক কাজ নিয়ে ফান করা কি বৈধ? স্পেশালি, যেটা শির্কের ন্যায় গুনাহ!
কেউ কেউ আবার এসব ট্রেন্ড ফলো করেন এবং বলে থাকেন, তাঁরা এগুলো ফলো করলেও এসবে বিশ্বাস করেন না; কথাটি অনেকটা এমন শোনায় "তাঁরা মূর্তিপূজা দেখেন, উপভোগ করেন কিন্তু মূর্তিপূজায় বিশ্বাস করেন না"।
وَعَنْ صَفِيَّةَ بِنتِ أَبِي عُبَيدٍ رَضِيَ اللهُ عَنهُ، عَن بَعضِ أَزوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «مَنْ أَتَى عَرَّافاً فَسَأَلَهُ عَنْ شَيْءٍ، لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ يَوماً» . رواه مسلم
স্বাফিয়্যাহ বিন্তে আবূ উবাইদ নবী (ﷺ)-এর কোন স্ত্রী (হাফসাহ রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিতঃ:
নবী (ﷺ) বলেছেন, ‘যে ব্যক্তি গণকের নিকট এসে কোন (গায়বী) বিষয়ে প্রশ্ন করে, তার চল্লিশ দিনের নামায কবুল করা হয় না।’
[মুসলিম ২২৩০, আহমাদ ১৬২০২, ২২৭১১, রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৬৭৮]
ফার্স্ট এ্যান্ড সেকেন্ড ক্যাটাগরিতে উল্লেখিত সবগুলো কথাই গায়েবী। যে গায়েব সম্পর্কে একমাত্র সর্বোত্তম রব ❝আল্লাহ❞ (ﷻ)-ই সর্বোত্তম জানেন। তিনি ব্যতীত অন্যকিছুতে এসব ট্রাই করার মাধ্যমে নিজের ইবাদাতকে হুমকির মুখে নিক্ষেপ করা হচ্ছে না তো?
এখন মানুষরূপী গণকের নিকট যেয়ে আমরা হাত পেতে কিছু জিজ্ঞেস করি না ঠিকই, যে কারণে গণকদের ব্যবসায়ে প্রায় লালবাতি জ্বলে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। কিন্তু, এই ভার্চুয়াল গণকদের ব্যবসায় সবুজ বাতি শুধু জেনারেল মাইন্ডারাই নন বরং এই দ্বীনি সার্কেলের অসংখ্য দ্বীনদাররাও জ্বালাচ্ছেন!
আল্লাহ (ﷻ) আমাদেরকে এসব ফেৎনা থেকে হেফাজত করে সিরাতাল মুস্তাকিমের দিকে চালনা করুন!
©