09/09/2024
নারী করুণার আধার ,
তাই বলে দুর্বল নয় ।
নারী পুরুষের অর্ধাঙ্গিনী
হাট থেকে কেনা দাসী নয় ।
নারী ভালোবাসার প্রতীক,
নারী ছাড়া পুরুষের আছে কি কোনো গতিক ?
নারী দেবী মহামায়ার সৃষ্টি,
তাদের প্রতি যদি দাও কুদৃষ্টি,
হাজার হাজার মা কালী,
গর্জে উঠবে যুদ্ধের হুঙ্কারে
শঙ্খ রবে আজ মুখরিত অলিগলি।।
ঐ যে ঘোষিত হয় যুদ্ধের ডঙ্কা,
ওহে অসুর রূপী পুরুষ ,
কাপছে কি বুক ? হচ্ছে কি শঙ্কা ?
যে নারী নীরবে নিভৃতে কাঁদে,
সেই নারী ই গর্জে উঠে প্রতিবাদে
আমরা নারী, আমারা সব পারি।