Thoughts of Nazim Bhai

Thoughts of Nazim Bhai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thoughts of Nazim Bhai, Digital creator, Dhaka.

“Thought is only one, to establish myself as an entrepreneur, to be next to entrepreneurs and to play a role in creating entrepreneurs and facilitating entrepreneurs.”

24/08/2024

আজ রবিবার থেকে পুনরায় চালু হচ্ছে মেট্রোরেল
চলবে নতুন সময় সুচি অনুযায়ি

23/08/2024

সাবেক বিচারপতিল সামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট বর্ডার দিয়ে
ভারতে পালিয়ে যাবার সময় বিজিবি ও জনতার হাতে আটক

11/08/2024

সুশীল, কুশীল আর কিংস পার্টির উৎপাত

07/08/2024

খালেদা জিয়ার প্রত্যেকটা কথা আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে

03/08/2024

পুলিশকে বানাইছে হুকুমের গোলাম
ছাত্রলীগকে ব্রেইন ওয়াশ করে কুত্তা বানাইছে

03/08/2024

আমি হাসনাত আব্দুল্লাহ বলছি
সংগ্রাম চলছে চলবে

02/08/2024

আমি তাকে ঘৃনা করি

একটা ভালো ছবি তোলার জন্য বিভিন্ন এঙ্গেলে ট্রাই করলাম। সব দোষ কেমেরার।
15/02/2024

একটা ভালো ছবি তোলার জন্য বিভিন্ন এঙ্গেলে ট্রাই করলাম। সব দোষ কেমেরার।

আমি খেয়াল করেছি আপনি দিনে ১৬ বার হাসেন মেডাম প্রোমোশন পেতে মেডামকে খুশি করার টেকনিক (ভিডিও লিঙ্ক কমেন্ট এ)
29/11/2023

আমি খেয়াল করেছি আপনি দিনে ১৬ বার হাসেন মেডাম

প্রোমোশন পেতে মেডামকে খুশি করার টেকনিক (ভিডিও লিঙ্ক কমেন্ট এ)

11/11/2023
31/10/2023

রাজনীতিতে বিদেশীদের হস্তক্ষেপ উচিৎ নয় !! সত্য টা জানুন

23/10/2023

দেশের সব গরিব যদি বড়োলোক হয়ে যায়!

18/09/2023

একজন সফল উদ্যোক্তার সংগ্রামী পথচলা ও সাফল্যের গল্প শুনুন।

আসেন পরিচয় হই।আমি ৩১ নাম্বারে জন্ম, বর্তমানে ১৩ তে থাকি। আপনি☺️1. Chittagong (চিটাগাং)2. Bandarban (বান্দরবন)3. Barguna...
24/08/2023

আসেন পরিচয় হই।
আমি ৩১ নাম্বারে জন্ম, বর্তমানে ১৩ তে থাকি।
আপনি☺️
1. Chittagong (চিটাগাং)
2. Bandarban (বান্দরবন)
3. Barguna (বরগুনা)
4. Barisal (বরিশাল)
5. Bagerhat (বাগেরহাট)
6. Bhola (ভোলা)
7. Brahmanbaria (ব্রাহ্মণবাড়িয়া)
8. Chandpur (চাঁদপুর)
9. Sylhet (সিলেট)
10. Chuadanga (চুয়াডাঙ্গা)
11. Cumilla (কুমিল্লা)
12. Cox's Bazar (কক্সবাজার)
13. Dhaka (ঢাকা)
14. Dinajpur (দিনাজপুর)
15. Faridpur (ফরিদপুর)
16. Feni (ফেনী)
17. Gaibandha (গাইবান্ধা)
18. Gazipur (গাজীপুর)
19. Gopalganj (গোপালগঞ্জ)
20. Habiganj (হবিগঞ্জ)
21. Jaipurhat (জয়পুরহাট)
22. Jamalpur (জামালপুর)
23. Jessore (যশোর)
24. Jhalakathi (ঝালকাঠী)
25. Jhinaidah (ঝিনাইদাহ)
26. Khagrachari (খাগড়াছড়ি)
27. Khulna (খুলনা)
28. Kishoreganj (কিশোরগঞ্জ)
29. Kurigram (কুড়িগ্রাম)
30. Kushtia (কুষ্টিয়া)
31. Lakshmipur (লক্ষ্মীপুর)
32. Lalmonirhat (লালমনিরহাট)
33. Madaripur (মাদারীপুর)
34. Magura (মাগুরা)
35. Manikganj (মানিকগঞ্জ)
36. Meherpur (মেহেরপুর)
37. Moulavibazar (মৌলভীবাজার)
38. Munshiganj (মুন্সীগঞ্জ)
39. Mymensingh ( ময়মনসিংহ)
40. Naogaon (নওগাঁ)
41. Narayanganj (নারায়ণগঞ্জ)
42. Narsingdi (নরসিংদী)
43. Natore (নাটোর)
44. Nawabgonj (নওয়াবগঞ্জ)
45. Netrokona (নেত্রকোনা)
46. Nilphamari (নীলফামারী)
47. Noakhali (নোয়াখালী)
48. Norail (নড়াইল)
49. Pabna (পাবনা)
50. Panchagarh (পঞ্চগড়)
51. Patuakhali (পটুয়াখালী)
52. Pirojpur (পিরোজপুর)
53. Rajbari (রাজবাড়ী)
54. Rajshahi (রাজশাহী)
55. Rangamati (রাঙ্গামাটি)
56. Rangpur (রংপুর)
57. Satkhira (সাতক্ষীরা)
58. Shariyatpur (শরীয়তপুর)
59. Sherpur (শেরপুর)
60. Sirajgonj (সিরাজগঞ্জ)
61. Sunamganj (সুনামগঞ্জ)
62. Bagura (বগুড়া)
63.Thakurgaon(ঠাকুরগাঁও)
64.Tangail( টাঙ্গাইল)



আবারও হ্যাকারদের কবলে বাংলেদশ। ভারতীয় হ্যাকারদের কবলে বাংলাদেশ। দখলে নিয়েছে ২৫ টির ও বেশি প্রতিষ্ঠানের ওয়েবসাইট। হ্যাকিং...
16/08/2023

আবারও হ্যাকারদের কবলে বাংলেদশ।
ভারতীয় হ্যাকারদের কবলে বাংলাদেশ। দখলে নিয়েছে ২৫ টির ও বেশি প্রতিষ্ঠানের ওয়েবসাইট। হ্যাকিং এর আশঙ্কায় বন্ধ রয়েছে নির্বাচন কমিশনের সার্ভার।

আবারও হ্যাকারদের কবলে বাংলেদশ। ভারতীয় হ্যাকারদের কবলে বাংলাদেশ। দখলে নিয়েছে ২৫ টির ও বেশি প্রতিষ্ঠানের ওয়েবসাই...

16/08/2023

"হাদিস টা পড়ুন খুশিতে কাঁন্না চলে আসবে আল্লাহ যে' কত মহান।
হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ
হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?"
আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি"
আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে।
হযরত মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পাপি
হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে"প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"
আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"
হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।
মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী" .
আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা!
এই জঙ্গল কতবড়?
বাবা উত্তরে বলেছিলো,অনেক বড়।
ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি বড় কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।
ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!
তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।
হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে' নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি।
মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।
হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"
আমিন
রাসূল (সাঃ) বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
আবু দাউদঃ ৫১৫

ইলিশ ঘাস খায় না, খড় খায় না, খৈল, ভুষি বা ফিডও খায় না!  ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ পালতে দিনমজুরও রাখা লাগে না! ই...
05/08/2023

ইলিশ ঘাস খায় না, খড় খায় না,
খৈল, ভুষি বা ফিডও খায় না!
ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ পালতে দিনমজুরও রাখা লাগে না!
ইলিশ ইউক্রেন-রাশিয়া থেকেও আসে না কিংবা ইলিশ পুকুরেও চাষাবাদ করা হয় না!
নদী বা সমুদ্র থেকে জাল টেনে ধরে আনা ইলিশের দাম
গরু, ছাগলের মাংস থেকেও অনেক বেশী।
এর জন্য দায়ী কে,,,???
ইলিশ আমাদের জাতীয় মাছ!
সাধারণ মানুষ যদি সিজনের সময়ও ছয় মাসে একবার ইলিশ মাছ খেতে না পারে তাহলে এমন জাতীয় মাছ দিয়ে আমরা কি করবো?

04/08/2023
03/08/2023

You are in Target, be careful............
প্রতিপক্ষের হামলায় আহত ভিপি নূরকে দেখতে
হাসপাতালে বি এন পি মহাসচিব মির্জা ফখরুল সাহেব।

28/07/2023

রাত ২.৩০ মিনিটে জেগে জেগে
রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং এর উপকারিতা ও প্রয়োজনীয়তা বিষয়ে ইউটিউবে ভিডিও দেখে শিখলাম
আল্লাহ্‌ রহম করো......আমিন

07/07/2023

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিমেরঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। তবে আপাতত থাকবেন দেড় মাসের বিশ্রামে। এশিয়া কাপে তিনি ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
চট্টগ্রামে গতকাল সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। চট্টগ্রাম থেকে আজ ঢাকায় ফেরা তামিমকে গণভবনে ডেকেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান তামিম ইকবাল। সেখানে তামিমের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আয়েশা ইকবাল এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান।
প্রায় তিন ঘণ্টা পর প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমকে তামিম অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করা প্রসঙ্গে বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বাসায় দাওয়াত করেছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ, আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি, তাঁকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন (নাজমুল হাসান) ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।
তামিমের অবসর ভেঙে ফেরা কতট স্বস্তির, এমন এক প্রশ্নের জবাবে নাজমুল বলেছেন, ‘অবশ্যই। এটা সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়কই যদি না থাকে, আমরা খেলব কীভাবে!’

দেড় মাস পর এশিয়া কাপে তামিম অধিনায়ক হিসেবেই ফিরবেন কি না, এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘ইনশআল্লাহ।’

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts of Nazim Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thoughts of Nazim Bhai:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All