Md. Hanif Zamadder

Md. Hanif Zamadder Md Hanif Zamadder is ready to give youfull computer skill and Freelancing.
(5)

16/01/2023
12/01/2023

Hello everyone.

আলহামদুলিল্লাহ।Google Digital Garage , দীর্ঘ ২ ঘন্টা ৩০ মিনিট পরীক্ষা , যেখানে প্রায় ২২২ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে ...
20/12/2022

আলহামদুলিল্লাহ।

Google Digital Garage , দীর্ঘ ২ ঘন্টা ৩০ মিনিট পরীক্ষা , যেখানে প্রায় ২২২ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে The Fundamentals of Digital Marketing Certificate exam on 18/12/2022 সফলভাবে উত্তীর্ণ হয়েছি। ধন্যবাদ জানাই Mominul Islam Bappy স্যারকে এমন একটি link দেয়ার জন্য ।

13/12/2022

👉ফ্রিল্যান্সিং সম্পর্কে ফ্রি সেমিনার আছে। কেউ ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চান ? চাকরি/ লেখা পড়া/ ব্যবসা/ গৃহিণীর পাশাপাশি অবসর সময় টাকে কাজে লাগিয়ে নিজের স্কিল আফ করতে চান ? তাহলে আর দেরি নয়, সরাসরি কমেন্ট করুন বা ইনবক্সে যোগাযোগ করুন, সহযোগিতা করব ইনশাআল্লাহ।💥

13/12/2022

মানুষের মনের মধ্যে এমনভাবে
নিজের জন্য জায়গা করে নাও
যেন তুমি মরে গেলে তোমার জন্য
তারা দুয়া করে আর বেঁচে
থাকলে তোমাকে ভালবাসে।

___ হযরত আলী (রাঃ)

11/12/2022

রাগ মানুষের ঈমানকে নষ্ট করে,
হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে,
আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়।

_ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)

08/12/2022

৩৬৫ দিনের মধ্যে উত্তম দিন হলো ,
-আরাফাতের দিন
৩৬৫ রাতের মধ্যে উত্তম রাত হলো ,
-কদরের রাত
১২ মাসের মধ্যে উত্তম মাস হলো,
-রমযান মাস
৭দিনের মধ্যে উত্তম দিন হলো,
-জুম্মার দিন।

05/12/2022

খারাপ সময়ে সবার
দরজা বন্ধ হয়ে গেলেও
- আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না

02/12/2022

কাউকে বারবার ডাকলে সে বিরক্ত হয় ও রাগ করে।
-কিন্তু আল্লাহ কে বারবার
ডাকলে তিনি খুশি হন।

তোমরা সিজদায় বেশি- বেশি দোয়া করো।কেনোনা সিজদা হচ্ছে দোয়া।কবুলের উপযুক্ত সময়।মুসলিম হাদিস : ৮৭০
01/12/2022

তোমরা সিজদায়
বেশি- বেশি দোয়া করো।
কেনোনা সিজদা হচ্ছে দোয়া।
কবুলের উপযুক্ত সময়।
মুসলিম হাদিস : ৮৭০

01/12/2022

মায়ের সাথে উচ্চস্বরে-
কথা বলোনা
-কারন ' মা '
তোমাকে কথা বলা শিখিয়েছেন !

30/11/2022

আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন
এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।

__(সূরা বাকারা)

29/11/2022

মসজিদে প্রথম কাতারে যদি
ফকিরও বসে তাকে উঠানোর
ক্ষমতা কোনো রাজার নেই।
এটাই ইসলামের সৌন্দর্য।

28/11/2022

মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে
এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত
ব্যাক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত
--হযরতমোহাম্মদ (সাঃ)

27/11/2022

যখন তোমার নেক কাজে
আনন্দ হবে এবং নিজের
অসৎ কাজে দুঃখ হবে ,
তুখন তুমি নিজেকে মুমিন
মনে করো ।
[মুসনাদে আহমদ ৬-৩৪১, তিরমিযী ২-৩৯]

26/11/2022

যেসব মহিলারা স্বামী মারা
যাওয়ার পর এতিম সন্তানদের
পিছনে জীবন কাটিয়ে
দেয় তারা জান্নাতি।
-হযরত মুহাম্মদ (সঃ)

25/11/2022

আমরা শ্রেষ্ঠ নবি পেয়েছি
শ্রেষ্ঠ কিতাব পেয়েছি
শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি
আমরা সত্যিই ভাগ্যবান
-আলহামদুলিল্লাহ

24/11/2022

মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই,
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই।
যাকে তুমি আপন ভাবো সে হবে পর,
আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবর।

22/11/2022

মুহাম্মাদুর রাসূলুল্লাহ(সাঃ) বলেছেন,
আঙ্গুল চেটে না খাওয়া পর্যন্ত
কেউ যেন তার হাত মুছে বা ধুয়ে
না ফেলে । কেননা, সে জানে না
খাদ্যের কোন অংশে বরকত আছে ।
(সহিহ মুসলিম, হাদিস নং ৫১৯৬)

21/11/2022

সেই নারী সবচেয়ে
বেশি সুন্দর
যার মেকআপ হয়
প্রতিদিন
পাঁচ ওয়াক্ত ওযূর পানি ।

20/11/2022

নামাজ পড়তেই থাকুন।
হতাশ হবেন নাহ।
বিশ্বাস রাখুন আল্লাহ
সব কষ্ট দূর করবেন।

19/11/2022

যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে।
-আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন।

19/11/2022

ভাইরাস কে নয়
ভাইরাসের সৃষ্টিকর্তাকে ভয় করুন
-ইনাশাআল্লাহ তিনিই রক্ষা করবেন!

12/11/2022

আলহামদুলিল্লাহ আমার page
Md. Hanif Zamadder ফলোয়ার 1.4 K
লাইক 1.4 K.

বাপ বেটার সেলফি।
10/11/2022

বাপ বেটার সেলফি।

বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সারাজীবন, ভান্ডারিয়া বিহারী এসএসসি ২০০০ ব্যাচ। ধন্যবাদ এমন একটা ট্রিট দেওয়ার জন্য।
05/11/2022

বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সারাজীবন, ভান্ডারিয়া বিহারী এসএসসি ২০০০ ব্যাচ। ধন্যবাদ এমন একটা ট্রিট দেওয়ার জন্য।

Last Class
26/10/2022

Last Class

Address

House 399, West Rampura
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md. Hanif Zamadder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Hanif Zamadder:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All