Abu Jafar Raju

Abu Jafar Raju Study Abroad Adviser | Digital Marketer | Journalist |
CEO & Editor, shebaru.com Assalamu Alaikum,
I have more than 15 Years of professional experience.

I am working as a Study abroad adviser, Digital Marker, and Journalist. I want to develop my professional skill in Student visa, Job Visa, and Medical Visa help online, That`s why I am working with www.shebaru.com! Shebaru was found to provide all services in one place for everyday life. This role suits me for many reasons.

✅ Firstly, I want to work for my personal satisfaction.
✅ Secondly, I am

very patient to Grow myself slowly and steadily.
✅ Thirdly, I am also enjoying the education field because there is hassle-free and reliable earning.
✅ Lastly, I want to make money in a proper way. I think it is the better way for me now. All these traits help me in my present position as Editor of www.shebaru.com
also, I work with some more business and social organizations like
1. Green Academy
2. International Language House
3. Monthly Shantir Bani
4. Research and Development Society (RDS)
5. Rangpur Division Journalist Association (Dhaka), and more...
That's all about me.

আবূ হুরায়রা ও আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন গরমের প্রচ...
23/04/2024

আবূ হুরায়রা ও আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন গরমের প্রচণ্ডতা বৃদ্ধি পায়, তখন গরম কমলে সালাত (নামায/নামাজ) আদায় করবে।
কেননা, গরমের প্রচণ্ডতা জাহান্নামের নিঃশ্বাসের অংশ।
_সহীহ বুখারী: অধ্যায়ঃ ৯/ সালাতের ওয়াক্তসমূহ

শু'আইব আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর প্রথমে এমন ভীষণ গরম চাপিয়ে দেয়া হয়, যেন জাহান্নামের দরজা তাদের দিকে খুলে দেয়...
23/04/2024

শু'আইব আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর প্রথমে এমন ভীষণ গরম চাপিয়ে দেয়া হয়, যেন জাহান্নামের দরজা তাদের দিকে খুলে দেয়া হয়েছিল। ফলে তাদের শ্বাস রুদ্ধ হতে থাকে। ছায়া এমন কি পানিতেও তাদের জন্য শান্তি ছিল না।

তারা অসহ্য গরমে অতিষ্ট হয়ে ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করে দেখল সেখনে আরো বেশী গরম। অতঃপর অস্থির হয়ে জঙ্গলের দিকে ধাবিত হল। সেখানে আল্লাহ তা'আলা একটি ঘন কাল মেঘ পাঠিয়ে দিলেন যার নীচে শীতল বাতাস বইছিল।
তারা সবাই গরমে দিগ্বিদিক জ্ঞানহারা হয়ে মেঘের নিচে এসে ভিড় করল। তখন মেঘমালা আগুনে রূপান্তরিত হয়ে তাদের উপর বর্ষিত হল এবং ভূমিকম্পও এল। ফলে তারা সবাই ভস্মস্তুপে পরিণত হল। এভাবে তাদের উপর ভূমিকম্প ও ছায়ার আযাব উভয়টিই আসে।
[তাবারী, ৬/৯/৪; আশ-শির্ক ফিল কাদীম ওয়াল হাদীস পৃ. ২৯২-২৯৩]

21/04/2024
20/04/2024

প্রচণ্ড গরমের কারণে
স্কুল-কলেজ ২৭ এপ্রিল পর্যন্ত
বন্ধ ঘোষণা

18/04/2024

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

একটা অর্ধপচা খেজুর পড়ে ছিলো। রাসুল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম পচা অংশটা পরিষ্কার করলেন। আবদুল্লাহ্ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করলেন, খাবে?

তিনি জবাব দিলেন, না, ইয়া রাসুলুল্লাহ্।

রাসুল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমার কাছে এটা খাওয়া না খাওয়ার ব্যাপার। অথচ আজ চারদিন হলো তোমার রাসুলের পেটে কিছু পড়েনি।

সীরাত পড়ুন!
ঢংয়ের দুনিয়াকে কন্ট্রোল করুন!

শয়তান তোমাদেরকে দারিদ্রে্র ভয় দেখায় এবং জঘন্য কাজে উৎসাহ দেয়,[1] পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে তাঁর ক্ষমা ও অনুগ্রহের প্রত...
14/04/2024

শয়তান তোমাদেরকে দারিদ্রে্র ভয় দেখায় এবং জঘন্য কাজে উৎসাহ দেয়,[1] পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে তাঁর ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ বিপুল দাতা, সর্বজ্ঞ।
_ Sura al Bakara 268

যারা অশ্লীলতার প্রসার করে !!😡যারা মু’মিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে মর্মন্তুদ শ...
14/04/2024

যারা অশ্লীলতার প্রসার করে !!😡

যারা মু’মিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে মর্মন্তুদ শাস্তি।
আল্লাহ জানেন, তোমরা জান না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউই অব্যাহতি পেত না।
আল্লাহ দয়ার্দ্র ও পরম দয়ালু- (সূরাহ আন-নূর ২৪/১১-২০)।

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ ১৪ ই এপ্রিলবাঙালীর প্রাণের উৎসব বাংলা মাসের প্রথম দিন।নাচ, গান, আনুষ্ঠানের মাধ্যমে এই দিন বে...
13/04/2024

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ ১৪ ই এপ্রিল

বাঙালীর প্রাণের উৎসব বাংলা মাসের প্রথম দিন।
নাচ, গান, আনুষ্ঠানের মাধ্যমে এই দিন বেশ ঘটা করে পালন করা হয়।
সবাই এই দিনে পান্তা ইলিশ খায়। এছাড়া গ্রামে নানা পিঠা পুলির আয়োজন করে দিবসটি পালন করে লোকজন।
ব্যবসায়ীরা হালখাতার আয়োজনে নতুন বছরের শুরু করে। মিষ্টি ও ফলমূল দিয়ে তারা গ্রাহকদের আপ্যায়ন করে।

আপনি কি করতে চান এই দিবসটিতে?

মুহাম্মদ ইবনু আবদুর রাহীম (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) খেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল...
10/04/2024

মুহাম্মদ ইবনু আবদুর রাহীম (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) খেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। অপর এক রিওয়াতে আনাস (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি তা বেজোড় সংখ্যক খেতেন। (সহীহ বুখারী)

08/04/2024

সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা হয়েছে তাড়িত কমেন্টে

05/04/2024

Study In Malaysia
কেন উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া?
✅ কম খরচে উচ্চমানের শিক্ষা
✅ মাল্টি কালচারাল সোসাইটি
✅ পার্ট টাইম চাকরির সুযোগ
✅ মালেশিয়া বেশিভাগ বিশ্ববিদ্যালয় world raking ৫০০ মধ্যে অবস্থান।
✅ এক খরচে দুই দেশের ডিগ্রি (Dual certificate) পাওয়ার সুযোগ।
✅ মালেশিয়া ভিসা প্রসেস খুবই সহজ, ২ মাসের মধ্যে প্রসেস শেষ করা যায়।
✅ কোন প্রকার ব্যাংক স্পনসর এর প্রয়োজন হয় না।
✅ IELTS এর প্রয়োজন হয় না(কিছু বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন হয়।
✅ এস এস সি পাসের পর আবেদন করা যায়।
✅ স্ট্যাডি গ্যাপ গ্রহণযোগ্য।
আমরা সরাসরি 𝗔𝘂𝘁𝗵𝗼𝗿𝗶𝘇𝗲𝗱 𝗔𝗴𝗲𝗻𝘁 হিসেবে কাজ করছি।
আরো বিস্তারিত জানতে যোগাযোগ
WhatsApp ফোন নাম্বার : +8801711981051
Address: Level-7, Shaptak Square, House No-2, Road No-16 (old-27),
Dhanmondi, Dhaka, Bangladesh

02/04/2024

মালয়েশিয়ায় পড়াশোনার জন্য IELTS জরুরী?
আসলে কোনটি সঠিক?

01/04/2024

আসহাবে কাহাফের যুবকরা আমাদের কি শিখিয়েছে জানেন?
প্রকৃত মুমিন ট্রেন্ড ফলো করে না।
সত্যর উপর থেকে তারা ট্রেন্ড সেট করে!

এ জন্যই তো সবাই চলে যাচ্ছে...
23/03/2024

এ জন্যই তো সবাই চলে যাচ্ছে...

বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩ গুণ !বিশেষজ্ঞরা বলছেন, ১৫ বছরে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দ্বিগুণ হওয়া সত্ত...
23/03/2024

বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩ গুণ !

বিশেষজ্ঞরা বলছেন, ১৫ বছরে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দ্বিগুণ হওয়া সত্ত্বেও মানসম্মত উচ্চশিক্ষার অভাব, রাজনৈতিক অনিশ্চয়তা এবং দেশে কর্মসংস্থানের সীমিত সুযোগসহ বেশ কয়েকটি কারণে শিক্ষার্থীদের দেশ ছাড়ার প্রবণতা কমানো যাচ্ছে না।

ইউনেস্কোর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালে অন্তত ৪৯ হাজার ১৫১ জন বাংলাদেশি শিক্ষার্থী ৫৮টি দেশে পড়াশোনার জন্য গিয়েছেন।

২০১৩ সালে এই সংখ্যা ছিল ২৪ হাজার ১১২ এবং ২০০৮ সালে ছিল ১৬ হাজার ৬০৯।

২০০৮ সাল থেকে উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ২৫টি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে এবং ৫৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে।

বর্তমানে দেশের ৫৩টি সরকারি বিশ্ববিদ্যালয় ও তাদের অধিভুক্ত কলেজ এবং ও ১১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৪৪ লাখ শিক্ষার্থী পড়াশুনা করছে।

তবে শিক্ষাবিদরা বলছেন, অধিকাংশ নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ অনুষদ ও গবেষণা সুবিধার অভাব রয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য দিল আফরোজা বেগম বলেন, শিক্ষার মান নিশ্চিত না হলে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে খুব বেশি লাভ নেই।

দিল আফরোজা বেগম সম্প্রতি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ভবন নির্মাণের দিকে মনোযোগ দিচ্ছি, কিন্তু মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য ভালো শিক্ষক নিয়োগ, গবেষণা সুবিধা, আধুনিক গবেষণাগারসহ অন্যান্য বিষয়ে মনোযোগ দিচ্ছি না।'

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান পরিমাপের কোনো ব্যবস্থা নেই। কিন্তু, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্স খারাপ।

২০২৩ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ৬০১ থেকে ৮০০তম স্থানের মধ্যে রয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) রয়েছে ১ হাজার ২০২ থেকে ১ হাজার ৫০০ এর মধ্যে।

১৩টি সূচকের ওপর ভিত্তি করে ১০৪টি দেশের ১ হাজার ৭৯৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এই র‌্যাঙ্কিং করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক টাইমস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩ এ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যথাক্রমে ১৮৬তম ও ১৯২তম স্থানে রয়েছে। এই র‌্যাঙ্কিং করা হয়েছে ৩১টি অঞ্চলের ৬৬৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, 'নতুন কিছুই শিখছিলাম না। বিশেষ কিছু শেখার বা এবং গবেষণার স্বাধীনতাও তেমন নেই। আমি যে খাতে কাজ করতে চাই তার জন্য সংশ্লিষ্ট দক্ষতা বাড়াতেও কোনো সহযোগিতা পাচ্ছি না।'

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য চেষ্টা করছেন তিনি।

বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় গন্তব্য হলেও সাম্প্রতিক বছরগুলোতে অনেক শিক্ষার্থী এর বাইরের দেশগুলোকেও বেছে নিচ্ছেন।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ১১ হাজার ১৫৭ জন শিক্ষার্থী রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। এরপরই আছে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া। দেশ ২টিতে শিক্ষার্থী সংখ্যা যথাক্রমে ৮ হাজার ৬৬৫ ও ৬ হাজার ১৮০ জন।

ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কাজী ফরিদুল হক বলেন, পড়াশোনার খরচ তুলনামূলক কম হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে হাজারো শিক্ষার্থী সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় যাচ্ছেন।

তিনি দাবি করেন, 'অনেক শিক্ষার্থী, বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা এসব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে যায়।'

ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অ্যাফিলিয়েটেড। এ কারণে যারা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি ভর্তি হতে পারেন না, তাদের পছন্দের তালিকায় থাকে এসব দেশের বিশ্ববিদ্যালয়।

বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপসহ অন্যান্য সুযোগ-সুবিধা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'আগে তো শুধুমাত্র উচ্চবিত্ত কিংবা খুব মেধাবী শিক্ষার্থীরাই বিদেশে পড়াশোনা করতে যেতো। কিন্তু এখন আর্থিক সচ্ছলতার কারণে উচ্চ-মধ্যবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারও তাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠাতে পারে।'

শিক্ষা পরামর্শদাতা সংস্থাগুলোর মতে, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করার জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে পছন্দ করে। তবে, বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা সাধারণত স্নাতকোত্তর কোর্সের জন্য বিদেশে যায়।

দিল আফরোজা বেগম বলেন, সাম্প্রতিক সময়ে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা বেড়েছে এবং এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাধারণত পাঠ্যক্রমের পার্থক্যের কারণে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সমস্যায় পড়ে।

তিনি বলেন, 'এ ছাড়া, সীমিত চাকরির বাজার, সেখানেও স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের বিদেশে পাঠিয়ে দিতে চান।'

তবে অধ্যাপক আবদুল মান্নান বলেন, বড় সংখ্যক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার অভাব একটি বড় সমস্যা।

তিনি বলেন, 'এই প্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় পরিবেশের ঘাটতি রয়েছে। এর বেশিরভাগেরই শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য পর্যাপ্ত গবেষণা সুবিধা এবং মানসম্পন্ন ফ্যাকাল্টি নেই।'

'দুঃখজনকভাবে, এ দেশে শিক্ষার বিষয়টি কেবল পরীক্ষা ও সনদকেন্দ্রিকই রয়ে গেছে, জ্ঞানকেন্দ্রিক নয়। আমরা সংখ্যার দিকে জোর দেই, মানের দিকে না', যোগ করেন তিনি।

অধ্যাপক আবদুল মান্নান ও দিল আফরোজা বেগম দুজনেই বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণেও অনেক শিক্ষার্থী উন্নত শিক্ষা ও জীবনের জন্য বিদেশে চলে যায়।

অধ্যাপক আবদুল মান্নান বলেন, বাংলাদেশ এই শিক্ষার্থীদের মেধা থেকে বঞ্চিত হচ্ছে, যা একটি দীর্ঘস্থায়ী সমস্যা। কারণ, এসব এই শিক্ষার্থীদের বেশির ভাগই পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসেন না।

সূত্র: ডেইলি স্টার

ফেরাউনের ব্যবসা ছিলো তরমুজ এর ব্যবসা!!মেপে অধিক দামে বিক্রি করার কারনে সাধারণ নিম্ন আয়ের মানুষ সেই সময় ফেরাউন এর থেকে কি...
19/03/2024

ফেরাউনের ব্যবসা ছিলো তরমুজ এর ব্যবসা!!
মেপে অধিক দামে বিক্রি করার কারনে সাধারণ নিম্ন আয়ের মানুষ সেই সময় ফেরাউন এর থেকে কিনে তরমুজ খেতে পারতো না।
আজ থেকে সাড়ে ৩ হাজার বছর আগে ফেরাউন মারা গেছে ঠিক ই,কিন্তু ফেরাউনের কিছু বংশধর বার্তমানে বাংলাদেশে তরমুজ এর ব্যবসা করছে।
ওদের বাপ ফেরাউনের মতো ওরা-ও পিচ হিসাবে কিনে এনে অধিক দামে কেজি হিসাবে বিক্রি করে, যা সাধারণ মানুষ কিনে খেতে পারে না।

হে আল্লাহ, আমাদের রোযা কবুল করুন।
13/03/2024

হে আল্লাহ, আমাদের রোযা কবুল করুন।

আজ আন্তর্জাতিক নারী দিবস।প্রতি বছর ৮ মার্চ সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজন...
08/03/2024

আজ আন্তর্জাতিক নারী দিবস।
প্রতি বছর ৮ মার্চ সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক উপলব্ধির জন্য পালিত হয় এই দিনটি। এছাড়া নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ দিন। আন্তর্জাতিক নারী দিবস ২০২৪-এর থিম হল "Inspire Inclusion"।
এর অর্থ হল নারীদের জন্য এমন পরিবেশ তৈরি করা যেখানে তারা সমাজে নিজের জায়গা সম্পর্কে জানতে পারে।

🎉🥳 Happy New Year 2024! 🎊✨As we step into this new year, may it be filled with endless opportunities, joy, and prosperit...
31/12/2023

🎉🥳 Happy New Year 2024! 🎊✨

As we step into this new year, may it be filled with endless opportunities, joy, and prosperity for each and every one of you! 🕛✨ Wishing you all a year brimming with happiness, success, and unforgettable moments.

Let's embrace this fresh chapter with open arms, determination, and a spirit ready to conquer new heights. May 2024 be a year of growth, positivity, and making cherished memories.

Here's to new beginnings, exciting adventures, and the promise of wonderful things to come! 🌟

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার...
21/12/2023

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,

পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না :

আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে ॥
___জীবনানন্দ দাশ

মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সাথে  “মালয়েশিয়ায় উচ্চশিক্ষা ও স্কলারশিপ” বিষয়ক জরুরী মিটিং।  ...
19/12/2023

মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সাথে “মালয়েশিয়ায় উচ্চশিক্ষা ও স্কলারশিপ” বিষয়ক জরুরী মিটিং।

👉 বিদেশে স্কলারশিপ ও ক্যারিয়ার বিষয়ক কাউন্সেলিং SShebaru.comএর উদ্যোগে আজ সকাল ১১ টায় বিদেশে উচ্চশিক্ষা- স্কলারশিপ ও ক...
19/12/2023

👉 বিদেশে স্কলারশিপ ও ক্যারিয়ার বিষয়ক কাউন্সেলিং

SShebaru.comএর উদ্যোগে আজ সকাল ১১ টায় বিদেশে উচ্চশিক্ষা- স্কলারশিপ ও ক্যারিয়ার বিষয়ক অনলাইন কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়।

এ সেশনে কানাডা, ইউরোপ, মালয়েশিয়া, ইন্ডিয়া, চায়না, ইউকে ইত্যাদি দেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বিঃ দ্রঃ আপনিও ফ্রি অনলাইন কাউন্সিলিং সেবা পেতে যোগাযোগ করুন সেবারু ডট কমের সাথে।

যোগাযোগ:
----------------------------------------------
📞01897984423 (What's app available)
📞01897984424
📞01897984425

📞01897984420

ঠিকানা:
সপ্তক স্কয়ার, বাড়ী-০২, লেভেল-৭, রোড- ১৬ (পুরাতন ২৭), ধানমণ্ডি, ঢাকা-১২০৫।

🌟 Reflecting on an Unforgettable Picnic Day! 🌳🍽️Hey amazing friends! 🌺 Just wanted to share a glimpse into the fantastic...
17/12/2023

🌟 Reflecting on an Unforgettable Picnic Day! 🌳🍽️

Hey amazing friends! 🌺 Just wanted to share a glimpse into the fantastic picnic we had over the weekend – it was an absolute blast! 🧺🎉

Our day was filled with laughter, delicious food, and the joy of spending quality time together. The fish and chicken barbecue stole the show with their incredible flavors – a true feast for the senses! 🐟🍗 The memories we made around the grill are ones for the books. 🔥😋

From finding the perfect spot under the trees to laying out a cozy blanket, every detail made the day special. 🌳💕 And let's not forget the delightful salads and refreshing drinks that accompanied our grill masterpieces – perfection on a plate! 🥗🍹

As we reminisce about the fantastic conversations, friendly games, and the overall warmth of the day, we can't help but feel grateful for each moment shared. 🤗✨

Big shoutout to everyone who joined us – your company made the day even more special! 🙌💖

Feel free to share your favorite memories or tag your friends in the comments! ⬇️📸 Wishing you all a week filled with joy and laughter! 😊🌈

আমরা সবাই জানি, ১৬ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় ঐতিহাসিক দিন। এটি একটি অবিস্মরণীয় ঘটনা যা আমাদের জাতীয় স্বাধীনতা এবং সাং...
16/12/2023

আমরা সবাই জানি, ১৬ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় ঐতিহাসিক দিন। এটি একটি অবিস্মরণীয় ঘটনা যা আমাদের জাতীয় স্বাধীনতা এবং সাংবিধানিক স্বাধীনতা অর্জনের জন্য অবদান রেখেছে।

এই মহান দিনটি আমাদের জাতীয় গর্বের স্মরণীয় চিত্রটি প্রদর্শন করে - বাংলাদেশের মানুষের অপরাজিত ইচ্ছাশক্তি এবং অদম্য সাহস।

এই সময়ে আমরা সকলেই মানুষের মাঝে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে অনুরোধ করছি যেন আমরা আমাদের জাতীয় গর্ব এবং স্মরণ বিবেচনা করি, এবং আমাদের সমস্ত সম্প্রদায়ের মধ্যে সকালের উজ্জ্বলতা এবং ঐক্য উপস্থাপন করি।

একটি একাধিক জাতীয় গৌরবের সময়ে আমরা সকলেই একটি মানবিক বাংলাদেশের স্থানীয় এবং বিশ্ব সম্প্রদায়ের সাথে আমাদের অবদানগুলি চিন্তা করি।

#মহানবিজয়দিবস #বাংলাদেশ #জাতীয়গর্ব #ঐতিহাসিকদিন #একতা

🌟 Exciting News Alert! 🌟Thrilled to share that I had a fantastic meeting with Mrs. Satabdi Dey, the Marketing Manager of...
14/12/2023

🌟 Exciting News Alert! 🌟

Thrilled to share that I had a fantastic meeting with Mrs. Satabdi Dey, the Marketing Manager of Parul University, India 🤝✨

We explored incredible opportunities and discussed the potential for a groundbreaking partnership. The prospect of becoming agents for Shebaru is not just exciting but also aligns perfectly with our vision.

🚀 The collaboration promises innovation, growth, and a shared commitment to excellence. Stay tuned for more updates on this incredible journey as we venture into new horizons together! 🌐💼

Feeling energized and ready to embrace this chapter of possibilities! 💪🌈 ✨

Address

Shaptak Square, Level 7, House 2, Dhanmondi 16 (old 27)
Dhaka
1205

Telephone

+8801711981051

Website

https://wa.link/3y0tmw, https://www.abujafarraju.xyz/

Alerts

Be the first to know and let us send you an email when Abu Jafar Raju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abu Jafar Raju:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All