20/05/2024
জার্নি রিভিউ⭕
রুট:চট্টগ্রাম - লক্ষ্মীপুর
বাস:জোনাকী ১৩-২৬৩৫🔥
পাইলট:শিবলু ভাই
লাস্ট ৭ জার্নিতে টানা ৬ বার ই ভেল্কা গাড়ি পাইছিলাম😭(যার মধ্যে দোলা,টুংগিপাড়া,হানিফ আর হানিফ ভলভোও ছিল),,,,তাই মন মেজাজ বেশি ভাল ছিল না,,,সো একদিন হুট করেই লক্ষ্মীপুরের দিকে ঘুরতে যাই একটু খেলাধুলার আশায়
ইচ্ছা ছিল শাহীতে যাবো,,,কিন্তু পছন্দসই সিট না পাওয়ায় জোনাকীতেই এ২ সিট নিয়ে নেই,,,ভাবছিলাম লেলে/টাটা পড়বে না তো🧐,,,যাক অবশেষে আফতাবিয়ান সেমি প্যাকেট ওয়াঞ্জে পাইয়্যা মনটা ভাল হয়ে গেলো
যাই হোক ৯ টা ১০ এ বাস একেখান থেকে ছাড়লেও অলংকার ঘুরে আবার একেখানে ১৫-২০ মিনিটের মতো স্টে করে যাত্রীর জন্য,,,আর ওইদিক দিয়ে শাহী ৫৪৪৪ ছেড়ে দেয় আর ৩১৫৬ যখন ছাড়তে যাবে তখনই আমাদের বাস ছেড়ে দেয় টোটাল ৩০ জন যাত্রী নিয়ে(৯ টা ৩০ এর দিকে),,,শিবলু ভাই যে কি জিনিস তা বাসের প্রথম গিয়ার শিফটিং এ বুঝে গেছি আজ সেই খেলা হবে,,,সেই সাথে তার গিয়ারশিফটিং অনেক সুন্দর,,,ওয়াঞ্জের কড়া সাউন্ড শুনতে শুনতে মনে জোশ ফিরে এলো,,, সিটিগেট ক্রস হবার সাথে সাথেই হবিগঞ্জের দিগন্ত কট,,,ভাটিয়ারীর আগ পযন্ত শাহী ৩১৫৬ বাম্পার কামড়ে এসেছিল,,,পরে একটা সময়ে সে পেরে উঠতে না পেরে ছেড়ে দেয়,,,এরপর স্টারলাইন আর বলেশ্বরকে কে ওটি দেই,,,দারোগাহাটির দিকে ১৫ মিনিটের জ্যাম খাই,,, তারপরেও আমরা অল্প সময়ের মধ্যেই ফেনী পৌছাই,,,,ফেনী নোয়াখালী রোডে আমাদের বাস বরাবর ১০০+ স্পিড ধরে চালিয়েছে,,,বেশ কটা বাস ওটি দেই,,,তবে চৌমুহনী তে ২০ মিনিটের জ্যাম খাই,,,এরপর দুই লেনের রাস্তায় পাইলট বেশ কয়েকটা দৃস্টিনন্দন বাউলি দিছে🥰,,,মনে হচ্ছিলো আমি গেম খেলছি,,,কিছু বুঝে উঠার আগেই চন্দ্রগঞ্জের দিকে ঢাকা এক্সপ্রেস কে ওটি দেয়,,,,ঝুমুরে উপকূলকে ওটি দেয়,,,এরপর ইকোনোর বাম্পার ধরে আমাকে ১২:৩০ এ লক্ষ্মীপুর বাস স্টেশনে নামায় দেয়
পাইলট শিবলু ভাইয়ের ড্রাইভিং এককথায় পুরাই অসাধারণ,,,যেখানে যেমন স্পিড সেইখানে তেমন চালিয়েছেন,,,,অনেকদিন পর মন মতো ড্রাইভিং দেখে অনেক ভাল লাগলো,,, উনি যে কতটা দক্ষ সম্পন্ন ড্রাইভার যা তার ড্রাইভিং দেখেই বোঝা যায়,,,,সুপারভাইজার ভাই অনেক ভাল মানুষ ছিলেন,,,সব মিলে অ নে ক দিন পর একটা ভাল জার্নি করতে পেরে শান্তি পেলাম
রেটিং
ড্রাইভিং: ৯.৫/১০
সার্ভিস: ৯.৫/১০
Review & Photo By Sadman Classic