মেডিকেলিয়ান সার্কাসম

মেডিকেলিয়ান সার্কাসম আপনার মতামত প্রকাশ করুন।

10/12/2023
24/11/2023

৯ টার দিকে ভাবলাম, আজকে পড়াশোনা করে একদম উল্টে ফেলবো সব, ফোনের নেট অফ করে একদম চোখ কান বন্ধ করে পড়তে বসলাম।
পড়া শুরুও করলাম। বইয়ের কোনো এক টপিকে "পোস্ট-অপারেটিভ" শব্দটা থেকে আমার মনে পড়লো পোস্টমর্টেম। আহা! থার্ড ইয়ারের সোনালি দিন! সেখান থেকে মনে পড়লো, একদিন ফরেনসিক আইটেমে স্যার জিজ্ঞেস করেছিলেন, তোমার কোনো ফোবিয়া আছে নাকি? সেই আইটেমে স্যারের সব প্রশ্ন তো বেশ ভালোই মনে আছে দেখছি!
আর কি কি মনে আছে ভাবতেই স্মৃতিতে এলো, কলেজের প্রোগ্রামে সাদা শার্ট পরা সুদর্শন এক সিনিয়রের কথা, কিন্তু সিনিয়রের ফেইস কোনোভাবেই মনে করতে পারছি না। মানে এটাও সম্ভব? কি অদ্ভুত কান্ড!
অদ্ভুত থেকে মনে এলো, বারমুডা ট্রায়াঙ্গাল আর স্নেক আইল্যান্ড এর কথা। দুনিয়াতে আল্লাহ সবকিছু কোনো না কোনো কারণে সৃষ্টি করেছেন। শুধু সাপ বানালেই হতো, দুনিয়াতে সাপের পুরো একটা দ্বীপ দেবার কি দরকার ছিলো? কুমির, বানর, খরগোসের দ্বীপ না দিয়ে কেনো সাপের দ্বীপই দিলেন? বিষয়টা কতো অদ্ভুত না?
এই বিরল প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব কালকে অলরেডি আমি আমার এক বন্ধুকে দিয়েছিলাম। ফোনটা আসলে সেটা জানার জন্যই হাতে নিয়েছিলাম, তদন্ত কতদূর হলো জানবো বলে। এরপর কিভাবে যেন এতো সময় পার হয়ে গেলো বুঝলাম না। এখন এই যে পোস্ট লিখছি।
তো, এই হইতেছে আমার বর্তমান অবস্থা। এটা তো নমুনা মাত্র! সত্যিকার অবস্থা আরো জটিল। 🙂

~অনু

29/10/2023

ডা. নেহাল সার্জারী ওয়ার্ড থেকে তার Wife ডা. শামান্তা কে দেখতে Medicine ward এ গেলো।
গিয়ে দেখে শামান্তা কে দিয়ে প্রফেসর স্যার এক বুড়ো পুরুষ রোগীর Precordium Examination করাচ্ছে। সে রোগীর বুকে হাত দিয়ে দিয়ে Palpate করছে। Stetho বসিয়ে Heart sound শুনছে। শামান্তার সাথে চোখাচোখি হতেই নেহাল দ্রুত পায়ে হন হন করে Ward থেকে বের হয়ে গেলো।

শামান্তা Professor কে Excuse me Sir বলে ward থেকে বের হয়ে গেলো। কিন্তু নেহাল নেই।
নেহাল কোথায় গেলো?

শামান্তা জানে নেহাল এখন ডাক্তার ক্যান্টিনে গিয়ে নির্ঘাত বিড়ি ধরিয়েছে। সে ডাক্তার ক্যান্টিনের দিকে হাটা দিলো। গিয়ে দেখে নেহাল জানালার দিকে চেয়ার ঘুরিয়ে বিড়ি টানছে। শামান্তা গিয়ে তার পাশে একটা চেয়ার টেনে বসলো। কিন্তু নেহাল চেয়ার ঘুড়িয়ে নিলো। তার চোখে পানি।
শামান্তা তার কাধে হাত রেখে বললো, " কি হয়েছে আমার বাবুটার?"
নেহাল বিড়ি টা নিচে ফেলে পায়ে পিষতে পিষতে কান্না ধরা গলায় বললো, " তাতে তোমার কি? যাও চাচার Heart sound শুনো, চাচার বুকে হাত বুলিয়ে আসো! "

শামান্তা নেহালের থুতনিতে হাত দিয়ে ঘুরিয়ে চোখাচোখি করলো তারপর বললো,

👩🏻‍⚕️: ওলে আমার বাবুটা রে! ঠিক আছে যাও আমি আর কোন পুরুষ রোগীর Examination করবো না! স্যার করতে বললে বলবো, " Sorry sir আমার Husband এর নিষেধ আছে।"
এবার খুশিতো আমার বাবুটা?

নেহাল আর শামান্তা হাতে হাত রেখে ভালবাসার চাহুনি দিলো। শামান্তা ভাবছে, সত্যি এই মানুষ টা তাকে কতো ভালবাসে। ❤️❤️

বিপদ ঘটলো এই সময়, এক Intern দৌড়ে এসে বললো, " ভাই আপনারে স্যার 34 নম্বর বেডের মহিলাটার DRE( Digital re**al examination) করতে বলছেন এখনি। "

শামান্তা সাথে সাথে নেহাল হাত ঝাকি দিয়ে ছাড়িয়ে নিলো।
নেহাল বললো, " কি ব্যাপার! কি হয়েছে আমার মিষ্টি বউটার?"
শামান্তা অন্যদিকে মুখ ফিরিয়ে কান্না ধরা গলায় বললো, "আমার হাতে আর হাত দিতে হবে না, আমি তোমার কে? যাও যেখানে তোমার স্যার হাত দিতে বলছে সেখানে গিয়ে হাত দাও।আমার কাছে কি? "
নেহালের চোখে আবার পানি এলো!
আহা! এই মেয়েটা তাকে সত্যি কতো ভালবাসে! 😒

~ডাঃ সওগাত এহসান

গালে টোল পড়া আসলে শারীরিক বিকৃতি। টোল হলো মাসল প্যারালাইসিস বা তিল হলো বিনাইন টিউমার। তোমরা আসলে অসুখ নিয়ে ঢং করো!🙂
26/10/2023

গালে টোল পড়া আসলে শারীরিক বিকৃতি। টোল হলো মাসল প্যারালাইসিস বা তিল হলো বিনাইন টিউমার। তোমরা আসলে অসুখ নিয়ে ঢং করো!🙂

23/10/2023

আপনারা ব্যায়াম করুন সুস্থ থাকুন।
উহ আহ...বলতে ভুলবেন না যেনো
~Dr Muhammad Jahangir Kabir

21/10/2023

লং কেসে ভালো পেশেন্ট পাওয়া, জীবনে ভালো লাইফ পার্টনার পাওয়া থেকেও জরুরি 🙂
~sara

20/10/2023

😌

18/10/2023

নব্বইয়ের দশকের সিনিয়ররা কি এভাবেই ডিউটিতে ফাঁকি দিতেন?
উনাদের সময়কার ভালোবাসা দেখতেও ভালোলাগে।

~Anika Haque Mohua
সেশন:১৫-১৬

18/10/2023

some one - তোদের ছুটি কয়দিন?🙂
Me - ব্যাচমেটরা যে কয়দিন নেয়..🤲

~Amartya Sen Dip

এই ছবিটা রঙ্গ করে অনেকেই শেয়ার দিচ্ছে। অনেকেই দেখি একে ওকে ট্যাগ দিয়ে মজা নিচ্ছে।যেখানেই ছবিটা দেখলাম, প্রায় শতভাগই হাহা...
14/10/2023

এই ছবিটা রঙ্গ করে অনেকেই শেয়ার দিচ্ছে। অনেকেই দেখি একে ওকে ট্যাগ দিয়ে মজা নিচ্ছে।
যেখানেই ছবিটা দেখলাম, প্রায় শতভাগই হাহা রিএক্ট দিয়েছে।

কিন্তু এটা আসলে খুব চমৎকার ছবি, যেটা দিয়ে বোঝানো যায় একজন মানুষের ডেডিকেশন এর লেভেল। কতটা অধ্যবসায়ী হলে তার বই এর ছবি এমন হতে পারে সেটা বলাই বাহুল্য। এই ছবিটা আমার নিজের zoology বইটার কথা মনে করিয়ে দিল। আমার বইয়ে হয়তো এর চেয়েও বেশি তথ্য লিখেছিলাম আর দাগিয়েছিলাম।

খুব বাজে একটা ব্যপার লক্ষ্য করি আজকাল, অধ্যবসায় আর পরিশ্রমকে নিরুৎসাহিত করা।একটু পড়তে দেখলেই " আর কত পড়বি!" এসব বলে খো!টা দেওয়া। অনেককে লুকায়ে পড়তে দেখেছি এসব কথা থেকে বাঁচতে, যেন পড়াশোনাটা লজ্জার বেপার।কেন ভাই? সাফল্য কি আপনা হতে ধরা দিবে?মেধা অনুযায়ী কম বেশি পরিশ্রম সবাইকেই করতে হয়, তাই " আমি কিচ্ছু পড়িনি" এটা শুনে অনুপ্রাণিত হবার কিছু নেই। বরং এই লেভেল এর পড়াশোনার চিন্তাভাবনাই তোমাকে এগিয়ে নিতে পারবে।

- © Supto

09/10/2023

প্রফের ভাইবার আগের দিন ডেমো ক্লাসে ছাত্রদেরকে বললাম, "সব প্রশ্নের উত্তর তোমাদের হয়তো কমন পড়বেনা। তবে এক্সটার্নাল আনকমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে একদম চুপ করে থাকবেনা। নিজের বেসিক থেকে মোটামুটি বলে দেয়ার চেষ্টা করবে। স্যার যেন বুঝতে পারেন তুমি ওই টপিক সম্পর্কে কিছুটা হলেও জানো। এটা একটা পজিটিভ ইম্প্রেশন ক্রিয়েট করবে। বুঝতে পেরেছো?"
"জ্বি স্যার।" সমস্বরে উত্তর।

পরের দিন ভাইবা বোর্ডে।

এক্সটার্নাল: 'বাবা বলতো, What is Tumour Marker?'
বুদ্ধিমান ছাত্র (কিছুক্ষণ চিন্তা করে): This is a special type of MARKER PEN by which a tumour is marked. Usually the colours are fluorescents.

এক্সটার্নাল আমার দিকে তাকিয়ে বললেন, 'ওয়াও'। 😲

-রায়হান-উল আরেফীন

প্রথমবারের মত কারো কপাল খুলতে দেখলাম 🤣🤣
09/10/2023

প্রথমবারের মত কারো কপাল খুলতে দেখলাম 🤣🤣

05/10/2023

প্রতিটি মেডিকেলেই এমন কিছু শিক্ষক থাকে যারা হচ্ছেন "beauty with brain"❣️
এমন শিক্ষক সহ সকল শিক্ষকদের জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা

15/09/2023

মাইকেলের সকালের ক্লাস🫡

02/09/2023

পরীক্ষার আগের রাতে মাইকেল🙂

Address

Sector 11, Uttara
Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডিকেলিয়ান সার্কাসম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies