All Result BD

All Result BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from All Result BD, Digital creator, Dhaka.

# Bangladesh large Education Notice & Result Page. # All type of Result ar available in this page. # Bangladesh School,College, University & all job exam result/Notice /Circular published in this page.

24/04/2024

#জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণের আপডেটসমূহঃ
★জরিমানাছাড়া অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ করা যাবে ২০ এপ্রিল হতে ২ মে পর্যন্ত।
★ডিগ্রি ২য় বর্ষ(২০২০-২১) পরীক্ষার ফরম পূরণ চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
★আপকামিংঃ শীগ্রই অনার্স ১ম বর্ষের(২০২২-২৩) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ হবে।
★প্রিলিমিনারী টু মাস্টার্স(২০২০-২১) পরীক্ষার ফরম পূরণের নোটিশ আসবে মে মাসের শুরুতে।
★ডিগ্রি ৩য় বর্ষের(২০১৯-২০) ফরম পূরণের নোটিশ প্রকাশ হতে পারে মে মাসে।

21/04/2024

#সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ নিয়োগ পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ ২২/০৪/২০২৪ তারিখ রাত ১২ ঘটিকার মধ্যে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পূনঃমূল্যায়নপূর্বক নিরীক্ষান্তে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে।
লিংক-

মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের...
21/04/2024

মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র আইআইসিটি, বুয়েটের কারিগরি টিম ইতোমধ্যে পূনঃমূল্যায়ন কাজ শুরু করেছে।
★আজ ২১/০৪/২০২৪ তারিখ রাত ১২ ঘটিকার মধ্যে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পূনঃমূল্যায়নপূর্বক নিরীক্ষান্তে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে।

21/04/2024

#প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ফলাফল। ২ সেটের উত্তরপত্র মূল্যায়নে ত্রুটি, রাত ১২টার মধ্যে প্রাথমিকের সংশোধিত ফল।
মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এসব সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র ইতোমধ্যে পুনঃমূল্যায়ন কাজ শুরু করেছে। বুয়েটের কারিগরি টিম এই পুনঃমূল্যায়ন কাজ শুরু করেছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 #প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২৩ হাজার ৫৭ জন উত্তীর্ণ হয়েছেন। ★পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন। ★ফলাফলের পিডি...
21/04/2024

#প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২৩ হাজার ৫৭ জন উত্তীর্ণ হয়েছেন।
★পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন।
★ফলাফলের পিডিএফ ফাইল দেখুনঃ https://drive.google.com/file/d/1EqLLPKfX7uvgj5EEbdwHgdvyhaxerGfw/view?usp=drivesdk

তীব্র তাপদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত  #জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ক্লাস বন্ধ থাকবে। ২০...
20/04/2024

তীব্র তাপদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত #জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ক্লাস বন্ধ থাকবে। ২০ এপ্রিল ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
★জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ চলবে।

★তাপপ্রবাহের কারণে দেশের  #প্রাথমিক,  #মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ২৭ এপ্রিল পর্য...
20/04/2024

★তাপপ্রবাহের কারণে দেশের #প্রাথমিক, #মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
★আগামী ২৮.৪.২০২৪ তারিখ রবিবার খুলবে।
*তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে।

 #অনার্স ১ম বর্ষ(২০২৩-২৪) শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বুকলিস্টঃ★অনার্সের ক্লাস শুরু হবে ২১ এপ্রিল থেকে।...
19/04/2024

#অনার্স ১ম বর্ষ(২০২৩-২৪) শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বুকলিস্টঃ
★অনার্সের ক্লাস শুরু হবে ২১ এপ্রিল থেকে।
★Bachelor of Social Science(BSS):
অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান।

★Bachelor of Science(Bsc):
রসায়ন, পদার্থ বিজ্ঞান, গনিত, পরিসংখ্যান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, মনােবিজ্ঞান,ভূগোল ও পরিবেশ।

★Bachelor of Arts(BA):
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস,বাংলা, দর্শন, ইংরেজী, ইসলামী শিক্ষা, আরবী,গার্হস্থ্য অর্থনীতি।

★Bachelor of Business Administration(BBA): হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, মার্কেটিং।

18/04/2024

#অনার্স ভর্তি সংক্রান্ত সবকিছুঃ
★ ২য় মেধা তালিকায় চান্সপ্রাপ্তদের কলেজে ভর্তি হতে হবে ২৮ এপ্রিলের মধ্যে।
★ভর্তি না হইলে সিট বাতিল হবে। একেবারে রিলিজ স্লিপে আবেদন করতে হবে।
★ যাদের ১ম ও ২য় মেধা তালিকায় চান্স হয়নি তারা রিলিজ স্লিপে নতুন করে ৫টি কলেজে আবেদন করার সুযোগ পাবেন মে মাসের মাঝামাঝি সময়ে।
★আজকে মাইগ্রেশানে যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, অবশ্যই নতুন ডিপার্টমেন্টে ডাউনলোড ফর্মটি প্রিন্ট করে ২৮ এপ্রিলের মধ্যে জমা দিবেন।
★ ২য় মেধা তালিকায় যাদের সাবজেক্ট পছন্দ হয়নি, অনলাইন Admission form এ মাইগ্রেশানে Yes দিয়ে এডমিশন নিতে পারেন। সিট খালি থাকলে উপরের পছন্দের সাবজেক্ট পেতে পারেন।
★ কোটায় মেধা তালিকা ও ২য় মাইগ্রেশান ফলাফল একসাথে প্রকাশ করবে ৭ মে এর পর।
★ অনলাইন Admission form অবশ্যই ইংরেজিতে পূরন করবেন। একবার পূরন হলে গেলে সংশোধন করা যাবে না।

 #অনার্স(২০২৩-২৪) ভর্তির ২য় মেধা তালিকা এবং মাইগ্রেশান ফলাফল শুধুমাত্র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।★অনলাইনে যেভাবে ফলাফল ...
18/04/2024

#অনার্স(২০২৩-২৪) ভর্তির ২য় মেধা তালিকা এবং মাইগ্রেশান ফলাফল শুধুমাত্র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
★অনলাইনে যেভাবে ফলাফল চেক করবেনঃ
★ Nu admission ওয়েবসাইট-এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে।
★২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ করে কলেজে ভর্তি হতে হবে ১৮/০৪/২০২৪ থেকে ২৮/০৪/২০২৪ তারিখের মধ্যে।
★মাইগ্রেশানে বিষয় পরিবর্তিত হলে শুধু অনলাইন থেকে ডাউনলোড ফর্ম কলেজে জমা দিবেন।
★২য় মেধা তালিকায় যে কলেজে চান্স পাবেন সেই কলেজের নোটিশ অনুসরণ করে ভর্তি ফি ও কাগজপত্র জমা দিবেন।

 #অনার্স ৪র্থ বর্ষের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ(২০১৮-১৯) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়ে...
18/04/2024

#অনার্স ৪র্থ বর্ষের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।
২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ(২০১৮-১৯) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
★পরীক্ষাসমূহ শুরু হবে ১৯/০৫/২০২৪ তারিখ থেকে।
★পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ১ঃ০০ থেকে শুরু হবে।

 #অনার্সের ২য় মেধা তালিকা এবং মাইগ্রেশান রেজাল্ট সংক্রান্ত অনার্স(২০২৩-২৪) ভর্তির ২য় মেধা তালিকা এবং মাইগ্রেশান ফলাফল এক...
17/04/2024

#অনার্সের ২য় মেধা তালিকা এবং মাইগ্রেশান রেজাল্ট সংক্রান্ত
অনার্স(২০২৩-২৪) ভর্তির ২য় মেধা তালিকা এবং মাইগ্রেশান ফলাফল একসাথে আগামীকাল ১৮ এপ্রিল বিকাল ৪ টায় প্রকাশ করা হবে।
★ফলাফল জানা যাবে মেসেজ পাঠিয়ে বা ওয়েবসাইটে লগইন করে।
★মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ করে কলেজে ভর্তি হতে হবে ১৮/০৪/২০২৪ থেকে ২৮/০৪/২০২৪ তারিখের মধ্যে।
★মাইগ্রেশানে বিষয় পরিবর্তিত হলে শুধু অনলাইন থেকে ডাউনলোড ফর্ম কলেজে জমা দিবেন।
★২য় মেধা তালিকায় যে কলেজে চান্স পাবেন সেই কলেজের নোটিশ অনুসরণ করে ভর্তি ফি ও কাগজপত্র জমা দিবেন।

16/04/2024

#জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব কার্যক্রম চলমান রয়েছেঃ
★৫০০০টাকা জরিমানাসহ অনার্স ৩য় বর্ষের ফরম পূরণ করা যাবে ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত।
★জরিমানাছাড়া অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ করা যাবে ২০ এপ্রিল হতে ২ মে পর্যন্ত।
★ডিগ্রি ২য় বর্ষ(২০২০-২১) পরীক্ষার ফরম পূরণ করা যাবে ৪ এপ্রিল হতে ৩০ এপ্রিল পর্যন্ত।
★ মাস্টার্স শেষ পর্ব(২০২০-২১) মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৮ এপ্রিল থেকে ৩০মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
★অনার্স ১ম বর্ষের(২০২১-২২) পুনঃনিরীক্ষণের(Recheck) আবেদনের ডেডলাইন ৩০/০৪/২০২৪ইং পর্যন্ত।
★অনার্স ১ম বর্ষের(২০২১-২২) কলেজ টান্সফারের আবেদন চলবে ১৯ মে পর্যন্ত।

10/04/2024

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
🌙ঈদ মোবারক🌙

 #অনার্স ১ম বর্ষের(২০২১-২২) কলেজ টান্সফারের আবেদন আজ থেকে শুরু হয়েছে। চলবে ১৯ মে পর্যন্ত।(৪৫ দিনের মধ্যে আবেদন করার সুযো...
04/04/2024

#অনার্স ১ম বর্ষের(২০২১-২২) কলেজ টান্সফারের আবেদন আজ থেকে শুরু হয়েছে। চলবে ১৯ মে পর্যন্ত।(৪৫ দিনের মধ্যে আবেদন করার সুযোগ থাকে)
★যেকোনো কম্পিউটার দোকান থেকে এনইউ স্টুডেন্ট আইডি খুলে অনলাইনে আবেদন করুন। ডকুমেন্টস সাবমিট করুন, উপযুক্ত কারন লিখুন। নিচের পোস্ট থেকে যথাযথ একটি কারণ দেখাতে হবে এবং এর বৈধ ডকুমেন্টস সাবমিট করতে হবে।
★টান্সফার রুলসঃ
★সরকারি থেকে সরকারি বা বেসরকারি কলেজ
★বেসরকারি থেকে শুধুমাত্র বেসরকারি কলেজ
★এক জেলা থেকে অন্য জেলা(মেয়েদের জন্য শিথিলযোগ্য )

 #পুনঃনিরীক্ষণের আবেদন || #অনার্স ১ম বর্ষ(২০২১-২২) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের(Recheck) আবেদন নোটিশ প্রকাশ।★অনলাইন আবে...
04/04/2024

#পুনঃনিরীক্ষণের আবেদন || #অনার্স ১ম বর্ষ(২০২১-২২) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের(Recheck) আবেদন নোটিশ প্রকাশ।
★অনলাইন আবেদন করা যাবে আগামী ০৬/০৪/২০২৪ তারিখ থেকে ৩০/০৪/২০২৪ তারিখ পর্যন্ত।
★প্রতি পত্র পুনঃনিরীক্ষণ ফি ৮০০/- (আটশত টাকা)।
★Online এ আবেদন করে সোনালী ব্যাংকের Online সেবার(বিকাশ,নগদ,রকেট) মাধ্যমে টাকা জমা দেয়া যাবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং কোন টাকা জমা দেয়া যাবে নাহ।
★বি.দ্রঃ ফি জমা দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আবেদনটি বিশ্ববিদ্যালয়ে জমা হবে। ব্যাংকে টাকা জমার স্লিপ ও কোনো কাগজপত্র কলেজে জমা বা প্রেরনের প্রয়োজন নেই।

আবারও ৫০০০টাকা জরিমানাসহ ফরম পূরণের সুযোগ দিলো  #অনার্স ৩য় বর্ষ(২০১৯-২০) পরীক্ষার।★ফরম পূরণের সময়সীমাঃ ১৫/০৪/২০২৪ ইং হতে...
03/04/2024

আবারও ৫০০০টাকা জরিমানাসহ ফরম পূরণের সুযোগ দিলো #অনার্স ৩য় বর্ষ(২০১৯-২০) পরীক্ষার।
★ফরম পূরণের সময়সীমাঃ ১৫/০৪/২০২৪ ইং হতে ২০/০৪/২০২৪ইং (শিক্ষার্থী কর্তৃক)
★পরীক্ষা শুরু হবে ২৩ এপ্রিল দুপুর ১ঃ০০ থেকে।পরীক্ষাসমূহ শেষ হবে ২১/০৫/২০২৪ইং।

 #আগামী ৫ এপ্রিল ২০২৪ তারিখ শুক্রবার থেকে ১৪ এপ্রিল ২০২৪ তারিখ রবিবার পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে।
03/04/2024

#আগামী ৫ এপ্রিল ২০২৪ তারিখ শুক্রবার থেকে ১৪ এপ্রিল ২০২৪ তারিখ রবিবার পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে।

 #অনার্স ১ম বর্ষের জিপিএ আপনাকে হিসাব করে নিতে হবে। যেভাবে হিসাব করবেনঃ(গ্রেডিং সিস্টেম)★আপনার মোট বিষয়গুলোর প্রাপ্ত গ্র...
03/04/2024

#অনার্স ১ম বর্ষের জিপিএ আপনাকে হিসাব করে নিতে হবে। যেভাবে হিসাব করবেনঃ(গ্রেডিং সিস্টেম)
★আপনার মোট বিষয়গুলোর প্রাপ্ত গ্রেড পয়েন্ট সব যোগ করে আপনার মোট বিষয় সংখ্যা দিয়ে ভাগ করলে জিপিএ পেয়ে যাবেন।
★ধরুন, আপনার ৬ টা সাবজেক্টে প্রাপ্ত GPA:(B,B-,C+,B-,B-,C+)
তাহলে, (3.00+2.75+2.50+2.75+2.75+2.50) = 16.25
এখন 16.25÷6= 2.71 (দশমিকের পর ২য় ঘর হিসাব করবেন)
প্রাপ্ত GPA হবেঃ ২.৭১

 #অনার্স ১ম বর্ষের(২০২১-২২) পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।★রেজাল্ট দেখবেন এনইউর অফিসিয়াল ওয়েবসাইটে।
03/04/2024

#অনার্স ১ম বর্ষের(২০২১-২২) পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
★রেজাল্ট দেখবেন এনইউর অফিসিয়াল ওয়েবসাইটে।

 #এইচএসসি রুটিন প্রকাশ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।★পরীক্ষাসমূহ ৩০/০৬/২০২৪ তারিখ সকাল ১০টা...
02/04/2024

#এইচএসসি রুটিন প্রকাশ
২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।
★পরীক্ষাসমূহ ৩০/০৬/২০২৪ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে।

 #প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ৩য় ধাপের সম্পূর্ণ প্রশ্নের সমাধানঃপোস্ট ক্রেডিট-বিদ্যাবাড়ি।
29/03/2024

#প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ৩য় ধাপের সম্পূর্ণ প্রশ্নের সমাধানঃ
পোস্ট ক্রেডিট-বিদ্যাবাড়ি।

 #প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের পরীক্ষা শেষ হলো।★৩য় ধাপে ঢাকা-চট্টগ্রাম বিভাগের ২৪ জেলার ৪১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ...
29/03/2024

#প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের পরীক্ষা শেষ হলো।
★৩য় ধাপে ঢাকা-চট্টগ্রাম বিভাগের ২৪ জেলার ৪১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জরিমানা ছাড়া আবারও সুযোগ দিয়ে  #অনার্স ৪র্থ বর্ষ(২০১৮-১৯) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।★ ফরম পূরণ করা যা...
28/03/2024

জরিমানা ছাড়া আবারও সুযোগ দিয়ে #অনার্স ৪র্থ বর্ষ(২০১৮-১৯) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
★ ফরম পূরণ করা যাবে ২২/০৪/২০২৪ থেকে ০২/০৫/২০২৪ইং পর্যন্ত(শিক্ষার্থী কর্তৃক)।
★পরীক্ষা শুরু হবে ১৯/০৫/২০২৪ তারিখ দুপুর ১ঃ০০ থেকে।

24/03/2024

#বন্ধের নোটিশ
★পবিত্র রমজান, পবিত্র ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে আগামীকাল ২৫/০৩/২০২৪ইং থেকে ১৮/০৪/২০২৪ইং পর্যন্ত কলেজের সকল শ্রেণিকার্যক্রম স্থগিত থাকবে।
২১ এপ্রিল রবিবার হতে ক্লাসসমূহ রুটিন অনুযায়ী যথারীতি চলবে।
★উল্লেখ্য, সরকারি ছুটির দিন ব্যতিত কলেজের সকল অফিস খোলা থাকবে এবং অনার্স, মাস্টার্সের ভর্তি কার্যক্রম, পরীক্ষার ফরম পূরণ চলবে।

আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য  #প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার, পরীক্ষার্থীর জন্য সাধারণ নির্দেশাবলীঃ১. লিখিত ও মৌখিক পরীক...
23/03/2024

আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য #প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার, পরীক্ষার্থীর জন্য সাধারণ নির্দেশাবলীঃ
১. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই প্রবেশপত্র এবং জাতীয় পরিচয় পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
২. সকাল ৮:৩০ টায় প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না। সকাল ৯:৩০ টায় পরীক্ষা কেন্দ্রের সকল প্রবেশপথ বন্ধ করে দেয়া হবে এবং পরীক্ষার হলে ওএমআর শীট বিতরণ করা হবে।

৩. প্রবেশপত্র ব্যতিরেকে কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটিব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক্স হাত ঘড়ি বা যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, যোগাযোগ যন্ত্র বা এই জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না। জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) ব্যতীত কোন প্রকারের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা অন্যকোন কার্ড সঙ্গে আনা যাবে না। যদি কোন পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪. পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে।

৫. আবেদনপত্রে পরীক্ষার্থীর প্রদত্ত ছবি হাজিরা শীটে থাকবে এবং ইনভিজিলেটর এই ছবি দিয়ে পরীক্ষার্থীকে যাচাই করবেন। ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬. আবেদনপত্রে প্রার্থীর দেয়া স্বাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা সীটে এবং ওএমআর শীটে প্রদত্ত স্বাক্ষরসহ সকল তথ্যে মিল থাকতে হবে।

৭. পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

 #প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের(ঢাকা ও চট্টগ্রাম বিভাগের) লিখিত(Mcq) পরীক্ষা এডমিট কার্ড ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।★...
23/03/2024

#প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের(ঢাকা ও চট্টগ্রাম বিভাগের) লিখিত(Mcq) পরীক্ষা এডমিট কার্ড ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
★ফোনে মেসেজ না আসলেও, আবেদন করার পর প্রাপ্ত User id এবং Password দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন।
★পরীক্ষা হবে আগামী ২৯ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 #এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৩০ জুন।★ ফরম পূরণ শুরু ১৬ এপ্রিল। জরিমানা ছাড়া ফরম পূরণ চলবে ২৫ এপ্রিল পর...
22/03/2024

#এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৩০ জুন।
★ ফরম পূরণ শুরু ১৬ এপ্রিল। জরিমানা ছাড়া ফরম পূরণ চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
★ বিলম্ব ফিসহ আবেদন ২৯ এপ্রিল শুরু হয়ে চলবে ২ মে পর্যন্ত।

 #অনার্স ৩য় বর্ষের(২০১৯-২০) পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ আগামী ২৪মার্চ কলেজে পাঠানো হবে।★...
21/03/2024

#অনার্স ৩য় বর্ষের(২০১৯-২০) পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ আগামী ২৪মার্চ কলেজে পাঠানো হবে।
★পরীক্ষা শুরু ২৩/০৪/২০২৪ তারিখ দুপুর ১ঃ০০ থেকে।
★সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে অধ্যক্ষ নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সীল দিয়ে রেজিস্টেশন নম্বর যাচাই করে নোটিশ দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন।
*প্রবেশপত্র গ্রহনের জন্য অবশ্যই স্ব স্ব কলেজ নোটিশ অনুসরণ করবেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when All Result BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All Result BD:

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All