Neha Zaman

Neha Zaman Few people seriously love me, because they know that my little goodness is not fake.

নারী করুণার আধার ,তাই বলে দুর্বল নয় ।নারী পুরুষের অর্ধাঙ্গিনীহাট থেকে কেনা দাসী নয় ।নারী ভালোবাসার প্রতীক,নারী ছাড়া প...
09/09/2024

নারী করুণার আধার ,
তাই বলে দুর্বল নয় ।
নারী পুরুষের অর্ধাঙ্গিনী
হাট থেকে কেনা দাসী নয় ।

নারী ভালোবাসার প্রতীক,
নারী ছাড়া পুরুষের আছে কি কোনো গতিক ?

নারী দেবী মহামায়ার সৃষ্টি,
তাদের প্রতি যদি দাও কুদৃষ্টি,

হাজার হাজার মা কালী,
গর্জে উঠবে যুদ্ধের হুঙ্কারে
শঙ্খ রবে আজ মুখরিত অলিগলি।।

ঐ যে ঘোষিত হয় যুদ্ধের ডঙ্কা,
ওহে অসুর রূপী পুরুষ ,
কাপছে কি বুক ? হচ্ছে কি শঙ্কা ?

যে নারী নীরবে নিভৃতে কাঁদে,
সেই নারী ই গর্জে উঠে প্রতিবাদে

আমরা নারী, আমারা সব পারি।

সম্পর্কের ভাঙ্গন যখন শুরু হয় তখন তুচ্ছ ব্যাপার নিয়েই শুরু হয়।কিন্তু যখন প্রিয় মানুষ টা দূরে চলে যায় বহুদূরে একেবারে সীমা...
06/09/2024

সম্পর্কের ভাঙ্গন যখন শুরু হয় তখন তুচ্ছ ব্যাপার নিয়েই শুরু হয়।কিন্তু যখন প্রিয় মানুষ টা দূরে চলে যায় বহুদূরে একেবারে সীমানার বাইরে তখন বুঝা যায় সে জীবনের কতখানি জায়গা জুড়ে ছিলো।।

আমি যদি কখনো কাঠফাটা গ্রীষ্মের দুপুর হই, তবে তুমি এক পসলা বৃষ্টি হয়ে এসো। তোমার শীতলতা দিয়ে রুক্ষ আমিটাকে করে দিও প্রাণো...
04/09/2024

আমি যদি কখনো কাঠফাটা গ্রীষ্মের দুপুর হই, তবে তুমি এক পসলা বৃষ্টি হয়ে এসো। তোমার শীতলতা দিয়ে রুক্ষ আমিটাকে করে দিও প্রাণোচ্ছল।

আমার যদি কখনো খুব কান্না পায়, তবে তুমি এক টুকরো আকাশ হইয়ো। জানো তো আকাশের দিকে তাকালেই আমার মন ভালো হয়ে যায়। খুব ইচ্ছে হয় আকাশি নীলের ঐ মায়ায় ডুবে যেতে।

আমাকে যদি কখনো বিষন্নতায় ডুবে যেতে দেখো, তবে অবসরের বিকেলে আমার জন্য কথার ঝুড়ি নিয়ে এসো। তোমার কথাদের মাঝেই হারিয়ে যাবে আমার সমস্ত বিষন্নতা।

আমাকে যদি কখনো এলোমেলো দেখো, তবে আমাকে খানিকটা সঙ্গ দিও। তোমার কাঁধে মাথা রাখার নির্ভরতাটুকু দিও। তুমি জড়িয়ে নিলেই বিধ্বস্ত আমিটা হয়ে যাবো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।

আমাকে যদি কিছু উপহার দিতে চাও, তবে বিশ্বাসটুকু উপহার দিও।

আমাকে ভেঙে চুরে ভালোবাসতে হবে না।

তবে আমরণ আমার প্রতি সম্মান আর বিশ্বাসটুকু রেখো।

সম্পর্কের ভাঙ্গন যখন শুরু হয় তখন তুচ্ছ ব্যাপার নিয়েই শুরু হয়।কিন্তু যখন প্রিয় মানুষ টা দূরে চলে যায় বহুদূরে একেবারে সীমা...
02/09/2024

সম্পর্কের ভাঙ্গন যখন শুরু হয় তখন তুচ্ছ ব্যাপার নিয়েই শুরু হয়।কিন্তু যখন প্রিয় মানুষ টা দূরে চলে যায় বহুদূরে একেবারে সীমানার বাইরে তখন বুঝা যায় সে জীবনের কতখানি জায়গা জুড়ে ছিলো।

Neha Zaman Facebook

অপমান জিনিসটা পলিথিনের মতো!মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পঁচে না...Neha Zaman Facebook
31/08/2024

অপমান জিনিসটা পলিথিনের মতো!
মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পঁচে না...
Neha Zaman Facebook

শ্রাবণের শেষ বিকেলে, ঝরে পড়ে বৃষ্টি,মনেতে উদাসী স্বপ্ন, বেজে ওঠে সুর।হৃদয়ে দোলা দেয় একান্ত বিষাদ সঙ্গীত,চারিপাশে ছড়িয়ে ...
30/08/2024

শ্রাবণের শেষ বিকেলে, ঝরে পড়ে বৃষ্টি,
মনেতে উদাসী স্বপ্ন, বেজে ওঠে সুর।
হৃদয়ে দোলা দেয় একান্ত বিষাদ সঙ্গীত,
চারিপাশে ছড়িয়ে দেয় এক প্রগাঢ় নীরবতার ঘোর।

পথে পথিক হেঁটে যায়, অদেখা তার গন্তব্যে,
বুকের গভীরে জমা, কত অশ্রু, কত প্রেম।
কোন দূর আকাশে ভেসে যায় মেঘের দল,
অতীতের স্মৃতি যেন কাঁদিয়ে দেয়, আবারো মরমে।

তোমার স্মৃতিরা আসে, অজানা পথ ধরে,
হৃদয়ের মাঝে রাখে, এক নিষ্ঠুর ছাপ।
তোমার অনুপস্থিতি যেন, বয়ে আনে বিষাদ,

তবু যেন মন বলে, এই ব্যথারই মাঝে,
আছে লুকিয়ে, নতুন সুখের অপেক্ষা,
নবীন আলোয় ভরে যাবে, জীবনের প্রতীক্ষা।

Neha Zaman Facebook

যাকে নিজের করে পেতে শত পুরুষ স্বপ্ন দেখে, তাকেও কোনো এক পুরুষ ছেড়ে চলে যায়। বরাবরই মানুষ তার নিজ অবস্থান থেকে অসহায়। 💔@ ...
29/08/2024

যাকে নিজের করে পেতে শত পুরুষ স্বপ্ন দেখে, তাকেও কোনো এক পুরুষ ছেড়ে চলে যায়। বরাবরই মানুষ তার নিজ অবস্থান থেকে অসহায়। 💔

@ ZamanZNeha Zaman

28/08/2024

সে আমার সাথে চলে 😊❤️

কোনো এক হেমন্তে পৌষের ঘন কুয়াশা কেটে গেলেতোমার উঠোনের একচিলে মিষ্টি রোদে পাটি পেতে বসবো,তোমার উরুতে মাথা এলিয়ে রৌদ্র অবগ...
27/08/2024

কোনো এক হেমন্তে পৌষের ঘন কুয়াশা কেটে গেলে
তোমার উঠোনের একচিলে মিষ্টি রোদে পাটি পেতে বসবো,
তোমার উরুতে মাথা এলিয়ে রৌদ্র অবগাহনে সুখ খুঁজে নেব।
ঠিকরে পড়া রোদে তোমার সোনালীচুলে
অথবা ওম লাগা ঘোর আবেশে
আলতো হাতের মৃদু পরশে
গল্পে গল্পে সাজিয়ে নেব আমাদের অনাগত ভবিষ্যত।
এসো এই হেমন্তেই আমরা একে অন্যকে খুঁজে নিই।
সময় বয়ে যাচ্ছে ,আমি বড্ড বেশুমার,
প্রতি হেমন্তে তোমার স্বপ্নে বিভোর,
আমি ক্লান্ত বড্ড ক্লান্ত।

26/08/2024

Neha Zaman Facebook

সত্যি বলতে আমার লাইফ থেকে যাওয়ার জন্য কাউকে আমি ফোর্স করি না। তুমি বন্ধু হও বা অন্য কেউ,  কখনো যদি তোমার মনে হয় আমি তো...
25/08/2024

সত্যি বলতে আমার লাইফ থেকে যাওয়ার জন্য কাউকে আমি ফোর্স করি না। তুমি বন্ধু হও বা অন্য কেউ, কখনো যদি তোমার মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট নই! কিংবা তুমি আমার চেয়ে Better কাউকে Deserve করো,Than You are free to go.

বিন্দুমাত্র বাধাও সৃষ্টি হবে না। যদি মনে হয় ভালো থাকবা তবে চলে যেতে পারো। কারণ ভালো থাকার নামই জীবন। 🖤🌸
FaFacebookeNeha ZamanaNeha Zamant@topfans

বয়স যত বাড়ে আমরা ততই নীরবতা প্রেমে পড়ি..... 𝗘𝘃𝗲𝗿𝘆𝗼𝗻𝗲 𝐇𝐢𝐠𝐡𝐥𝐢𝐠𝐡𝐭𝐬ツ𝐡𝗘𝘃𝗲𝗿𝘆𝗼𝗻𝗲 𝐇𝐢𝐠𝐡𝐥𝐢𝐠𝐡𝐭𝐬ツ𝗘𝘃𝗲𝗿𝘆𝗼𝗻𝗲 𝐇𝐢𝐠𝐡𝐥𝐢𝐠𝐡𝐭𝐬ツaFacebookNeha Z...
23/08/2024

বয়স যত বাড়ে আমরা ততই নীরবতা প্রেমে পড়ি.....
𝗘𝘃𝗲𝗿𝘆𝗼𝗻𝗲 𝐇𝐢𝐠𝐡𝐥𝐢𝐠𝐡𝐭𝐬ツ𝐡𝗘𝘃𝗲𝗿𝘆𝗼𝗻𝗲 𝐇𝐢𝐠𝐡𝐥𝐢𝐠𝐡𝐭𝐬ツ𝗘𝘃𝗲𝗿𝘆𝗼𝗻𝗲 𝐇𝐢𝐠𝐡𝐥𝐢𝐠𝐡𝐭𝐬ツaFacebookNeha ZamanNeha Zaman

একদিন আসবে যেদিন আপনার চোখে মুখে শুধু I'm Not Interested" কথাটাই ভাসবে। সেই দিন আপনি মন খা'রাপ গুলোকে তুড়ি মেরে উড়িয়ে দি...
22/08/2024

একদিন আসবে যেদিন আপনার চোখে মুখে শুধু I'm Not Interested" কথাটাই ভাসবে। সেই দিন আপনি মন খা'রাপ গুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিতে শিখে যাবেন। সেই দিন আপনি কাছের - দূরের সবার কাছ থেকেই সব রকম প্র'ত্যা'শা করা ছে'ড়ে দিবেন।

একদিন আসবে যেদিন আপনি দুঃ'খ নামক স্পট গুলোকে হাসি নামক মেকাপে ঢেকে রাখতে শিখে যাবেন। সেই দিন আর কারো কোনো কিছুতেই আপনার কোনো কিছু যাবে আসবে না।

একদিন আসবে যেদিন দুঃ'খ-ক'ষ্ট কোনো কিছুই আর আলাদা ভাবে আপনাকে স্প'র্শ করবে না। সেই দিন আপনি প্রিয় নামক মানুষটিকে না পাওয়ার ক্ষ'তটাও ভুলে যাবেন।

একদিন আসবে যেদিন আপনি ছে'ড়ে যাওয়া মানুষ গুলোর কথা ভেবে সময় ন'ষ্ট না করে, নিজেকে নিয়ে ভেবে সময়ের মূল্যায়ন করতে শিখে যাবেন। সেই দিন আপনি পুরোপুরি ভাবেই আ'বেগ নি'য়ন্ত্রণ করতে শিখে যাবেন।

একদিন আসবে যেদিন আপনি এখনকার করা বো'কামি গুলোর কথা মনে করে, একা একাই নীরবে প্রাণ খুলে হাসবেন। সেই দিন আপনি ব্য'থা - বে'দনা সইতে সইতে পা'থরে পরিনত হয়ে যাবেন।

একদিন আসবে যেদিন আপনি-- আপনাকে নিয়ে কে কি ভাবলো, কে কি বললো, এগুলো নিয়ে আর মাথা ঘামাতে যাবেন না।সেই দিন আপনি সব কিছু থেকেই নিজেকে মু'ক্ত রাখতে শিখে যাবেন।

একদিন আসবে যেদিন আপনি ভালো - ম'ন্দ সবটাকেই বাস্তবতার অংশ হিসেবে মেনে নিয়ে ভালো থাকতে শিখে যাবেন। সেই দিন আপনি মানুষ চিনতে চিনতে এ'কাকীত্বের প্রেমে পড়ে যাবেন;

একদিন আসবে যেদিন আপনি 'যা হচ্ছে হোক' I don't care. ভেবে বাঁ'চতে শিখে যাবেন।সেই দিন আপনি এই পৃথিবীর সমস্ত
মা'য়া কাটিয়ে মহা'কালের উদ্দেশ্যে শান্তির যাত্রা করবেন।

সংগৃহীত
Facebook Neha Zaman

শাদা জবার সৌন্দর্য কাছে টানতে পারেনি আমায় কভু,আমি ভাঙাচোরা আত্মার জোড়াতালি দেয়া মানুষ তবু।লাল গোলাপের প্রস্ফুটনও আন্দোলি...
21/08/2024

শাদা জবার সৌন্দর্য কাছে টানতে পারেনি আমায় কভু,
আমি ভাঙাচোরা আত্মার জোড়াতালি দেয়া মানুষ তবু।
লাল গোলাপের প্রস্ফুটনও আন্দোলিত করেনি কখনো,
রক্তে শিরায় মিশে থাকা কষ্টের নির্যাস কাটেনি এখনো।
পাখির ঠোঁটে লেগে থাকা সুর বিমোহিত করে না আর,
বাতাসের শব্দে কান পেতে শুনি আত্মার আর্ত চিৎকার।
জোছনাভরা দীঘি পাড়ের মুহুর্তগুলোও জড়ায় বিবাদে।
কিছু অভিশাপ অনুতাপ প্রতাপ দেখিয়ে কাঁদায় বিষাদে।
ঝর্ণার শরীর বেয়ে যে অশ্রু গড়িয়ে নদী-সাগরে মিশে,
কে হিসেব রেখেছে অতো, কে খুঁজেছে কারণ নিমেষে।
Facebook

আমি জন্মেছিলাম এক বিষণ্ন বর্ষায়, কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত। আমি জন্মেছিলাম এক আষাঢ়ে সকালে, কিন্তু ভালোবাসি চৈত্রের ...
20/08/2024

আমি জন্মেছিলাম এক বিষণ্ন বর্ষায়,
কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত।
আমি জন্মেছিলাম এক আষাঢ়ে সকালে,
কিন্তু ভালোবাসি চৈত্রের বিকাল।
আমি জন্মেছিলাম দিনের শুরুতে,
কিন্তু ভালবাসি নিঃশব্দ নির্জন নিশি।
আমি জন্মেছিলাম ছায়া শুনিবিড় গ্রামে,
ভালোবাসি বৃক্ষহীন রৌদ্রদগ্ধ ঢাকা।
জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম,
এখন আমার সবকিছুতে হাসি পায়।
আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম,
এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।

---নির্মলেন্দু গুণ

Facebook Neha Zaman

ভালোবাসার মানুষটি যদি কখনো আপনার জন্য কাঁদে, তবে মনে রাখবেন সে আপনাকে নিজের থেকেও বেশী ভালোবাসে। কেনো না চোঁখের পবিত্র প...
19/08/2024

ভালোবাসার মানুষটি যদি কখনো আপনার জন্য কাঁদে, তবে মনে রাখবেন সে আপনাকে নিজের থেকেও বেশী ভালোবাসে। কেনো না চোঁখের পবিত্র পানি মানুষ তার জন্যেই ঝরায়, যাকে সে খুব ভালোবাসে। ভালোবাসায় হাজারো বাধা আসে শেষ পর্যন্ত এক হতে হলে সব বাধাই সামলাতে হয়, কোনো বাধায় কারো হাত ছেড়ে দেওয়া মানে তাকে অন্ধের কূপে ফেলে দেওয়া, পৃথিবীতে সবাই এক নয় যে বাধায় বিচ্ছেদ হওয়ার পর কেউ উঠে দাঁড়াবে, কারো জীবনে বিচ্ছেদ আসলে সে আর উঠে নাও দাঁড়াতে পারে, সম্পর্ক টিকিয়ে রাখার কেউ আকুতি মিনতি করলে তাকে সুযোগ দেওয়ার পরিবর্তে ছেড়ে দেওয়া কারো জন্য সুফল বয়ে আনে না! 😊যখন তোমার খুব প্রিয় কেউ তোমাকে অপছন্দ, অ'ব'হেলা কিংবা ঘৃ*ণা করে তখন প্রথম প্রথম তোমার খুব কষ্ট হয়, এবং চাও যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর ঠিকই তুমি সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যাও। আর অনেকদিন পরে তুমি সেই আগের চেয়েও অনেকবেশী খুশি থাকো যখন তুমি বুঝতে পারো যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।🖤

দরকার ফুরিয়ে গেলে যারা তোমায় ছুঁড়ে ফেলে দিয়েছে, প্রয়োজন শেষে যাদের কাছে তুমি মূল্যহীন হয়ে গেছো! সুদিন ফিরলে তাদেরক...
19/08/2024

দরকার ফুরিয়ে গেলে যারা তোমায় ছুঁড়ে ফেলে দিয়েছে, প্রয়োজন শেষে যাদের কাছে তুমি মূল্যহীন হয়ে গেছো! সুদিন ফিরলে তাদেরকেও একটা ধন্যবাদ দিও। তারাও তোমার জীবনে গুরুত্বপূর্ণ!

তারা তোমাকে চিনিয়েছে মুখ ও মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষের পার্থক্য। মানুষ চেনার সবচেয়ে বড় শিক্ষাটা কিন্তু তুমি তাদের কাছ থেকেই পেয়েছো। তাদের প্রত্যেকের প্রতি এক আকাশ কৃতজ্ঞতা!
Facebook Neha Zaman

শ্রাবণের শেষ বিকেলে, ঝরে পড়ে বৃষ্টি,মনেতে উদাসী স্বপ্ন, বেজে ওঠে সুর।হৃদয়ে দোলা দেয় একান্ত বিষাদ সঙ্গীত,চারিপাশে ছড়িয়ে ...
18/08/2024

শ্রাবণের শেষ বিকেলে, ঝরে পড়ে বৃষ্টি,
মনেতে উদাসী স্বপ্ন, বেজে ওঠে সুর।
হৃদয়ে দোলা দেয় একান্ত বিষাদ সঙ্গীত,
চারিপাশে ছড়িয়ে দেয় এক প্রগাঢ় নীরবতার ঘোর।

পথে পথিক হেঁটে যায়, অদেখা তার গন্তব্যে,
বুকের গভীরে জমা, কত অশ্রু, কত প্রেম।
কোন দূর আকাশে ভেসে যায় মেঘের দল,
অতীতের স্মৃতি যেন কাঁদিয়ে দেয়, আবারো মরমে।

তোমার স্মৃতিরা আসে, অজানা পথ ধরে,
হৃদয়ের মাঝে রাখে, এক নিষ্ঠুর ছাপ।
তোমার অনুপস্থিতি যেন, বয়ে আনে বিষাদ,

তবু যেন মন বলে, এই ব্যথারই মাঝে,
আছে লুকিয়ে, নতুন সুখের অপেক্ষা,
নবীন আলোয় ভরে যাবে, জীবনের প্রতীক্ষা।

একাকীত্ব নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই। শেষ নেই হা-হুতাশের। অথচ আমাদের মাঝে অনেকেই একাকীত্ব খুঁজে ফিরি। একাকীত্ব আমাদের ন...
17/08/2024

একাকীত্ব নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই। শেষ নেই হা-হুতাশের। অথচ আমাদের মাঝে অনেকেই একাকীত্ব খুঁজে ফিরি। একাকীত্ব আমাদের নিঃশ্বাস নেবার সুযোগ করে দেয়।

Facebook

কাউকে ভুলার জন্য মরিয়া হয়ে উঠবেন না।যাকে ভোলার জন্য মরিয়া হয়ে উঠবেন।তার কথা ততো বেশি মন পড়ে যাবে।নিজের মতো করে জীবন অতিব...
16/08/2024

কাউকে ভুলার জন্য মরিয়া হয়ে উঠবেন না।
যাকে ভোলার জন্য মরিয়া হয়ে উঠবেন।
তার কথা ততো বেশি মন পড়ে যাবে।
নিজের মতো করে জীবন অতিবাহিত করতে থাকুন।
ধৈর্যের বাঁধও ভেঙে যায়। সব কিছুর শেষ হয়।
কষ্ট পেতে পেতে এক পর্যায়ে কষ্ট আর কষ্ট মনে হয় না।

Facebook

আসলে সত্যি হলো অযত্নে, অবহেলায় প্রত্যেকটা ভালোবাসার মানুষই দূরে চলে যায় এখন হোক তা ছেলে কিম্বা মেয়ে।প্রথম বারই যদি সম্মা...
15/08/2024

আসলে সত্যি হলো অযত্নে, অবহেলায় প্রত্যেকটা ভালোবাসার মানুষই দূরে চলে যায় এখন হোক তা ছেলে কিম্বা মেয়ে।

প্রথম বারই যদি সম্মান, ভালোবাসা, গুরুত্ব পায় তবে ২য় বার এমন ভাববার বা করবার প্রয়োজনই পড়ে না।
Facebook Neha Zaman

ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্য কি জানেন?যাকে আপনি ভালবাসেন তার সামনে আপনার হার্টবিট বেড়ে যাবে…কিন্তু যাকে আপনি পছন্দ...
14/08/2024

ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্য কি জানেন?

যাকে আপনি ভালবাসেন তার সামনে আপনার হার্টবিট বেড়ে যাবে…

কিন্তু যাকে আপনি পছন্দ করেন তাকে দেখে আপনি খুশি হবেন…

যাকে আপনি ভালবাসেন তার সামনে থাকলে শীত কালকে বসন্ত মনে হবে… ...

আর যাকে পছন্দ করেন তার সামনে শীতকালকে শুধু সুন্দর শীত বলেই মনে হবে…

যাকে ভালবাসেন তাকে আপনার মনের সব কথা বলতে পারবেন না…

কিন্তু যাকে পছন্দ করবেন তাকে বলতে পারবেন…

যাকে ভালো বাসেন তার সামনে আপনি লজ্জা পাবেন

আর যাকে পছন্দ করেন তার কাছে আপনি নিজেকে উপস্থাপন করতে চাইবেন...…

যখন আপনার ভালোবাসার মানুষ কাদবে আপনি তার সাথে কাদবেন..

কিন্তু যাকে পছন্দ করেন সে কান্না থামালে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন...

যদি আপনি আপনার পছন্দের মানুষ কে ভুলে যেতে চান তাহলে শুধু আপনার চোখ বন্ধ করে তার থেকে ফিরিয়ে নিলেই চলবে......

কিন্তু
যদি ভালবাসাকে ভোলার জন্য চোখ বন্ধ করেন আপনার ভালোবাসা কান্না হয়ে ঝড়ে পড়বে…

সে আপনার হৃদয়ে থেকে যাবে…
সারা জীবন......
Neha Zaman Facebook

মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও অপ্রেমের প্রয়োজন আছে; তা না হলে মানুষ বাঁচবার আনন্দটা কখনোই ঠিকঠাক টের পায়না!Facebo...
13/08/2024

মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও অপ্রেমের
প্রয়োজন আছে; তা না হলে মানুষ বাঁচবার আনন্দটা কখনোই ঠিকঠাক টের পায়না!

Facebook Following

একটা সময় পর মানুষের দেখার চোখ বদলে যায়। এই পৃথিবীতে যে একবার ঠেকে ঠেকে, ঠকে ঠকে বেঁচে থাকা শিখে যায়; তার নিজের ভেতর নিজে...
12/08/2024

একটা সময় পর মানুষের দেখার চোখ বদলে যায়। এই পৃথিবীতে যে একবার ঠেকে ঠেকে, ঠকে ঠকে বেঁচে থাকা শিখে যায়; তার নিজের ভেতর নিজের একটা নতুন জন্ম হয় 🙂

নিরানন্দই মানুষকে আনন্দের গভীর চুম্বন উপলব্ধি করতে শেখায়। তীব্র অপ্রেম মানুষকে প্রেমের প্রতি আগ্রহ সৃষ্টি করে দেয়। নিঃসঙ্গতা মানুষকে বুঝিয়ে দেয় সঙ্গীর গুরুত্ব।

মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও অপ্রেমের প্রয়োজন আছে; তা না হলে মানুষ বাঁচবার আনন্দটা কখনোই ঠিকঠাক টের পায়না!

ভুল মানুষকে দিয়ে শূন্য  জায়গাটা পূর্ণ করলে ঘুরেফিরেঐ জায়গাটা আবার শূন্য হয়ে যাবে..!! Facebook
11/08/2024

ভুল মানুষকে দিয়ে শূন্য জায়গাটা পূর্ণ করলে ঘুরেফিরে
ঐ জায়গাটা আবার শূন্য হয়ে যাবে..!!

Facebook

07/08/2024

কোটা আন্দোলনে দেশ স্বাধীন করার পর মনে পড়লো৷ ''আমার তো মেধা নাই''🐸

দুঃখ মনে কেউ যে হাসে সুখেও কেউ কাঁদে,কান্না ভরা চোখের কোণে হাজার স্বপ্ন বাঁধে।থাকলে পাশে হয়না আপন দূরে গেলে পর!এক ছাদে ব...
03/08/2024

দুঃখ মনে কেউ যে হাসে সুখেও কেউ কাঁদে,
কান্না ভরা চোখের কোণে হাজার স্বপ্ন বাঁধে।
থাকলে পাশে হয়না আপন দূরে গেলে পর!
এক ছাদে বাস সারাজীবন হয়না তো তা ঘর।

Facebook Neha Zaman

I love 💚
02/08/2024

I love 💚

Address

27, Dhanmondi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neha Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All