আমরা করবো জয় একদিন

আমরা করবো জয় একদিন # "প্রতিবন্ধীদের♿ সেবা⚕️,সহযোগিতা🦽 প্রদান ও আত্মনির্ভরশীল🤹‍♂️ করে তোলাই আমাদের মূল লক্ষ্য"

22/12/2021
25/09/2021

আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ
আলহামদুলিল্লাহ
আমাদের অর্জন

13/07/2021

"প্রতিবন্ধীদের সেবা, সহযোগিতা প্রদান ও আত্ননির্ভরশীল করাই আমাদের মূল লক্ষ্য" #একটি অরাজনৈতিক প্রতিবন্ধী ব্যক্তি.....

আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ সবাই ভিডিওটি দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ
08/07/2021

আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ
সবাই ভিডিওটি দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ

আমরা করবো জয় ✌️ একদিন, সংগঠনের  সদস্যবৃন্দ✌️
08/07/2021

আমরা করবো জয় ✌️ একদিন, সংগঠনের সদস্যবৃন্দ✌️

আজ ৩রা ডিসেম্বর,২০২০ইং২৯তম  #আন্তর্জাতিক_প্রতিবন্ধী♿ এবং ২২তম  #জাতীয়_প্রতিবন্ধী_দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী♿ ভাই-বোন সহ স...
03/12/2020

আজ ৩রা ডিসেম্বর,২০২০ইং
২৯তম #আন্তর্জাতিক_প্রতিবন্ধী♿ এবং
২২তম #জাতীয়_প্রতিবন্ধী_দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী♿ ভাই-বোন সহ সকল প্রতিবন্ধী সংগঠন কে জানাই #শুভেচ্ছা ও #অভিনন্দন...

#জাতীয়_এবং_বিশ্ব_প্রতিবন্ধী_দিবস♿সফল হোক।
সর্বস্তরে প্রতিবন্ধী♿ব্যক্তিদের অধিকার বাস্তবায়িত হোক, প্রতিবন্ধীরা♿ সুরক্ষিত থাকুক ।

#আমরা_করবো_জয়✌ #একদিন"প্রতিবন্ধী সংগঠন।

প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন  #আমরা_করবো_জয়✌একদিন" এর ব্যবস্থাপনায় ভাগ্যের নির্মমতার স্বীকার প্রতিবন্ধী নারী  #মৌরিন কে ন...
03/12/2020

প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন #আমরা_করবো_জয়✌একদিন" এর ব্যবস্থাপনায় ভাগ্যের নির্মমতার স্বীকার প্রতিবন্ধী নারী #মৌরিন কে নতুন হুইলচেয়ার ♿ প্রদান... #আলহামদুলিল্লাহ্।
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
ভাঙ্গা হুইলচেয়ারে ♿ বসে কষ্টের পাহাড় বুকে নিয়ে শারীরিক যন্ত্রণাকে সাথে করে যে মেয়েটির দীর্ঘদিন ধরে পথচলা - তার নাম #সানজিদা_আক্তার_মৌরিন_মম(৩০)...
স্যার সলিমুল্লাহ্ মেডিকেল মিডফোর্ট হাসপাতালের বেড এ 'বেডসোল' ঘা নিয়ে ব্যথায়/যন্ত্রণায় দীর্ঘ ২ বছর যাবত চিকিৎসাধীন প্রতিবন্ধী হুইলচেয়ার ♿ ধারী মেয়েটির আশা ভরসার একমাত্র ছায়া আশ্রয়স্থল পিতা মরহুম হাজী নুরুল হক মুন্সীর করোনাকালীন মৃত্যুর পর অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকারে পড়ে থাকা #মৌরিন এখন সহায় সম্বলহীন আশ্রয়হীন একজন প্রতিবন্ধী নারী...
মেডিকেল ডাক্তারের ব্যয়বহুল ঔষধের ব্যয়ভার বহন করতে না পেরে কয়েকজন হৃদয়বান মানবিক নার্সের সহযোগিতায় একটি ঘরে আশ্রিত হয়ে অর্ধাহার এবং অনাহারে জীবন মৃত্যুর মাঝে দিনযাপন করছে প্রতিবন্ধী #মৌরিন_মম...
এমতাবস্থায় ভাগ্যের আরেক নতুন পরীক্ষায় পড়ে ভাগ্যাহত হুইলচেয়ারধারী #মৌরিন এর পুরানো হুইলচেয়ারটি ♿ ভেঙ্গে যাওয়ার আমাদের সংগঠনের অন্যতম সদস্য #মিল্টন এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের দ্ধারা পরিচালিত প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করা,চিকিৎসা সেবা ও সহযোগিতা প্রদানের লক্ষ্য প্রতিষ্ঠিত আমাদের সংগঠন #আমরা_করবো_জয়_একদিন_প্রতিবন্ধী_সংগঠন এর কাছে একটি হুইলচেয়ার♿ এর জন্য আবেদন করেন, তার আবেদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে খুব দ্রুত একটা হুইলচেয়ার ♿ তার কাছে পৌঁছাতে পেরে আমরা মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি, #আলহামদুলিল্লাহ্।

#বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতাঃ স্নেহের Mohammad Fahad (torzo) এবং Safaitur Rahman (tanim) কে..

উল্লেখ্য, #সানজিদা আক্তার মৌরিন ১৯৯৯সালে মাত্র ৮ বছর বয়সে বাসার ছাদ থেকে পড়ে স্পাইনের T-12 এবং C-7 কর্ডে ইনজুরি হয়ে আজ অবদি হুইলচেয়ারধারী প্রতিবন্ধী নারী, দীর্ঘ ২ বছর যাবত তার পশ্চাতে ৫/৬ টি ঘা হওয়াতে সে মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিল, ইতিমধ্যে করোনায় তার পিতার মৃত্যুতে তার সম্পূর্ণ চিকিৎসা বন্ধ হয়ে বর্তমানে হাসপাতালের বাহিরে এক নার্সের করুনায় সাময়িকভাবে আশ্রিত হয়ে চিকিৎসাহীন আর্ধাহারে- অনাহারে পড়ে আছেন,
যেকোন স্বহৃদয়বান ব্যক্তি/ প্রতিষ্ঠান প্রতিবন্ধী অসহায় #মৌরিনের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ালে হয়তো আপনি আপনার #আল্লাহর দরবারে উত্তম প্রতিদান পাবেন এবং আপনার দানে সে হয়তো আরও কিছুদিন বেঁচে থাকার সুযোগ পাবে। #ধন্যবাদ।

যেকেউ যেকোন সহযোগিতা প্রদান করতে চাইলে যোগাযোগ করার অনুরোধ রইলঃ-
#সানজিদা_আক্তার_মৌরিন
01993727781- বিকাশ
#আনোয়ার_হোসেন(প্রতিষ্টাতা ও সভাপতি)
01841665257
#মোঃ_শহীদুল্লাহ্_প্রিন্স
01823927065
প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক,
আমরা করবো জয় ✌একদিন প্রতিবন্ধী সংগঠন।

https://www.youtube.com/watch?v=ZCdjHRFTXc4&feature=share
26/10/2020

https://www.youtube.com/watch?v=ZCdjHRFTXc4&feature=share

উপস্থিত ছিলেন আমরা করব জয় মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবু ইবনে হেলাল কোষাধক্ষ্য রেহানা আক.....

Job Fair-2020
29/09/2020

Job Fair-2020

সেরেব্রাল পালসি -কিছু কথা।    World CP DayFavorite 6 'F's:1. Function2. Family3. Fitness4. Friendship5. Fun6. Future
29/09/2020

সেরেব্রাল পালসি -কিছু কথা।
World CP Day
Favorite 6 'F's:
1. Function
2. Family
3. Fitness
4. Friendship
5. Fun
6. Future

21/09/2020
প্রিয় সুধী, স্পাইনাল কর্ড ইনজুরিস ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (সিডাব) এর সহ-সাধারণ সম্পাদক জনাব কাজী বিল্লাল এর উপস্থ...
10/09/2020

প্রিয় সুধী, স্পাইনাল কর্ড ইনজুরিস ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (সিডাব) এর সহ-সাধারণ সম্পাদক জনাব কাজী বিল্লাল এর উপস্থাপনায় “মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের বিবিধ কথা “ নিয়ে সিডাবের ফেসবুক পেজে লাইভ শো দেখার জন্য সবাইকে আমন্ত্রন জানাচ্ছি।
সময় ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯.০০ টায়।

ধন্যবাদ সিআরপি
08/09/2020

ধন্যবাদ সিআরপি

মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্...
07/09/2020

মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মনির ফরাজী (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ জনে। ৬ সেপ্টেম্বর রোববার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। মসজিদে এসি বিস্ফোরণে নিহত চাঁদপুরে মোস্তফার বাড়িতে শোকের মাতম
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়াহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে ফরিদগঞ্জের স্কুল ছাত্রের মৃত্যু। এ ঘটনায় ওইদিন রাত সাড়ে ১২টার দিকে প্রথম মৃত্যু হয় জুয়েল নামের এক শিশুর। মৃতের তালিকায় রয়েছেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনও। রোববার রাতে মারা যান মসজিদের ইমাম। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ১২ জনের মরদেহ নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়। রাত ১০টা পর্যন্ত এক শিশুসহ ১০ জনের জানাজা শেষে দাফন করা হয়। চোখের জলে প্রিয়জনকে দাফন করেন স্বজনরা।

কোষ্ঠকাঠিন্য দূর করতে লাইফস্টাইল পরিবর্তনঃ১) মলত্যাগের বেগ হোক বা না হোক প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে টয়লেটে বসবেন, এত...
06/09/2020

কোষ্ঠকাঠিন্য দূর করতে লাইফস্টাইল পরিবর্তনঃ

১) মলত্যাগের বেগ হোক বা না হোক প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে টয়লেটে বসবেন, এতে অল্প কিছুদিনের মধ্যেই ঐ সময়ে মলত্যাগের অভ্যাস গড়ে উঠবে।

২) দুশ্চিন্তামুক্ত থাকুন।

৩) সহজপাচ্য ও সাধারণ খাদ্যে অভ্যস্ত হোন।

৪) বেশি করে পানি পান করুন, প্রতিদিন কমপক্ষে দুই লিটার।

৫) কিছু গ্রহণীয় খাবারঃশাকসবজি, ফলমূল, সালাদ, দধি, পনির, গাজর, মিষ্টি কুমড়া, লেবু ও এ জাতীয় টক ফল, পাকা পেপে, বেল, আপেল, কমলা, খেজুর, সব ধরণের ডাল, ডিম, মাছ, মুরগীর মাংস, ভূসিযুক্ত (ঢেঁকি ছাঁটা) চাল ও আটা।

৬)কিছু বর্জনীয় খাবারঃগরু, খাসি ও অন্যান্য চর্বিযুক্ত খাবার, মসৃণ চাল, ময়দা, চা, কফি, সব ধরণের ভাজা খাবার যেমনঃ পরোটা, লুচি, চিপস ইত্যাদি।

৭) নিয়মিত হাঁটাহাঁটি ও ব্যায়াম করুন।

৮) কোন রোগের জন্য হয়ে থাকলে তার জন্য চিকিৎসা নিন।

৯) কোন ওষুধ সেবনের কারণে কোষ্ঠকাঠিন্য হচ্ছে মনে হলে সে ব্যাপারে আপনার চিকিৎসকের পরামর্শ নিন।

আজ আন্তর্জাতিক মেরুরজ্জু (স্পাইনাল কর্ড ইনজুরি) দিবস।পৃথিবীর সকল মেরুরজ্জুতে আঘাত প্রাপ্ত ভাই/বোনদের   #আমরা_করবো_জয়_একদ...
05/09/2020

আজ আন্তর্জাতিক মেরুরজ্জু (স্পাইনাল কর্ড ইনজুরি) দিবস।
পৃথিবীর সকল মেরুরজ্জুতে আঘাত প্রাপ্ত ভাই/বোনদের #আমরা_করবো_জয়_একদিন সংগঠনের থেকে জানাই আন্তরিক মোবারকবাদ।
সেই সাথে সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।

 #পাইলসপ্রশ্ন ১: পাইলস বা হেমোরহোয়েড কি ?পায়খানার রাস্তার ফুলে যাওয়া রক্তনালী ,যার রং গাড় নীল বা বেগুনী |প্রশ্ন ২: আমাদে...
02/09/2020

#পাইলস

প্রশ্ন ১: পাইলস বা হেমোরহোয়েড কি ?

পায়খানার রাস্তার ফুলে যাওয়া রক্তনালী ,যার রং গাড় নীল বা বেগুনী |

প্রশ্ন ২: আমাদের সবার কি পাইলস বা হেমোরহোয়েড আছে?

একভাবে বলা যায় সবারই পাইলস বা হেমোরহোয়েড আছে,যা আসলে পায়খানার রাস্তার মিউকোসা বা আবরনের নিচে থাকা কুশনের মতো গুচ্ছ গুচ্ছ স্বাভাবিক রক্তনালী |যখন এই রক্তনালী ফুলে যায় সাথে বিভিন্ন উপসর্গ দেখা দেয়,তখনই এটা হেমোরহোয়েড বা পাইলস নামক রোগ হিসেবে পরিচিত হয়|

প্রশ্ন ৩: নারী -পুরুষ সবার সমান ভাবে পাইলস হয় কি?

সত্যি তাই | পুরুষ এবং নারী সবার সমান ভাবে এটা হয়| সাধারণত ৪৫ থেকে ৬৫ বছর বয়সীরা পাইলস বা হেমোরহোয়েড রোগে ভুগে থাকেন| মাত্র ৪% হেমোরহোয়েডে উপসর্গ হয়| তাই পাইলস হলেই সর্বদা চিকিৎসার দরকার হয় না|উপসর্গ থাকলে তবেই চিকিৎসা প্রয়োজন হয়|

প্রশ্ন ৪: উপসর্গ কি কি?

সাধারণ উপসর্গ :
*পায়খানার সাথে রক্ত যাওয়া
*পায়খানা করার সময় পায়খানার রাস্তায় ব্যথা অনুভব করা
*পায়খানার রাস্তায় চাকা অনুভব করা

ব্যতিক্রমী উপসর্গ:
*কখনও রোগী শক বা অতিমাত্রার রক্তহ্মরণ নিয়ে আসে
*পেটের টিউমার আর পাইলস এক সাথে নিয়ে আসে

প্রশ্ন ৫: কি কি কারনে এই রোগ হয়?

অনেক কারন জড়িত :
১)কোষ্ঠকাঠিন্য
২)গর্ভধারন
৩)পেটে পানি আসলে,এসাইটিস হলে
৪)পেটের টিউমার হলে
৫)বয়স বাড়লে
৬)পোর্টাল ভেইনের প্রেসার বাড়লে

প্রশ্ন ৬ : পাইলস কতো প্রকার হয়?

স্হান ভেদে দুই প্রকার -
১)বাহিরের পাইলস
২)ভিতরের পাইলস

কারন থাকা বা না থাকার উপর ভিত্তি করে আবার দুই রকম
১)প্রাইমারী বা কারনহীন পাইলস
২)সেকেন্ডারী বা কারনযুক্ত পাইলস

ক্লিনিকেল বা উপসর্গ অনুযায়ী ৪ প্রকার:
১)প্রথম ডিগ্রী ,পাইলস পায়খানার রাস্তা থেকে বাহিরে যায়নি
২)দ্বিতীয় ডিগ্রী , পাইলস বা হেমোরহোয়েড পায়খানার রাস্তা থেকে বাইরে আসে পায়খানা করার সময়,আবার নিজেই ভিতরে ঢুকে যায়
৩)তৃতীয় ডিগ্রী ,পাইলস বাহিরে আসে কিন্তু দ্বিতীয় ডিগ্রীর মতোন নিজে নিজে ফিরে যায় না| বরং হাত দিয়ে ঢুকিয়ে দিতে হয়|
৪)চতুর্থ ডিগ্রী ,পাইলস পায়খানার রাস্তার বাইরে ঝুলে থাকে,হাত দিয়েও ঢুকিয়ে দিলেও বাহিরে চলে আসে

প্রশ্ন ৭: চিকিৎসা কি কি?

অনেক ধরনের হয়

* প্রথম ডিগ্রী : অভ্যাস পরিবর্তন,পায়খানা নরম রাখা

*দ্বিতীয় ডিগ্রী : ব্যান্ডিং, স্ক্লেরোথেরাপী

*তৃতীয় ডিগ্রী ও চতুর্থ ডিগ্রি : সার্জারি

*কারনযুক্ত বা সেকেন্ডারি হেমোরহোয়েড:কারন দূর হলেই ভালো হয়ে যাবে|যেমন গর্ভকাল শেষে গর্ভকালীন পাইলস ভালো হয়ে যায়|আবার পেটের পানি চলে গেলে ,এর কারনে সৃষ্ট পাইলসও ভালো হয়ে যায়|

তাই রোগের ইতিহাস সম্পূর্ণ জেনে চিকিৎসা করা অতি জরুরি |

প্রশ্ন ৮: কি কি সার্জারি করা হয় ?

*ওপেন হেমোরহোয়েডেকটমি
খরচ কম আলাদা মেশিন কেনার প্রয়োজন হয় না

*স্ট্যাপলড হেমোরহোয়েডেকটমি বা লংগ অপারেশন
আলাদা মেশিন কিনে করা লাগে তাই খরচ বেশী হয় ,রক্তপাত ছাড়া অপারেশন করা যায়|

প্রশ্ন ৯: পাইলের সাথে একই রকম উপসর্গের রোগ কি কি?

*রেকটাল প্রলাপ্স (মলদ্বার বের হয়ে আসা)
*রেক্টাল ক্যান্সার (মলদ্বারেন ক্যান্সার)
*এনাল ফিসার(মলদ্বার ছিঁড়ে যাওয়া)

প্রশ্ন ১০: করণীয় কি?

জেনারেল সার্জনের কাছে বা সার্জারি হাসপাতালে যেয়ে সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা নেয়া|
দয়া করে কবিরাজি চিকিৎসা করাবেন না,ওনারা এসিড দিয়ে মলদ্বার পুড়িয়ে ফেলে মানুষের জন্য সারাজীবনের জন্য কান্না ও অপূরণীয় হ্মতি নিয়ে আসেন|

তবে সঠিক চিকিৎসায় পাইলস সম্পূর্ণ নিরাময়যোগ্য | রোগকে কঠিন না বানিয়ে সহজ ভাব সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন |

ডাঃ ফাতেমা আক্তার চৌধুরী
জেনারেল সার্জন
এমএস (জেনারেল সার্জারি ), এমআরসিএস(ইংল্যান্ড),এমসিপিএস(সার্জারি)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

আবহাওয়া_পূর্বাভাস• পূর্বাভাস অনুযায়ী, গত কিছু ধরে দেশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও আজ রাত থেকে খুলন...
01/09/2020

আবহাওয়া_পূর্বাভাস

• পূর্বাভাস অনুযায়ী, গত কিছু ধরে দেশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও আজ রাত থেকে খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চালু হয়। এবং পরবর্তীতে সিলেট বিভাগে নতুন করে বৃষ্টিবাহী মেঘ সৃষ্টি হয় ও সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়ে গড়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে দেশের বহু স্থানে প্রভাব রাখতে দেখা যায়।

• এখন থেকে পরবর্তীতে বৃষ্টির মাত্রা ও স্থান হ্রাস পেতে পারে। তবে খুলনা ও রংপুর বা দেশের অভ্যন্তরের অল্প কিছু স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামী কাল থেকে বৃষ্টিপাত, মাত্রা ও স্থান অনেক হারে কমে যেতে পারে। তবে আগামী ৪/৫ তারিখ থেকে নতুন বৃষ্টিবলয় "আঁখি২" চালু হতে যাচ্ছে।

• উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বা উপকূলীয় স্থলভাগে একটি দুর্বল ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বা হচ্ছে। যার ফলে দেশের বৃষ্টিপাত গতকাল রাত থেকে বৃদ্ধি পেতে দেখা যায়। পরবর্তীতে নতুন করে সাগরে আর লঘুচাপ বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা নেই।

=> গত ২৪ ঘণ্টায় (সকাল ৯ টা পর্যন্ত) সর্বোচ্চ বৃষ্টিপাত পরিমাপ করা হয় মৌলভীবাজার ১০৪ মিমি।
তারপর সিলেট ৯৯ মিমি ও ডালিয়া ৯৫ মিমি।

** চিত্র: বর্তমান রাডার চিত্র।

#✓নদী বন্দর সমূহের জন্য সতর্ক সংকেত:

রংপুর, রাজশাহী, পাবনা,বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল,পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ।

এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আপডেট: দুপুর ১২ টা ৩০ মিনিট | ০১ সেপ্টেম্বর ২০২০
Collected

১. ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য।(সুরা জাসিয়াহ-৭)২. ধ্বংস তার যে (মানুষের) পিছনে অপবাদ রটায়।(সুরা হুমাযাহ-১)৩...
01/09/2020

১. ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য।
(সুরা জাসিয়াহ-৭)

২. ধ্বংস তার যে (মানুষের) পিছনে অপবাদ রটায়।
(সুরা হুমাযাহ-১)

৩.ধ্বংস তার যে (মানুষকে) সামনে অপমানিত করে।
(সুরা হুমাযাহ-১)

৪. ধ্বংস তার যে সম্পদ জমা করে এবং তা গুনে গুনে রাখে।
(সুরা হুমাযাহ-১,২)

৫. ধ্বংস সে সব নামাজীর যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন।
( সুরা মাউন-৪)

৬. ধ্বংস তাদের যারা পরিমাপে কম দেয়।
( মুতাফফিফীন-১)

৭. ধ্বংস ঐ সকল মিথ্যারোপকারীর যারা কিয়ামতকে অস্বীকার করে।
(মুতাফ্যিফিন-১০,১১)

৮. ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং সামান্য মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে।
(বাকারা-৭৯)

৯. ধ্বংস ও কঠিন শাস্থি ঐ সকল কাফিরদের জন্য নির্দিষ্ট যারা পরকালের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয় এবং আল্লাহর পথ হতে লোকদেরকে বাঁধা প্রদান করে।
(সুরা ইবরাহিম-২,৩)

১০. ধ্বংস তাদের যারা মহান দিবসের উপস্থিতিকে অস্বীকার করে।
(সুরা মরইয়াম-৩৮)

১১. ধ্বংস ঐ সকল লোকদের যারা আল্লাহ সম্পর্কে অযথা মিথ্যা কথা বানায়।
(সুরা আম্বিয়া-১৮)

১২. ধ্বংস ঐ সকল কাফিরদের যারা ধারনা করে আসমান, যমীন ও এর মাঝে যা কিছু আছে,,, আল্লাহ সেগুলো অনর্থক সৃষ্টি করেছেন।
(সুরা সা'দ-২৭)

১৩. ধ্বংস তাদের যাদের অন্তর আল্লাহর স্মরণ হতে কঠোর হয়ে গেছে।
(সুরা যুমার-২২)

১৪. ধ্বংস তাদের যারা আল্লাহর সাথে শরীক করে।
(সুরা হা- মীম সাজদাহ-৬)

বিশেষ পূর্বাভাসআংশিক বৃষ্টিবলয়** মাঝারি/ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা **=> আজ শনিবার, ২৯ আগস্ট ২০২০ (ইংরেজি)=> ১৫ ভাদ্র, ১৪২...
29/08/2020

বিশেষ পূর্বাভাস
আংশিক বৃষ্টিবলয়

** মাঝারি/ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা **

=> আজ শনিবার, ২৯ আগস্ট ২০২০ (ইংরেজি)
=> ১৫ ভাদ্র, ১৪২৭ (বাংলা)
=> ০৯-১০ মহরম, ১৪৪২ হিজরি (আরবি)

◾পূর্বাভাস অনুযায়ী, একটি আংশিক মাঝারি শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয় উত্তর বাংলাদেশ ও ভারতে চালু হয়েছে আজ ২৯ই আগস্ট থেকে এবং তা চলতে পারে ০১ই সেপ্টেম্বর পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে রংপুর*, সিলেট* বিভাগের বেশ কিছু স্থানে ও ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের দু’এক স্থানে স্থানভেদে হালকা, মাঝারী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

♻️ সক্রিয় মৌসুমী বায়ু, সাগরে লঘুচাপ তৈরি না হওয়ায় ও সৌসুমি অক্ষরেখা এবং উপরের বায়ু দুর্বল হওয়ার ফলে এই বৃষ্টিবলয় সৃষ্টি হতে পারে।

☔ এই বৃষ্টিবলয়ের প্রভাবে মূলত দেশের সিলেট* ও রংপুর* বিভাগের উত্তরাঞ্চলের বেশকিছু মাঝারি থেকে ভারী এবং বাকি স্থানগুলোতে স্থান অনুযায়ী মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে চট্রগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে এই বৃষ্টিবলয়ের প্রভাব সব থেকে কম থাকতে পারে।

🌡️উক্ত সময়ে দেশের উত্তরাঞ্চলের সর্বনিম্ন বা রাতের তাপমাত্রার মান এবং সর্বোচ্চ বা দিনের তাপমাত্রা সামান্য কিছুটা হ্রাস পেতে পারে। এবং দক্ষিণাঞ্চলে ভ্যাপসা গরম ও রৌদ্রোজ্জ্বল থাকতে পারে।

🌀 উক্ত সময়ে বঙ্গোপসাগরে কোন ধরনের ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে এটি দুর্বল মৌসুমী স্বাভাবিক ঘূর্ণাবর্ত/লঘুচাপ তৈরি হতে পারে। যেগুলো দেশে বর্ষার ধরন ও মাত্রায় প্রভাব বিস্তার করতে পারে।

=> বিভাগ অনুযায়ী গড় বৃষ্টিপাত ও মাত্রার সম্ভাবনা

অনুকূল পরিস্থিতি না থাকায় আপাতত বেশকিছুদিন বঙ্গোপসাগরে কোন সিস্টেম তৈরি হবার সম্ভাবনা নেই, তাই আগামি ৭ থেকে ১০ দিন সাগর ...
29/08/2020

অনুকূল পরিস্থিতি না থাকায় আপাতত বেশকিছুদিন বঙ্গোপসাগরে কোন সিস্টেম তৈরি হবার সম্ভাবনা নেই, তাই আগামি ৭ থেকে ১০ দিন সাগর শান্ত থাকতে পারে। এই সময়ে সাগরে দমকা হাওয়া বয়ে যাবার সম্ভাবনা কম। আপনারা এই এসময়ের ভেতরে সাগরে মাছ শিকার করতে যেতে পারেন।

অপরদিকে দেশের উপর মৌসুমি বায়ু মাঝারি সক্রিয় থাকায় আপাতত বেশকিছুদিন দেশের বিভিন্ন স্থানে আকস্মিক ভাবে মাঝারি / ভারি বৃষ্টি হতে পারে সল্পস্থায়ী।

অপরদিকে একটি বৃষ্টি বলয় আঁখি ২ আসতে পারে আগামি ৫ ই সেপ্টেম্বর থেকে, যেটা দেশের উত্তর অঞ্চলে ও উজানে বেশি সক্রিয় থাকতে পারে।

আপডেট : ২৮ শে আগস্ট রাত ১১ টা বেজে ৫৮ মিনিটে।
Collected

29/08/2020

॥ আশুরার গুরুত্ব, তাৎপর্য, শিক্ষা, করণীয় ও বর্জনীয় ॥

হিজরী ক্যালেন্ডারের প্রথম মাস মুহাররম। এটি হারাম মাস তথা পবিত্র মাসের অন্তর্ভূক্ত। মুহাররমের ১০ তারিখকেই আশুরা বলা হয়।

রমজানের রোযা ফরয হওয়ার আগে আশুরার রোযা ফরয ছিল। যখন রমযানের রোযার বিধান নাযিল হয়, তখন থেকে আশুরার রোযাকে নফল করে দেয়া হয়েছে। [আবু দাউদ]

মুসা (আ:) ও বনি ঈসরাইলকে এই দিনে আল্লাহ তায়ালা ফিরআউনের অত্যাচারের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। [বুখারী]

মদীনার ইহুদীরা শুকরিয়া স্বরুপ এই দিনে রোজা রাখত। আল্লাহর রাসুল (ﷺ‬) এই নেক আমলে নিজেদেরকে অধিক হকদার হিসেবে উল্লেখ করে, নিজেও সাহাবীদেরকে নিয়ে এই দিনে রোজা রাখেন। পাশাপাশি ইহুদীদের সাথে সামঞ্জস্য এড়াতে, পরবর্তী বছর থেকে আশুরার আগে বা পরে একটি অতিরিক্ত রোযা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। [মুসলিম]

আশুরার দিনের সিয়াম পালনের মাধ্যমে, রাসুল (ﷺ‬) আল্লাহ তায়ালার নিকট বিগত বছরের গুনাহ মাফের প্রত্যাশা রেখেছেন। [মুসলিম]

শিক্ষা:
আল্লাহর শুকরিয়া আদায়ের সর্বোত্তম মাধ্যম হচ্ছে- তাঁর প্রতি পরিপূর্ণ সমর্পিত হওয়া ও তাঁর আনুগত্যে নিজেকে উজাড় করে দেয়া। এর নমুনা স্বরুপ নফল রোজা পালন করা।

আশুরার ব্যাপারে রাসুল (ﷺ‬) এর দিকনির্দেশনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে- ইগো পরিহার, অন্যের ভালো কাজের স্বীকৃতি এবং ইয়াহুদ নাসারাদের থেকে ব্যতিক্রম ও স্বতন্ত্র ঐতিহ্য লালন।

আশুরার দিনে কারবালায় ইমাম হোসাইন (রা:) এর ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে- অন্যায় ও জুলুমের সাথে আপোষহীন মনোভাব বজায় রাখা।

করণীয়:
নফল সিয়াম পালন ও ইমানী চেতনায় উদ্ভুদ্ধ হওয়া।

বর্জনীয়:
তাজিয়া, মার্সিয়া, শোক পালন, এই দিনে বিয়ে শাদীকে অমঙ্গলজনক মনে করা, এ দিনে ভালো খাবার দাবারের আয়োজন করলে বছর জুড়ে ভালো খাবার দাবারের ব্যবস্থা হবে ইত্যাদি ধারনা করা।

আবহাওয়া পূর্বাভাস• উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপটি পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দেশের উপকূল ঘেঁষে পশ্চি...
28/08/2020

আবহাওয়া পূর্বাভাস

• উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপটি পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দেশের উপকূল ঘেঁষে পশ্চিমবাংলা উপকূল দিয়ে ভারতে প্রবেশ করতে দেখা যায়। এবং উক্ত কার্যকলাপ সম্পাদনকালে দেশের উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যায়।

• লঘুচাপটি দূরে অবস্থান করার ফলে দেশে স্বল্পস্থায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বৃদ্ধি পেতে শুরু করে। এবং সেই ধারা অব্যাহত রেখে আজও দেশের ভিন্ন ভিন্ন স্থানে স্বল্পস্থায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে।

* লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় দেশের সকল সমুদ্রবন্দর থেকে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে।

• গত ২৬ তারিখে বৃষ্টিবলয় "আঁখি ১" দেশ থেকে বিদায় নেওয়ার পর থেকে দুদিন বৃষ্টিপাত কম লক্ষ্য করা যায়। তবে শীঘ্রই নতুন বৃষ্টি বলয় "আঁখি ২" এবং পরবর্তীতে "আঁখি ৩" দেশে প্রভাব বিস্তার করতে পারে। বিস্তারিত আজ রাতে জানিয়ে দেওয়া হবে।

=> গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত পরিমাপ করা হয় সুনামগঞ্জে ১২৫ মিমি।

** চিত্র: বর্তমান রাডার চিত্র।

আপডেট: দুপুর ০৪ টা ০০ মিনিট | ২৮ আগস্ট ২০২০
Collected

28/08/2020

কিন্তু যাহারা তওবা করে, নিজেদেরকে সংশোধন করে, আল্লাহ্‌কে দৃঢ়ভাবে অবলম্বনকরে এবং আল্লাহ্‌র উদ্দেশ্যে তাহাদের দীনে একনিষ্ঠ থাকে, তাহারা মু'মিনদের সঙ্গে থাকিবে এবং মু'মিনগণকে আল্লাহ্ অবশ্যই মহা পুরস্কার দিবেন।

اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَاعْتَصَمُوْا بِاللّٰهِ وَاَخْلَصُوْا دِيْنَهُمْ لِلّٰهِ فَاُولٰٓٮِٕكَ مَعَ الْمُؤْمِنِيْنَ‌ ؕ وَسَوْفَ يُـؤْتِ اللّٰهُ الْمُؤْمِنِيْنَ اَجْرًا عَظِيْمًا

সূরা নম্বরঃ ৪, আয়াত নম্বরঃ ১৪৬

প্লিজ সবাই এই নিয়ম গুলো ফলো করবেন। খুবই দরকারি কিছু নির্দেশনা।
27/08/2020

প্লিজ সবাই এই নিয়ম গুলো ফলো করবেন।
খুবই দরকারি কিছু নির্দেশনা।

https://banglavision.tv/news-bv/national/57746/
27/08/2020

https://banglavision.tv/news-bv/national/57746/

করোনাকালেও নিরলস চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পূনবার্সন কেন্দ্র – সিআরপি। দেশের ....

---> পূবালী বায়ু ও পশ্চিমা জেট মেঘ শেয়ার এর ফলে, পূর্ববর্তী পোস্টে উল্লেখিত লঘুচাপটি সুগঠিত হতে পারিনি এবং এটি তেমন পর...
27/08/2020

---> পূবালী বায়ু ও পশ্চিমা জেট মেঘ শেয়ার এর ফলে, পূর্ববর্তী পোস্টে উল্লেখিত লঘুচাপটি সুগঠিত হতে পারিনি এবং এটি তেমন পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে সক্ষম হয়নি । লঘুচাপটির অংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মধ্যবর্তী অংশে একটা ঘূর্ণবাত আকারে অবস্থান করছে যা ক্রমশ দুর্বল হয়ে যাবে!

বর্তমান পরিস্থিতি

বর্তমানে দেশের সমগ্র অংশের আকাশ কিছুটা মেঘলাসহ রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করছে! দেশের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের রেকর্ড নেই।
দেশের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের অংশকে কেন্দ্র করে আকস্মিক ধরনের বৃষ্টিপাত হতে পারে যেকোনো সময় বা হচ্ছে সুতরাং পরিস্থিতি বুঝে সতর্কতাঃ অবলম্বন করতে হবে!
আগস্টের মাসের আগে থেকেই বলেছি আগস্ট মাসে বঙ্গোপসাগর সক্রিয় থাকতে পারে এবং আগস্টের শুরু থেকে আজ অবধি মোট ৪ টি মৌসুমী সিস্টেম হয়েছে যদিও একটিও নিম্নচাপ তৈরী হয়নি আর বেশিরভাগ সিস্টেমের প্রভাবে ঊরিষ্যা ভারী বৃষ্টি হয়েছে কিন্তু উপকূলীয় অঞ্চলে ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভালো বৃষ্টি পাত হয়েছে।
যাই হোক আপাতত পরবর্তী ১৫ দিন বঙ্গোপসাগরে কোনো প্রকার সিস্টেম হওয়ার সম্ভাবনা নেই তবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরী হতে পারে যার প্রভাবে তামিলনাডু; অন্ধ্রপ্রদেশ; কেরালা ও পশ্চিম উপকূলে ভালো বৃষ্টিপাত হবে। ধারণা করছি কাল থেকে উওরবঙ্গের জেলা গুলোতে মাঝারি থেকে ভারী বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে এবং দক্ষিণবঙ্গে পরবর্তী ৯৬ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে।
সেপ্টেম্বর মাসের শুরুতে আবারও ভালো বৃষ্টি পাত দক্ষিণবঙ্গে পাওয়া যেতে পারে।
নোট: আগস্ট মাসের বৃষ্টিপাতের রেকর্ড সেপ্টেম্বরে মাসের প্রথম দিনে প্রকাশ করবো।

--> সাগর কিন্তু এখনো কিছুটা উত্তাল রয়েছে তবে আমরা আশা করছি খুব শীঘ্রই সংকেত নামিয়ে ফেলা হবে!
আপডেটঃ ১১ঃ০৯ মিনিট।
Collected

চিত্রে দেখা যাচ্ছে মৌসুমি সুস্পষ্ট লঘুচাপটি আরোও পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখন পশ্চিম বঙ্গের দীঘা তৎসংলগ্ন উপকূল অতিক্রম শু...
26/08/2020

চিত্রে দেখা যাচ্ছে মৌসুমি সুস্পষ্ট লঘুচাপটি আরোও পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখন পশ্চিম বঙ্গের দীঘা তৎসংলগ্ন উপকূল অতিক্রম শুরু করেছে, এটি ঐসকল এলাকায় ভারিবর্ষণ ঘটিয়ে দুর্বল হয়েযাবে।

এদিকে এই লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজমান থাকায় উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়েযাচ্ছে এবং তা আগামিকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এবং সেই সঙ্গে দেশের উপকূলীয় এলাকায় ঝাকে ঝাকে বৃষ্টি হচ্ছে।

আগামি পর্শুদিন শুক্রবার দুপুরের পর থেকে মাছধরা নৌকা ও ট্রলার সাগরে নামতে পারবে আশা করছি।

এদিকে গত কদিন পরপর সাগরে সিস্টেম তৈরি হবার ফলে দেশের উত্তর অংশে বৃষ্টির পরিমান অনেক হ্রাস পেয়েছে।

আশা করছি এই সিস্টেম টি চলে যাবার পর কিছুদিন সাগর শান্ত থাকতে পারে, এবং মৌসুমি অক্ষ দেশের উত্তরে সরে আসবে, ফলাফল দেশের উত্তর দিকের জেলা গুলোয় বৃষ্টির পরিমান আবার বৃদ্ধি পেতে পারে, আগামি ২৮ শে আগস্ট থেকে।

আপডেট : ২৬ শে আগস্ট সকাল ১১ টা বেজে ৫৪ মিনিটে।
Collected

Address

Mirpur
Dhaka
1216

Telephone

+8801741665257

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা করবো জয় একদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমরা করবো জয় একদিন:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like