Inshirah

Inshirah I Want To Spread The Glorious Messages Of The Quran At All Levels With The Aim Of Liberating Humanity

05/02/2024

ফজরের নামায জামায়াতে পড়েন কে কে? 🤍

মডেল মসজিদ 🤍📍ময়মনসিংহ
23/01/2024

মডেল মসজিদ 🤍

📍ময়মনসিংহ

😊
22/01/2024

😊

21/01/2024
মডেল মসজিদ 🤍📍ফেণী সদর উপজেলা
18/01/2024

মডেল মসজিদ 🤍

📍ফেণী সদর উপজেলা

20/11/2023

◽জান্নাতের দরজা কয়টি এবং কোন দরজা দিয়ে কারা প্রবেশ করবে !?

[ 𝗡𝗼𝘁𝗲 : 𝗢𝗿𝗶𝗴𝗶𝗻𝗮𝗹 𝗖𝗼𝗻𝘁𝗲𝗻𝘁 𝗢𝘄𝗻𝗲𝗿 : 𝗕𝗮𝘀𝗲𝗲𝗿𝗮 ]

◽আল্লাহ আপনাকে নিষেধ করছেন 📛তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না[ আল ইমরান | আয়াত - ১৩০ ]
20/11/2023

◽আল্লাহ আপনাকে নিষেধ করছেন 📛

তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না

[ আল ইমরান | আয়াত - ১৩০ ]

◽কাযা নিষেধ করেছেন রাসূলুল্লাহ (ﷺ) 💌কাযা  বলা হয় কপালের উপর কিছু চুল রেখে বাকি মাথার কোথাও চুল না রাখা। তেমনিভাবে মাথার ...
19/11/2023

◽কাযা নিষেধ করেছেন রাসূলুল্লাহ (ﷺ) 💌

কাযা বলা হয় কপালের উপর কিছু চুল রেখে বাকি মাথার কোথাও চুল না রাখা। তেমনিভাবে মাথার চুল এক পাশ থেকে অথবা অন্য পাশ থেকে কাটা। 📛


[ সহীহ বুখারী - ৫৯২১ ]

◽তোমাদের আগুন জা'হা"ন্না'মের আগুনে সত্তর ভাগের একভাগ মাত্র, বলা হল হে আল্লাহর রাসূল জা'হা"ন্না'মীদেরকে শা"স্তি দেওয়ার জন...
18/11/2023

◽তোমাদের আগুন জা'হা"ন্না'মের আগুনে সত্তর ভাগের একভাগ মাত্র, বলা হল হে আল্লাহর রাসূল জা'হা"ন্না'মীদেরকে শা"স্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ঠ ছিলো। তিনি বললেন : দুনিয়ার আগুনের উপর জা'হা"ন্না'মের আগুনের তাপ আরো ঊনসত্তর গুন বাড়িয়ে দেয়া হয়েছে প্রত্যেক অংশে তার সমপরিমান উত্তাপ রয়েছে।

[ সূনান আবূ দাঊদ | ৪৮০৯ ]

◽রাসুলুল্লাহ ( সাঃ )  বলেছেন :  হালাল জীবিকা সন্ধান করা নির্ধারিত ফরজসমূহের পরে বিশেষ একটি ফরজ।   [ শুআবুল ঈমান, বায়হাকি...
17/11/2023

◽রাসুলুল্লাহ ( সাঃ ) বলেছেন :

হালাল জীবিকা সন্ধান করা নির্ধারিত ফরজসমূহের পরে বিশেষ একটি ফরজ।


[ শুআবুল ঈমান, বায়হাকি ; কানযুল উম্মাল - ৯২০৩ ]

◽জাবীর (রাঃ) সূত্রে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী মুহাম্মদ (সাঃ)  বলেছেন :  যাকে নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে সকল প্র...
17/11/2023

◽জাবীর (রাঃ) সূত্রে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) বলেছেন :

যাকে নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে সকল প্রকার কল্যান থেকে বঞ্চিত করা হয়েছে।


[ সূনানে আবূ দাঊদ : ৪৮০৯ ]

◽আবূ ইয়াহুয়া সুহাইব ইবনু সিনান রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : মু...
17/11/2023

◽আবূ ইয়াহুয়া সুহাইব ইবনু সিনান রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :

মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক। তার প্রতিটি কাজে তার জন্য মঙ্গল রয়েছে। এটা মু'মিন ব্যতীত অন্য কারো জন্য নয়। সুতরাং তার সুখ এলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। ফলে এটা তার জন্য মঙ্গলময় হয়। আর দুঃখ পৌঁছলে সে ধৈর্য ধারণ করে। ফলে এটাও তার জন্য মঙ্গলময় হয়।

[ সহীহুল বুখারী | ৬৪৭০ ]

■ আব্দুল্লাহ ইবনু মাস'ঊদ (রাঃ) সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃকোনো বস্তুকে কুলক্ষণ মনে ক...
16/11/2023

■ আব্দুল্লাহ ইবনু মাস'ঊদ (রাঃ) সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ

কোনো বস্তুকে কুলক্ষণ মনে করা শিরক, কোনো বস্তুকে কুলক্ষণ ভাবা শিরক। একথা তিনি তিনবার বললেন। আমাদের কারো মনে কিছু জাগা স্বাভাবিক, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে তিনি তা দূর করে দিবেন।

[ সুনানে আবু দাউদ : ৩৯১০ ]

◽আয়েশা ( রাঃ )  হতে বর্ণিত আছে তিনি বলেন রাসূল (সাঃ) বলেছেন : ওড়না (খিমার)  ব্যতীত প্রাপ্তবয়স্কা মেয়েদের নামায কবুল হয় ন...
16/11/2023

◽আয়েশা ( রাঃ ) হতে বর্ণিত আছে তিনি বলেন রাসূল (সাঃ) বলেছেন :

ওড়না (খিমার) ব্যতীত প্রাপ্তবয়স্কা মেয়েদের নামায কবুল হয় না।


[ জামে আত তিরমিজি - ৩৭৭ ]

◽নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন, তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে৷[ সূরা আ...
16/11/2023

◽নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন, তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে৷

[ সূরা আত-তাওবাহ | আয়াত : ১১১ ]

◽যে জান্নাতে কেবল মুসলিমরাই প্রবেশ করতে পারবে। 💌[ সহীহ্ বুখারি : ৬০৮৪ ]
15/11/2023

◽যে জান্নাতে কেবল মুসলিমরাই প্রবেশ করতে পারবে। 💌

[ সহীহ্ বুখারি : ৬০৮৪ ]

◽ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃই'য়া"হু'দীরা হল মাগযূব আলাইহিম বা ক্রো'ধে নিপতিত (জাতি) আর নাসারারা হল পথ'...
14/11/2023

◽ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

ই'য়া"হু'দীরা হল মাগযূব আলাইহিম বা ক্রো'ধে নিপতিত (জাতি) আর নাসারারা হল পথ'ভ্র"ষ্ট (জাতি)।

[ সুনানে আত তিরমিজি : ২৯৫৪ ]

28/10/2023

▣ সব কিছুতেই হালাল হারাম বিবেচনা করতে নেই কথা কতটা যুক্তি সম্পূর্ণ !?

আলোচনা : শাইখ আহমাদুল্লাহ্ (হাফিঃ)

উম্মুল মুমিনীন ফাতিমাহ-----------------------------------রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যা ফাতিমাহ বাদ...
28/10/2023

উম্মুল মুমিনীন ফাতিমাহ
-----------------------------------
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যা ফাতিমাহ বাদ্বিয়াল্লাহু আনহা ছিলেন চতুর্থ খলিফা আলী রাদ্বিয়াল্লাহু আনহুর সহধর্মিনী। ইসলামে তার অনেক মর্যাদা রয়েছে। কিন্তু আমাদের অনেকেই তার নাম উল্লেখ করতে গিয়ে ভুল করে ফেলি। তার নামের আগে আমরা 'উম্মুল মুমিনীন' অর্থ 'মুমিনের মা' শব্দ যোগ করি।অথচ এ শব্দ শুধু নবিজির স্ত্রীদের ক্ষেএেই প্রযোজ্য। আল্লাহ তাআলা বলেছেন,

وَ اَزۡوَاجُهٗۤ اُمَّهٰتُهُمۡ
তাঁর (নবিজির) স্ত্রীগন তোমাদের মা।
(সুরা আহযাব আয়াত ৬)

এ আয়াত থেকে স্পষ্ট হয় নবিজির স্ত্রীগন আমাদের মা; তাঁর কন্যারা আমাদের মা নন। অতএব, ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহার নামের শুরুতে 'উম্মুল মুমিনীন' শব্দ যোগ ভুল। এটা হয়তো শিআদের প্রচারণার প্রভাবে আমাদের মাঝে এই কথার প্রচলন ছড়িয়ে গেছে।
______________________
বই: যেসব কথা বলতে মানা (৮৭পৃষ্ঠা)
লেখকঃ আব্দুল্লাহ মাহমুদ (হাফিঃ)

সেলিব্রেটিজম এক বড় ফিতনাহ ! কারোও প্রতি তখন সৃষ্টিকুলের মনোযোগ বেড়ে গেলেও, স্রষ্টার মনোযোগ কমে যায়।-শাইখ আবদুল আজিজ আ...
27/10/2023

সেলিব্রেটিজম এক বড় ফিতনাহ !
কারোও প্রতি তখন সৃষ্টিকুলের মনোযোগ বেড়ে গেলেও, স্রষ্টার মনোযোগ কমে যায়।
-শাইখ আবদুল আজিজ আত-তারিফী হাফিঃ

কেউ যখন সেলিব্রেটিজম এ পতিত হয় তখন তার পক্ষে হক কথা লেখা ও বলা কষ্টকর হয়ে পড়ে। কারণ সে তখন চাইলেও এটা মাথা থেকে সরাতে পারে না যে মানুষ কি ভাবছে। প্রতিটা সময় সে মানুষের মাঝে তার জনপ্রিয়তা, তার আলোচনা নিয়ে চিন্তিত থাকে। আর দুনিয়াতে সবচাইতে কঠিন কাজ মানুষকে খুশি করা। এজন্যই শায়েখ বলেছেন, স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টিকে নিয়ে ব্যাস্ত হয়ে পড়ে সেলিব্রেটিজম পতিত ব্যাক্তি।

🍀সালাফরা ছিলে প্রচন্ড প্রচারবিমুখ। আল্লাহর সন্তুষ্টি অর্জন যাদের একমাত্র লক্ষ্য ছিলো তাদের পক্ষে মানুষ কি ভাবছে তা নিয়ে তারা চিন্তিত হতে চাইত না। বরং এটা অপছন্দ করত মানুষ তাদের বাহবা দিক।

🍀ইমাম ইবনে মুহাইরিয রহিমাহুল্লাহ দোয়া করতেন,"হে আল্লাহ! আমি আপনার কাছে চাই মানুষের কাছে যেন‌ আমার বেশি সুনাম না থাকে।"(তাফসির ইবনে কাসির‌:৬/৩৪২)।

🍀 ইমাম ফুদা‌ইল‌ ইবনে‌ ইয়াজ‌ রহিমাহুল্লাহ বলেন,"কিছু গুণ আছে, যেগুলো‌ অর্জন করলে আল্লাহ তোমাকে উপকৃত করবেন।
১) সম্ভব হলে এমনভাবে থাকার চেষ্টা করবে যে‌, তুমি মানুষকে‌ চিনবে কিন্তু মানুষ তোমাকে চিনবে না।
২) তুমি শুধু শুনবে, কিছু বলবে না।
৩) তুমি অন্যের‌ মজলিসে বসবে কিন্তু তোমার মজলিসে কেউ বসবে না।"
(সিয়ারু‌ আলামিন‌ নুবালা‌:৩/১১৬)।

তাই আমরা দুনিয়ার ছিটেফোঁটার জন্য আখিরাতকে বিক্রি করে দিব না ইন শা আল্লাহ।

25/10/2023

▣ রাতের ক্ষতি থেকে বাচঁতে করণীয় আমল কি !?
আলোচনা : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান 💌

তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তুমি কতটা প্রিয়? তাহলে নিজের অন্তরের দিকে তাকাও, দেখো সে কুরআনকে কতটা ভালোবাসে। পাশাপাশি...
24/10/2023

তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তুমি কতটা প্রিয়? তাহলে নিজের অন্তরের দিকে তাকাও, দেখো সে কুরআনকে কতটা ভালোবাসে। পাশাপাশি খেয়াল করো, মানুষের কথাবার্তা এবং তারা যেসব গান শুনে, সেগুলো শোনার চাইতে কুরআন তিলাওয়াত শুনতে তোমার অন্তর কতটা পছন্দ করে। কারণ, মানুষ যাকে ভালোবাসে, তার কথাবার্তাও খুব পছন্দ করে।

— ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
সূত্র: আদ-দাওয়া ওয়াদ-দাওয়া

হে মানুষ, আল্লাহর ওয়াদা তো সত্য। অতএব, পার্থিব জীবন যেন তোমায় ধোঁকায় না-ফেলে।[ সুরা ফাতির | আয়াত : ০৫ ]
23/10/2023

হে মানুষ, আল্লাহর ওয়াদা তো সত্য। অতএব, পার্থিব জীবন যেন তোমায় ধোঁকায় না-ফেলে।

[ সুরা ফাতির | আয়াত : ০৫ ]

আব্দুল্লাহ ইবনু মাস'ঊদ (রাঃ) সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃএটাও শিরক কোনো বস্তুকে কুলক্...
23/10/2023

আব্দুল্লাহ ইবনু মাস'ঊদ (রাঃ) সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ

এটাও শিরক কোনো বস্তুকে কুলক্ষণ মনে করা শিরক, কোনো বস্তুকে কুলক্ষণ ভাবা শিরক। একথা তিনি তিনবার বললেন। আমাদের কারো মনে কিছু জাগা স্বাভাবিক, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে তিনি তা দূর করে দিবেন।

[ আবু দাউদ : ৩৯১০ ]

নাকি তোমরা ভেবেছ যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনো তোমাদের নিকট তাদের মত কিছু আসেনি, যারা তোমাদের পূর্বে বিগত হয়েছ...
22/10/2023

নাকি তোমরা ভেবেছ যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনো তোমাদের নিকট তাদের মত কিছু আসেনি, যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে? তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট ও দুর্দশা, এবং তারা কম্পিত হয়েছিল। এমনকি রাসূল ও তার সাথি মুমিনগণ বলছিল, ‘কখন আল্লাহর সাহায্য (আসবে)’? জেনে রাখ, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী।

[সূরা আল-বাকারা, ২১৪] (Cr: Zunayed Ahamed)

আগুন যেভাবে সোনা-রূপার ময়লা দূর করে দেয় তদ্রুপ মহান আল্লাহ কোনো মুসলিমের রোগের দ্বারা তার গুনাহসমূহ দূর করে দেন।[ সুনা...
21/10/2023

আগুন যেভাবে সোনা-রূপার ময়লা দূর করে দেয় তদ্রুপ মহান আল্লাহ কোনো মুসলিমের রোগের দ্বারা তার গুনাহসমূহ দূর করে দেন।

[ সুনানে আবু দাউদ - ৩০৯২]

- রাসুলুল্লাহ ( ﷺ) বলেন, তোমরা জগদ্বাসীর প্রতি সদয় হও, তাহলে আসমানের মালিক আল্লাহ তাআলা তোমাদের প্রতি সদয় হবেন। [তিরমি...
21/10/2023

- রাসুলুল্লাহ ( ﷺ) বলেন, তোমরা জগদ্বাসীর প্রতি সদয় হও, তাহলে আসমানের মালিক আল্লাহ তাআলা তোমাদের প্রতি সদয় হবেন।

[তিরমিজি: ১৮৪৭]

আর কাফিররা যেন কখনও মনে না করে যে, তারা (আযাবের) নাগালের বাইরে চলে গিয়েছে, নিশ্চয় তারা (আল্লাহকে আযাব প্রদানে) অক্ষম করত...
21/10/2023

আর কাফিররা যেন কখনও মনে না করে যে, তারা (আযাবের) নাগালের বাইরে চলে গিয়েছে, নিশ্চয় তারা (আল্লাহকে আযাব প্রদানে) অক্ষম করতে পারে না।

[সূরা আল-আনফাল ৫৯]

নাবির (ﷺ) যুগে ইহুদিদের বিরুদ্ধে মুসলিমদের বিজয় দেরিতে হবার কারণ ছিল সেসময়কার মুনাফিক সম্প্রদায় (সংখ্যায় তাঁরা কম হওয়া স...
18/10/2023

নাবির (ﷺ) যুগে ইহুদিদের বিরুদ্ধে মুসলিমদের বিজয় দেরিতে হবার কারণ ছিল সেসময়কার মুনাফিক সম্প্রদায় (সংখ্যায় তাঁরা কম হওয়া সত্ত্বেও)। আর বর্তমান সময়ে বিজয় আরও বেশি বিলম্বিত হচ্ছে, যেহেতু মুনাফিকদের সংখ্যা ইহুদিদের চাইতে বেশি।
____
শাইখ আবদুল আযীয আত-তারিফি হাফি:

Address

Dhaka
Z825

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inshirah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like