Silence নিরবতা

Silence নিরবতা নিরবতা

19/11/2023

প্রিয় মানুষটি হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়
কিন্তু সে যদি বদলে যায়

19/11/2023

༊_ গুরুত্ব দাও তাঁকে, যে তোমার মন খারাপের সময়ে পাশে থাকে-!!🌻🦋
︵💚🥀

16/03/2023

— এতো ভালোবাসার পরেও কেন প্রিয় মানুষটা অন্যের হয়ে যায়...!!❤️🥺🥀

তিন বন্ধু যখন ছবি তুলে 🤣🙂
22/01/2023

তিন বন্ধু যখন ছবি তুলে 🤣🙂

11/01/2023

শুধু তোর জন্যে কান্না করতেছিরে 😭😭😭😭😭😭😭😭

11/01/2023

হারিয়ে গেলে খুজো না থাকতে মুল্লো দিতে শিখো😅💔
কারন কিছু কিছু মানুষ জীবনে বার বার আসে না.....💔🥀

11/01/2023

_ রাত সবার জন্য সুখের হয় না..!🤦‍♀️🙂
_ কারণ কেউ ঘুমায় আর কেউ কাঁদে...!😭💔🥀

09/01/2023

Riya যদি থাকতো







।।।।।।।।







শিত কি আর লাগতো

04/01/2023
08/12/2022

খুব ইচ্ছে করে কাউকে জরিয়ে ধরে বলতে,,
আমি ভালো নেই!!😭😥
কিন্তু কাকে বলবো??আমার
তো কেউ নাই!!😔💔😭😭😭

08/12/2022

১৯৫৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে ছিলো, একটা ছেলে যদি একজন মেয়ের সাথে কথা বলতে চায়, তবে তাকে প্রক্টর বরাবর দরখাস্ত দিতে হবে। শুধুমাত্র প্রক্টর অনুমতি দিলেই সে কথা বলতে পারবে। এছাড়া নয়। এমনকি তার ক্লাসের কোন মেয়ের সাথেও না।

ডিসেম্বর ১৯২৭, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাত্র ৬ বছর পর। একদিন কোলকাতা থেকে একজন যুবক এলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখবেন। কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে সে ঘুরতে বের হলো। তখন কার্জন হল ছিলো বিজ্ঞান ভবন। ঘুরতে ঘুরতে যখন কার্জন হলের সামনে এসে পড়লো তারা, সে যুবক দেখলো দূরে একটা থ্রী কোয়ার্টার হাতার ব্লাউজ আর সুতির শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। সে তার বন্ধুদের জিজ্ঞেস করলেন, এই মেয়েটি কে? তখন তার বন্ধুরা বলল, এ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী। তখন সেই যুবক বলে, সত্যি? আমি এই মেয়ের সাথে কথা বলব। তখন সে যুবক মেয়েটির সাথে কথা বলার জন্য একটু এগিয়ে গেলে তার বন্ধুরা তাকে বাঁধা দেয়। বলে, না তুমি যেওনা। আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের সাথে কথা বলার অনুমতি নেই। তুমি যদি ওর সাথে অনুমতি ছাড়া কথা বলো তবে তোমার শাস্তি হবে। সেই যুবক বলল, "আমি মানি নাকো কোন বাঁধা, মানি নাকো কোন আইন।"

সেই যুবক হেঁটে হেঁটে গিয়ে সেই মেয়েটির সামনে দাঁড়ালো। তারপর তাকে বলল, আমি শুনেছি আপনি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী। কি নাম আপনার? মেয়েটি মাথা নিচু করে বলল, ফজিলাতুন্নেছা। জিজ্ঞাসা করলো, কোন সাবজেক্টে পড়েন? বলল, গণিতে। গ্রামের বাড়ি কোথায়? টাঙ্গাইলের করোটিয়া। ঢাকায় থাকছেন কোথায়? সিদ্দিকবাজার। এবার যুবক বললেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী, আপনার সাথে কথা বলে আমি খুব আপ্লুত হয়েছি। আজই সন্ধ্যায় আমি আপনার সাথে দেখা করতে আসবো।

মেয়েটি চলে গেলো। এই সব কিছু দূরে দাঁড়িয়ে এসিস্ট্যান্ট প্রক্টর স্যার দেখছিলেন। তার ঠিক তিনদিন পর। ২৯ ডিসেম্বর ১৯২৭, কলা ভবন আর বিজ্ঞান ভবনের নোটিশ বোর্ডে হাতে লেখা বিজ্ঞপ্তি টানিয়ে দেয়া হলো যুবকের নামে। তার নাম লেখা হলো, তার বাবার নাম লেখা হলো এবং বিজ্ঞপ্তিতে বলা হলো, এই যুবকের আজীবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ।

Next part Comment Check!!

Please🥺

25/11/2022

লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে বললাম.. 🤦‍♀️"আমি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি?🥰🤔🥰

মেয়েটা চিৎকার করে উঠল এবং বলল..👀-আমার সাথে রাত কাটাতে চাও?🤥😳🥺

-'এত্ত বড় সাহস!?😲😲😲

লাইব্রেরির সবাই আমার দিকে কটমট চোখে তাকালো..🙀😾🙀

আমি সাংঘাতিক লজ্জা পেলাম!🙊🙊🙊

ঘন্টা খানেক পর🙉

মেয়েটা আমার কানে কানে এসে বলল...💘

'আমি সাইকোলজির স্টুডেন্ট।🧐🧐🧐

কীভাবে মানুষকে লজ্জা দিতে হয়, -'সেটা খুব ভালো করে জানি?😱🤒😱

আমি চিৎকার করে উঠে বললাম..🤓🤓🤓

-'এক রাতের জন্য ১০ হাজার টাকা চাও!? -'এটা অনেক বেশি।😎😎😎

লাইব্রেরির সব মানুষ বিষ্মিত চোখে মেয়েটার দিকে তাকাল। •🤣🤣🤣

মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেল!😋😋😋

আমি তার কানে কানে গিয়ে বললাম... -'আমি আইনের ছাত্র🥱🥱🥱👀🥱🥱🥱

কীভাবে বিনা অপরাধে দোষি বানাতে হয়, -'সেটা আমি খুব ভালো করে জানি।😏

Follow রোমান্টিক গল্প 👈স্বার্থপর একটা দিবস থাকলে ভালো হতো 👌😓👌
আমি কিছু মানুষকে wish করতাম👌😡👌

পরীক্ষার হলে দুই বান্ধবীর কথোপকথন—১ম বান্ধবীঃ এই, ৭নং লিখছিস?২য় বান্ধবীঃ নারে, ৭নং টা ভালো করে পারিনা।১ম বান্ধবীঃ ৮ নংল...
22/09/2022

পরীক্ষার হলে দুই বান্ধবীর কথোপকথন—

১ম বান্ধবীঃ এই, ৭নং লিখছিস?
২য় বান্ধবীঃ নারে, ৭নং টা ভালো করে পারিনা।
১ম বান্ধবীঃ ৮ নংলিখছিস?
২য় বান্ধবীঃ না, ঐ টা দিবোনা।
১ম বান্ধবীঃ ৯ নংপারিস?
২য় বান্ধবীঃ নারে।
১ম বান্ধবীঃ ১০ নং লিখছিস?
২য় বান্ধবীঃ লিখছি। তবে বানিয়ে-বানিয়ে লিখছি !!

এবার রেজাল্টের সময় ঐ দুই বান্ধবীর কথোপকথন—

১ম বান্ধবীঃ কত পাইছিস?
২য় বান্ধবীঃভালো নারে . . .
১ম বান্ধবীঃ আহা, বলনা?
২য় বান্ধবীঃ ৯৫।
১ম বান্ধবীঃ ৯৫ পাইছিস, তাও বলছিস ভালোনা !! কিন্তু তোরে তো ৪টা প্রশ্ন জিগাইছিলাম, তুই পারিসনা বলছিলি। এখন ৯৫ পাইলি ক্যামনে ???
পরীক্ষার হলে দুই বন্ধুর কথোপকথন—
১ম বন্ধুঃ দোস্ত, ৭ নং লিখছিস?
২য় বন্ধুঃ হুম।
১ম বন্ধুঃ দেখা।
২য় বন্ধুঃ এই যে ধর, খাতা দিয়া দিলাম। যত খুশি দেখ।
কিন্তু সাবধানে !!
১ম বন্ধুঃ থ্যাংকস দোস্ত। পাশ করমুতো?
২য় বন্ধুঃ শালা, আমি পাশ করলে তুইও করবি। এখন
লেখ।
এবার রেজাল্টের সময় ঐ দুই বন্ধুর কথোপকথন

১ম বন্ধুঃ দোস্ত, থ্যাংকস !! তোর কারণে পাশ করছিরে ...
২য় বন্ধুঃ শালা, না খাওয়াইলে তোর খবর আছে !! কত
পাইছিস?
১ম বন্ধুঃ ৯০ !!
২য় বন্ধুঃ আরে শালা, তুই তো আমার খাতা কপি করছিলি। তাইলে আমার চেয়ে ৫ কম পাইলি ক্যান?
বানান ভুল
করছিলি নাকি ??? 🤔
।.

বন্ধু আর বান্ধবীদের মধ্যে সামান্য ব্যবধান,😀

এটাই বাস্তব, আমরা এরকমটাই দেখেছি অনেক।
ছেলেদের ফেন্ডশিপ সব কিছুর চাইতে বড়💖

এমন জীবন  করিবো গঠন        মরিলে  হাঁসিবে তুমি         ❤️কাঁদিবে ভুবন ❤️         🤲ইনশাআল্লাহ 🤲
20/09/2022

এমন জীবন করিবো গঠন
মরিলে হাঁসিবে তুমি
❤️কাঁদিবে ভুবন ❤️

🤲ইনশাআল্লাহ 🤲

সময় আমাকে অনেক কিছু শিখায় কিন্তু আমার মনে থাকে নাহ!😡😡😡😡
20/09/2022

সময় আমাকে অনেক কিছু শিখায় কিন্তু আমার মনে থাকে নাহ!😡😡😡😡

ঝরে গেল রক্ত জবা, নিভে গেল বাতি, ধরতে গিয়ে প্রজাপতি হারিয়েছি সাথী😿🥀
19/09/2022

ঝরে গেল রক্ত জবা, নিভে গেল বাতি, ধরতে গিয়ে প্রজাপতি হারিয়েছি সাথী😿🥀

 ..তোমার পম-পম বড় মানেই,তোমার সরকারি চাকরি-ওয়ালা ছেলের সাথে বিয়ে হবে।🙂
19/09/2022

..
তোমার পম-পম বড় মানেই,
তোমার সরকারি চাকরি-ওয়ালা ছেলের সাথে বিয়ে হবে।🙂

কালোর প্রশংসা শুধু উপন্যাসেই মানায়!🙂বাস্তবে তো কবি নিজেও সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন!😊💔
19/09/2022

কালোর প্রশংসা শুধু উপন্যাসেই মানায়!🙂

বাস্তবে তো কবি নিজেও সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন!😊💔

ছেলে হয়ে সবকিছুর  অধিকার  পেলেও,,,,,,, 😒    পাইনি শুধু চিৎকার  করে কান্নার আধিকার,,,😢🥀
10/09/2022

ছেলে হয়ে সবকিছুর অধিকার পেলেও,,,,,,, 😒

পাইনি শুধু চিৎকার করে কান্নার আধিকার,,,😢🥀

12/07/2022

দায়িত্ব যখন বুঝে এসে যায়,
তখন দায়িত্ব কাউকে কাঁধে তুলে দিতে হয় না!

11/07/2022

Friend, you got your girlfriend।

বন্ধু তোর গার্লফ্রেন্ড পাইছি

সেটা ভালোবাসা নয় প্রয়োজন ছিলো
30/06/2022

সেটা ভালোবাসা নয় প্রয়োজন ছিলো

30/06/2022

Karo accident hoyece colun dekhe asi

আর নিজের দুঃখের কথা কাউকে বলি না
29/06/2022

আর নিজের দুঃখের কথা কাউকে বলি না

29/06/2022

এই জন্য কি এত টাকা খরচ করে পদ্মা সেতু বানানো হল😬
লে পদ্মা সেতু

29/06/2022

ঘুম ভালোবাসিরে...আমি ঘুম ভালোবাসিরে...............

28/06/2022

- হঠাৎ কোনো একদিন এভাবে দেখা হবে কিন্তু কথা হবে না..!🙂💔🥀

Address

Dhaka

Telephone

+8801324102781

Website

Alerts

Be the first to know and let us send you an email when Silence নিরবতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Silence নিরবতা:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like