তখন হাতির ঝিলের নাম হাতির ঝিল ছিলো না, ডাকা হত বগা বিল নামে। হাজার হাজার বকে, বিল সাদা হয়ে থাকতো; মনে হত আকাশ থেকে কিছু মেঘ পড়ে গিয়েছে নিচে।
একদিন কিছু হাতি হাতিশালা থেকে দলছুট হয়ে পুর্বদিকে আসতে শুরু করলো এবং বগা বিলে চলে আসলো এবং বকগুলোকে তাড়িয়ে দিয়ে দখল করে নিলো। এই পানির উষ্ণতা হাতিদেরকে মুগ্ধ করে। হাতিশালা থেকে হাতিগুলোকে খুঁজে খুঁজে হয়রান হয়ে একসময় মাহুতদের একটি দল তাদেরকে বগা বিলে আবিস্কার করলো।
বগা বিলের পানি এত পরিস্কার ছিলো যে হাতিগুলোকে ওখানেই গোসল করানোর সিদ্ধান্ত নেয়া হয়। আর নিয়মিত হাতিদেরকে স্নান করানোর কারণে এর নাম হয় 'হাতির বিল'। সময়ের বিবর্তনে ঢাকা আধুনিকীকরণ ও সম্প্রসারনের সময় 'বিল' 'ঝিল' হয়ে যায় আর হাতির বিলের নাম ও হয়ে যায় 'হাতির ঝিল'।
Father's & Son ❤️ #fatherandson #babylove #nature
Village Tour Episode-3, গ্রাম ভ্রমন পর্ব - ৩।
গ্রামে গিয়ে আমরা এইবার কি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কেমন হচ্ছে জানিনা,আসশা করছি আপনারা আমাদের সাতজেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ।
Village Tour Episode-2। গ্রাম ভ্রমন পর্ব - ২
গ্রামে এসে আমরা কি করলাম বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আসলে আমরা শহরে থেকে গ্রামের আনন্দ ও সজীব নিশ্বাস অনেক বেশি মিস করি
Village Tour Episode-2। গ্রাম ভ্রমন পর্ব - ২
Village Tour Episode-2। গ্রাম ভ্রমন পর্ব - ২
গ্রামে এসে আমরা কি করলাম বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আসলে আমরা শহরে থেকে গ্রামের আনন্দ ও সজীব নিশ্বাস অনেক বেশি মিস করি
Village Tour Episode-1। গ্রাম ভ্রমন পর্ব - ১
গ্রাম আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষের কাছেই তার গ্রাম একটি ছোট্ট স্বর্গস্বরূপ। গ্রামের অপূর্ব সৌন্দর্যকে উপভোগ করতে হলে অবশ্যই গ্রামে গিয়ে এর প্রাকৃতিক সৌন্দর্যকে স্বচক্ষে দেখতে হবে। আশা করি গ্রাম সম্পর্কে আমাদের এই অতি ক্ষুদ্র আয়োজন আপনাদের কাছে সামান্য হলেও ভালো লেগেছে । যদি ভালো লেগে থাকে থাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না । ধন্যবাদ ।
।গুড় দিয়ে নারিকেল নাড়ু। Gur Diye Narkel Naru।
খুব সহজেই বানিয়ে ফেলুন গুড়ের নারকেল নাড়ু – Gurer Narkel Naru recipe in Bengali
Ingredients / উপকরণ
শুকনো নারকেল
গুড়
চিনি
ছোট এলাচ গুঁড়ো
গাওয়া ঘিখুব সহজেই বানিয়ে ফেলুন গুড়ের নারকেল নাড়ু – Gurer Narkel Naru recipe in Bengali
Ingredients / উপকরণ
শুকনো নারকেল
গুড়
চিনি
ছোট এলাচ গুঁড়ো
গাওয়া ঘি
How Does My Babies Day Go
স্বাধীনভাবে খেলার সময়, শিশুদের আত্মবিশ্বাস ও স্বাধীনতা তৈরি করতে তাদের সন্ধান করার ও নিজেদের বেশিরভাগ কাজ নিজেদের করার সুযোগ থাকা উচিত। কিন্তু, এটি করার জন্য আপনার সন্তানের নিরাপদ পরিবেশ রয়েছে সেটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। আপনার শিশু যেন নিরাপদে খেলতে পারে সেটি নিশ্চিত করতে যে কোন সম্ভাব্য বিপদ থেকে খেলার জায়গাগুলো পরিষ্কার করুন এবং খেলার সময় জুড়ে খেয়াল রাখুন।
Love your family, work super hard, live your passion.
#Alhamdulillah
দেখুন আমাদের ছোট গাছে কতগুলো নাগা মরিচ ধরেছে❤️
আপনার শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস করাবেন যেভাবে
How To Get Your Child To Practice Cleanliness
আপনার শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস করাবেন যেভাবে
।বাচ্চার সাথে আমার একটি বিকেল। AN AFTERNOON WITH MY BABY।
বাচ্চাদের এই বাড়ন্ত বয়সে সকল বাবা মায়ের উচিত তাদের সাথে খেলাধুলা করে হাসিখুশি সময় কাটানো এতে তাদের মস্তিস্কের গ্রোথ বাড়ে
পানির চাহিদা পূরণে যেসব সবজি খাবেন।BANGLA HEALTH TIPS।
গরমের এই মৌসুমে পরিশ্রম করলে শরীর দ্রুত পানি হারায়। পানি পান করার মাধ্যমে এই শূন্যতা পূরণ করা সম্ভব। তবে এমন কিছু সবজি আছে যেগুলো পানিশূন্যতা পূরণে সাহায্য করে। এই সবজি খেয়ে শরীরের পানির চাহিদার ২০ শতাংশ পর্যন্ত পূরণ করা সম্ভব।
শসা
শসায় আছে ৯৬ দশমিক ৭ শতাংশ পানি। তাই পানিশূন্যতা পূরণে শসার জুড়ি নেই। আস্ত শসা লবণ মাখিয়ে খাওয়া যায়। চাইলে সালাদ করে খেতে পারবেন। পুদিনা পাতা ও টক দইয়ের সঙ্গে শসা ব্লেন্ড করে জুস বানিয়েও খাওয়া যায়।
টমেটো
শসার মতো টমেটোতেও ৯৬ শতাংশ পানি পাবেন। পাশাপাশি অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন ‘এ’ ও ‘সি’-এর চমৎকার উৎস টমেটো। দিনের কোনো সময় কেবল নাশতা হিসেবে টুকরো করা তাজা টমেটো খাওয়া যেতে পারে।
ক্যাপসিকাম
ক্যাপসিক্যামে পানির অভাব নেই। তবে সবচেয়ে বেশি পানি পাবেন সবুজ ক্যাপসিকামে। প্রায় ৯৩ শতাংশ। সালাদ বা নাশতায় সবুজ ক্যাপসিকা
সকালবেলা খালি পেটে ফল খেলে কি হয় জানেন?? || সকালবেলা ফল খাওয়ার ৫ উপকারিতা।।
পুষ্টিগুণ সম্পন্ন ফল যে স্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয় এটা সবারই জানা। ফলে থাকা ভিটামিন, খনিজ এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি সুষম খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আপনি জানেন কি খালি পেটে ফল খেলে কিছু বাড়তি উপকার পাওয়া যায়? খালি পেটে ফল খাওয়ার শীর্ষ পাঁচটি উপকারিতার কথা জানানো হয়েছে ‘ইন্ডিয়া টিভি’র এক প্রতিবেদনে।
হজমশক্তি বাড়ে: খালি পেটে ফল খাওয়া হজমের উন্নতিতে সাহায্য করে। অনেক ফলের মধ্যে দ্রবণীয় ফাইবার থাকে। এসব ফাইবার পরিপাকতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। খালি পেটে ফল খেলে অন্যান্য খাবার ছাড়াই ফল থেকে শরীর সব পুষ্টি এবং ভিটামিন শোষণ করতে পারে।
শক্তি বাড়ে: খালি পেটে ফল খাওয়া দ্রুত শক্তি বৃদ্ধি করতে পারে। ফল কার্বোহাইড্রেট পূর্ণ, যা শরীরের জ্বালানির প্রধান উৎস। সকালে ফল খেলে খাওয়া দিনের শুরুটা স্বাস্থ্যকর হয়।
রক্তচা