Education & Science.

Education & Science. Don't believe blindly.......

 #উৎপাদকে বিশ্লেষন:
04/12/2024

#উৎপাদকে বিশ্লেষন:

16/11/2024

#পরমাণু:

মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে মৌলিক পদার্থটির পরমাণু বলে।

#... যেসব সূক্ষ কণিকা দিয়ে পরমাণু গঠিত, তাদেরকে মৌলিক কণিকা বলে ।

#অর্থাৎ পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কনাই হচ্ছে পরমাণু।
#দুটি অক্সিজেন পরমাণু (O) পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু (O2) গঠিত হয়। আবার, একটি কার্বন পরমাণু (C) দুটি অক্সিজেন পরমাণুর (0) সাথে যুক্ত হয়ে একটি কার্বন ডাই-অক্সাইড অণু (CO2) গঠিত হয়। একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলের অণু বলে। যেমন—O2। ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হলে তাকে যৌগের অণু বলে। যেমন- CO2

   #শ্বসন তন্ত্র Note : Collected.
16/11/2024

#শ্বসন তন্ত্র
Note : Collected.

16/11/2024

16/11/2024

৩. একটি পারফিউমের বোতল খুলে রাখলে এর ঘ্রাণ সমস্ত রুমে ছড়িয়ে পড়ে। কেন?

16/11/2024

২. উচ্চতা বাড়ার সাথে সাথে চাপের কি পরিবর্তন হয়।এবং কেন?

16/11/2024

১. মিথিলার ওজন ৫০ কেজি। পৃথিবীর অন্য যেকোনো দেশে কি তার ওজন একই থাকবে? নাকি পরিবর্তন হবে। হলে কেন হবে?

 ゚  ゚  ゚
16/11/2024

゚ ゚ ゚

 ゚  ゚       n=1 হলে,  l  এর মান   0.n=2 হলে,  l  এর মান   0,1.n=3 হলে,  l  এর মান   0,1,2.n=4 হলে,   l  এর মান   0,1,2,3...
12/11/2024

゚ ゚

n=1 হলে, l এর মান 0.
n=2 হলে, l এর মান 0,1.
n=3 হলে, l এর মান 0,1,2.
n=4 হলে, l এর মান 0,1,2,3.

Q: প্রধান শক্তিস্তর n এর মান 3 হলে, উপশক্তিস্তর l এর সর্বোচ্চ মান কত?
Ans: l= 2.

 ゚  ゚       So true
11/11/2024

゚ ゚
So true

       #পর্যায় সারনী
08/11/2024


#পর্যায় সারনী

      #চল তড়িৎ নোট:
06/11/2024


#চল তড়িৎ নোট:

 ゚     : Md.Abdur Rahman
06/11/2024




: Md.Abdur Rahman

 ゚
02/11/2024

 #পর্যায় সারনির পারমানবিক সংখ্যা মনে রাখার টেকনিক। 💗💗💗💗
02/11/2024

#পর্যায় সারনির পারমানবিক সংখ্যা মনে রাখার টেকনিক। 💗💗💗💗

30/10/2024

#পর্যায় সারণি :

#পর্যায় সারণিতে মোট মৌল সংখ্যা ১১৮টি।

****পর্যায় সারণিতে পর্যায়ে আছে ৭টি।
**** ৭টি পর্যায়ে মৌল সংখ্যা যথাক্রমে, ২, ৮,৮ ১৮, ১৮, ৩২, ৩২।

****১৮টিম গ্রুপের ১ ও ২ গ্রুপের মৌল সংখ্যা যথাক্রমে, ৭, ৬। (৪-১২)গ্রুপের মৌল সংখ্যা হল চারটি করে। (১৩-১৭) গ্রুপের মৌল সংখ্যা ৬ টি করে। এবং গ্রুপ ১৮এর মৌল সংখ্যা ৭টি। শুধুমাত্র তৃতীয় গ্রুপে মৌল সংখ্যা ৩২ টি।

**** গ্রুপ আছে ১৮ টি।

****ব্লক সংখ্যা চারটি S, P ,d, f।

**** s ব্লকে মৌল সংখ্যা ১৪টি।

****গ্রুপ ১, ২ ও He হলো s ব্লকের মৌল। যেহেতু হিলিয়ামের পারমাণবিক সংখ্যা ২ এবং হিলিয়ামের বহিঃস্থ স্তরে ইলেকট্রন s অরবিটালে প্রবেশ করে তাই হিলিয়াম s ব্লকের মৌল।

**** p ব্লক কে মৌল সংখ্যা ৩৬ টি।

****গ্রুপ ১৩-১৮ এর মৌলগুলো হচ্ছে p ব্লকের মৌল।

**** dব্লক এ মৌল সংখ্যা ৪১ টি।

****গ্রুপ ৩-১২ এর মৌলগুলো হচ্ছে d ব্লকের মৌল।

**** f ব্লক এ মৌল সংখ্যা ২৭ টি।

****পর্যায় সারণির পাশাপাশি মৌল গুলোকে বলা হয় পর্যায়।

****পর্যায় সারণির খাড়া বা লম্বভাবে শাড়িগুলোকে বলা হয় গ্রুপ।
****পর্যায় সারণির হাইড্রোজেনকে বলা হয় সর্ববামের মৌল। এবং হিলিয়ামকে বলা হয় সর্বডানের মৌল।

****অর্থাৎ মৌল গুলো বাম থেকে ডানে হিসেব করা হয়।

26/10/2024

খুবই গুরুত্বপূর্ণ।।।।।।
24/10/2024

খুবই গুরুত্বপূর্ণ।।।।।।

Address

Mirpur1216
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Education & Science. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies