Pavel Sarker

Pavel Sarker Entrepreneur | Growth Hacker | Storyteller
Talk About Software & Data-driven Marketing

02/03/2024

ঈদ বাজারে বাজিমাত করতে আপনার অনলাইন মারকেটিং পরিকল্পনা প্রস্তুত তো?
আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে উৎসব শুরুর আগেই আপনার উচিৎ মার্কেটিং প্লান নিয়ে প্রস্তুত থাকা। সময় থাকতে থাকতে মার্কেটিং প্লানে আসা এবং সেটা এক্সেকিউট করা।এফ-কমার্স ও ই- কমার্স ব্যাবসার জন্য গুগল ও মেটা মার্কেট প্লেস অনেক গুরুত্বপূর্ণ, তাই এই সুযোগ যাতে মিস না হয় এস এম ই ফানেল ব্যবহার করা দরকার, আপনার অডিয়েন্স কে সঠিক ভাবে টার্গেট ও অধিক সেল জেনারেট করার জন্যে।🔥

Best of luck!
01/03/2024

Best of luck!

29/02/2024

5 mistakes you make while creating content ❗❗

31/01/2024
31/01/2024

Do you want to take your business to the next level in 2024? 📈
Then check this video right now👇

Job Title: SEO ExecutiveCompany: WeTech DigitalLocation: 44 F/7 (Rongon Tower), West Panthapath, Dhaka, BangladeshJob Ty...
11/01/2024

Job Title: SEO Executive
Company: WeTech Digital
Location: 44 F/7 (Rongon Tower), West Panthapath, Dhaka, Bangladesh
Job Type: Full-Time
Salary: 18,000 - 20,000 BDT per month

Job Description:
WeTech Digital, a dynamic and growing digital marketing company, is seeking a motivated and experienced SEO Executive to join our team. The ideal candidate will have a passion for search engine optimization, a strong understanding of SEO principles, and the ability to implement effective strategies to improve online visibility and drive organic traffic.

Job Responsibilities:
*Assist in the implementation of SEO strategies to optimize website content, structure and
performance.
*Conduct keyword research and analysis to identify new opportunities and trends.
*Support in on-page and off-page optimization efforts, including Meta tags, headings, internal
linking, and backlink acquisition.
*Monitor and report on key SEO metrics using tools like Google Analytics, SEMrush, or Moz.
*Collaborate with content creators to ensure SEO best practices are integrated into content development.
*Stay updated on industry trends and algorithm changes to adapt strategies accordingly.
*Assist in the development of SEO-focused content strategies and link-building initiatives.
*Conduct competitor analysis to identify strengths, weaknesses, and opportunities.
*Provide recommendations for website improvements to enhance search engine visibility.

Job Requirements:
*Strong understanding of SEO principles and best practices.
*Familiarity with SEO tools such as Google Analytics, Search Console, SEMrush, Moz, or
Similar platforms.
*Proficiency in analysing data and generating insights from SEO performance metrics.
*Detail-oriented with strong organizational and analytical abilities.
*Eagerness to learn and adapt in a rapidly evolving digital landscape.

Qualifications:
*Minimum of 1-2 years of experience in SEO.
*Proven track record of implementing. Successful SEO strategies.
*Strong understanding of search engine algorithms and ranking factors.
*Familiarity with SEO tools such as Google Analytics, SEMrush, or Moz.
*Excellent written and verbal communication skills in English.
*Ability to work independently and collaboratively in a team environment.

How to Apply:
If you are a passionate SEO professional looking for an exciting opportunity, please send your resume/CV to [email protected]
(Please mention the position name in the mail subject line)

19/12/2023

একটি ওয়েবসাইট থাকার কারণে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয় বৃদ্ধি পায়। কারণ যখন একটি ওয়েবসাইট থাকে তখন ক্রেতাদের মধ্যে বিশ্বাস তৈরি হয় এবং সেই পণ্যের ক্রয়ের প্রবণতা বৃদ্ধি পায়।
আপনার যদি একটি ব্যবসায় প্রতিষ্ঠান থাকে এবং সেটি যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে সেখানে আপনার ব্যবসায়ের সকল ইনফরমেশন দেয়া থাকবে। মূলত একটি ওয়েবসাইট আপনার ব্যবসায়ের ডিজিটাল বিজনেস কার্ড হিসেবে কাজ করবে।
বাজেটের মধ্যে নিজের পছন্দমতো ওয়েবসাইটের নিশ্চয়তা এখন শুধু আমরাই দিচ্ছি
নতুন ওয়েবসাইট তৈরি অথবা পুরোনো ওয়েবসাইটিকে নতুন ঝকঝকে আধুনিক নকশা প্রদানে আমরা রয়েছি আপনার সহায়তায়।
বিস্তারিত জানতে ভিজিট অথবা মেইল করুন নিচের দেওয়া তথ্যে -
https://wetechdigital.com
[email protected]
আরো জানতে
Contact us:
📲 Mobile: 01810-122108
📧 E-mail: [email protected]
🌐 https://wetechdigital.com/
🏢Our Address: 44 F/7 ( Rongon Tower), West Panthapath 1215 Dhaka, Bangladesh.

06/12/2023

Let's connect in LinkedIn. Share your account URL in comment. Find me in first comment.

30/08/2023

জবের জন্য এক্সপেরিয়েন্স লাগে, আর এক্সপেরিয়েন্সের জন্য লাগে জব। চাকরীর বাজারে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য এ যেন এক গোলকধাঁধা। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নের সময়েই ভালো একটি কোম্পানিতে ইন্টার্নশীপ কিংবা পার্ট-টাইম জব এই ম্যারাথনে আপনাকে এগিয়ে রাখবে বহুদূর। এমন এক সুবর্ণ সুযোগ তৈরি করতে গত বছর আমরা শুরু করেছিলাম আমাদের ফ্ল্যাগশীপ ইন্টার্নশীপ প্রোগ্রাম। শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার পথটা সহজ করতেই আমাদের এই প্রচেষ্টা। সেই ধারাবাহিকতায় আমরা আবারও নিয়ে এলাম ইন্টার্নশীপ প্রোগ্রামের দ্বিতীয় সিজন। তবে এবার সুযোগ থাকছে আরও বেশি।

গ্রাফিক ডিজাইনিং, কন্টেন্ট রাইটিং, এসইও, ডিজিটাল মার্কেটিং, কর্পোরেট সেলস এন্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট এই সকল বিভাগের যেকোনোটিতেই আপনি ইন্টার্নশীপের জন্য আবেদন করতে পারবেন। উইটেক ডিজিটাল ঢাকাভিত্তিক একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এ পর্যন্ত দেশ ও দেশের বাইরে অসংখ্য প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি আমরা। এখানে কাজ করার অভিজ্ঞতা আপনার সিভিতে হবে অমূল্য। আর হ্যাঁ, আপনার স্কিল ডেভলপমেন্টকে আরও উৎসাহিত করতে এবার আমরা অফার করছি পেইড ইন্টার্নশীপ। শুরু থেকেই আপনার জন্য থাকছে রেমুনারেশন, যা নির্দিষ্ট সময় পর বৃদ্ধি পাবে। এখানেই শেষ নয়, ইন্টার্নশীপ শেষে থাকছে ফুল-টাইম জব অফার। অন্যদিকে কর্পোরেট জগতের সাথে পরিচিতি, প্রোফেশনালদের সাথে নেটওয়ার্কিং, অভিজ্ঞ ও উদ্যমী এক দল মানুষের সাথে কাজ করে তাদের থেকে হাতে কলমে শেখার সুযোগ তো থাকছেই।

তাহলে আর দেরি কেন? রেজিস্ট্রেশন করুন আজই। আপনার ক্যারিয়ার যাত্রার প্রথম পদক্ষেপ হোক উইটেক ডিজিটালের হাত ধরে।

রেজিস্ট্রেশন: https://wetechdigital.com/internship-program

Be Confident!
19/05/2023

Be Confident!

Real-life experience...
12/05/2023

Real-life experience...

19/03/2023

রমজান আর ঈদকে কেন্দ্র করে সব ব্যবসা প্রতিষ্ঠানই বিক্রয় বৃদ্ধির জন্য একটু বাড়তি প্রতিযোগিতা করে থাকে। আর একটি প্রতিযোগিতায় এগিয়ে থাকতে অবশ্যই আপনার সঠিক পরিকল্পনা থাকা জরুরি।

এই রমজানে ঈদকে কেন্দ্র করে আপনার ব্যবসায়ের বিক্রয় বৃদ্ধির জন্য কোন পরিকল্পনা করেছেন কি?

পরিকল্পনা থাকুক আর না থাকুক, যুক্ত হয়ে নিন ফ্রি এই ওয়েবিনারে। এখানে আলোচনা হবে ব্যবসায়ের অনলাইন মার্কেটিং এর বিভিন্ন কৌশল নিয়ে। থাকবে আপনার সাথে বিভিন্ন প্রশ্ন ও আইডিয়া নিয়ে আলোচনা। যাতে আপনিও ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ের একটি দারুন পরিবর্তন আনতে পারেন।

এছাড়া কিছু টেকনিক্যাল নলেজ শেয়ারিং থাকবে, যাতে আপনি এড়াতে পারবেন পেইজ ও এড একাউন্ট রেস্ট্রিকশন হওয়ার মতো ঝামেলা।

আর ওয়েবিনারে যুক্ত হয়ে আপনি পাবেন WeTech Digtial এর বিভিন্ন ডিজিটাল সার্ভিসের উপর বিশেষ কিছু অফার। যেকোনো প্রব্লেম সলভিং ও মার্কেটিং কন্সালটেশনের জন্য ওয়ান টু ওয়ান এপয়েন্টমেন্ট।

তো আর দেরি না করে বিক্রয় বৃদ্ধির প্রস্তুতিতে এগিয়ে থাকতে - যুক্ত হোন ফ্রি এই ওয়েবিনারটিতে।

লাইভ ওয়েবিনারের সময়: ২৪ মার্চ, শুক্রবার সকাল ১১ টা।

Address

44 F/7(Rongon Tower), West Panthapath
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Pavel Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pavel Sarker:

Videos

Share