Techz IQ

Techz IQ Welcome to our ‘Techz IQ’ page! we are trying to provide Latest Technology videos EVERYDAY for FREE! Thank you so much for your Love & Support.

If you enjoy our videos you can FOLLOW our PAGE for FREE! Keep watching & stay connected with us.

 # বিজ্ঞানের যাদু..... প্রকাশিত হলো নাসার অনন্য জেমস ওয়েব টেলিস্কোপের তোলা প্রথম ছবি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কিছ...
12/07/2022

# বিজ্ঞানের যাদু.....

প্রকাশিত হলো নাসার অনন্য জেমস ওয়েব টেলিস্কোপের তোলা প্রথম ছবি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কিছুক্ষণ আগে উন্মোচন করেন ছবিটি, যা অল্প সময়ের মধ্যেই সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছে।

ছবিটিতে দেখা গেল ২৫৮ আলোকবর্ষ দূরে উরসা মেজর নক্ষত্রপুঞ্জের একটি তারাকে। নাম ‘এইচডি ৮৪৪০৬’।

এ ছবির মধ্যে টেলিস্কোপটির প্রাথমিক আয়নার ‘সেলফি’ও রয়েছে। নাসা জানিয়েছে, প্রকাশিত ছবিটি একটি তারার মোজাইজ ছবি, যা টেলিস্কোপটির প্রাথমিক আয়নার ১৮ সেগমেন্ট ব্যবহার করে তোলা হয়েছে।

ছবিটি ২৫ ঘণ্টার প্রচেষ্টার ফসল। ১৫৬টি ভিন্ন স্থান থেকে এবং এনআইআর ক্যামের সেন্সর ব্যবহার করে তৈরি করা ১৫৬০টি ছবির প্রক্রিয়াকরণের মাধ্যমেই ভিজ্যুয়ালটি সামনে এসেছে।

এর আগে মহাকাশের এরূপ স্পষ্ট ছবি পাওয়া যায় নি, তাই এটি পেয়ে নাসার স্পেস টিম অনেক আনন্দিত। অনেকের মনে প্রশ্ন জেগেছে যে, আজকে প্রকাশিত এই ঐতিহাসিক ছবিটি ৪.৬ বিলিয়ন অর্থাৎ ৪৬০ কোটি বছরের আগের হলো কিভাবে?

এটা সহজে বুঝতে হলে আমাদের আলোক সময় সম্পর্কে জানতে হবে। আমরা জানি মহাবিশ্বের এই বিশাল থেকে বিশালতর দূরত্য গুলো আলোকবর্ষ দিয়ে প্রকাশ করা হয়। এখন বলি আলোক সময়টা কি? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় ৮ মিনিট ১৯ সেকেন্ড। আলোক সময়ের হিসেবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ৮.৩১ মিনিট আলোক সময়। আলোর গতির সাথে এই দূরত্ব হিসেব করা হয়। এখানে একটা কথা বলে রাখি পৃথিবী থেকে এই মুহুর্তে আমরা সূর্যের যে অবস্থা দেখছি তা সুর্যে ঘটে গেছে ৮ মিনিট ১৯ সেকেন্ড আগে। সূর্যে ঘটে যাওয়া ঘটনা পৃথিবীতে আসতে সময় নেয়৮ মিনিট ১৯ সেকেন্ড। মুলতো আমরা অতীত দেখতে পাই।

এখন আসি আলোক বর্ষে, আলো এক বছর সময়ে যতটুকু পথ অতিক্রম করতে পারে তাকে বলা হয় ১ আলোক বর্ষ। ১ আলোক বর্ষ = ৯.৪৬১×১০^১২ কিলোমিটার। এই বিশাল মহাবিশ্বের দূরত্ব যদি আমরা স্বাধারণ কি.মি. প্রকাশ করতে যায় তাহলে অনেক ভেজাল পোহাতে হবে।
আমাদের সৌর জগতের সবছেয়ে কাছে নক্ষত্র Proxima Centauri। পৃথিবী থেকে এর দূরত্ব ৪.২৪ আলোক বর্ষ। অর্থাৎ এই তারার আলো পৃথিবীতে আসতে সময় নে ৪বছর ৩মাস প্রায়। আমরা মুলত পৃথিবী থেকে যখন এই লক্ষত্রকে দেখতে পাই সেটা মূলত তার আরো ৪ বছর ৩ মাস আগের অবস্থা। সে হিসেবে মহাকাশের সকল কিছুরই অতিত দেখতে পাই আমরা।

জেমস ওয়েভ স্পেস টেলিস্কোপের যে ছবিটা প্রকাশ পেয়েছে তার দূরত্ব পৃথিবী থেকে ৪.৬ বিলিয়ন আলোক বর্ষ দূরে। অর্থাৎ এই ছবিতে আমরা গ্যালাক্সি গুলোর যে অবস্থান দেখছি তা মুলত ৪.৬ বিলিয়ন বছরের পূরনো।

একটা মজার হাইপোথিসিস আপনাদের বলি।
ধরুন ছবি তে প্রকাশিত কোন গ্যালাক্সির কোন একটি গ্রহ থেকে এই মুহুর্তে আমাদের চেয়েও উন্নত মস্তিষ্কের কোন প্রাণী আছে। তারা যদি আরো উন্নত কোন টেলিস্কোপ দিয়ে আমাদের পৃথিবীর তে নজর দেয় তাহলে তারা এই মুহুর্তে পৃথিবীতে ডাইনোসরের বিচরণ বা তার'ও পূর্বের অবস্থান দেখতে পাবে।

ছবিসূত্র: নিউইয়র্ক টাইমস।

ফেসবুকের পাসওয়ার্ড চুরি করছে যেসব অ্যাপআবারও নতুন ফিশিং অ্যাটাকের খবর সামনে এসেছে। অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে এই ফিশিং...
20/05/2022

ফেসবুকের পাসওয়ার্ড চুরি করছে যেসব অ্যাপ

আবারও নতুন ফিশিং অ্যাটাকের খবর সামনে এসেছে। অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে এই ফিশিং অ্যাটাক ফোনে ঢুকছে। এগুলো কেবলমাত্র ব্যক্তিগত তথ্যই হাতিয়ে নিচ্ছে, এমনটি নয়। একই সঙ্গে বাগিয়ে নিচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড। যা পৌঁছে যেতে পারে হ্যাকারদের হাতে।

সম্প্রতি ট্রেন্ড মাইক্রো নামের একটি সাইবার সিকিউরিটি সংস্থা এসব স্পাইওয়্যারসহ অ্যাপগুলোর নাম প্রকাশ্যে এনেছে। যার মধ্যে ৪০টি ভুয়া ক্রিপ্টো মাইনিং অ্যাপসহ মোট ২০০টিরে বেশি ফেসটেলার স্পােইওয়্যারের খোঁজ মিলেছে। মূলত এসব অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ক্রিপ্টোকারেন্সি চুরি করতো। ভয়ংকর তথ্য হলো, এরমধ্যে কয়েকটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ১ লাখের বেশি ডাউনলোড হয়েছে।

এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত কয়েকটি অ্যাপের নাম চলুন জেনে নেই। যা আপনার মোবাইল ফোনে থাকলে এখনই ডিলিট করে দিন-

১। ডেইলি ফিটনেস ওএল : এটি ফিটনেস অ্যাপ। দৈনিক ফিটনেসের জন্য অ্যাপের মধ্যে রয়েছে ইউটিলিটি ও টুল বিভাগ।
২। পানোরামা ক্যামেরা : স্মার্টফোন ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে এই অ্যাপ ব্যবহার হয়।
৩। ওয়াম ফটো : এটি ফটো এডিটর। ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কোলাজ তৈরিতে কাজে লাগে এই অ্যাপ।
৪। এনজয় ফটো এডিটর : এটাও একটা ফটো এডিটর অ্যাপ।
৫। ক্রিপ্টো মাইনিং ফার্ম ইউর ওউন কয়েন : এটা ক্রিপ্টোকারেন্সি অ্যাপ।
৬। ফটো গেমিং পাজেল: এটা একটা পাজেল গেম।

আপনার ফোনে এসব অ্যাপ ইনস্টল থাকলে এখনই বন্ধ করে দিন। গুগল সবাইকে সতর্ক করেছে। পাশাপাশি তাদের প্লে স্টোর থেকেও সরিয়ে নিয়েছে। যদিও থার্ড পার্টি ওয়েবসাইট থেকে .apk ফাইলের মাধ্যমে এই অ্যাপগুলো এখনও অ্যানড্রয়েড ফোনে ইনস্টল করা যায়।

স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল ক্যামেরাসহ আসছে নতুন ফোনস্যামসাং কাজ শুরু করে দিয়েছে নিজেদের ফোনে উন্নত মানের ক্যামেরা বসান...
16/05/2022

স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল ক্যামেরাসহ আসছে নতুন ফোন

স্যামসাং কাজ শুরু করে দিয়েছে নিজেদের ফোনে উন্নত মানের ক্যামেরা বসানোর জন্য। আগের বছর স্যামসাং প্রায় ২০০ মেগাপিক্সেলের আইএসওসিইএলএল এইচপি১ ক্যামেরা নিয়ে কাজ শুরু করে দিয়েছিল।

রিপোর্ট অনুযায়ী স্যামসাং তাদের নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা-তে ব্যবহার করতে পারে এই ক্যামেরা। এই সকল উন্নত ক্যামেরার প্রায় ৭০ শতাংশ কাজ করছে স্যামসাং ইলেকট্রো মেকানিকস এবং বাকিটা ম্যানুফ্যাকচার করছে স্যামসাং ইলেকট্রনিক্স ।

স্যামসাং তাদের ফোনে ২০০ মেগাপিক্সেলের সেন্সর কাজ করা শুরু হয়ে গিয়েছে। কিন্তু সবসময় বেশি মেগাপিক্সেল ব্যবহার করলেই বেটার কোয়ালিটি পাওয়া যায় না। এর ফলে স্যামসাং কোম্পানির এই বিষয়টির দিকেও নজর দেওয়া প্রয়োজন।

09/09/2021

Email and Gmail difference in bengali explanation.You must know What is email & what is Gmail and Difference between email & gmail in bangla (2021-2022).I ho...

জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন প্রবলেম এর সকল প্রকার সমস্যার সমাধান।  টু স্টেপ ভেরিফিকেশন সমস্যায় পড়ার আগে ভিডিওটি দেখে নি...
30/08/2021

জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন প্রবলেম এর সকল প্রকার সমস্যার সমাধান। টু স্টেপ ভেরিফিকেশন সমস্যায় পড়ার আগে ভিডিওটি দেখে নিন।

Two step verification all problem solved in gmail account. Protect your gmail id with verify your recovery email id. Keep your backup codes & secure gmail ac...

"এক সেকেন্ডেই ৫০ হাজার মুভি ডাউনলোড"মুভি ডাউনলোড করার জন্য এখন আর ২০-৩০ মিনিট অপেক্ষা কর‍তে হবে না। মাত্র এক সেকেন্ডেই...
28/07/2021

"এক সেকেন্ডেই ৫০ হাজার মুভি ডাউনলোড"

মুভি ডাউনলোড করার জন্য এখন আর ২০-৩০ মিনিট অপেক্ষা কর‍তে হবে না। মাত্র এক সেকেন্ডেই ডাউনলোড করা যাবে। তাও আবার একটি-দুটি নয়, সেকেন্ডে ডাউনলোড করা যাবে ৫০ হাজার মুভি।

এমনই অকল্পনীয় দ্রুত গতির ইন্টারনেটের জন্য বিশ্ব রেকর্ড গড়েছে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি। প্রায় ৩ হাজার কিলোমিটার এলাকা জুড়ে প্রতি সেকেন্ডে ৩১৯ টেরাবাইট (টিবিপিএস) গতির ইন্টারনেটের নজির সৃষ্টি হয়েছে দেশটিতে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, এর আগে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ছিল ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের। সেখানে গবেষকরা ১৭৮ টিবিপিএস-এর রেকর্ড গড়েছিলেন। এবার তার প্রায় দ্বিগুণ গতির ইন্টারনেট দেখা গেলো জাপানে।

অনেকের মনে প্রশ্ন আসতে পারে ইন্টারনেটের এত গতি দিয়ে কী হবে? না, মুভি ডাউনলোডের জন্য এত গতি মোটেও নয়। আসলে দ্রুত ডেটা ব্যাক আপ, আপডেট ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ তথ্যাবলী, বৈজ্ঞানিক গবেষণা, মহাকাশ অভিযানের ডেটা স্ট্রিমিং ও আপডেট, প্রচুর তথ্যের ব্যাক আপ নেওয়া ইত্যাদি কাজে এ ধরনের দ্রুতগতির ইন্টারনেট প্রয়োজন।

দ্রুতগতির ইন্টারনেট সম্পর্কে কিছু তথ্য:

১. টিবিপিএস মানে টেরাবিটস পার সেকেন্ড।

২. বিশ্বের সর্বোচ্চ ফিক্সড-লাইন ব্রডব্যান্ড গতির রেকর্ডের মালিক সিঙ্গাপুরে। এই গতির পরিমাণ ২০১৫ এমবিপিএস।

৩. তাত্ত্বিকভাবে ১৭৮ টিবিপিএস-এ মাত্র এক সেকেন্ডের মধ্যে পুরো নেটফ্লিক্স ডাউনলোড করা সম্ভব। এদিকে নতুন রেকর্ডের স্পিড ৩১৯ টিবিপিএস। অর্থাৎ, পুরো নেটফ্লিক্স ২ বার ডাউনলোড করা যাবে এক সেকেন্ডে।

৪. নাসার সিস্টেম প্রতি সেকেন্ডে ৪০০ জিবিপিএস গতিতে চলে।

26/07/2021
""ভালো মেমোরি কার্ড চেনার উপায়""স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেই মেমোরি কার্ডের সঙ্গে পরিচিত। অনেকে একে এসডি কার্ড হিসেব...
22/07/2021

""ভালো মেমোরি কার্ড চেনার উপায়""

স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেই মেমোরি কার্ডের সঙ্গে পরিচিত। অনেকে একে এসডি কার্ড হিসেবে চেনেন। স্মার্টফোনের স্টোরেজ বাড়ানোর জন্য এই কার্ড ব্যবহৃত হয়।

মেমোরি কার্ডের অনেকগুলো ক্যাটাগরির ব্যাপারে বেশিরভাগ ব্যবহারকারীই জানেন না। এই ক্যাটাগরিগুলোর ওপর নির্ভর করে স্মার্টফোনের গতি। অপেক্ষাকৃত কম দাম কিংবা ধীরগতির মেমোরি কার্ড ফোনের জন্য ভালো না। অর্থাৎ এ কারণে অনেক সময় ফোনের পারফরমেন্স স্লো অথবা হ্যাং হয়ে যেতে পারে।

মেমোরি কার্ডের ক্যাটাগরিগুলোর মধ্যে কোনোটির জন্য ফোনের পারফরমেন্স ধীরগতির হয়, আবার কোনোটির জন্য ফোনের পারফরমেন্স দ্রুতগতির। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে, কোন মেমোরি কার্ডে ফোনের পারফরমেন্স দ্রুত হয়? সেই বিষয়ে চলুন জেনে নেওয়া যাক-



আইফোনে কেন মেমোরি কার্ড ব্যবহৃত হয় না?

এ কথা সবাই জানে আইফোনে এক্সটার্নাল অপারেটিং সিস্টেম বা মেমোরি কার্ড ব্যবহার করা যায় না। এর কারণ কী? যখন কোনো স্মার্টফোনে মেমোরি কার্ড ব্যবহারের জন্য কোনো অপশন থাকে তখনই ব্যবহারকারী বিভিন্ন ক্যাটাগরির মেমোরি কার্ড সেখানে ব্যবহার করেন। এভাবে ক্যাটাগরি ভিন্ন হওয়ায় ফোনের পারফরমেন্সের তারতম্য হতে থাকে। অর্থাৎ একেক জনের ফোনের পারফরম্যান্স একেক রকম হয়। বিশেষজ্ঞরা বলেন, ফোনের পারফরমেন্স ধরে রাখার জন্যই আইফোনে মেমোরি কার্ড ব্যবহারের অপশন রাখা হয়নি।

একই মডেলের স্মার্টফোন কিনেও পারফরম্যান্স এক নয় কেন?

অনেক ব্যবহারকারীই একটি সমস্যার কথা বলেন। একই মডেল ও কোম্পানির ফোন কেনার পরেও দুজনের ফোনের পারফরম্যান্সে পার্থক্য দেখা যায়। কেন এমন পার্থক্য দেখা যায়?

বিশেষজ্ঞরা এর উত্তর দিয়েছেন, দুজন ব্যবহারকারীর ২ ধরনের মেমোরি কার্ড ব্যবহার করার কারণে পারফরমেন্সে এমন পার্থক্য দেখা যায়।



কীভাবে ভালো মেমোরি কার্ড চিনবেন?

আমরা সবাই একটি জিনিস ভালোভাবে জানি। সেটি হলো মেমোরি কার্ডের ওপর প্রতিষ্ঠানের নাম এবং স্টোরেজ উল্লেখ করা থাকে। মেমোরি কার্ডে কিছু ধরন রয়েছে। যেমন এসডি, এসডিএইচসি ও এসডিএক্সসি।

যেসব মেমোরি কার্ডের ওপর এসডি লেখা থাকে, সেসব মেমোরি কার্ড সাধারণত ১২৮ মেগাবাইট (এমবি) থেকে ২ গিগাবাইট (জিবি) পর্যন্ত হয়ে থাকে।

এসডি মেমোরি কার্ডের পরেই রয়েছে এসডিএইচসি। এগুলো ‘হাই-ক্যাপাসিটি’ এবং ৪ গিগাবাইট (জিবি) থেকে ৩২ গিগাবাইট (জিবি) পর্যন্ত হয়ে থাকে।

এসডিএইচসি মেমোরি কার্ড হয় এক্সটেন্ডেড ক্যাপাসিটি। এগুলো ৬৪ গিগাবাইট (জিবি) থেকে ২ টেরাবাইট (টিবি) হয়।

বেশিরভাগ স্মার্টফোনে এসডি ও এসডিএইচসি কার্ড ব্যবহৃত হয়। আর যে ফোনগুলো এক্সটেন্ডেড ক্যাপাসিটি সাপোর্ট করে, সেগুলোতে এসডিএক্সসি কার্ড ব্যবহার করা যায়।

ফোনে কেমন গতির মেমোরি কার্ড ব্যবহার করা যায়?
বিশেষজ্ঞরা বলেন, মেমোরি কার্ডে ইংরেজি ‘সি’ এর মতো একটি চিহ্ন রয়েছে। যেখানে নির্দিষ্ট একটি নাম্বার দেওয়া থাকে। প্রকৃতপক্ষে এই ‘সি’ ক্লাস এবং ভেতরের নাম্বারটি দ্বারা বোঝানো হয় কার্ডটি কোন ক্লাসের। এই ক্লাসগুলো ক্যাটাগরি সাধারণত ‘ক্লাস টু- ২ এমবি, ক্লাস ফোর- ৪ এমবি, ক্লাস সিক্স- ৬ এমবি, ক্লাস টেন- ১০ এমবি’ এমন হয়ে থাকে। তবে কোনো কোনো মেমোরি কার্ডের উপরে লেখা থাকে ‘ইউএইচ ওয়ান- ১০ এমবি, ইউএইচ থ্রি- ৩০ এমবি’। ‘ইউএইচ’ দ্বারা বোঝানো হয় আল্ট্রা-স্পিড। অর্থাৎ এগুলো ক্ষীপ্রগতির হয়ে থাকে।

প্রশ্ন ওঠে, কোন মেমোরি কার্ডের গতি সবচেয়ে বেশি?
এর উত্তর হলো, ক্লাস টু’র ২ মেগাবাইট (এমবি), ক্লাস ফোরের ৪ এমবি, ক্লাস সিক্সের ৬ এমবি এবং ক্লাস টেনের গতি ১০ এমবি হবে। এগুলোর মধ্য থেকেই বের করা যায় কোন মেমোরি কার্ডের গতি সবচেয়ে বেশি। কারণ এগুলোকে স্বাভাবিক গতি অথবা ‘নরম্যাল স্পিড’ হিসেবে ধরা হয়। তার মধ্যে ক্লাস টু, ক্লাস ফোর ও ক্লাস সিক্স ক্যাটাগরি ব্যবহৃত হয় শুধু ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে। এগুলো স্ট্যান্ডার্ড ও এইচডি ভিডিও রেকর্ডিংয়ের জন্য ব্যবহৃত হয়।
কেউ যদি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে চান, তাহলে ক্লাস টেন ও ইউএইচ ওয়ান ক্যাটাগরি ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞরা ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের জন্য এগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

যাদের ফোনে ‘ফোর-কে’ বা ‘টু-কে’ এই ২ ধরনের ভিডিও অপশন রয়েছে, তাদের ইউএইচ থ্রি মেমোরি কার্ড ব্যবহার করা উচিত।বিশেষজ্ঞরা বলেন, ক্লাস টেন ও ইউএইচ ওয়ান ক্যাটাগরির মেমোরি কার্ডগুলো সবচেয়ে দ্রুতগতিতে কাজ করতে পারে। তাই মেমোরি কার্ড কেনার সময় এগুলো দেখে নেওয়া উচিত।

21/07/2021

How To Setup 2 Step Verification In Gmail Account Bangla 2020 | Activate Gmail Two Step Verification.Hello dear friennds,In This video i will share you How T...

21/07/2021

How To Recover Forgotten Gmail Id & Password 2020|Google Account Recovery|Lost Email Id Reset Bangla.Hello dear friennds,In This video i will share you how t...

21/07/2021

friends how to Control Your Phone With Your Voice 2020 and how to access you phone with your voice with google voice in bangla 2021.how its work if you wan...

21/07/2021

How To Log out And Remove Permanently Gmail Account In Computer or Laptop or PC 2020 Bangla.how to remove gmail account in computer 2020 bangla.sign out gmai...

কতদিন পর পর পাসওয়ার্ড বদলানো উচিত?অনলাইনে একটি পাসওয়ার্ডই যেন সবকিছু। ই-মেইল, ব্যাংকিং, ফেসবুকসহ অনেক অ্যাকাউন্টের নিরাপ...
20/07/2021

কতদিন পর পর পাসওয়ার্ড বদলানো উচিত?

অনলাইনে একটি পাসওয়ার্ডই যেন সবকিছু। ই-মেইল, ব্যাংকিং, ফেসবুকসহ অনেক অ্যাকাউন্টের নিরাপত্তায় থাকে পাসওয়ার্ড।

তবে কতদিন পরপর পাসওয়ার্ড বদলানো উচিত? সে তথ্য কি জানেন? আপনার এরকম প্রশ্নের একটু অন্যরকম উত্তর দিলেন গুগলের প্রধান নির্বহিী সুন্দর পিচাই। কতদিন অন্তর পাসওয়ার্ড বদলান তিনি?

সুন্দর পিচাই জানালেন, বারবার পাসওয়ার্ড বদলান না তিনি। বরং টু-ফ্যাক্টর অথেন্টিকেশনেই বিশ্বাসী তিনি। এর মাধ্যমে পাসওয়ার্ড দিলেও ফোন নম্বর বা ই-মেইলের মাধ্যমে আসা ওটিপি দিলেই লগ-ইন হয়। বারবার পাসওয়ার্ড বদলানোর থেকে এটিই বেশি কার্যকরী বলে মত তাঁর।

বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে সুন্দর পিচাই জানান, আমাকে সব সময় নতুন প্রযুক্তি, সফটওয়্যার ট্রাই করে দেখতে হয়। সেই কারণে নিয়মিত নতুন নতুন ফোন ব্যবহার করতে হয়।

তিনি বলেন, বিভিন্ন কাজে আমার কাছে ২০টি ফোন থাকে। নানা অ্যাকাউন্ট লগ-ইন করতে এসব ফোন ব্যবহার করতে হয়। সবসময় আমি ওটিপি ব্যবহার করি।

তিনি মনে করেন নতুন প্রজন্মের জীবনের একটা বড় অংশ হয়ে দাঁড়াবে প্রযুক্তি। তাই এর সঙ্গে শুরু থেকে তাদের খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন।

"কম দামে ফোল্ডএবল স্মার্টফোন আনছে স্যামসাং"আগামী মাসে দেখা মিলতে পারে নতুন স্যামসাং ফোল্ডএবল স্মার্টফোনের। ধারণা করা হচ্...
17/07/2021

"কম দামে ফোল্ডএবল স্মার্টফোন আনছে স্যামসাং"

আগামী মাসে দেখা মিলতে পারে নতুন স্যামসাং ফোল্ডএবল স্মার্টফোনের। ধারণা করা হচ্ছে, আগের ফোল্ডএবল মডেলের তুলনায় নতুন মডেলের দাম কম রাখবে স্যামসাং। অন্তত সেরকম-ই আভাস দিয়েছেন শিল্প সূত্ররা।

ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে কোরিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন গ্যালাক্সি জেড ফোল্ড৩ –এর দাম এক হাজার সাতশ’ ৪৪ ডলার (১৯ লাখ ৯০ হাজার ওন) নির্ধারণ করতে পারে স্যামসাং। সে হিসেবে আগের মডেলের তুলনায় নতুন মডেলের দাম কমছে ১৭ শতাংশ।

গত বছরের সেপ্টেম্বরে গ্যালাক্সি জেড ফোল্ড ২ উন্মোচন করেছিল স্যামসাং। সে সময় ফোনটির দাম ধরা হয়েছিল এক হাজার নয়শ’ ৯৯ ডলার ৯৯ সেন্ট। পরে চলতি বছরের এপ্রিলে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ এক প্রতিবেদনে জানায়, গ্যালাক্সি ফোল্ড ২ এর দাম দুইশ’ ডলার কমিয়ে এক হাজার সাতশ’ ৯৯ ডলার ৯৯ সেন্ট করছে স্যামসাং।

শুধু নতুন গ্যালাক্সি জেড ফোল্ড ৩ নয়, নতুন গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ এর দামও কমাবে স্যামসাং। আগের মডেলের তুলনায় ২২ শতাংশ কম দামে ফোনটি কিনতে পারবেন আগ্রহীরা। শিল্প সূত্ররা বলছেন, ১২ লাখ ৮০ হাজার ওন মূল্যে আসতে পারে গ্যালাক্সি জেড ফ্লিপ ৩।

কোরিয়া টাইমস বলছে, নিজেদের ফোল্ডএবল স্মার্টফোনের বিক্রি বাড়াতে চাইছে স্যামসাং, দাম কমানোর পদক্ষেপটি সেজন্যই নেওয়া। এ ছাড়া অ্যাপলের সঙ্গেও বাজার লড়াইয়ে এগিয়ে থাকতে চাইছে দক্ষিণ কোরিয়ান এ প্রযুক্তি জায়ান্ট। বছর শেষে অ্যাপলেরও ফোল্ডএবল স্মার্টফোন আনার কথা রয়েছে।

আশা করা হচ্ছে, ১১ অগাস্ট নতুন দুই ফোল্ডএবল স্মার্টফোনের ব্যাপারে জানাবে স্যামসাং। নতুন অ্যাকসেসরিজও আনবে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, সেপ্টেম্বরে নতুন আইফোন আনবে অ্যাপল।

৫জি প্রযুক্তির অধিগ্রহণ ও সচেতনতা তৈরিতে ‘৫জি একাডেমি’ চালু করলো রিয়েলমিতরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়ে...
15/07/2021

৫জি প্রযুক্তির অধিগ্রহণ ও সচেতনতা তৈরিতে ‘৫জি একাডেমি’ চালু করলো রিয়েলমি

তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সবার মাঝে ৫জি বিষয়ক জ্ঞান এবং এই প্রযুক্তির সুবিধা সম্পর্কে অবহিত করতে রিয়েলমি ৫জি একাডেমির কার্যক্রম শুরু করেছে।

৫জি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ইতোমধ্যে রিয়েলমি ৫জি একাডেমির প্রথম পর্ব প্রচার করেছে। প্রথম পর্বে ডিজিটাল ট্রান্সফর্মেশন টেক উদ্যোক্তা রিসালাত সিদ্দিক এ প্রযুক্তি সম্পর্কে তাঁর দৃষ্টিকোণ তুলে ধরেন। সেখানে তিনি ৫জি প্রযুক্তির বিভিন্ন দিক এবং ৫জি কীভাবে আমাদের প্রতিদিনের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনবে তা নিয়ে আলোচনা করেন।
রিসালাত সিদ্দিক বলেন, ‘পাঁচটি মৌলিক চাহিদা ছাড়াও এখন আমাদের আরও একটি চাহিদা তৈরি হয়েছে, সেটি হলো ইন্টারনেট। দুর্দান্ত গতির ৫জি নেটওয়ার্ক আমাদেরকে এই ৫টি মৌলিক চাহিদা অর্জনেও সহায়তা করবে। এটি বি২বি (বিজনেস টু বিজনেস) ও বি২সি (বিজনেস টু কনজিউমার) কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখবে। উদাহারণ হিসেবে বলা যায়, এখন কোনো জটিল রোগ বা অসুস্থতার জন্য মানুষকে রাজধানীতে আসতে হয়, তবে ৫জি নেটওয়ার্ক চালু হলে গ্রামে থেকেই চিকিৎসা নেয়া যাবে। ৫জি’র সুপার লো-ল্যাটেন্সি ইন্টারনেটের সাহায্যে চিকিত্সকরা রাজধানী থেকেই প্রান্তিক পর্যায়ের মানুষের অপারেশন করতে পারবেন।’

তরুণ প্রজন্ম কেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে রিয়েলমি সবসময়ই তরুণদের জন্য সর্বোচ্চ সুবিধা প্রদান করছে। এখন যেহেতু ৫জি-তে ট্রান্সফরমেশনের সময় এসেছে, তাই রিয়েলমি তরুণদের জন্য সেরা ৫জি অভিজ্ঞতা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতে সবার জন্য ৫জি নিশ্চিত করতে দেশের বাজারে সবচেয়ে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন নিয়ে আসতে থাকবে রিয়েলমি।

প্রত্যেকের জন্য ৫জি প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরির লক্ষ্যে সম্প্রতি রিয়েলমি স্থানীয় বাজারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন ‘রিয়েলমি ৮ ৫জি’ নিয়ে এসেছে। শুধু তাই নয়, একটি ওয়েবিনারেরও আয়োজন করা হয়েছে যেখানে রিয়েলমি, ই-কমার্স, রিসার্চ ফার্মের বক্তারা এবং টেক রিভিউয়ার ৫জি প্রযুক্তি সম্পর্কে তাঁদের দৃষ্টিভঙ্গি ও এর সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।

আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি স্মার্টফোন সরবরাহের লক্ষ্যে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। রিয়েলমি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫ জি ফোন ছাড়াও রিয়েলমি আরও অনেক এআইওটি পণ্য তরুণ ক্রেতাদের জন্য বাজারে নিয়ে আসবে। ৫জি প্রযুক্তির অধিগ্রহণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং সবার জন্য ৫জি নিশ্চিত করতে রিয়েলমি আগামী দিনে আরও বেশি স্মার্ট ডিভাইস বাজারে নিয়ে আসবে।

"৮০ কিলোমিটার চলবে একবার চার্জে!!!"হেলিও এইচ-১০০ নামে নতুন একটি ইলেক্ট্রিক সাইকেল বাজারে এনেছে ভারতের কর্ণাটক রাজ্যের টা...
15/07/2021

"৮০ কিলোমিটার চলবে একবার চার্জে!!!"

হেলিও এইচ-১০০ নামে নতুন একটি ইলেক্ট্রিক সাইকেল বাজারে এনেছে ভারতের কর্ণাটক রাজ্যের টাচ ইলেক্ট্রিক। মঙ্গলবার (৬ জুলাই) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, হাইব্রিড স্টাইলের ইলেক্ট্রিক সাইকেলটি একবার চার্জেই টানা ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর মূল্য প্রায় ৫০ হাজার রুপি। এর অন্য মডেলগুলো হলো- হেলিও এম-১০০, হেলিও এম-২০০, হেলিও এইচ-২০০।

টাচ ইলেক্ট্রিকের ওয়েবসাইট থেকে এটি বুকিং দেওয়া যাচ্ছে। নতুন ইলেক্ট্রিক সাইকেলটি ব্যবহারকারীর চলাফেরায় নতুন মাত্রা যোগ করবে আশা করছে টাচ ইলেক্ট্রিক।

সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রঘু কেরাকাট্টি বলেন, হেলিও এইচ-১০০ নামে এই ইলেক্ট্রিক সাইকেল বাজারে নতুন সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে।

একই সঙ্গে টাচ ইলেক্ট্রিক দাবি করেছে, নতুন ইলেক্ট্রিক সাইকেল হেলিও এইচ-১০০ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়েছে। সাইকেলটি ইন্টেলিজেন্ট কন্ট্রোলার, লিথিয়াম-আয়ন ব্যাটারি ও ২৫০-ডব্লিউ রিয়ার বিএলডিসি হাব মোটর দিয়ে তৈরি হয়েছে।

ভারতের কর্ণাটকের মহিশূরের ম্যানুফ্যাকচারিং ইউনিটে সাইকেলটি তৈরি করা হয়েছে। দেশটির সব ধরনের অঞ্চলেই এটি চালানো যাবে। তবে সাইকেলটি বাংলাদেশে পাওয়া যাবে কি না এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রিয় বন্ধুরা,  New Update 2021 সালে কিভাবে Custom URL সেট করবেন? মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন।কোন প্রবলেম হলে নিচে কমেন্...
28/04/2021

প্রিয় বন্ধুরা, New Update 2021 সালে কিভাবে Custom URL সেট করবেন? মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন।কোন প্রবলেম হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন|
আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন | ধন্যবাদ |
ভিডিও টি দেখার লিংক : https://youtu.be/qW0TaCk1HLc

youtube custom url new update how to set custom url for youtube channel in 2021 bangla or how to enable youtube custom url [bangla 2021].set custom url.কিভাব...

প্রিয় বন্ধুরা, যারা জিমেইল একাউন্টের টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করতে চান তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন।কোন প্রবলেম হলে ...
25/04/2021

প্রিয় বন্ধুরা, যারা জিমেইল একাউন্টের টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করতে চান তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন।কোন প্রবলেম হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন|
আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন | ধন্যবাদ |
ভিডিও টি দেখার লিংক : https://youtu.be/gCQofJEupgw

কঠোর এই লকডাউনে যে কোনো প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার জন্য বাংলাদেশ পুলিশের মুভমেন্ট পাস অ্যাপ থেকে অনুমতি পত্র 2-মিনিটের...
15/04/2021

কঠোর এই লকডাউনে যে কোনো প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার জন্য বাংলাদেশ পুলিশের মুভমেন্ট পাস অ্যাপ থেকে অনুমতি পত্র 2-মিনিটের মধ্যে নিয়ে কোন ঝামেলা ছাড়াই বাইরে যান।
আবেদন যেভাবে করবেন ভিডিও লিংক :https://youtu.be/t0r1u4heLh8

প্রিয় বন্ধুরা,  অনলাইন সিকিউরিটির জন্য টু স্টেপ ভেরিফিকেশন বা two-factor অথেন্টিকেশন আপনাকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচি...
10/04/2021

প্রিয় বন্ধুরা, অনলাইন সিকিউরিটির জন্য টু স্টেপ ভেরিফিকেশন বা two-factor অথেন্টিকেশন আপনাকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচিয়ে রাখতে কতটুকু গুরুত্বপূর্ণ ???
ভিডিও হট লিংক : https://youtu.be/M1DR5pR6O18

যে কোন ভাষা টাচ করলে বাংলা হয়ে যাবে 😲😲😎😎
21/03/2021

যে কোন ভাষা টাচ করলে বাংলা হয়ে যাবে 😲😲😎😎

How To Translate English To Bangla 2020 Best App For Messenger,whatsapp, or any social site.Dear friennds, In This video i will share best Translate app for ...

একসাথে ৩টি সুপার মোবাইল ফোন লঞ্চ করল শাওমি বাংলাদেশ।  ,  ,
05/11/2020

একসাথে ৩টি সুপার মোবাইল ফোন লঞ্চ করল শাওমি বাংলাদেশ। , ,

Best 3 ta upaiye Screenshot nin computer & laptop theke...https://youtu.be/p0mTt1GYIjM
12/08/2020

Best 3 ta upaiye Screenshot nin computer & laptop theke...
https://youtu.be/p0mTt1GYIjM

How To Take Screen Shot In Laptop Or Computer Bangla Screen Capture 2020. how to screen shot on pc | screen capture bangla 2020 | snipping tool screen shot b...

https://youtu.be/IxKDJ-Xj_08
07/08/2020

https://youtu.be/IxKDJ-Xj_08

How To Setup 2 Step Verification In Gmail Account Bangla 2020 | Activate Gmail Two Step Verification.Hello dear friennds,In This video i will share you How T...

gmail account sotik vabe khulun...https://youtu.be/agx_8rHzK7Q
05/08/2020

gmail account sotik vabe khulun...

https://youtu.be/agx_8rHzK7Q

How To Create Gmail Account In Computer 2020 Bangla | Create Email Id.How to create gmail id or account in computer or laptop or pc bangla.Hello dear friennd...

gmail account sotik vabe khulun....https://www.youtube.com/watch?v=NaWPNZJQ_Po
04/08/2020

gmail account sotik vabe khulun....

https://www.youtube.com/watch?v=NaWPNZJQ_Po

how to create a gmail account in mobile 2020 bangla.Hello dear friennds,In This video i will share you how to create a new gmail account on android mobile ph...

https://youtu.be/IXmv5QOhjiI
31/07/2020

https://youtu.be/IXmv5QOhjiI

Google Voice Translate Bangla To English App 2020 Update Gboard the google keyborad.translate english to bangla and bangla to english with voice or sound 202...

akbar try kore dekhun...https://youtu.be/l6GQL6lam9Y
29/07/2020

akbar try kore dekhun...
https://youtu.be/l6GQL6lam9Y

Translate English To Bangla 2020 Best App For Messenger Hello dear friennds, In This video i will share best Translate English To Bangla Best App 2020 For fa...

19/07/2020

Free Facebook and social media have been turned off by BTRC by Bangladesh...🙄🙄

10/07/2020

Address

City Centre, Motijheel, Dhaka Bangladesh
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Techz IQ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Techz IQ:

Share


Other Digital creator in Dhaka

Show All

You may also like