Poem by Sanaul Haque

Poem by Sanaul Haque I am very simple person. I like to simple persons.

02/02/2024

বাঙলা মোদের মাতৃভাষা
(সনেট)
- সানাউল হক লাবলু

বাঙলা মোদের মাতৃভাষা - ভালোবাসা,
এই ভাষাতেই, প্রকাশ মনের আশা।
সহজ ও সুন্দর, এই বাঙলা ভাষা,
জীবন দিয়েই প্রতিষ্ঠিত, এই ভাষা।
কথা ও কাজের, খুব অমিল যাদের,
বাঙলা ভাষাতেই, অসম্মান তাদের।
লালসায় গড়েছে, সম্পদের পাহাড়,
ভাষার মাধ্যমে, অপব্যবহার যার।

আলোর পৃথিবীতে, সুন্দর ভাষা চাই,
বাঙলা ভাষার কোনই, বিকল্প নাই।
পৃথিবীর শ্রেষ্ঠই হোক, বাঙলা ভাষা,
সবদিক দিক দিয়ে সেরা, এই ভাষা।
মাও শিশুর ভাষা, বাঙলা ভাষা থাক,
সুখ ও শান্তিতে মহাবিশ্ব, ভরে যাক।

(মহা বিশ্বের সকলের বাঙলাকে প্রধান ভাষা করার আশায়, আমার সনেট কবিতা।)

ঢাকা, ২৪০, ০২-০১-২০২৪, বিকাল ৪:১০ এ.এম.

29/12/2023

কবিতা তোমায় দিয়েছি ছুটি,
খেয়ে দেয়ে হয়ে গেছো মুটি।

05/11/2023

যুদ্ধ নয় মহামারী চাই
(সনেট)
- সানাউল হক লাবলু

যুদ্ধ নয়, মহামারী চাই, সত্যি কথা,
অমানুষেই মানুষ মারে, লাগে ব্যথা।
করোনা মহামারীতে, তারা শাস্তি পায়,
শ্রষ্টার দুনিয়ায়, যারা রাজত্ব চায়।
সবল মানুষ, দূর্বলকে বোমা মারে,
পাখির মতো মানুষ মারে, গুলি করে।
করে না পরোয়া, পাপ পূণ্যের বিচার,
মিসাইল হামলায়, চলে অনাচার।

বিশ্ব শান্তির জন্যই, বিশ্ব নেতা চাই,
পরোপকারী মানুষের, বিকল্প নাই।
স্বার্থের কারনে, মারামারি শুধু চলে,
নির্দোষকে দোষী করে, মিথ্যা কথা বলে।
দুদিনের দুনিয়া, অমর কেহ নাই,
গুলিতে নয়, মহামারীতে মৃত্যু চাই।

(মহা বিশ্বের সকল দুর্বল মানুষের উপর সবলের চাপানো যুদ্ধ বন্ধের আশায়, আমার সনেট কবিতা, সবাই, সবার জন্য দোয়া করবেন।)

ঢাকা, ২৩৯, ০৬-১১-২০২৩, রাত ১২:১০ এ.এম.

20/10/2023

কাজের চাপের মাঝে
(সনেট)
- সানাউল হক লাবলু

শত ব্যস্ততা ও কাজের চাপের মাঝে,
অনেক সহযোগিতাই, পেয়েছি কাজে।
একদল কর্মঠ ও তরুণ বন্ধুর,
সবসবময়-সকাল, দুপুর, সাঝে।
কাজের মধ্যে গড়ি, সুখ-শান্তি জীবন,
ক্লান্তি ভুলে সাজাবো, আনন্দের ভুবন।
দুর্দিন ও অসময়, মোকাবিলা করে,
সবার কষ্ট দূর হবে, দুহাত ধরে।

চলার পথে মনে থাকুক, নব আশা,
মনে রাখি সদা, সকলের ভালোবাসা।
হাসিমুখে করি কাজ, সকলের সাথে,
সাফল্য আর সুনামে থাকি, এক পথে।
সুন্দর পৃথিবী গড়ি, ভালো কাজ দিয়ে,
সকল গর্ব হোক, সোনার ছেলে নিয়ে।

(সকলের ভালো কাজের মাধ্যমে, একে অপরের সহযোগিতায়, সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে, ৭ মাস পরে কবিতাটি লিখলাম।)

ঢাকা, ২৩৮, ২১-১০-২০২৩, রাত ১২:২০ এ.এম.

04/10/2023

এখন ঢাকায় বৃষ্টি হচ্ছে? আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে? জানতে চাই🌧️🌧️🌧️

03/10/2023
02/10/2023

মানুষ কি খাবে?
কম দামে খাবার,
কোথায় পাবে?

02/10/2023

মানুষ কি করবে?
জান্নাতে কি ভিসানীতির প্রভাব পড়বে??

30/09/2023

শুভ জন্মদিন -চ্যানেল আই

- সানাউল হক লাবলু

শুভ জন্মদিন, আমাদের চ্যানেল আই,
যে চ্যানেলের সাথে, কারো তুলনা নাই।
সামনে এগিয়ে যাবে, নতুন সাহস ও উদ্যমে,
শুভ কামনা করি, আমরা প্রতি জনে জনে।
চব্বিশ ছেড়ে, পঁচিশে পাও দিলো,
ভরা যৌবনে, সবাইকে আপন করে নিলো।
অনেক কষ্ট, যন্ত্রনা, বাঁধা, বিপত্তি পেরিয়ে,
দূর্বার গতিতে, আলোর পথে চলছে এগিয়ে।

সত্যের সন্ধানে, প্রতিদিন করে যুদ্ধ,
চালাচ্ছে চেষ্টা প্রানপণ, মিথ্যাকে করে রূদ্ধ।
একঝাঁক সাহসী তরুণ, নিবেদিত প্রাণ,
ঝুঁকি নিয়ে করছে কাজ, বাজী রেখে জান।

সবার হৃদয়ে আছে, মোদের চ্যানেল আই,
এক নজরে, পুরো বাংলাদেশ দেখতে পাই।
চ্যানেল আই, সবসময় চোখ খুলে রাখে,
দেশের সব মানুষকে, সন্তানের মতো দেখে।

হাল ধরেছেন, মোদের শাইখ সিরাজ ভাই,
বাংলার কৃষি বিপ্লবে, যার তুলনা নাই।
আরো আছেন, ফরিদুর রেজা সাগর ভাই,
সাগরের মতো বিশাল, দেশপ্রেম দেখতে পাই।

দেশের দূ্র্যোগে, চ্যানেল আই এগিয়ে আসে,
অভাবী জনতার, সাহায্য থাকে পাশে।
জাতীয় সমস্যা সমাধানে, অবদান রাখে,
দেশ ও জাতির স্বার্থে, সদা জাগ্রত থাকে।

নীতির সাথে কখনো, আপোষ করে না,
স্বার্থের জন্য কখনো, খারাপ পথ ধরে না।
সত্য ও সঠিক সংবাদ, প্রচারে অঙ্গীকার আছে,
অসহায়, নিরুপায় মানুষ, তাই আশায় বাঁচে।

ভালো ও আনন্দের নাটক, সিনেমা দেখি,
আদর্শ অনুষ্ঠান দেখার, প্রতিক্ষায় থাকি।
ধনী ও গরীবের সবার প্রিয়, চ্যানেল আই,
আম জনতার, নির্ভরতার স্থান পেয়েছে তাই।

আজীবন চালু থাকুক, আমাদের চ্যানেল আই,
সবাই এই প্রার্থনা, স্রষ্টার কাছে জানাই।
হৃদয়ের আসনে থাকুক, চ্যানেল আই,
সম্মানের শ্রেষ্ঠ স্থান, সারা বিশ্বে চাই।

( আমাদের সবার প্রিয় চ্যানেল আইয়ের, ১লা অক্টোবর জন্মদিন উপলক্ষ্যে, আমার অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা ও শুভ কামনা করে, আমার কবিতা )

ভালো সুযোগ পেয়েও, পাগলামি করে সিরিজ হারালো বাংলাদেশ।
29/09/2023

ভালো সুযোগ পেয়েও, পাগলামি করে সিরিজ হারালো বাংলাদেশ।

বিস্তারিত... https://tinyurl.com/2p3ykawb

29/09/2023

কারো জন্য কুয়া খুড়লে, সেই কুয়ায় নিজে পড়ে।

29/09/2023

জুম্মা মোবারক।
মহান আল্লাহ তায়ালা, সবাইকে শান্তি দান করুন, আমিন।

এই কথা টাও, কোন অধিনায়কের কথা হতে পারে না। দেশ ও দলের প্রয়োজনে, যোগ্য অধিনায়ক হিসেবে খেলতে হবে। জয় হোক, বাংলাদেশের ক...
29/09/2023

এই কথা টাও, কোন অধিনায়কের কথা হতে পারে না। দেশ ও দলের প্রয়োজনে, যোগ্য অধিনায়ক হিসেবে খেলতে হবে। জয় হোক, বাংলাদেশের ক্রিকেটের গর্ব, পঞ্চ পান্ডবের বন্ধুত্বের।

মহান আল্লাহ তায়ালা, বাংলাদেশকে বিশ্বকাপ জয় করার শক্তি দান করুন। আমিন।

ক্রিকেট বিশ্বকাপের পর আর কখনও অধিনায়কত্ব করবেন না সাকিব আল হাসান। টি-স্পোর্টসের এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ব...

28/09/2023

নকলে ভরে গেছে দেশ,
আসলের জীবন,
এখন শেষ।

আজব দেশের, আজব ছিনতাইকারী,নারীরা সব পারে, হাটে ভাঙ্গে হাঁড়ি।
27/09/2023

আজব দেশের, আজব ছিনতাইকারী,
নারীরা সব পারে, হাটে ভাঙ্গে হাঁড়ি।

বিস্তারিত কমেন্টে...

26/09/2023

মিথ্যার জোয়ার এলো,
সত্য ভেসে গেল।

17/09/2023

মিথ্যা এখন এমনভাবে বলে,
সত্যবাদী তখন মুখ, লুকিয়ে চলে।

17/09/2023

সমাজে অশিক্ষিত কেউ বেকার নেই- যত বেকার আছে, সব শিক্ষিত লোক।

10/03/2023

দূর্ঘটনার পরে
(সনেট)
- সানাউল হক লাবলু

দূর্ঘটনার পরে, কিছু মানুষ ধরে,
ঘটনার জন্য, তদন্ত কমিটি করে।
বিচার বিশ্লেষণের, তাগিদেই তারা,
একে অপরের দোষের, ঝগড়া করে।
নিজের কাজ, সঠিক তারা করে নাই,
অন্যকে ফাঁসাতে, বিন্দুমাত্র ছাড়ে নাই।
সারাবছরে পাপে, কিনে নতুন গাড়ি,
একের পরে আরেক, গড়ে নব বাড়ি।

দূর্ঘটনার পরে, দৌড়ঝাপ করেন,
কিছু দিনের জন্য, সাধুর পথ ধরে।
এর কোন কিছুর, অনুমোদন নাই,
তড়িঘড়ি তদন্তে, এই রিপোর্ট পাই।
সব দূর্ঘটনার, ঠিক বিচার চাই,
দোষীদের শাস্তি দিয়ে, শান্তি যেন পাই।

(সকল দূর্ঘটনার সঠিক বিচারের আশায়, আমার সনেট কবিতা।)

ঢাকা, ২৩৭, ১১-০৩-২০২৩, রাত ১২:১০ এ.এম.

আলহামদুলিল্লাহ।অনেক দিন পরে, আমার মেজ দাদা, জনি, হুমা ও জুম্মানের সাথে সাক্ষাৎ হয়। কাজের অনেক ব্যস্থতার কারনে, কারো বাস...
08/02/2023

আলহামদুলিল্লাহ।
অনেক দিন পরে, আমার মেজ দাদা, জনি, হুমা ও জুম্মানের সাথে সাক্ষাৎ হয়। কাজের অনেক ব্যস্থতার কারনে, কারো বাসায় যাওয়া হয় না। যদিও আমার অফিসের কাছেই দাদার বাসা।

পথে আছি (সনেট)- সানাউল হক লাবলুপথে আছি, পথেই চলি, পথেই খাই,জীবনে চলার পথে, কোন সুখ নাই।মিছে আশা, ভালোবাসা, সবই কল্পনা,আপ...
26/01/2023

পথে আছি
(সনেট)
- সানাউল হক লাবলু

পথে আছি, পথেই চলি, পথেই খাই,
জীবনে চলার পথে, কোন সুখ নাই।
মিছে আশা, ভালোবাসা, সবই কল্পনা,
আপন মনে, বালুঢড়ে আঁকি আল্পনা।
ক্ষণিকের পৃথিবীতে, বড় - ছোট পথ,
দ্রুত থেমে যাবে, জীবন চলার রথ।
লোভ - লালসায় পড়ে, মিথ্যা নিয়ে লড়ো,
যমের সামনে, অর্থের বড়াই করো।

বাঁকা পথ ছেড়ে দিয়ে, সোজা পথে আসো,
রাস্তার ধূলাবালিতে, ভালো করে কাশো।
পথে -ঘাটে কষ্ট করে, শেষে সুখ করো,
চোরের গলি ছেড়ে, আলোর পথ ধরো।
দুস্থ মানবের তরে, সব করো দান,
সব রক্ষা পাবে, বাঁচবে সবার মান।

(ক্ষণিকের পৃথিবীতে, জীবন চলার পথে কষ্ট করে, পরকালের মহাশান্তির আশায়, আমার সনেট কবিতা।)

ঢাকা, ২৩৬, ২৭-০১-২০২৩, রাত ১২:১০ এ.এম.

22/01/2023

যে খেয়েছো,
সে আরো খাও।
যে না খেয়েছো,
সে চলে যাও।

18/01/2023

দাঁতে আছে ব্যথা,
বন্ধ আছে কথা।
সবার দোয়া চাই।

31/05/2022

Best wishes for all success.

22/05/2022

শিক্ষক মোদের গুরু
(সনেট)
- সানাউল হক লাবলু

শিক্ষক মোদের গুরু, মনে রাখা চাই,
তাদের মতো আদর্শবান, কেউ নাই।
সততার সাথে, বহু কষ্ট করে চলে,
শত বিপদেও, সত্য পক্ষে কথা বলে।
ঘূনে ধরা সমাজে, শিক্ষক ভালো নাই,
তাই তাদের, লাঞ্ছনার প্রমান পাই।
মহৎ ভাবে বেঁচে থাকা, বড় কঠিন,
কোন দিন শোধ হবে না, শিক্ষকের ঋণ।

শিক্ষক মোদের, সবার মাথার তাজ,
তাদের বদৌলতে, শিক্ষার্থী করে রাজ।
ভালো জাতি গঠনে, অগ্রগামী শিক্ষক,
মহান, নিবেদিত প্রাণ, করে না ভোগ।
সদা সবক্ষেত্রে, তাদের সম্মান চাই,
সুন্দর দেশে, শিক্ষকের বিকল্প নাই।

(শ্রদ্বেয় শিক্ষকদের মর্যাদা রক্ষায়, আমার এক নাতির অনুরোধে লেখা, আমার সনেট কবিতা।)

ঢাকা, ২২৬, ২৩-০৫-২০২২, রাত ১২:৩০ এ.এম.

02/05/2022

ঈদের আনন্দ
(সনেট)
- সানাউল হক লাবলু

ঈদের আনন্দ, ভরে থাক আজীবন,
শত বিপদেও, খুশিতে থাকুক মন।
পুরানো সব কষ্ট ও গ্লানি ভুলে যাবে,
অসহায়কে সাহায্যে, আনন্দই পাবে।
সুনামের ঈদ উপহারে, সর্বনাশ,
খুশির পরিবর্তে, ভাগ্যে জীবন নাশ।
স্বার্থপরতা, ঈদের খুশি ম্লান করে,
পূন্যের পরিবর্তে তাদের, পাপে ধরে।

ঈদের আনন্দ চলুক, বছর জুড়ে,
শতবার নব খুশিতে, আসুক ঘুরে।
ঈদের জামাতে, ধনী ও গরীব মিলে,
কোলাকুলি চলুক, অহংকার ভুলে।
ঈদের আনন্দের জোয়ারে, সবে মিলে,
ভেসে যাবে, নব আনন্দের খালে-বিলে।

(পবিত্র ঈদ উপলক্ষে, সবার ঈদের আনন্দ আজীবন চলমান থাকার আশায়, আমার সনেট কবিতা।)

ঢাকা, ২২৫, ০৩-০৫-২০২২, রাত ১২:৩০ এ.এম.

Address

27, Shantinagar, Level/18
Dhaka
1217

Telephone

+8801714499555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poem by Sanaul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poem by Sanaul Haque:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All