Sailor Imran

Sailor Imran Life is a journey to Almighty.
(7)

10/11/2024
05/06/2024

ফাইনালি দায়িত্ত হ্যান্ড ওভার করে এখন বাড়ির পথে আলহামদুলিল্লাহ। লাস্ট কয়েক দিনের স্মৃতিতে ASL Shipyard, Indonesia 😊
দোয়া চাই🥰🇧🇩

নাইট লাইফ বাংলা রোডফুকেট, থাইল্যান্ড
20/04/2024

নাইট লাইফ
বাংলা রোড
ফুকেট, থাইল্যান্ড

ঈদ মোবারক 😍সমস্ত প্রশংসা মহান রবের, যিনি আমাকে সম্মানিত করেছেন। গত ২০ দিনের প্রস্তুতিকে আল্লাহ পাক নিজ দয়ায় সার্থকতা  ...
10/04/2024

ঈদ মোবারক 😍
সমস্ত প্রশংসা মহান রবের, যিনি আমাকে সম্মানিত করেছেন।
গত ২০ দিনের প্রস্তুতিকে আল্লাহ পাক নিজ দয়ায় সার্থকতা দিয়েছেন।

ইন্সপেকশন শেষে আজ ঈদের দিন বেশ রিলাক্স পেলাম আমরা।

পরিবারের কাছের মানুষ থেকে দুরে নাবিক পরিবারের সাথে
পাকিস্তানে আজকের ঈদের দিনের স্মৃতি দীর্ঘকাল মনে রাখার মত। গত এক বছরের বেশি সময় একই জাহাজে আছি এর মাঝে এক মাস ছুটিতে ছিলাম মাত্র।

পরিবার ছেড়ে যারা কন্টিনিউয়াস দূরে থাকেন তাদের কাছেই মাত্র এই ফিলিংসটা পরিচিত।

ফাইনালি সময় ঘনিয়ে আসছে একটু লম্বা সময় ছুটিতে যাওয়ার। পরিবারের কাছের মানুষগুলোকে খুব বেশি মিস করছি যাদের কন্টিনিউয়াস সাপোর্ট আমাকে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। বিশেষ করে আমার বাবা মা সহ আমার বেস্ট ফ্রেন্ড(ছেলের মা) আমার ছেলে ভাই-বোন এদেরকে বেশি মিস করি।

মেজ বোনের ছেলেটা বেশ অসুস্থ যাকে নিয়ে গত দিন পোস্ট দিয়েছিলাম। এ বিষয়টা মনকে খুব পোড়াচ্ছে। পুরো পরিবারের জন্য এটা একটা সংকটপূর্ণ অবস্থা।

আল্লাহ এই পরীক্ষা সহজ করে আমাদের তানভীরকে সম্পূর্ণ সুস্থতা সহকারে বাড়ি ফেরার তৌফিক দিন। ওর মা - বাবার হৃদয়কে শান্ত করুন।

সবার কাছে এই ব্যাপারে দোয়াপ্রার্থী।

সুখবর!! সুখবর!!  সুখবর!! সমস্ত প্রশংসা মহান রবের। সবাইকে অসংখ্য ধন্যবাদ তানভীর এর ব্যাপারে  পোস্ট শেয়ার করার জন্য। তানভ...
22/03/2024

সুখবর!! সুখবর!! সুখবর!!

সমস্ত প্রশংসা মহান রবের।

সবাইকে অসংখ্য ধন্যবাদ তানভীর এর ব্যাপারে পোস্ট শেয়ার করার জন্য।

তানভীরকে পাওয়া গেছে।

আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা মহান রবের।। তানভীর কে পাওয়া গেছে। নিচের পোস্ট বিবৃতি দয়া করে এভয়েড করুন 😊আপনাদেরকে অসংখ্য...
21/03/2024

আলহামদুলিল্লাহ!
সকল প্রশংসা মহান রবের।।
তানভীর কে পাওয়া গেছে।

নিচের পোস্ট বিবৃতি দয়া করে এভয়েড করুন 😊

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।মন থেকে সকলের জন্য দোয়া ও শুভকামনা।

# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

সবার কাছে আমার আকুল আবেদন ।।।

প্লিজ শেয়ার করুন।।

নিজেকে আমার এ জীবনে কখনো এতটা অসহায় মনে হয় নি 🥲🥲🥲🥲

আমার মেজো বোনের একমাত্র ছেলে তানভীর।
তানভীর কিছুদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
ডাক্তারদের ধারণা অনুযায়ী এই ডেঙ্গু তার স্বাভাবিক চিন্তাশক্তিতে বিকৃতি ঘটিয়েছে।
গতকাল 21 Mar 2024 সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হসপিটাল থেকে সে কাউকে না বলে বের হয়ে যায়।
এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি ।
থানাতে এই ব্যাপারে জিডি করা হয়েছে।

কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ।

আমার বিশ্বাস, সে বেঁচে আছে।
আপনাদের একটা শেয়ার আমার বোনের কলিজা ঠান্ডা করতে পারে হয়তো। 😪😪😪

সোহরাওয়ার্দী হসপিটাল ওয়ার্ড নাম্বার ৪২১, বেড নাম্বার ২৫

দিনের বিভিন্ন সময়ে তোলা😊লোকেশন: তারাহান, ইন্দোনেশিয়া
17/03/2024

দিনের বিভিন্ন সময়ে তোলা😊
লোকেশন: তারাহান, ইন্দোনেশিয়া

দোয়াপ্রার্থী সেসব বাংলাদেশী  নাবিকদের জন্য, যারা সোমালিয়ান পাইরেটস দের হাতে বন্দী। আল্লাহ প্রতিটি নাবিকদের পরিবারের ধৈ...
16/03/2024

দোয়াপ্রার্থী সেসব বাংলাদেশী নাবিকদের জন্য, যারা

সোমালিয়ান পাইরেটস দের হাতে বন্দী।

আল্লাহ প্রতিটি নাবিকদের পরিবারের ধৈর্য ধরার তৌফিক দান করুন।

সোমালিয়ান পাইরেসি একটা আন্তর্জাতিক বিজনেস।
এই বিজনেসের মুখোশ উন্মোচক হোক।
নাবিকদের জাহাজী জীবন সুরক্ষিত হোক 🙂

ছবিতে জুনিয়র নাবিক 🫢 ইমরান 🥰

আসসালামু আলাইকুম। সবার প্রতি শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভাল আছেন,  আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি। ইন্দোনেশ...
11/03/2024

আসসালামু আলাইকুম।
সবার প্রতি শান্তি বর্ষিত হোক।
আশা করি সবাই ভাল আছেন, আল্লাহর অশেষ
মেহেরবানীতে আমিও ভালো আছি।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মাঝের মালাক্কা স্ট্রেট থেকে গতকাল সন্ধ্যায় ক্যামেরাবন্দি নতুন চাঁদ মামা🥰

18/01/2024
রাতে বন্দরের একটি অংশ।পৃথিবীর এমন কোন পোর্ট সম্পর্কে আমার জানা নাই যেটাতে.... রাতে অপারেশন  বন্ধ থাকে।এখন বাজে রাত ১.৪৫🫣...
17/01/2024

রাতে বন্দরের একটি অংশ।
পৃথিবীর এমন কোন পোর্ট সম্পর্কে আমার
জানা নাই যেটাতে.... রাতে অপারেশন বন্ধ থাকে।

এখন বাজে রাত ১.৪৫🫣
নিকোচিয়া, আর্জেন্টিনা।

13 Jan 2024La Plata, Argentina
13/01/2024

13 Jan 2024
La Plata, Argentina

রোজারিও,  আর্জেন্টিনা 😍🇧🇩
08/01/2024

রোজারিও, আর্জেন্টিনা 😍🇧🇩

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sailor Imran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sailor Imran:

Videos

Share