08/04/2023
Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোন ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। যারা এই প্রযুক্তির দুনিয়ায় আইটি সেক্টরে ভালো কিছু করতে চাই তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন কাজ শিখার । Udemy তে রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল ভিত্তিক কোর্স যেমন-Web Design And Development, Programming,Graphics Design, Networking,Digital Marketing , Life Style ইত্যাদি উপর ।
https://www.udemy.com/
udemy এমন একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যা প্রশিক্ষকদের তাদের পছন্দের বিষয়গুলিতে অনলাইন কোর্স তৈরি করতে দেয়। ইউডেমির কোর্স বিকাশের সরঞ্জামগুলি ব্যবহার করে তারা ভিডিও, পাওয়ারপয়েন্ট উপস্থাপনা, পিডিএফ, অডিও, জিপ ফাইল এবং কোর্স তৈরি করতে লাইভ ক্লাস আপলোড করতে পারে।
^ইউডেমী learning and earning সমূহঃ আপনি ইউডেমীতে আপনি চাইলে আপনি নিজের কোন দক্ষ কোর্স কে একটি পরিপূর্ণ রুপ ধারণ করে সেটাকে আপনি সেল করতে পারবেব এর মধ্যে আপনি ভাল টাকা আয় করতে পারবেন।
^ইউডেমী আয় সমূহঃ ইউডেমীতে যখন আপনি কোন কোর্স কিনতে যাবেন তখন আপনাকে সেটা টাকা দিয়া কিনতে হবে যেমন 9-10$ প্রায় এমনি আর আপনি যখন আপনার কোর্স সেল করবেন তখন আপনিও আপনার কোর্স সেল করে টাকা আয় করতে পারবেন।
Udemy is an online learning and teaching marketplace with over 213,000 courses and 57 million students. Learn programming, marketing, data science and more.