Amader Hat

Amader Hat যত গতি তত ক্ষতি, তাই ধৈর্যের সাথে ব্যবসা করতে হবে। সফলতা একদিন আসবেই। ইনশাআল্লাহ্‌❤️
(2)

আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও
25/11/2024

আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও

10/11/2024
কাঁচা বাজারের সিন্ডিকেট ভাঙতে ৫ টাকা লাভে সবজির দোকান দিতে চাচ্ছি। সময় দিয়ে কেউ হেল্প করতে চাইলে যোগাযোগ করেন। সব টাকা আ...
05/11/2024

কাঁচা বাজারের সিন্ডিকেট ভাঙতে ৫ টাকা লাভে সবজির দোকান দিতে চাচ্ছি। সময় দিয়ে কেউ হেল্প করতে চাইলে যোগাযোগ করেন। সব টাকা আমি দিবো ইনভেস্ট আমি করবো লাভের ৫ টাকা গুলো যারা সময় দিয়ে সহযোগিতা করবেন তাদেরকে দিয়ে দিবো। বিক্রির পর আমাকে শুধু আমার মূল টাকা গুলা দিলে হবে।
দোকান ঠিকানা: মধ্য বাড্ডা, দক্ষিণ বাড্ডা, উত্তর বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এবং বাড্ডা এরিয়া যে কোন জায়গা হতে পারে।

অজ্ঞতনামা এই বোনটির মেডিকেলের মর্গে আছে অনেকে বলছিলো রাজশাহী বিভাগে বাড়ি হতে পারে বোনটির লা*শ খুলনা মেডিকেলের মর্গে পড়ে...
03/11/2024

অজ্ঞতনামা এই বোনটির মেডিকেলের মর্গে আছে
অনেকে বলছিলো রাজশাহী বিভাগে বাড়ি হতে পারে বোনটির লা*শ খুলনা মেডিকেলের মর্গে পড়ে আছে আর কারো পরিচিত হলে পরিবারকে খবর দিয়েন 🙏 না হয় শে'য়ার দিয়ে বোনটির পরিবার খুঁজে পেতে সহযোগিতা করুন....🙏🙏

01/11/2024

এতো ভালোবাসা কিছুই যাবে না সঙ্গে

আলহামদুলিল্লাহ প্রাথমিক পর্যায়ে আমরা ক্রয় মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছি ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের সামনে।...
29/10/2024

আলহামদুলিল্লাহ প্রাথমিক পর্যায়ে আমরা ক্রয় মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছি ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের সামনে। সকলে এসে নিজের প্রয়োজনীয় সবজি সংগ্রহ করুন।
আমাদের আজকের বাজার দর:

লাউ- ৪০ টাকা পিচ (বড় সাইজ)
শসা- ৫০ টাকা কেজি
লাল শাক- ২২টাকা কেজি
বরবটি- ৬৫ টাকা কেজি
কাকরোল- ৯০ টাকা কেজি
কচুমূখি- ৩৫ টাকা কেজি
বেগুন- ৬০ টাকা কেজি
ঢেড়স- ৭৫ টাকা কেজি
তিত করলা- ৭০ টাকা কেজি
পেঁপে- ৩০ টাকা কেজি
চিচিঙ্গা- ৫০ টাকা কেজি
ধনিয়া পাতা- ২০০ টাকা কেজি
কাঁচা মরিচ- ২০০ টাকা কেজি
(বিঃ দ্রঃ আমরা চেষ্টা করেছি সব সবজি ফ্রেশ কালেকশন করতে)

গতকাল থেকে শুরু হয়েছে চট্টগ্রাম পতেঙ্গায় সিন্ডি'কেট ভেং'গে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বি'ক্রয় চলছে...
29/10/2024

গতকাল থেকে শুরু হয়েছে চট্টগ্রাম পতেঙ্গায় সিন্ডি'কেট ভেং'গে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বি'ক্রয় চলছে... শেয়ার করে সবাইকে উৎসাহিত করুন।

ন্যায্যমূল্য প্রতি কেজি ৬৫০ টাকা, জন প্রতি সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবে। সবাই শেয়ার করে প্রচারে অংশগ্রহণ করুন।
29/10/2024

ন্যায্যমূল্য প্রতি কেজি ৬৫০ টাকা, জন প্রতি সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবে। সবাই শেয়ার করে প্রচারে অংশগ্রহণ করুন।

এই মেয়েটাকে পাওয়া গিয়েছে এখন ঢাকা ওয়ারী থানা পুলিশ হেফাজতে আছে। তার বাড়ি বলতেছে চাঁদপুর হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল স্...
29/10/2024

এই মেয়েটাকে পাওয়া গিয়েছে এখন ঢাকা ওয়ারী থানা পুলিশ হেফাজতে আছে।
তার বাড়ি বলতেছে চাঁদপুর হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল স্কুলের আশেপাশে যদি কেউ চিনে থাকেন প্লিজ যোগাযোগ করুন এই নম্বরে না হয় শেয়ার করুন +8801682910365
এই নাম্বারটি হল ওয়ারী থানা পুলিশের
নাম নিঝুম হোসেন তাইফা (১০)
পিতা- সাকিব হোসেন জাভেদ
মাতা- ফাতেমা আক্তার মিম
মেয়েটা আর কিছু বলতে পারতেছে না বাড়ির নাম কিছু বলতে পারতেছে না ঠিক করে 🙏🙏

26/10/2024

শেষ এমন ঘরের মাঠে ধোলাই খেয়েছে একটা রা জ নৈ তিক দল।🐸

খিলগাঁও ফ্লাইওভারের উপরে এই ভদ্রলোক বাইক এক্সিডেন্ট করে, মাথায় আঘাত পেয়ে রক্ত ঝরে, কিছুই বলতে পারছেনা,মতিঝিল থানার ওসি গ...
26/10/2024

খিলগাঁও ফ্লাইওভারের উপরে এই ভদ্রলোক বাইক এক্সিডেন্ট করে, মাথায় আঘাত পেয়ে রক্ত ঝরে, কিছুই বলতে পারছেনা,
মতিঝিল থানার ওসি গাড়ি নিয়ে যাওয়ার পথে এটা দেখে নেমে আসে, এবং খিলগাঁও থানায় খবর পাঠায়, হয়তো খিদমাহ হসপিটালে নেওয়া হবে।
যদি কেউ চিনে থাকেন তাহলে তার পরিবার বা পরিচিতদের খবর দিয়েন না হয় শেয়ার দিয়েন। খিলগাঁও থানায় যোগাযোগ করলে ভালো হবে।
ডিসকভার বাইক,
ঢাকা মেট্রো হ ৩৮-৯২০০

ই-পাসপোর্ট নিজে কিভাবে কারো সাহায্য ছাড়াই করবেন..বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট...
24/10/2024

ই-পাসপোর্ট নিজে কিভাবে কারো সাহায্য ছাড়াই করবেন..
বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, যা সহজভাবে সম্পন্ন করা যায়। নিচে ধাপগুলো দেওয়া হলো:
ধাপ ১: আবেদন ফর্ম পূরণ
১.১. ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ
প্রথমেই আপনাকে বাংলাদেশ ই-পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
১.২. রেজিস্ট্রেশন
যদি আপনি নতুন ব্যবহারকারী হন, তাহলে "Create Account" বা "নতুন একাউন্ট তৈরি করুন" অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের সময় আপনাকে নিচের তথ্য দিতে হবে:
- নাম
- ইমেইল আইডি
- মোবাইল নম্বর
- পাসওয়ার্ড তৈরি করতে হবে
এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে, যা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
১.৩. ফর্ম পূরণ
লগইন করার পর আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে নিচের তথ্যগুলো চাওয়া হয়:
- ব্যক্তিগত তথ্য (নাম, জন্ম তারিখ, ঠিকানা)
- জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID)
- পেশাগত তথ্য (যদি প্রযোজ্য হয়)
- পাসপোর্টের ধরন নির্বাচন (৫ বছর বা ১০ বছরের মেয়াদ)
১.৪. ফর্ম সাবমিশন ও প্রিন্ট
আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন, তখন আপনাকে তা যাচাই করতে হবে। যাচাই করার পর ফর্মটি সাবমিট করে তার প্রিন্ট কপি সংরক্ষণ করুন। এটি পরবর্তীতে প্রয়োজন হবে।
ধাপ ২: পাসপোর্ট ফি জমা করা
২.১. ফি নির্ধারণ
আপনার ই-পাসপোর্টের জন্য ফি নির্ধারিত থাকে। এর উপর নির্ভর করে আপনার জমা দিতে হবে:
- ৫ বছরের মেয়াদ (৩২ পৃষ্ঠা): সাধারণ ৩,৪৫০ টাকা (দ্রুত ফি ৬,৯০০ টাকা)
- ১০ বছরের মেয়াদ (৩২ পৃষ্ঠা): সাধারণ ৫,৭৫০ টাকা (দ্রুত ফি ৯,২০০ টাকা)
২.২. ফি জমা দেওয়ার পদ্ধতি
আপনি নিচের যেকোনো মাধ্যম দিয়ে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন:
- ব্যাংক ডিপোজিট: নির্দিষ্ট ব্যাংকে গিয়ে সরাসরি জমা দিতে পারেন।
- অনলাইন পেমেন্ট: ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ), অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন।
ধাপ ৩: বায়োমেট্রিক তথ্য প্রদান
৩.১. নির্ধারিত কেন্দ্রে উপস্থিতি
আপনার ফর্ম এবং ফি জমা দেওয়ার পর আপনাকে একটি তারিখ দেওয়া হবে। সেই তারিখে নির্দিষ্ট পাসপোর্ট অফিস বা ই-পাসপোর্ট সেন্টারে উপস্থিত হতে হবে।
৩.২. প্রয়োজনীয় কাগজপত্র
বায়োমেট্রিক তথ্যের দিন আপনার সাথে নিচের কাগজপত্রগুলো নিয়ে যাবেন:
- প্রিন্ট করা আবেদন ফর্ম
-জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ
- আগের পাসপোর্ট (যদি থাকে)
- পাসপোর্ট ফি জমার রশিদ
৩.৩. বায়োমেট্রিক প্রক্রিয়া
সেন্টারে গিয়ে আপনাকে নিচের কাজগুলো করতে হবে:
- আপনার ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ)
- আপনার ছবি তোলা হবে
- স্বাক্ষর প্রদান
ধাপ ৪: পাসপোর্ট সংগ্রহ
৪.১. পাসপোর্ট প্রস্তুতির সময়
বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার পর পাসপোর্ট প্রস্তুতির জন্য কিছু সময় নেয়। সাধারণত ১৫ থেকে ৩০ কর্মদিবস সময় লাগতে পারে, যদি দ্রুত সেবা না নেন।
৪.২. এসএমএস নোটিফিকেশন
পাসপোর্ট প্রস্তুত হলে আপনাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়াও ই-পাসপোর্ট ওয়েবসাইটে লগইন করেও আপনার পাসপোর্টের অবস্থা দেখতে পারবেন।
৪.৩. পাসপোর্ট সংগ্রহ
এসএমএস পাওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র এবং প্রাপ্তি স্লিপ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
পাসপোর্ট প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস:
- সব সময় ফর্ম পূরণ করার সময় সঠিক তথ্য প্রদান করবেন।
- ফি জমা দেওয়ার পর রশিদটি সাবধানে রাখুন।
- ছবি তোলার দিন পরিষ্কার পোশাক পরিধান করবেন এবং মুখ পরিষ্কার রাখতে হবে (ধূসর ব্যাকগ্রাউন্ডে ছবি তোলা হয়)।
আপনি পুরো প্রক্রিয়াটি নিজে সম্পন্ন করতে পারেন, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই।

21/10/2024

ফ্যাসিস্ট আওয়ামী শক্তির উত্থান ও পুনর্বাসন ঠেকাতে দলমত নির্বিশেষে জামায়াত এবং বি এন পি সহ জাতীয় ঐক্যের বিকল্প নেই।

কেমনডা লাগে আমিতো ভয়ে আছি কখনযে টুপ করে ডুকে পরেশেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ আমার কাছে নেই: রাষ্ট্রপতি
21/10/2024

কেমনডা লাগে আমিতো ভয়ে আছি কখনযে টুপ করে ডুকে পরে

শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ আমার কাছে নেই: রাষ্ট্রপতি

এইবার খেলা শুরু আকাশ পথ নজরদারি রাখার জন্য ৭৩০ কোটি টাকা দিয়ে দু'টি আধুনিক রাডার কিনা হয়েছে ফ্রান্স থেকে,একটি রাডার বসান...
17/10/2024

এইবার খেলা শুরু আকাশ পথ নজরদারি রাখার জন্য
৭৩০ কোটি টাকা দিয়ে দু'টি আধুনিক রাডার কিনা হয়েছে ফ্রান্স থেকে,একটি রাডার বসানো হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে,আরেকটি চট্টগ্রাম বিমানবন্দরে রাডার বসানোর কাজ চলছে।
এখন থেকে ভারতের বিমান বাংলাদেশের আকাশ সীমা পাড়ি দিতে হলে কর দিতে হবে,যা আগে কখনো ভারত বাংলাদেশকে কর দিতো না, বরং তারা উল্টো আকাশ পথের কর আমাদের কাছ থেকে নিয়ে যেতো, তাদের রাডারের মাধ্যমে। কিন্তু এখন থেকে তাদের বিমান ৭শ ডলার করে প্রতিদিন কর দিতে হবে বাংলাদেশকে।।
ভারতের ১শ বিমান উঠানামা করে আমাদের ভূখণ্ডে ১০০×৭০০=৭০ হাজার ডলার বাংলাদেশকে ভারত কর দিতে হবে,শুধু ভারত না এখন থেকে বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো দেশের বিমান চলাচল করলে বাংলাদেশকে কর দিতে হবে।

হিন্দু বন্ধুরা মনে কষ্ট নিবেন না। একটা সম্পূর্ণ  সত্য ঘটনা অবলম্বনে লেখা- ----এক নব মুসলিমকে জিজ্ঞেস করলাম- তুমি কেন হিন...
16/10/2024

হিন্দু বন্ধুরা মনে কষ্ট নিবেন না।
একটা সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে লেখা- ----
এক নব মুসলিমকে জিজ্ঞেস করলাম- তুমি কেন হিন্দু থেকে মুসলিম হয়েছো ?

সে উওর দিলো- -- হুজুর আমার বাবার লাশ যখন পোড়ানো হয় তখন তার শরীরে আগুন লাগার সাথে সাথে হাত পায়ের রগ গুলো টানা দেয়, তখন বাবার লাশটা দাড়িয়ে যায় । তখন কয়েক জন মিলে জোরে জোরে লাঠি দিয়ে বাবার লাশটা পিটিয়ে শুইয়ে দেয়,পিটানোর ছোটে হাড় গুলো সব ভেঙ্গে যায়

হুজুর কি বলবো তখন আমি ভাষা হারিয়ে ফেলেছি আমার বাবা বেঁচে থাকা অবস্থায় গায়ের মধ্যে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেই নাই আমরা ভায়েরা ভায়েরা!! সেই বাবাকে তারা মরার পরে কত নির্মমভাবে অত্যাচার করে আগুনে জ্বালিয়ে ছারখার করে দিল এটা কিছুতেই মানতে পারিনা।

গতো মাসে হুজুর আমার মা মারা যান,, যথারীতি মায়ের লাশ শ্মশানে নিয়ে গেলে এক বড়ো ভাই মায়ের মুখে আগুন দিলে মায়ের শরীরের কাপড় সব খুলে ঝরে পড়ে যায় এবং মা বিবস্ত্র হয়ে পড়েন । অথচ সারা জীবন মায়ের বিবস্ত্র দেহ তো দুরে থাকুক ,ঠিক মতো কেউ মায়ের মুখটাও দেখেনি।

হিন্দু ধর্মের বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপুজোতে কতো টাকা খরচ করে সাত দিন পুজো দেয়,, অথচ দেখেন পুজোর পরে লাইথ্যাইয়া পাড়াইয়া নদীতে ফেলে দেয় দেবতা ঠাকুরকে,, "পুজার পরে বিসর্জন " এটা কি ধর্ম?

আমি হিন্দু হলেও এই নির্মম দৃশ্য সহ্য করতে পারিনি হুজুর
অথচ মুসলমানেরা কতো আদর যত্ন করে তার প্রিয় জনের লাশ সমাহিত করেন ।আদর করে গোসল করায়, নতুন কাপড় সুগন্ধি দিয়ে কবরে নামায়!! কবরে সরাসরি মাটি চাপা দেয় না, প্রথমে ছাটাই বাঁশ দেয়, এর নিচে মাটিতে শোয়ায় ।

এই দুটি বিষয় তুলনা করেই হুজুর আমি মুসলিম হয়ে গেছি।
এই দুনিয়াতে ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম।
সবাই পড়ুন--- সুবহান আল্লাহ্, সুবহান আল্লাহ্।
প্রতিটি মুসলিমের ঈমানি দায়িত্ব " আলহামদুলিল্লাহ
---আমি গর্বিত আমি মুসলিম

সবাই শেয়ার করে দিবেন যারা পোস্ট পড়ছেন হিন্দু ভাইদেরকে পড়ার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহপাক সবাইকে ইসলামের জন্য কবুল করুন আমিন।

Collected

Address

Gulshan/1
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amader Hat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader Hat:

Videos

Share