B Aware

B Aware I love to spread out positivity... Stay informed, empowered, and enlightened as we share valuable knowledge to enhance every aspect of your life.
(6)

"Welcome to Be Aware – Your go-to source for insightful content on education, health, finance, IT, technology, and legal matters. Join us on this journey of awareness and discovery!"

দীর্ঘদিন চাকরি করার পর পর্যাপ্ত পরিমাণে বেতন ইনক্রিমেন্ট না পেয়ে বা যথা সময়ে প্রমোশন না পেয়ে একজন সিনিয়র কর্মচারী যখ...
15/06/2024

দীর্ঘদিন চাকরি করার পর পর্যাপ্ত পরিমাণে বেতন ইনক্রিমেন্ট না পেয়ে বা যথা সময়ে প্রমোশন না পেয়ে একজন সিনিয়র কর্মচারী যখন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে মনক্ষুন্ন হয়ে চলে যায়;

ঠিক তখনই কোম্পানিটির হাই ম্যানেজম্যান্ট নির্ভরশীল হয়ে পড়ে কোথাও চাকরি করার মতো যোগ্যতা নাই বা লম্বা সময় ধরে একই জায়গায় থেকে যাওয়া কিছু অপদার্থ বা অযোগ্য লোকের উপর।

এবং দেখা যায় যে; যেই প্রমোশন বা ইনক্রিমেন্ট ঐ চলে যাওয়া লোকটিকে দেয়া হয়নি তার চাইতেও অধিক গুন বেশি বেতন ইনক্রিমেন্ট এবং প্রমোশন দিয়ে এই অপদার্থ গুলোর হাতে কোম্পানির চালিকাশক্তির চাবি তুলে দেয়া হয়।

এক্ষেত্রে কি হয়?

যে চলে গেছে সে কখনো লুজার হয় না। কারণ, সে হয়তো ভালো একটি জায়গা অবশ্যই বেছে নিয়ে তারপর চলে গেছে।

কিন্তু, যোগ্য লোকের অভাবে বা স্মার্ট লোকের অভাবে কোম্পানিটিতে ধীরে ধীরে জ্বলে উঠে লাল বাত্তি, আর দিনকে দিন চলে যায় অন্ধকারে।

কারণ, ছাগলের দাম ১ লাখ হোক আর ১৫ লাখ হোক ছাগল দিয়ে কখনোই হাল চাষ হয় না।

আর ভাত ছিটালে কাকের অভাব হয় না ঠিকই কিন্তু কোকিলের অভাব ঠিকই হয় আর কাক কখনোই কোকিলের সার্ভিস দিতে পারে না।

✍️ সৈয়দ রিজোয়ান ইসলাম (মুন্না) 🇧🇩

 #ধোঁকা১. আমাদের নিকট কোন আত্মীয় বা বন্ধু যদি অসুস্থ হয় আমরা দেখতে যেতে চাই না কেননা দেখতে গেলেই হাতে কিছু নিয়ে যেতে হ...
14/06/2024

#ধোঁকা

১. আমাদের নিকট কোন আত্মীয় বা বন্ধু যদি অসুস্থ হয় আমরা দেখতে যেতে চাই না কেননা দেখতে গেলেই হাতে কিছু নিয়ে যেতে হয় । ওই এক কেজি আপেল বা আঙ্গুর এর টাকা ম্যানেজ ও হয়না রোগীও দেখা হয়না। আসলে ভাই যে অসুস্থ হয় সে আমাদের আপেল বা আঙ্গুরের আশায় থাকেনা সে শুধু চায় আমাকে কেউ দেখে যাক একটু কথা বলুক এটাই আর কিছুই না ।

আর এই কাজটা ইবলিশ করতে দিবা না কারণ।

সাওবান (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মুসলিম তার কোন (রুগ্ন) মুসলিম ভাইকে দেখতে গেলে সে (যতক্ষণ সেখানে থাকে ততক্ষণ) যেন জান্নাতের ফল আহরণ করতে থাকে।

সুনান আত তিরমিজী (তাহকীককৃত) ৯৬৭

সোয়াবের আশায় শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।

কুরবানীর অর্থ এ নয় যে অধিক অর্থ ব্যয়ে একটা পশু কিনে কুরবানী করা ৷ আসল অর্থ হল আত্মত্যাগ ৷ প্ৰভু ভালোভাবেই জানেন কার কত...
11/06/2024

কুরবানীর অর্থ এ নয় যে অধিক অর্থ ব্যয়ে একটা পশু কিনে কুরবানী করা ৷ আসল অর্থ হল আত্মত্যাগ ৷ প্ৰভু ভালোভাবেই জানেন কার কতটা সামর্থ্য ৷ আসলে মনে প্রাণে সন্তান স্নেহে প্রতিপালিত পশু হোকনা তা সল্প মুল্যের তাই
প্রভুর নামে উৎসর্গ করটাই আসল কুরবানী। অর্থাৎ মনের লোভ-লালসা ও ভোগ প্রবণতার বিসর্জন দেওয়ার নামই কুরবানী। কার অন্তর কতটা প্রভু ভক্তিতে উদ্বেলিত তাই দেখেন প্রভু। শুধু শুধু অধিক অর্থ ব্যয়ে নামডাক করে দামি পশু কুরবানী দেওয়া লোক দেখানো ছাড়া অন্য কিছু নয়, যা প্রভুর অসন্তোষের কারণ।

ভুল নাই, ভুল করে নাই এমন কোনো মানুষ কি আছে?এর ঐ দোষ, ওর এই সমস্যা, তমুকের এটা ভালো না, তার ঐ খুঁত হ্যান ত্যান আরো কত শত ...
11/06/2024

ভুল নাই, ভুল করে নাই এমন কোনো মানুষ কি আছে?
এর ঐ দোষ, ওর এই সমস্যা, তমুকের এটা ভালো না, তার ঐ খুঁত হ্যান ত্যান আরো কত শত ভুল যারা ধরে তারা নিজেরা কি ভালো মানুষ? পারফেক্ট?

যে ভুল ধরে, সে নিজে কি শতভাগ শুদ্ধ? অবশ্যই না। ভুল ধরা মানুষের অত্যন্ত খারাপ একটি বৈশিষ্ট্য। যেটা কোনো অবস্থাতেই ভালো মানুষদের কাজ না। নির্বোধ এবং বোকারা অন্যকে নিয়ে সময় ব্যয় করে। নিজে সুখী হতে গেলে, আরেকজনকে ভালো দেখতে চাইলে ভুল ধরা কমায়ে দিতে হবে।

ভুল ধরতে গেলে,অভিযোগ করতে গেলে অশান্তি এবং আফসোস ছাড়া জীবনে কিছু পাওয়া যায়না। এটা যে মানুষ যত দ্রুত বুঝবে, তার জীবন, সংসারের সমস্যা, অশান্তি,দুঃখ তত কমে যাবে ইনশাআল্লাহ্।

07/06/2024

পারস্পারিক বিশ্বাস ছাড়া সব সম্পর্কই অর্থহীন।

পরিশ্রম সাফল্যের চাবিকাঠি তাহলে কখনো কি ব্যর্থতার চাবিকাঠি খুজেছেন?ব্যর্থতার চাবিকাঠি হলো - সবাইকে খুশি করার চেস্টাহ্যাঁ...
07/06/2024

পরিশ্রম সাফল্যের চাবিকাঠি তাহলে কখনো কি ব্যর্থতার চাবিকাঠি খুজেছেন?
ব্যর্থতার চাবিকাঠি হলো - সবাইকে খুশি করার চেস্টা
হ্যাঁ, আপনি যদি সহজে ও দ্রুত ব্যার্থ হতে চান, সেটার একটাই উপায় আছে - সবাইকে খুশি করার চেস্টা করুন। এত দ্রুত ব্যার্থ হবেন যে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ব্যার্থ হতে চাইলে, সবাইকে খুশি করার চেস্টা করুন।

কোন একজন সৎ চরিত্রের নেতা বা কোন সেলিব্রিটি খুঁজে বের করুন। লক্ষ মানুষ তাদেরকে পছন্দ করলেও, তাদের অপছন্দ করা মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। এসব বিখ্যাত ব্যক্তিরা সবার প্রিয় হতে পারেন নি।

আরো ভালো মানুষ দেখুন। সেরা ধর্ম প্রচারক, ধর্মীয় নেতা, ইত্যাদি লোকজনের জীবনে দেখুন। বেশিরভাগ মানুষ তাদেরকে পছন্দ করলেও, এমন কিছু মানুষ ছিলো, যারা তাকে অপছন্দ করতো। তারা খুব ভালোমানুষ হয়েও, সবার প্রিয় হতে পারেন নি।

মুহম্মদ (স) ছিলেন মানব ইতিহাসের সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ তিনি। তবুও কিছু মানুষ উনাকে পাথর মেরে রক্তাক্ত করেছে। আজকের যুগে মুহম্মদ (স) এর ব্যাঙ্গচিত্র আঁকে। মুহম্মদ (স) সবার প্রিয় হতে পারেন নি।

সর্বকালের সেরা মানুষটিও সবার কাছে প্রিয় হতে পারেননি। আপনি কিভাবে সকলের প্রিয় হবেন?
মানুষ নামক প্রানীটাকে আল্লাহ এমনভাবেই সৃষ্টি করেছেন যে, সকলের প্রিয়পাত্র হওয়া যায় না।

দ্রস্টব্যঃ সবার প্রিয় হওয়া অসম্ভব। সবার প্রিয় হবার চেস্টা না করে, শুধুমাত্র নিজের প্রিয় হোন। যে কাজটি নিজের জন্য সঠিক, সেই কাজটি করুন। এভাবে, আপনি কিছু মানুষের প্রিয় হবেন, কিছু মানুষের অপ্রিয় হবেন।

ভালবাসার অভাবে কোন সংসার ভাঙ্গে না । সংসার ভাঙ্গে বরং স্বামী -স্ত্রীর বন্ধুত্বের অভাবে । প্রচন্ড প্যাশন, ইন্টেমেসি আপনাক...
05/06/2024

ভালবাসার অভাবে কোন সংসার ভাঙ্গে না । সংসার ভাঙ্গে বরং স্বামী -স্ত্রীর বন্ধুত্বের অভাবে । প্রচন্ড প্যাশন, ইন্টেমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারবে না । একটি অসুখী দাম্পত্য জীবনের জন্য বন্ধুত্বহীনতাই যথেষ্ট ।

একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এখনকার যুগে যেটা সবচেয়ে প্রয়োজন, ওটা হলো একজন মানুষ আরেকজন মানুষকে বুঝতে পারার ক্ষমতা ধরে রাখা এবং দুটি মনের সাথে একজন আরেক জনের সম্পর্ক স্হাপন করা ।

এই বোঝাপড়া ব্যাপারটা বন্ধুত্বের মাধ্যমেই আসে । ভালবাসা ও মায়া এমনি কোন দান না আপনা আপনিই সৃষ্টি হবে । ভালবাসা ও মায়া সৃষ্টি হয় কেবল মাত্র নিরবে কেউ কাউকে বুঝতে পারার মাধ্যমে ।কেউ কাউকে নিরব সাপোর্ট করার মাধ্যমে ।ওটা না থাকলে দাম্পত্য জীবনকে বিষ মনে হয় ।অনেকেই এই প্রেমহীন দাম্পত্য জীবন বয়ে বেড়ায় কারন বাচ্চাদের সুখের কথা ভেবে জীবন সেক্রিফাইজ করে ।কিন্তু প্রতিদিন নিয়ম করে বিষ গিলে খাওয়ার মতই তাদের জীবন যাত্রার ভার কাঁধে বয়ে নিতে হয় ।প্রতিদিন কথাকাটাকাটি গোপন করার মানসিকতা জন্মায় । একটাই কারন তাদের মধ্যে বন্ধুত্ব থাকে না । একজন আরেকজনকে স্পেস দেয়না । সেক্রিফাইজ করতে পারেনা ।

এমন অনেক সম্পর্কেই চিড় ধরে কারন যদি বিচার করেন তবে একটাই ফলাফল আসে তাদের বন্ধুত্বটা ছিল না ।তাই ইংল্যান্ডের রানীর পুত্র বধূ প্রিন্সেস ডায়না তার মৃত্যুর আগে বলেছিল আমাকে যার ভালবাসার কথা সে ছাড়া পৃথিবীর সকলেই ভালবেসেছে ।প্রিন্স চালর্স ও ডায়নার মধ্যে কখনই ভালো সম্পর্ক গড়ে উঠেনি শুধু মাত্র তাদের মানসিকতা এক ছিল না বলে ।অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় প্রিন্স চার্লস তাকে প্রচন্ড পছন্দ করেই বিয়ে করেছিলেন ।কিন্তু তারা কখনই সুখী দম্পতি হিসেবে নিজেদের দাবী করতে পারেননি,,

31/05/2024

তুমি কি জানো, "এই পৃথিবীর সবচেয়ে বড় রিস্ক কি?
রিস্ক না নেওয়াই হল এই পৃথিবীর সবচেয়ে বড় রিস্ক।

কেউ আপনাকে ছে'ড়ে চলে গেছে এর মানে আপনি মূল্যহীন নন, আপনি স'স্তাও নন। বরং তারা আপনাকে চিনতে ভুল করেছে। আপনাকে চেনার ক্ষমত...
31/05/2024

কেউ আপনাকে ছে'ড়ে চলে গেছে এর মানে আপনি মূল্যহীন নন, আপনি স'স্তাও নন। বরং তারা আপনাকে চিনতে ভুল করেছে। আপনাকে চেনার ক্ষমতা তাদের নেই। কথায় আছেনা, আলুর বেপারি'তো আর সোনা চিনে না!🖤

28/05/2024

জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক, এমন একজন থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়।

এক দেশে এক রাজা ছিলেন। রাজার দরবারে অনেক দাস, দাসি ছিল। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন কিন্তু একজন দাসিকে তিনি খুব ভা...
28/05/2024

এক দেশে এক রাজা ছিলেন। রাজার দরবারে অনেক দাস, দাসি ছিল। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন কিন্তু একজন দাসিকে তিনি খুব ভালোবাসতেন। এ নিয়ে রাজমহলে অনেকেই অনেক রকম কটু মন্তব্য করতেন।

একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, ‘বন্ধু, তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে?’

রাজা বললেন, ‘কেন?’

বন্ধু বললেন, ‘তুমি রাজ্যে এতো সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসির সাথে কেন সম্পর্কে জড়ালে?’

তখন রাজা বললেন, ‘একটা অনুষ্ঠানের আয়োজন করো, এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে। এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকেই আমি বিয়ে করবো।’

কথা মতো দিন তারিখ ঠিক হলো। রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির। এই প্রত্যাশায় যে, যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো রাজা ও সেই দাসি এবং সবাই হাজির হলেন। রাজা তার সব ধন-সম্পদ, হীরা, মনি মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন, ‘আমি পছন্দ করবো পরে, আগে যার যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করবো কাকে আমি বিয়ে করবো।’

রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছে মতো মনিমুক্তা, হীরা, টাকা-পয়সা নিতে লাগলেন। কিন্তু সেই দাসিটি কিছু না নিয়ে রাজার পোষাক ধরে রাখলেন। সবার সব কিছু যখন নেয়া শেষ হলো দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছেন, কিন্তু সেই দাসি কিছুই নেন নাই। তিনি রাজার পাশে গিয়ে রাজার পোষাক ধরে আছেন।

সবাই অবাক হয়ে জিজ্ঞাস করলেন, ‘হে দাসি! তুমি তো গরিব তোমার অনেক কিছুই দরকার। কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোষাক ধরে রেখেছো কেন?’

উত্তরে দাসি বলল, ‘আপনারা তো সম্পদ নিয়েছেন, কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি। আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই, যদি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে পারি তবে তো সব সম্পদই আমার। তাই আমি সম্পদের মালিকের পোষাক ধরে রেখেছি।’

তখন রাজা বললেন, ‘এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছো, আমি রাজ্যের এতো সুন্দরী রেখে কেন এই দাসিকে ভালবাসি?’

সবাই বললেন, ‘হ্যাঁ, বুঝতে পেরেছি।’

শিক্ষা:
এভাবে আমরাও দুনিয়ার সম্পদ নিয়ে ব্যাস্ত থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করিনা যে, এই সম্পদের মালিক যিনি; আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সবকিছুই তো আমাদের।

তাই আসুন ..
দুনিয়ার সম্পদ নয়, সকল সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে খোঁজ করি। যদি আমরা তাঁকেই খুঁজে পাই, যদি আমরা তাঁর ভালবাসা পেয়ে যাই তবে সেটাই তো হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া।

আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন।।

ঘূ্নিঝড়ে করনিয়:-১। শান্ত থাকুন, গুজবে কান দিবেন না, আতঙ্কিত হবেন না। ২। শিশুদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। ৩। মোবাইল/টর্চ ...
27/05/2024

ঘূ্নিঝড়ে করনিয়:-
১। শান্ত থাকুন, গুজবে কান দিবেন না, আতঙ্কিত হবেন না।
২। শিশুদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন।
৩। মোবাইল/টর্চ লাইটে সম্পূর্ন চার্জ দিয়ে রাখুন।
৪। প্রাথমিক চিকিৎসার সামগ্রী হাতের কাছে রাখুন।
৫। কোন ধারালো বস্তু খোলা অবস্থায় রাখবেন না।
৬। জরূরী নথিপত্র,যেমন দলিল, সাটর্ফিকেট, কাবিন নামা, এরকম আরো যতো প্রয়োজনীয় কাগজপত্র আছে এবং মুল্যবান সামগ্রী নিরাপদ স্থানে রাখুন।
৭। মৎসজীবিরা সমুদ্রে বা নদীতে এসময় মৎস আহরন থেকে বিরত থাকুন।
৮। গবাদী পশু বাধন খোলা অবস্থায় নিরাপদ স্থানে রাখুন।
৯। ফসলাদি সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নিন।
১০। শুকনো খাবার ও বিশুদ্ধ পানি, এবং পানি বিশুদ্ধকরন ট্যাবলেট মজুদ রাখুন।
১১। ঝড় শুরু হলে বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিন।
১২। বাড়ির দরজা জানালা বন্ধ করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করুন।
১৩। রেডিওতে নিয়মিত আবহাওয়ার আপডেট শুনতে থাকুন।
ঘূর্নিঝড়ের পরে করিনয়:-
১। ক্ষতিগ্রস্থ বাড়িতে প্রবেশ করবেন না
২৷ ছিড়ে যাওয়া বা ঝুলে পরা বিদ্যুতের তার ধরবেন না।
আসুন সবাই সতর্ক থাকি। জনস্বার্থে B Aware

27/05/2024

শুকরিয়া মহান রবের প্রতি যিনি প্রচন্ড গরমে যখন জনজীবন অতিষ্ঠ ঠিক তখনই বৃষ্টির ধারায় ধরনী করেছেন শীতল। সেই সাথে ফরিয়াদ জানাই উপকুলে বসবাসরত বন্যা পিরিত এলাকার জনসাধারনের হেফাজতের জন্য। 💚

নিজেকে খুব মূল্যহীন মনে হয়। কী করা উচিত?নিজেকে মূল্যহীন মনে হলে মূল্যবান করেন।আমি মরলে আমার অভাবটা কেউ অনুভব করল— আমার ক...
26/05/2024

নিজেকে খুব মূল্যহীন মনে হয়। কী করা উচিত?
নিজেকে মূল্যহীন মনে হলে মূল্যবান করেন।

আমি মরলে আমার অভাবটা কেউ অনুভব করল— আমার কাছে এটাই মূল্যবান হওয়া।

পরিবারের বা এলাকার এমন কোনো বাচ্চাকে এক প্যাকেট বিস্কিট কিনে দেন যাকে অন্যরা দুষ্টুমি বা গরীব হওয়ার কারণে খুব একটা আদর করে না। এই বাচ্চাটার কাছে আপনি মূল্যবান হয়ে যাবেন। আপনি মরলে সে বুকের মধ্যে একটা খা খা শূণ্যতা অনুভব করবে।

আপনি চলে যাওয়ায় একটা শূন্যস্থান তৈরি হলো। এটাই তো মূল্যবান হওয়া!

বোনকে রাস্তার পাশের গাছটা থেকে একটা ফুল পেরে দেন। ফুলে ন্যূনতম সুগন্ধ থাকলে আপনার বোনের মনে অন্তত একটা বকুল ফুলের সমান আকৃতির সুখ জমতে বাধ্য। একদিন জমতে জমতে হয়তো বাগানভর্তি গোলাপ ফুলের সমান সুখ জমা হবে। এই সুখটা সুপ্ত থাকবে। আপনার অনুপস্থিতিতে এই সুপ্ত সুখ তার মনে আপনার জন্য শূণ্যতা তৈরি করবে।

মায়ের রান্নার সময়, বেশি কিছু না, একটা পেয়াজ কেটে দেন। আপনার দাম বেড়ে যাবে।

ক্লাসে যাকে নিয়ে সবাই সবসময় মজা করে, তাকে ডেকে এনে সবার সাথে বসান, তার বিষয়ে একটা পজেটিভ বাক্য বলেন। তার কাছে আপনি দামী হয়ে গেলেন।

রাস্তায় কাদা জমে আছে। সবার হাটতে সমস্যা হচ্ছে। রাস্তার পাশের দুটো ইট এনে হাটার পথ তৈরি করে দেন। এই পৃথিবীতে আপনার মতো মানুষই দরকার। পৃথিবীটা আপনাদের উপর ভর করেই টিকে আছে।

আর বিশ্বাস করেন, পৃথিবীতে একটা মানুষও যদি আপনাকে দাম না দেয়— তারপরও আপনি দামী। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের চেয়েও বেশি নিখুঁত মস্তিষ্ক আপনি মাথায় নিয়ে ঘুরেন, আর সবচেয়ে উন্নত ক্যামেরা চোখের কোটরে নিয়ে বসে আছেন। নিজেকে কমদামী ভাবার কোনো সুযোগ নেই!

আসসালামু আলাইকুম, আজ আপনাদের সাথে খুবই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দুটি আমল শেয়ার করবো ।১. যখনি সময় পাবেন আকাশের দিকে তাকিয়ে...
25/05/2024

আসসালামু আলাইকুম, আজ আপনাদের সাথে খুবই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দুটি আমল শেয়ার করবো ।

১. যখনি সময় পাবেন আকাশের দিকে তাকিয়ে বলবেন , হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আমাকে একটি সুন্দর জীবন দাও । এটা বলতে আপনার গোসলও লাগবেনা, ওযুও লাগবেনা এমনকি শরীরে কাপড় না থাকলেও বলা যাবে । তবে সব চেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই সামান্য কথাটা শয়তান আপনাকে বলতে দিবে না । বিশ্বাস না হলে এই কথাটা পড়ার পর কই দিনই বা বলতে পেরেছেন নিজেকে প্রশ্ন করবেন ?

২. আমরা আড্ডা /কর্ম /ব্যবসা যে যেখান থেকেই বাড়িতে ফিরি না কেন, মোটা মুটি সবাই হাত মুখ ধুই। তবে সব চেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই হাত, পা, মুখ ধোয়াটা যদি আমরা ওযুর মতো করি । তাহলে কিন্তু আমরা ঠিকই সোয়াব পাবো কিন্তু শয়তান আমাদের বলে নামাজই পর না ওযু করে আর লাভ কি। আমি বলি কি ভাই একজন ব্যাক্তি যেমন ১ বছর ব্যাবসায় করেই যেমন শিল্প পতি হয় না, ঠিক তেমনি আপনি আমিও একদিনেই এত পরিবর্তন হবোনা আস্তে আস্তে হবো আর এই জন্য আমাদেরকে ছোট ছোট কাজ গুলো চালিয়ে যেতে হবে ।

24/05/2024

মানুষের জীবনটা তিনটা রোগ এর মধ্যে সীমাবদ্ধ। আসলেই যে রোগটা সবচেয়ে বড়- সে রোগটা অন্য কিছু না _সেটা হল

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক ...
24/05/2024

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!
৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷

তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

কপিঃ ডাঃ জাকিয়া সুলতানা, গাইনোকোলজিস্ট

আসছে নওতাপ ২০২৪NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে...
21/05/2024

আসছে নওতাপ ২০২৪
NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। আগামী ২৫ মে সকাল ৩টে ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলেও তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই বছর নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।
সাবধানে থাকবেন সবাই
আল্লাহ সবাইকে হেফাজত করুক
জনকল্যানে পোস্ট টি শেয়ার করুন ।

#কালেক্টেড

21/05/2024

বাচ্চাকে শাস্তি দেয়া আপনার রাগের বহিঃপ্রকাশ মাত্র। আপনার কাজ তাকে সংশোধন করা, শাস্তি দেয়া নয়।

20/05/2024
কার কার এই তোয়ালে টা আছে? আমার নেই😢
18/05/2024

কার কার এই তোয়ালে টা আছে?
আমার নেই😢

17/05/2024

“ব্যর্থতা মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয়
সফলতার পথটা একটু দীর্ঘ হওয়া মাত্র…”
হেরে যাওয়ার পর, হাল ছেড়ে দেওয়ার চিন্তা করাটাই ভুল।

মানুষ মানুষকে মুখের কথা দিয়ে মেরে ফেলতে পারে 😭
17/05/2024

মানুষ মানুষকে মুখের কথা দিয়ে মেরে ফেলতে পারে 😭

14/05/2024

একজন পুরুষ মানুষ ভালোবাসতে কার্পন্য করলেও দায়িত্ব নিতে অবহেলা করে না।

thank you everyone

আসলে গরীব মানুষ অল্প পেলেই খুশি। কিন্তু আফসোস, তারা সে অল্পটাও পায় না। 💔সুখী পরিবারEvery
13/05/2024

আসলে গরীব মানুষ অল্প পেলেই খুশি। কিন্তু আফসোস, তারা সে অল্পটাও পায় না। 💔
সুখী পরিবার

Every

মাদরাসায় পড়াকালীন সময় হুজুরের একটা কথা মনে পড়ে গেলো। ক্লাসে তিনি কথার ফাকে বলেছিলেন, কখনো খেয়াল করেছো তোমরা, "লা ইলাহা...
11/05/2024

মাদরাসায় পড়াকালীন সময় হুজুরের একটা কথা মনে পড়ে গেলো। ক্লাসে তিনি কথার ফাকে বলেছিলেন, কখনো খেয়াল করেছো তোমরা, "লা ইলাহা ইল্লাল্লাহ" হলো সবচেয়ে সহজ জিকির? এটা বলতে গেলে মুখের ভিতর জিহ্বা ছাড়া আর কিছুই নাড়াইতে হয়না। না দাঁত নড়ে, না ঠোঁট নড়ে। শুধু জিহ্বাটাকে উপর নিচ করতে পারলেই হয়।

হুজুরের কথা শুনে আমরা সবাই ব্যাপারটা পরীক্ষা করে দেখলাম। আসলেই তো। শুধুমাত্র জিহ্বা ছাড়া আর কিছুই নাড়াতে হয় না। তখন আমাদের বিস্মিত মুখ দেখে বলছিলেন, আচ্ছা বলো তো, আল্লাহ তা'আলা এটার উচ্চারণ এত সহজ বানালেন কেন?

আমরা হুজুরকে জিজ্ঞেস করলাম, কেন?

তিনি বললেন, মৃত্যুর আগের ভয়াবহ মুহূর্তে যখন শরীরের সবকিছু অচল হয়ে পড়ে, তখন যাতে বান্দা কোনো রকম কষ্ট ছাড়াই অনায়াসে 'লা-ইলাহা-ইল্লাল্লাহ' বলতে পারে। এটাই কারণ। আর কিচ্ছু না।

!!!সুবহানাল্লাহ!!!

জায়গাটা একই, কিন্তু সময় ভিন্ন। remained it...
11/05/2024

জায়গাটা একই, কিন্তু সময় ভিন্ন। remained it...

10/05/2024

মানুষ বড্ড আজব প্রানী 🧍‍♀️🧍‍♀️🧍‍♀️

Everyone

- আপনার পরিবার জানে না যে আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার চাকরি/ব্যবসায় কতটা অসুবিধা এবং চাপের মধ্য দিয়ে যান।- এবং ...
08/05/2024

- আপনার পরিবার জানে না যে আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার চাকরি/ব্যবসায় কতটা অসুবিধা এবং চাপের মধ্য দিয়ে যান।

- এবং আপনার বস/কাজ জানে না আপনার জীবন এবং আপনার বাড়ির পরিস্থিতি কেমন।

- আপনার বন্ধু, প্রিয়জন এবং প্রিয়জনরা আপনার উপরে থাকা নতুন এবং পুরানো দায়িত্বগুলির আকার বুঝতে পারবে না।

- আপনার সঙ্গী সর্বদা আপনার কাছ থেকে ভালবাসা ও সমর্থনের জন্য অপেক্ষা করছে এবং আপনি যে চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তার সাথে যতই কথা বলুন এবং ব্যাখ্যা করুন না কেন তা তিনি কখনই বুঝতে পারবেন না।

সর্বশেষে, আপনি ছাড়া কেউ আপনাকে বুজতে পারে না.. আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা কেউ বুঝবে না এবং প্রশংসাও করবে না।

এই জন্যই জীবন রহস্যময় এবং সুন্দর।

তাই চালিয়ে যান.. সংগ্রাম করেন.. এবং বাঁচেন..

Everyone

Address

Azad Center, 55 Purana Paltan 6th Floor, Suit #6/A
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when B Aware posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to B Aware:

Videos

Share

Category

Nearby media companies