Traveling with seaman

Traveling with seaman নাবিকদের সমুদ্র জীবন, নাবিকদের পেশা সম্পর্কে জানুন এবং দেখুন।
(4)

18/12/2023

জাহাজ নিয়ে মানুষের মধ্যে এত কৌতূহল কেন?

জাহাজের সামনে থেকে পিছনে, উপরে থেকে নিচে সব কিছু দেখার জন্য এবং জানার জন্য দেখতে থাকুন আমার এই ভিডিওটি। ধন্যবাদ।

আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি জাহাজের সামনের অংশটি কেমন এবং সামনে থেকে জাহাজটি দেখতে কেমন দেখায়।

16/12/2023

৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্র’মহানির বিনিময়ে এই লাল সবুজ পতাকা।

বিজয়ের ৫৩ বছরে বাংলাদেশ 🇧🇩

08/12/2023

তোমার রান্নার হাতটা একটু......দেখব...........🤩
রান্না করতে কে না পছন্দ করে....📢
আমি মনে করি রান্না একটি শখ।

06/12/2023

রাত ১২.০০টা, জাহাজ নিয়ে পর্তুগালের বন্দরে অবস্থান আমাদের হঠাৎ অনেক বড়ো বড়ো আওয়াজে ঘুম ভেঙে গেল। মনে হইতে ছিলো জাহাজের আশেপাশে বোমা মারতেছে। বাহিরে যেয়ে দেখি Sunday নাইট পালন করতেছে।আসলে জাহাজ থেকে বন্দরের আশেপাশে এমন দৃশ্য খুব কমই দেখা যায়।

04/12/2023

জাতীয় সম্পদ কয়লা📢
কয়লা লোডিং📢
ভিডিওটি ধারণ করা হয় এ বছরের জুন মাসে।

01/12/2023

ভিয়েতনামের [SUN WORLD] অসম্ভব সুন্দর একটি জায়গা।
২০১৯ সালে জাহাজ নিয়ে যখন ভিয়েতনামে যাই, তখন ভিয়েতনামের Ha long শহরে ঘুরতে যাই। সেখানে SUN WORLD নামে একটি পার্কে যাই যেটি কিনা অসম্ভব সুন্দর একটি জায়গা ছিলো।

30/11/2023

আসসালামু আলাইকুম,
যেহেতু আমি জাহাজ থেকে দেশে চলে এসেছি তাই এখন থেকে আমার আগের পুরনো জাহাজের কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করবো।
আশা করি সবাই আমার পেজটিকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।

When I was a cadet onboard.💔 2014
30/11/2023

When I was a cadet onboard.💔 2014

28/11/2023

মনে হচ্ছে আকাশে ভেসে বেড়াচ্ছি.......

26/11/2023

জাহাজ নিয়ে মিশরে যাবেন আর পিরামিড দেখতে যাবেন না এটা কোন কথা🙂

23/11/2023

জাহাজের আজব রান্নাঘর থেকে আজব খাবার কলার মোচা দিয়ে নুডুলস।
চাইনিজ জাহাজে থাকতে থাকতে অনেক ধরনের নতুন নতুন খাবারের অভিজ্ঞতা হয়েছে কিন্তু কলার মোচা দিয়েও যে নুডুলস রান্না করে খাওয়া যায় সেটা জানা ছিল না আমার,
তাই আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি বাংলাদেশের বিখ্যাত কেকা আপুর মতো আমারও একটি নতুন মজার রান্নার ভিডিও, কলার মোচা দিয়ে নুডুলস।

20/11/2023

জাহাজি নাবিকের বাড়ি ফেরা, পার্ট : ৩ (শেষ পর্ব)
মেক্সিকো থেকে বাংলাদেশে আসতে তিন দিন সময় লাগলো।

16/11/2023

জাহাজি নাবিকের বাড়ি ফেরা, পার্ট :২ (যত পারো তত খাও)
মেক্সিকো থেকে বাড়ি আসার আগে দুইদিন আমাদের হোটেলে অবস্থান করতে হয়েছিলো।
আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হোটেলে অবস্থানকালীন সময়ে আমরা সকালের নাস্তা, দুপুরের খাবার আর রাতের খাবারে কী কী খেয়েছিলাম।
আপনি যতই ভালো খাবার খান না কেন, ভাত ছাড়া মন ভরে না, কারন আমরা বাঙালি।

16/11/2023

বাবুটা কিউট না?

14/11/2023

জাহাজি নাবিকের বাড়ি ফেরা, পার্ট :১
For more followers : Traveling with seaman

13/11/2023

আলহামদুলিল্লাহ, জাহাজে নতুন নাবিকরা চলে এসেছে।

12/11/2023

বিশাল আকৃতির জাহাজ গুলোকেও আল্লাহর বিশাল সমুদ্রের মাঝে ছোট্ট একটি পিঁপড়ের মতো মনে হয়।

11/11/2023

নিজের দেশের নদীর পরিবেশকে রক্ষা করা আমাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

জাহাজ থেকে নেমেছি পাঁচদিন হলো আর এই পাঁচদিন যাবত ভাত খাই না। আসলে ভাত পাই না কোথায়ও তারপরও পেটটা বেড়ে গেলো…!
09/11/2023

জাহাজ থেকে নেমেছি পাঁচদিন হলো আর এই পাঁচদিন যাবত ভাত খাই না। আসলে ভাত পাই না কোথায়ও তারপরও পেটটা বেড়ে গেলো…!

07/11/2023

বন্ধুরা ছোটবেলায় মাছ ধরে থাকলে আপনার সেই অনুভূতি গুলো জানতে চাই।

04/11/2023

এমন খোলামেলা পরিবেশে বসে কি কখনো চুল কেটেছেন?

03/11/2023

বাড়ি ফেরার আগে আমেরিকার বন্দরে এটাই আমার শেষ কার্গো লোডিং।
আমেরিকার এই বন্দর থেকে আমরা খাদ্যশস্য লোডিং করব। এই খাদ্যশস্য গুলো আমরা আনলোড করব মেক্সিকোতে। আমেরিকার এই মিসিসিপি নদী থেকে মেক্সিকোর বন্দরে যেতে আমাদের সময় লাগবে মাত্র দুই দিন। ইনশাআল্লাহ মেক্সিকোতে পৌঁছানোর পরে আমরা জাহাজ থেকে নেমে যাব।

02/11/2023

এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সমুদ্র ভালোবাসে❤️

31/10/2023

আমেরিকার মিসিসিপি নদীতে আমাদের জাহাজের সাথে এটা কি ঘটে গেল 😔
বাড়ি যাওয়ার আগে আমাদের জাহাজের সাথে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে যে আমরা কখনো চিন্তাই করতে পারিনি।

31/10/2023

আমেরিকায় জাহাজে সয়াবিন লোড করার সময় কার্গোর ধুলোয় পুরো জাহাজ সাদা হয়ে গেছে।

30/10/2023

নদীতে কচ্ছপের মতো ধীর গতিতে চলে এসব জাহাজের নাম কী?

29/10/2023

শুধু যে বাংলাদেশে খাবার-দাবার দ্রব্যমূল্যের দাম বেড়েছে তা নয় বিশ্বের সব দেশেই খাবার-দাবার এবং দ্রব্যমূল্যের দাম অনেক বেড়েছে, কিন্তু প্রধান সমস্যা হলো বাংলাদেশের সব কিছু দাম বেড়েছে কিন্তু মানুষের আয় ইনকাম বাড়েনি যেটা বাহিরে দেশে যেমন সবকিছু দাম বেড়েছে তেমন মানুষের আয় ইনকাম ও বেড়েছে।
এখানে যে খাবার-দাবার গুলো দেখতেছেন, আমরা কিনেছি ইউএসএ থেকে এখানে খুব অল্প পরিমাণে খাবার যা কিনা আমাদের এক মাসের মত যাবে এই খাবারগুলোর মূল্য ৬ থেকে ৭ হাজার ডলার যা বাংলাদেশের টাকায় ৭ থেকে ৮ লক্ষ টাকা।

27/10/2023

রান্না করতে কার কার ভালো লাগে?
আজকে জাহাজে কাজ ছিল না তাই দুপুরে বাঙ্গালী সবার জন্য একটু রান্না করলাম।

27/10/2023

জাহাজের ইনডোর ক্রিকেট স্টেডিয়াম পরিষ্কার করা হচ্ছে!
👉 আমাদের জাহাজের জাতীয় ইনডোর স্টেডিয়ামে, নেদারল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যে পরবর্তী ক্রিকেট ম্যাচ আয়োজন করার জন্য আইসিসিকে বলব।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য শুভ কামনা।❤️❤️
💔২০২৩ ক্রিকেট ওয়ার্ল্ডকাপ 💔
👉ভিডিওটি শেয়ার করে সকল ক্রিকেট প্রেমীদের জানিয়ে দিন বাংলাদেশ বনাম নেদারল্যান্ড এর খেলা হবে জাহাজের স্টেডিয়ামে।🚢
👉 For more followers : Traveling with seaman

26/10/2023

মিসিসিপি নদী থেকে লাইেভ, এটি উত্তর আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী।(Live from Mississippi River, it is the second longest river in North America.)🇺🇸

25/10/2023

জাহাজ নিয়ে অস্ট্রেলিয়া থেকে আমেরিকা মিসিসিপি নদীতে আসতে টানা ৫২ দিন সময় লাগলো।

25/10/2023

পড়ন্ত বিকেলে আনমনে চেয়ে থাকি কবে ফিরে যাব বাড়ি।
দেখতে দেখতে দীর্ঘ সাড়ে নয় মাস শেষ করেছি,হয়তো আর ক'দিনের মধ্যেই ফিরে যাব বাড়ি। আবার সেই জীবন সংগ্রামে বেঁচে থাকার লড়াইয়ে ফিরে আসতে হবে সাগরে। এটাই একজন নাবিকের জীবন।
জাহাজের চাকরির জীবন বড়ই অদ্ভুত একটি জীবন।
আপনি যখন বাড়ি যাবেন কিছুদিন বাড়িতে থাকার পর কবে আবার জাহাজে আসবেন আপনার মন পাগল হয়ে যাবে, আবার জাহাজে আসার কিছুদিনের মধ্যেই আবার কবে বাড়ি ফিরবেন তার জন্য আপনার মন আনচাঁন করবে।
বিশ্বের সকল নাবিক ভাইদেরকে জানাই স্যালুট, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহাজে কিংবা বাড়িতে।👇
👉 For More follower : Traveling with seaman

24/10/2023

আশেপাশের পরিবেশ আসলে খুব সুন্দর কিন্তু এখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
অবস্থান : Gulf of Mexico.

22/10/2023

Gulf of Mexico সাগরে প্রবেশ করেছি।

15/10/2023

এখানে বছরের বেশির ভাগ সময়েই তাপমাত্রা ৩ থেকে ৬° সেলসিয়াস থাকে।
জাহাজ নিয়ে আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি তার পাশের এই পাহাড় গুলো মানব শূন্য।

11/10/2023

আকাশে সূর্য না উঠলে, সাগর তার রূপের যৌবনতা হারায়।
অনেক দিন পর নীল সাগর এর দেখা পেলাম কারন আজ আকাশে সূর্য উঠেছে।

08/10/2023

জাহাজির মনের দুঃখ .....

30/09/2023

চারদিকে কুয়াশায় মনে হচ্ছে আকাশ ও সাগর এক হয়ে আছে আর আমরা তাদের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছি।

27/09/2023

আচ্ছা আপনি জানেন কি?
সাগরের সরলতা আপনাকে মুগ্ধ করবে.....আর...

24/09/2023

সাগরের মন খারাপ হলে যা হয় আর কি.....!!!

Address

Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when Traveling with seaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like