সময়ের বদ্ধরে

সময়ের বদ্ধরে সময়ের ধারণা এবং মানুষের তার সাথে সম্পর্ক নিয়ে দার্শনিক চিন্তাভাবনা

ভারতীয়দের মারধরের শিকার বাংলাদেশি সুপারফ্যান টাইগার রবি
27/09/2024

ভারতীয়দের মারধরের শিকার বাংলাদেশি সুপারফ্যান টাইগার রবি

25/09/2024

বর্তমানে রাস্তা থেকে অটোরিক্সা বা এর চালকদের আটক করে এর কোনো প্রতিকার সম্ভব না। অটোরিক্সা আমদানির খরচ অনেক হওয়ায়, রিক্সার দাম অনেক বেশি হয়। আর এই সযোগে বাংলাদেশের আনাচে কানাচে অনেক অটোরিক্সা গ্যারেজ গড়ে উঠেছে রিক্সা যেখানে এর মেরামত, নতুন করে তৈরী করা বা পায়ে চালিত পুরাতন রিক্সাকে মোটর সংযোজনের মাধ্যমে সচল করা সহ অনেক কার্যক্রম চলছে।

অটোরিক্সা পার্টস পুরোপুরি আমদানি নিষিদ্ধকরণ, স্থানীয় ভাবে এর উৎপাদন, বাজারজাতকরণ বন্ধ করলে এই পরিস্থির কিছুটা উন্নতি হবে। সমস্যা আরো অনেক আছে:
১. এতো বছর যারা এই খাতে বিনিয়োগ করেছে তাদের কি হবে?
২. বর্তমানে এই পেশায় যারা আছে তারা পুরোপুরি বেকার হয়ে গেলে সমাজে একটা নেতিবাচক প্রভাবের সৃষ্টি হবে। তাদের পুনর্বাসন কি এতো দ্রুত সম্ভব এই সরকারের?
৩. যেখানে পায়ে চালিত রিক্সার চেয়ে অটোরিক্সা দিয়ে যাতায়াত করলে সাধারণ মানুষ কম টাকায় দিয়ে যাতায়াত করতে পারে, সেখানে তাদের জন্য কি বেবস্থা সরকার করতে পারবে?

এখন আসেন আসল চিত্রে:
আমরা খবরে যেমন দেখতে পাই পুলিশ তাদের মেইন রাস্তা থেকে তুলে দিচ্ছে এমন খবর দেখে অন্যদের মতো আমিও খুশি হয়েছিলাম। পরে দেখি পুলিশ মামারা তো এখনো ভালো হয় নাই টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে। কারণ কয়লা ধুলে ময়লা যায় না।
তাই এসব সামগ্রিক ভাবে চিন্তা করা একটা নীতিমালা করেন। সচিবালয়ের এসি রুমে বসে বি.সি.এস পাশ আমলারা কি ছিড়ে, নীতিমালার ক্লজ চিন্তা করে বের করতে কত মাস লাগে? এদের কাজ কি বসে বসে জনগণের টাকার ধ্বংস করা? লাথি মেরে বের করে দেয়া হয় না কেন?

বি: দ্র: অন্য সবার মত আমারও বাসা টু অফিস যাতায়াতে দেরি হয়ে যায় এই ট্রাফিকজ্যাম কারনে। আর রাস্তা খুড়াখুড়ির কথা না হয় বাদ দিলাম।

04/09/2024

পরিবর্তন হল জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের কেন পরিবর্তন দরকার, তার অনেক কারণ থাকতে পারে। আসুন কিছু কারণ খুঁজে দেখি:

বৃদ্ধি ও উন্নতি:
নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন: পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রযুক্তি, নতুন ধারণা আসছে। আমরা যদি স্থির থেকে যাই, তাহলে পিছিয়ে পড়ে যাব। নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করে আমরা নিজেদেরকে আরও সক্ষম করে তুলতে পারি।
সীমাবদ্ধতা অতিক্রম করা: আমাদের সবারই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে। পরিবর্তনের মাধ্যমে আমরা সেই সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করে নিজেদেরকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
নতুন চ্যালেঞ্জ গ্রহণ: পরিবর্তন মানে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে আমরা নিজেদেরকে আরও শক্তিশালী করে তুলতে পারি।

পরিস্থিতির পরিবর্তন:
সামাজিক পরিবর্তন: সমাজ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। নতুন নতুন চিন্তাধারা, নতুন নতুন আদর্শ আসছে। আমাদেরও সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে।
প্রযুক্তিগত পরিবর্তন: প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে। আমাদেরও সেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে।
ব্যক্তিগত পরিবর্তন: আমাদের জীবনে নানা ধরনের পরিবর্তন আসতে পারে। যেমন, চাকরি পরিবর্তন, স্থানান্তর, পরিবারের পরিবর্তন ইত্যাদি। এই পরিবর্তনগুলোর সাথে মানিয়ে নিতে হলে আমাদের নিজেদেরকে পরিবর্তিত করতে হবে।

সুখী ও সফল জীবন:
নতুন অভিজ্ঞতা: পরিবর্তন মানে নতুন অভিজ্ঞতা। নতুন অভিজ্ঞতা আমাদের জীবনকে আরও রঙিন করে তোলে এবং আমাদের জীবন সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয়।
স্বপ্ন পূরণ: আমরা সবাই কিছু না কিছু স্বপ্ন দেখি। সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে হলে আমাদের নিজেদেরকে পরিবর্তিত করতে হবে।
আত্মসন্তুষ্টি: যখন আমরা নিজেদেরকে উন্নত করতে পারি, তখন আমরা আত্মসন্তুষ্টি অনুভব করি।
পরিবর্তনের ভয় কাটিয়ে ওঠা:

আপনার জন্য কিছু প্রশ্ন:
আপনি কোন পরিবর্তন আনতে চান?
আপনার এই পরিবর্তন আনার পিছনে কী কারণ?
এই পরিবর্তন আনতে আপনার কী কী বাধা আছে?
আপনার উত্তরের ভিত্তিতে আমি আপনাকে আরও ভালো পরামর্শ দিতে পারব।

30/08/2024
30/08/2024

ডাঙ্গা পলাশ নরসিংদী প্রাণ আর এফ এল গ্রুপে আগুন 🔥🔥🔥

28/08/2024

😭 #সদ্য_পদত্যাগ_করা_একজন_প্রতিষ্ঠান_প্রধানের_কাহিনীঃ

আমি যেহেতু প্রায় ২২ বছর যাবৎ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ছিলাম তাই ব্যর্থতা আমারই।
প্রিয় এলাকাবাসী ক্ষমা করবেন চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমাদের যেমন সীমাবদ্ধতার অভাব নেই,
তেমন চেষ্টারও ত্রুটি ছিল না। কিন্তু পারিনি।

আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় ছাত্রদের জন্যে, ভাটি এলাকার এই কলেজটিও প্রতিষ্ঠিত হয়েছে দরিদ্র এলাকা ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার সুযোগ হাতের নাগালে পৌঁছে দেয়ার উদ্দেশ্য।

সুতরাং তাদের চাহিদা মোতাবেক সাজাতে হয়।
আমি আমার ছাত্রদেরকে নিজের সন্তানের মত ভালোবেসেছি।

তাদের উত্তম ভবিষ্যৎ এর জন্য চেষ্টা করেছি,
আদর দিয়েছি, সোহাগ করেছি, ধমক দিয়েছি,
বুকে টেনে নিয়েছি, কিন্তু চাহিদা পুরন করতে পারিনি।

ইদানিং এ আমার কিছু কথার দ্বারা আমি আমার সন্তানসম ছাত্রদেরকে বেশী কষ্ট দিয়ে ফেলেছি।

তাই তারা আমাকে আর চায়না। ক্ষমার কোনো সুযোগ‌ও নেই, বিচার ছাড়াই ফাঁসির ব্যবস্থা হয়ে গেছে।

আমি মেনে নিয়েছি।
সারা পৃথিবীতেই তো সন্তানের জীবন সাজাতে গিয়ে অনেক বাবা-মা রাই নিঃস্ব হচ্ছে, পথে বসছে। আমি ব্যতিক্রম হব কেন?

তারা তো কোমলমতি বুঝতে পারেনি এক বাবাকে শাস্তি দিতে গিয়ে তারা তার আরেক ভাই /বোনের রিজিক বন্ধের হাতিয়ার হয়েছে।

আমার কোমল মতি শিক্ষার্থীদের আর কি দোষ,
সারা বাংলাদেশে এত এত পদত্যাগ,
ওরা যদি একটা দু'টা পদত্যাগ না করাতে পারে।
তাহলে এটা তাদের ব্যর্থতা মনে হবে !

পৃথিবীর সব বাবার মত আমিও সব সময় আমার সন্তানের বিজয় দেখতে চাই।

আমি একজন ব্যর্থ মানুষ, তবুও স্বপ্ন দেখতাম এই ক্যাম্পাস থেকে সাদা কাফনে বা লাল গালিচায়,
ফুলেল শুভেচ্ছায় বিদায় হবো, আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। এক নিমিষেই সব শেষ।

এই শেষ বয়স এসে পৃথিবীর কারোর প্রতি আমার কোন অভিযোগ নেই, কষ্ট পেয়েছি, প্রাণ খুলে কেঁদেছি, হালকা হয়েছি, মেনে নিতে চেষ্টা করছি।

সবকিছুর ফয়সালাতো উপর থেকেই হয়।
আল্লাহর কাছে বলেছি "হে আল্লাহ তোমার দুনিয়া তো অনেক বড়, তুমি নিশ্চয়ই কোন না কোন জায়গায় আমার জন্য, আমার সন্তানের জন্য উত্তম রিজিক এবং সম্মানের ব্যবস্থা করে রেখেছো"।

'আমি আশা করতে চাই বা বলতে চাই.. বাংলাদেশের তথা পৃথিবীর কোন ছাত্র যেন তার নিকৃষ্ট শিক্ষকটিরও রিজিক বন্ধের হাতিয়ার না হয়।

কারণ, এই পদ্ধতি যে কত বেদনার, কত কষ্টের তা আমি ভক্তভুগি ভালোভাবে টের পেয়ে

23/08/2024

দেশে এই রকম একটা বন্যা হচ্ছে দেশের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার কোন বক্তব্য পাওয়া গেল না জাতি জানতে চায় তিনি কোন পক্ষের

ইন্ডিয়া যখন বাঁধ খুলে দেয়, তখন ভাবে না এপারে কে হিন্দু কে মুসলমান। সবাইরে বন্যায় ডুবায়। বাংলাদেশের হিন্দুরা আর ওইপারের দ...
21/08/2024

ইন্ডিয়া যখন বাঁধ খুলে দেয়, তখন ভাবে না এপারে কে হিন্দু কে মুসলমান। সবাইরে বন্যায় ডুবায়। বাংলাদেশের হিন্দুরা আর ওইপারের দাদারা এই কথাটা মনে রাইখেন।

21/08/2024

ইন্ডিয়ার পানি ইন্ডিয়াকে ফিরিয়ে দেওয়া সময়ের দাবি

19/01/2022

এই পেইজের পক্ষ থেকে সকল ভাই বোন দের কে জানাই শুভ রাত্রি।

Address

Dhaka

Telephone

+8801924576098

Website

Alerts

Be the first to know and let us send you an email when সময়ের বদ্ধরে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সময়ের বদ্ধরে:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All