Hafej Usman Mahmud

Hafej Usman Mahmud একটি ভালো চেহারা থেকে,একজন ভালো মন থাকা বেশি জরুরী।

05/05/2024

সফল ব্যক্তি হতাশ,যে সফল না সে ব্যক্তিও হতাশ,যে বিয়ে করেছে সেও হতাশ,যে বিয়ে করেনি সেও হতাশ,পকেট ভর্তি টাকা ওয়ালা হতাশ,যার নাই সেও হতাশ,
মূল সমস্যা সকলের একটাই বুঝা গেলো
١قد افلح من تزكي( ١٥:سوره الاعلي)

17/04/2024

হারাম কাজ করার আগে মনে রাখবেন,আজরাইল আসার নির্দিষ্ট সময় নাই

ওয়ালটন শুধু নাটকেই স্পন্সর করেনি, তারা বিকৃত*কা*মীকে তাদের জবও দিয়েছে।তাদের HR এর লোক যিনি ওপেনলি এক্টিভিস্ট হিসেবে পরিচ...
16/04/2024

ওয়ালটন শুধু নাটকেই স্পন্সর করেনি, তারা বিকৃত*কা*মীকে তাদের জবও দিয়েছে।তাদের HR এর লোক যিনি ওপেনলি এক্টিভিস্ট হিসেবে পরিচয়ও দিচ্ছে। এই মেয়েটি পুরুষ।

13/04/2024

অন্যের সুখ নিজের মাঝে না খুজে,আপনার যা আছে সেটা নিয়ে বাঁচতে শিখুন

24/03/2024

মহান রব্বুল আলামিন বলেন তুমি যদি আমার নিকট দুনিয়া সমপরিমান গুনাহ নিয়েও আসো আর যদি কাউকে শরীক না করো আমার সাথে,তাহলে আমি তোমার নিকট সমপরিমান ক্ষমা নিয়ে হাজির হবো (সুনানে তীরমীজি হাদীস ৩৫৪০) সুতরাং এই মাগফিরাতের মাস আমাদের জন্য গুনাহ থেকে পরিত্রান পাওয়ার মাস।
Hafej Usman Mahmud

22/03/2024





22/03/2024

রহমতের দিনগুলো শেষ,আজকের থেকে মাগফিরাত শুরু,
আজকের দিনটি সবদিক থেকে উত্তম,আজকে জুম্মার দিন,আজকে মাগফিরাতের প্রথম দিন,এবং এটা রমজান মাস,সুতরাং আজকের দিনটা অন্যদিন থেকে বেশি উত্তম,আছরের পড় থেকে মাগরিবের আগ পর্যন্ত যে দোয়া করবেন আল্লাহ সেটা কবুল করবেন।

18/03/2024

সেই সম্পদের কোন দরকার নেই যেই সম্পদ আমাদেরকে দুনিয়া ভিমুখ,অন্ধ করে দেই সম্পদ কামাতে সভাই চাই আমিও চাই কিন্তু এটার পিছনে খুব গভীর একটা ব্যাপার লুকায়িত রয়েছে যেটা আপনাকে আল্লাহর থেকে অনেক দুরে সড়িয়ে রেখেছে এই সম্পদ বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষের বিপদের কারন হয়ে দাড়াই,শুধু এতটুকু বলতে চাই সম্পদের মাধ্যমে সুখ কোনদিন পাওয়া যাইনা যারা বলে কথায় কথায় সম্পদ ই সকল সুখের মুল,ভাই সম্পদ যদি সুখের মুল হতো এই পৃথীবিতে কোন খারাপি থাকতো না

14/03/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

ঢাকা সিটি কলেজ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পবিত্র মাহে রমাদানের প্রথম দিনে যোহরের নামাজ আদায়ের দৃশ্য।নিঃসন্দেহে এটি আজক...
13/03/2024

ঢাকা সিটি কলেজ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পবিত্র মাহে রমাদানের প্রথম দিনে যোহরের নামাজ আদায়ের দৃশ্য।

নিঃসন্দেহে এটি আজকের সেরা ছবি 💝

Today's best Photo





























ইসলামের উপর বিরতীহীনভাবে একটার পর একটা আঘাত আসেতেছে
12/03/2024

ইসলামের উপর বিরতীহীনভাবে একটার পর একটা আঘাত আসেতেছে

ভোর ৫টা কনসার্ট, কুয়েট ক্যাম্পাসক্যাপশনটা পড়েছেন? সময়টা আবার খেয়াল করুন। ভোর পাঁচটা। মানুষের উপস্থিতি দেখেছেন? সবাই বিধর...
10/03/2024

ভোর ৫টা
কনসার্ট, কুয়েট ক্যাম্পাস

ক্যাপশনটা পড়েছেন? সময়টা আবার খেয়াল করুন। ভোর পাঁচটা। মানুষের উপস্থিতি দেখেছেন? সবাই বিধর্মী? না, আমার-‍আপনার মতো মুসলিম। কাল বাদে পরশু রমজান। মুসলিম দেশের আয়োজিত কনসার্টে ভোর পাঁচটার উপস্থিতি আপনাকে নাড়িয়ে দিতে পারে।

ফজরের নামাজ নিয়ে এ প্রজন্মের আদিখ্যেতা আমরা কে না জানি? যারা দশটায় উঠে বেড-টি খায়, ভোর পাঁচটায় এমন মজমা জমাতে তাদের সমস্যা হয়নি। সমস্যা শুধু ফজরের নামাজে। সারাক্ষণ যাদের প্যান্ট খারাপ থাকে, তাদের অবশ্য এখানে যেতে প্যান্ট পাল্টাতে হয়নি। সব সমস্যা নিয়েই তারা এখানে হাজির হয়েছে।

আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুদ ও দুআর বরকতেই আমরা ধ্বংসের হাত থেকে বেঁচে আছি। নতুবা কবেই আসমান থেকে আগুনের বৃষ্টি আসত। জিবরিল এক পাখা দিয়ে পৃথিবী ওলটপালট করে দিতেন। নতুবা প্রচণ্ড গরম সু-হাওয়া, কবেই আমাদের চামড়া খুলে নিয়ে যেত!©

28/02/2024
17/02/2024

Sacrifice.
ত্যাগ স্বীকার করুন আল্লাহর জন্য সর্বচ্চোটা যত পাড়েন ততো,দুনিয়া বলেন আর আখেরাত বলেন সকল কিছুর মাঝেই ত্যাগ স্বীকার করতে না হয় আপনার গন্তব্যে পোঁছাতে পাড়বেন না,কিন্তু সবথেকে মঝার বিষয় হচ্ছে আমরা যারা ত্যাগ স্বীকার করি কোনকিছু পাওয়ার জন্য সেটা হয় দুনিয়াকে সাথে নিয়েই,আল্লাহকে পাওয়ার জন্য কয়জন ত্যাগ স্বীকার করি আমাদের বর্তমান জেনারেশনকে শুধু এটাই বুঝানো হচ্ছে তোমার সফল হতে হবে কিন্তু এটা কেমন সফলতা যেখানে আল্লাহকে ভুলে যেতে হয়,কেমন সফলতা এটা যেটা আমাকে আমার রবকে ভুলিয়ে দেই।

10/02/2024
🙂🙂🙃
08/02/2024

🙂🙂🙃

আল্লাহ কুরআনে বলে তোমরা বাবা মাকে উফ শব্দ    পর্যন্ত বলিও না💗💗মা বাবা থাকতে তাদের কদর করা উচিৎ মরে গেলে তখন শুধু আফসুস ছ...
08/02/2024

আল্লাহ কুরআনে বলে তোমরা বাবা মাকে উফ শব্দ পর্যন্ত বলিও না💗💗
মা বাবা থাকতে তাদের কদর করা উচিৎ মরে গেলে তখন শুধু আফসুস ছাড়া আর কিছু থাকবে না,
আমার ক্লাস উস্তাদ ডাঃ সালমান তিনি একটি কথা সবসময় বলে যে বাবা মাকে কখনো কষ্ট দিও না তাদেরকে যারা কষ্ট দেই তারা দুনিয়ার মুল রত্নটাকেই অবহেলা করলো,যদি দুনিয়া ও আখিরাতে সফল হতে চাও তাহলে মা বাবার সেবা যত্ন করো বেশি বেশি,তাদের সাথে উচ্চস্বরে কথা বলো না,তারা যদি ভুলও বলে তবুও তাদের সাথে চোখে চোখ রেখে কিছু বলবেনা,এই দুনিয়া যতো মানুষ আজ অব্দি বড় হয়েছে সকলে মা বাবার দোয়ার বরকতে,আর যারা দোয়া ছাড়া বড় হয়েছে তাদের খবর নিয়ে দেখেন তারা একসময় না এক সময় ধ্বংস হয়েছে।



08/02/2024

জান্নাতে যাওয়ার জন্য অধিক নামাজ,রোজা,কোরআন তেলওয়াত,ভালো কাজ,এগুলো করলেই যাওয়া যাই না,যদি না আপনার ভালো কাজগুলোর সাথে মুখ এবং লজ্জাস্হানকে হেফাজত করতে না পাড়েন,
রাসুলে কারিম সাঃ বলেছেন,যে ব্যক্তি তাঁর দুই চোয়াল ও লজ্জাস্হানকে হেফাজতকে করবে,ওই ব্যক্তির জান্নাতের যাওয়ার জিম্মাদার আমি হবো বুখারিঃ৬৪৭৪)
আবার রাসুল সাঃ কে জিঙাসা করা হলো কোন জিনিসটি মানুষকে অধিক পরিমানে জান্নাতে নিয়ে যাবে তিনি বললেন আল্লাহভীতি,সদাচার,উত্তম চরিএ,আবার জিঙাসা করা হলো কোন জিনিস অধিক জাহান্নামে নিয়ে যাবে তিনি বললেন চোয়াল ও লজ্জাস্হান তিরমিজিঃহাদিসঃ২০০৪)




07/02/2024

আমাদের একটা প্রবাদ বাক্য আছে সভার, যেমনঃআমি চেষ্টা করে যাবো বাকিটা আল্লাহর উপরে,
এই কথাটার দ্বারা আপনি কতো বড় গুনাহর কাজ করতেছেন মনের অজান্তে জানেন কি?
মানে আপনি বুঝাচ্ছেন আপনি নিজের মতো নিজে চেষ্টা করে যাবেন আর যখন চেষ্টা আর কাজ হবে না তখন আল্লাহর উপরে ছেড়ে দিলেন,কিন্তু পুরা বিষয়টা আল্লাহর উপর আল্লাহ যেমন চান তেমন হয়
আমাদের বলা উচিৎ আল্লাহর সাহায্যে আমি চেষ্টা করে যাবো,আর আল্লাহ যা চাই তাই হবে


07/02/2024

সামনে চৌদ্দ February নিয়ে অনেকের শত শত plan আপনার যদি কোন plan না থাকে তাহলে বলুন আলহামদুলিল্লাহ।🥰

04/02/2024

কিছু বাবা মা সচেতন হলে হয়তো তাদের ছেলেমেয়েরা বেপর্দা আর গুনাহর সাথে জড়িত হতো না,কিন্তু একটা বিষয় বেশি অবাক লাগে যখন দেখি মা পরিপূর্ণ পর্দা করে,বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নিজের মেয়েকে বেপর্দা করে কোচিং,স্কুল,কলেজ,ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে,রেষ্টুরেন্টে যাচ্ছে রাস্তায় বাহির হচ্ছে বেপর্দা হয়ে,বিষয়টা এখানে শেষ হলে হতো কিন্তু তারা তো শুধু নিজেকে জাহান্নামের আগুনে নিচ্ছে না,সাথে অনেক পুরুষকে জাহান্নামের দিকে নিচ্ছে,
যদি কোন জাতিকে যুদ্ধ ছাড়া ধ্বংস করতে চাও তাহলে তাদের মাঝে অশ্লিলতা ছড়িয়ে দাও

02/02/2024

smartphone যদিও আমাদের উপকার করে কিন্তু,ক্ষতিকারক পার্সেন্ট%টা বেশি।

24/01/2024

নিরব প্রতিবাদ

নিচে উল্লেখিত ব্রাকের অন্যান্য প্রতিষ্ঠানকে বয়কট করা বর্তমানে আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব :❎ BRAC Bank ❎ BRAC Universit...
22/01/2024

নিচে উল্লেখিত ব্রাকের অন্যান্য প্রতিষ্ঠানকে বয়কট করা বর্তমানে আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব :

❎ BRAC Bank
❎ BRAC University
❎ Bkash
❎ Aarong
❎ Aarong Dairy
❎ BRAC Dairy
❎ BRAC Seed and Agro
❎ BRAC Tea
❎ BRAC Artificial Insemination
❎ BRAC Fisheries
❎ BRAC Recycled Handmade Paper
❎ BRAC Sanitary Napkin and Delivery Kit
❎ BRAC Printing Pack
❎ BRACNet
❎ Delta Brac Housing
❎ IPDC Finance
❎ BRAC NGO
❎ BRAC seed
❎ BRAC cold storage
❎ BRAC sericulture
❎ BRAC Nursery
❎ ব্র্যাক আয়োডিনযুক্ত লবন
❎ ব্র্যাক স্বাস্থ্যসামগ্রীসহ
❎ ব্র্যাকের সকল সেবা ও কার্যক্রম

19/01/2024

সেদিন ধন সম্পদ কোন কাজে আসবে না,
কাজে আসবে শুধু একটি নিরাপদ কলব।

18/01/2024

Address

Dhaka/Chittagong Highway
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafej Usman Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category