Dawah - দা'ওয়াহ্ ツ

Dawah - দা'ওয়াহ্ ツ আসসালামুয়ালাইকুম ওয়ারাহ্ মাতুল্লাহ (

😢😢😢
15/08/2023

😢😢😢

একজন কিংবদন্তির বিদায়! 😢😢একজন আল্লামার বিদায়!কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লা...
15/08/2023

একজন কিংবদন্তির বিদায়! 😢😢
একজন আল্লামার বিদায়!
কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ তাআলা তাঁর দ্বীনের একনিষ্ঠ এ খাদেমকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন। 🤲🤲

11/09/2022

🌿ইস্তেগফারের ফজিলত:🌿

১.গু'নাহ মা'ফ হয়ে যায়।
২. এর মাধ্যমে বালা-মুসিবত দূর হয়।
৩. রিজিক প্রশস্ত হয়।
৪. পরিবারে শান্তি আসে।
৫. শরীরে ঈ'মানি শ'ক্তি বৃদ্ধি পায়।
৬. হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়।
৭. আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়।
৮. চিন্তা-পেরেশানি দূর হয়।
৯.রহমতের বৃষ্টি বর্ষিত হয়।
১০.সুসন্তান লাভ হয়।
১১.নদী-নালা প্রবাহিত হয়
১২.সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়।
১৩.আ'জাব-গ'জব থেকে রক্ষা পাওয়া যায়।
১৪.মুস্তজাবুদ দাওয়ার গুন অর্জন হয়।(অর্থাৎ, ইস্তেগফার পাঠকারী এমন হয়ে যাবেন,যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তায়ালা তা কবুল করবেন।
১৫.পর'কালে জা'ন্নাত লাভ হয়।
[সূরা হুদঃ৫২,সূরা আনফালঃ৩৩,সুনানে আবু দাউদ,সুনানে নাসাই,সূরা নূহঃ১০-১২,সূরা হুদঃ৩]

আল্লাহ আমাদের বেশী বেশী ইস্তেগফার করার তাওফিক দান করুক।
----------------------------------------(আমিন)

04/09/2022

🌺আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি্ ওয়া বারকাতুহু।🌺
✿✿
❝পাঁচটি আমল কখনই ছাড়বেন না❞
✿✿
১.❁❁“প্রত্যেক ফরয নামাজের পর আয়াতুল-কুরশী পাঠ”।
২.❁❁“প্রতি রাতে সূরা-মূলক পাঠ”।
৩.❁❁“সকাল-বিকাল দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়্যিদুল-ইস্তেগফার পাঠ”।
৪.❁❁“অজুর পরে কালেমা-শাহাদাত পাঠ”।
৫.❁❁“বিশ্বাসের সাথে আযানের জবাব দেওয়া ও আযানের দোয়া পাঠ”।
✿✿
☆❞আমল গুলো খাঁটি হলে, অল্প আমলই নাজাতের
জন্য যথেষ্ট হবে❞!
–ইনশাআল্লাহ্।--""
✿✿
*মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিন।
এই আমল গুলো করার তৌফিক দান করুন। আমাদের সকলকেই সহীহ বুঝ দান করে দিন।
✿✿
–আমিন ছুম্মা আমিন।
ইয়া রাব্বুল আল-আমিন।
🤲🤲🤲🤲

28/08/2022

🕋জান্নাত পাওয়ার সহজ ৬টি আমল:🕋

১.বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন।আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন।
-সহি ফাযায়েলে আমল ১৪১,সহি তারগিব ৩১৬

২.মনোযোগী হয়ে আযানের উওর দিবেন।যে ব্যক্তি মনোযোগী হয়ে আযানের উওর দিবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে।
-আবু দাউদ ৫২৭

৩.নিজে সঠিক হওয়া সত্বেও ঝগড়া পরিহার করবেন।রাসুল (সাঃ) আপনার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হবেন।
-আবু দাউদ ৪৮০০

৪.আল্লাহর সন্তুষ্টির জন্য 'লা ইলাহা ইল্লাল্লাহ'পড়লে তার জন্য জাহা * ন্নাম হারাম।
-সহি বুখারী ৬৪২৩

৫.অযুর পর কালিমা শাহাদাত পাঠ করবেন।তাহলে আপনি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন।
-সুনানে ইবনে মাজাহ ৪৭০

৬.প্রতিদিন অন্তত কয়েকবার হলেও 'সূরা ইখলাস'পাঠ করবেন।যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত।
-মিশকাতুল মাসাবিহ ২১৬০
🌸🌸🌸🌸🌸

26/08/2022
26/08/2022

👉উপকারী কয়েকটি কথাঃ- 👈

💕 যদি খুশি পেতে চাও তাহলে সময়ে ইবাদত করো।
💕যদি মুখের ওজ্জল্যতা বৃদ্ধি করতে চাও তাহলে নিয়মিত তাহাজ্জুদ পড়ো।
💕যদি হৃদয়ে প্রশান্তি পেতে চাও তাহলে কোরআন তেলাওয়াত করো।
💕যদি শরীরের সুখ পেতে চাও তাহলে রোজা রাখো।
💕যদি মুসিবত থেকে বাঁচতে চাও তাহলে ইস্তেগফার পড়ো।
💕 যদি ঘরে বরকত চাও তাহলে দরুদ শরিফ পড়ো।
💕যদি সব মুশকিল শেষ করতে চাও তাহলে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো।
💕যদি দুঃখ থেকে নাজাত পেতে চাও তাহলে দোয়া করো।
💕আল্লাহ পাক আমাদেরকে ভাল থাকা ও ভাল কাজের তাওফীক দান করুন।

💕💕আমিন💕💕

🌈 #মহান_আল্লাহর_কাছে ধ্বংসের তালিকায় আমরা কারা কারা আছি,         জেনে নিয়ে আসুন, সেই সব পাপাচার থেকে আমরা বিরত থাকি। =...
21/08/2022

🌈 #মহান_আল্লাহর_কাছে ধ্বংসের তালিকায় আমরা কারা কারা আছি,
জেনে নিয়ে আসুন, সেই সব পাপাচার থেকে আমরা বিরত থাকি।
=================

⚫১. ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য।
(সুরা জাসিয়াহ-৭)🌿

⚫২. ধ্বংস তার যে (মানুষের) পিছনে অপবাদ রটায় (বা গীবত করে) ।
(সুরা হুমাযাহ-১)🌿

⚫৩.ধ্বংস তার যে (মানুষকে) সামনে অপমানিত করে।
(সুরা হুমাযাহ-১)🌿

⚫৪. ধ্বংস তার যে সম্পদ জমা করে এবং তা গুণে গুণে রাখে।
(সুরা হুমাযাহ-১,২)🌿

⚫৫. ধ্বংস সে সব নামাজীর যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন।
( সুরা মাউন-৪)🌿

⚫৬. ধ্বংস তাদের যারা পরিমাপে বা ওজনে কম দেয়।
( মুতাফ্যিফিন-১)🌿

⚫৭. ধ্বংস ঐ সকল মিথ্যারোপকারীর যারা কিয়ামতকে অস্বীকার করে।
(মুতাফ্যিফিন-১০,১১)🌿

⚫৮. ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং সামান্য মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে।
(বাকারা-৭৯)🌿

⚫৯. ধ্বংস ও কঠিন শাস্থি ঐ সকল কাফির বা খোদাদ্রোহীদের জন্য নির্দিষ্ট যারা পরকালের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয় এবং আল্লাহর পথ হতে লোকদেরকে বাঁধা প্রদান করে।
(সুরা ইবরাহিম-২,৩)🌿

⚫১০. ধ্বংস তাদের যারা মহান দিবসের উপস্থিতিকে অস্বীকার করে।
(সুরা মরইয়াম-৩৮)🌿

⚫১১. ধ্বংস ঐ সকল লোকদের যারা আল্লাহ সম্পর্কে অযথা মিথ্যা কথা বানায়।
(সুরা আম্বিয়া-১৮)🌿

⚫১২. ধ্বংস ঐ সকল কাফিরদের যারা ধারণা করে আসমান, যমীন ও এর মাঝে যা কিছু আছে,,, আল্লাহ সেগুলো অনর্থক সৃষ্টি করেছেন।
(সুরা সা'দ-২৭)🌿

⚫১৩. ধ্বংস তাদের যাদের অন্তর আল্লাহর স্মরণ হতে কঠোর হয়ে গেছে।
(সুরা যুমার-২২)🌿

⚫১৪. ধ্বংস তাদের যারা আল্লাহর সাথে শরীক করে।
(সুরা হা- মীম সাজদাহ-৬)🌿

⚫১৫, ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে।
( সুরা আয যারিয়াত আয়াত ১০)🌿

☂️☂️☂️ ভাল লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যদের জানাতে সাহায্য করুন।

#শেয়ার #করে #অন্যদের #জানাতে #সাহায্য #করুন

❌❎জাহান্নাম!😭নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন জিবরাঈল (আ.)-কে বললেন,আপনি যতোবার আমার নিকট এসেছেন, ততোবার-ই আপ...
15/08/2022

❌❎জাহান্নাম!😭
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন জিবরাঈল (আ.)-কে বললেন,
আপনি যতোবার আমার নিকট এসেছেন,
ততোবার-ই আপনার কপালে শোক ও
দুশ্চিন্তার ছাপ ছিলো......এর কারণ কী ?
জিবরাঈল (আ.) নবীজী সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম - এর প্রশ্নের জবাবে বললেন,
‘ জাহান্নাম সৃষ্টির পর থেকে
আমার ঠোঁটে কখনো হাসি ফুটেনি।
জাহান্নাম কেমন হবে?
১।জাহান্নামের গভীরতা এমন যে,
এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে
জাহান্নামের তলদেশে পৌছাতে ৭০ বছর সময় লাগে।
বিচারের দিন জাহান্নাম কে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল
৭০ হাজার ফেরেশতা বহন করবেন।
২।জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে।
৩।জাহান্নামবাসীদের শরীরের চামড়া
১২৬ ফুট পুরো করে দেওয়া হবে
যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ হয়,
তাদের শরীরে আরও থাকবে তিল
যার এক একটি উহুদ পাহাড়ের সমান।
৪।প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ করা হবে।
৫।জাহান্নামের খাদ্য হবে কাঁটা যুক্ত গাছ আর পানীয় হবে ফুটন্ত পানি,পুঁজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল।এরপরও জাহান্নাম বাসীর পিপাসা এতো বেশী হবে যে তারা এই পানীয় পান করতে থাকবে।
৬।জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আযাব অনন্তকাল ধরে চলতে থাকবে,
জাহান্নাম বাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে।
এই জন্যই বলছি ভাই / বোন
আসুন আমরা দীনের পথে চলি
ইসলাম মেনে চলি, আমাদের কখন কি হবে আমরা কিন্তু কেউ জানি না,কেউ আমার সাথে যাবে না,আমার হিসাব আমাকেই দিতে হবে, দুনিয়া টা শুধু ধোকা লালো সাময়
তাই আসুন জাহান্নাম থেকে আমরা বাচিঁ আমাদের পরিবার কে বাচাঁই
হে আল্লাহ, 😢🙏
আমাদেরকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করুন।
আমিন।।🤲🤲🤲

10/08/2022

🌿🌿নেকী বাড়ানোর দোয়া:🌿🌿

∆আপনি 'সুরা ইখলাস' ১০ বার পড়ে জান্নাতের একটি বাড়ির মালিক হয়ে যান।
∆তারপর 'লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ' পড়ে সেই বাড়িকে রত্ন ভান্ডার দিয়ে পরিপূর্ণ করে দেন।
∆তারপর, 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম' পড়ে জান্নাতে খেজুর গাছ রোপণ করতে থাকেন।
ভাবতে থাকেন সেই খেজুরগুলো দিয়ে আপনি জান্নাতিদের মেহমানদারী করছেন।অনুভব করে দেখেছেন?এইভাব সারা দিন পড়তে পারেন আর জান্নাতের জন্য নেকী অর্জন করতে থাকেন।

🌼🌼রেফারেন্স __
★★নবীজী (সাঃ)বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস ১০ বার পাঠ করবে,জান্নাতে তার জন্য একটি ঘর বানানো হবে।"
(সহিহ জামে আস-সাগীরঃ৬৪৭২)

★★নবী (সঃ) বলেনঃ লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমুহের মধ্যে একটি গুপ্তধন।
[সহীহ বুখারী -১১/২১৩, সহীহ মুসলিম-৪/২০৭৬]

★★ যে ব্যক্তি 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম' পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতী) খেজুর গাছ রোপন করা হবে।
[তিরমিযী-৫/৫১১,আল-হাকীম-১/৫০১]

আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন,আমিন।🤲🤲🤲

10/08/2022

যাদের রাতে ঘুমাতে দেরি হয়, তাদের জন্য‼️
এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) এর সাথে তর্ক করছিলো যে- 'বরকত' বলতে কিছুই নেই।
তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো?
লোকটি বলল, জি দেখেছি।
শায়খ লোকটিকে জিজ্ঞাসা করলেন- বলতো কুকুর আর ছাগল এর মধ্যে কে বেশি বাচ্চা দেয়?
লোকটি বললো, কুকুর।
শায়খ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে
বেশি দেখতে পাও, কুকুর না ছাগল?
লোকটি বললো, ছাগল।
শায়খ ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) বললেন,
"ছাগলকে জবেহ করা হয়, এরপর ও ছাগলের
সংখ্যায় বেশি দেখা যায়, কমে না।
এটা কি বরকত নয়?
লোকটি বললো, এর কারণ কি- ছাগলের মধ্যে
বরকত হয়, আর কুকুরের মধ্যে বরকত হয় না?
শায়খ বললেন, ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায়, আর ভোরে জাগ্রত হয়, এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত। ফলে তার মধ্যে বরকত হয়।
আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায়। তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে।
একটু_চিন্তার_বিষয়,
নবীজি (সঃ) এর সুন্নাত হলো- এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া। শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া, কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদের কে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন।
আর আমরা? সাড়া রাত মোবাইলে, ইন্টারনেটে
হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি। আর ফজরের তো খবরই নেই।
অথচ রাসুলুল্লাহ (সঃ) বলেন, ফজরের কেবল দুই রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবকিছুর চাইতে উত্তম, সুবহানআল্লাহ। তাহলে দুই রাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজ কর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে?
আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি - আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেনো?
তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি। তাহলে আশা করা যায়, তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দিবেন, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার
তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।🤲🤲🤲🤲

©

একটু সময় নিয়ে পড়ার অনুরোধ রইলো...🙏 #হযরত আয়েশা রা. থেকে বর্ণিত,তিনি বলেন- ‘মহানবী (সঃ) কে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন ম...
06/08/2022

একটু সময় নিয়ে পড়ার অনুরোধ রইলো...🙏
#হযরত আয়েশা রা. থেকে বর্ণিত,
তিনি বলেন-
‘মহানবী (সঃ) কে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ দেহে ও খাতনাহীন অবস্থায় কবর থেকে হাশরের ময়দানে জমায়েত করা হবে।'
একথা শুনে আমি জিজ্ঞেস করলাম, 'হে আল্লাহর রাসুল! নারী পুরুষ সকলেই কি উলঙ্গ হবে? তারা কি একে অপরের প্রতি তাকাবে? (এরূপ হলে তো খুবই লজ্জার বিষয়)।'
উত্তরে তিনি বললেন, 'হে আয়েশা! কিয়ামতের দিনটি এত কঠিন ও বিপদময় হবে যে, মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না।’ (বুখারি-মুসলিম)

কিয়ামতের দিন রাসূল (স:) থাকবেন সবচেয়ে ব্যস্ত মানুষ। পুলসিরাত, মিযানের পাল্লা,হাউসে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন 'ইয়া উম্মাতি'! 'ইয়া উম্মাতি'! বলে।

জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনাকে তুলবেন কবর থেকে।
রাসূল (স:) জিজ্ঞেস করবেন,'কী ব্যাপার জিব্রাইল! আমার উম্মাত কী উঠেছে?'
ওইদিকে আবার মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুটি ধরে আছেন আর বলছেন 'ইয়া নাফসি! ইয়া নাফসি!'

সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে 'উম্মাতি! উম্মাতি!' আর, সেদিন তাঁর পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ!

রাসূল সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ উনার মনে পড়ে, আমার উম্মাত ক্লান্ত, পিপাসার্ত নয়তো! ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এইতো পিপাসার্ত উম্মাত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো। আর কখনো তৃষ্ণার্থ হবে না।

হঠাৎ মনে হবে মিযানের সামনে দাড়ানো উম্মাতের কথা। ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মাতের বাম পাল্লা ভারি হয়ে যাচ্ছে।
পেরেশান, তিনি হয়রান!!!
অতঃপর দৌড়ে যাবেন দুরূদের পিটারার সামনে। যেখানে তাঁর জন্য পড়া দুরূদ উম্মাতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরূদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়।

মাক্বামে মাহমুদের পাশে উনার জন্য আসন পাতা থাকবে৷
আল্লাহ বলবেন۔ 'হে নবী বসুন।'
তিনি উত্তরে বলবেন, 'না বসবো না।'
আল্লাহ্ বলবেন - 'জান্নাতে যান!'
নবী (স:) বলবেন- 'না, যাবো না!'
আল্লাহ্ বলবেন- 'জান্নাতের পোশাক পড়ুন!'
নবী (স:) বলবেন- 'না, পড়বো না!'
আল্লাহ্ বলবেন - 'বোরাকে উঠুন!'
নবী (স:) বলবেন- 'না, উঠবো না। আমি চলে গেলে উম্মাতের কী হবে?'

কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতা-মাতা থেকে পালিয়ে বেড়াবে।
কিয়ামতের দিন এক রাসূল (স:) ছাড়া কেউ কাউকে চিনবেনা।
অতএব রাসূল এর সূন্নাত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করে তাঁর সুপারিশ পাওয়ার যোগ্য উম্মত হওয়ার চেষ্টা করা উচিত।
এছাড়া কোন গত্যন্তর নেই। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

03/08/2022

😢😢😢

🌺💕আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 💕🌺গোনাহ ত্যাগ করুন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। গোনাহমুক...
03/08/2022

🌺💕আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 💕🌺

গোনাহ ত্যাগ করুন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। গোনাহমুক্ত একটি স্বচ্ছ অন্তর এমনিতেই নেক কাজে ব্যস্ত থাকে। নফল ইবাদত বেশি করার চেয়ে গোনাহ ত্যাগ করাকে প্রাধান্য দিন🌸
☘️ 'আর যে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে ও খেয়াল-খুশি (মন্দ কাজ) থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত।' (সূরা নাযি'আত, ৪০-৪১)
☘️ সূরা শামসে আল্লাহ পরপর ১১ টি কসম খেয়ে বলছেন, 'সেই সফলকাম হয়েছে, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে।' (সূরা শামস, আয়াত ০৯)

01/08/2022

🕋 জীবনভর চারটি কাজ কখনো ত্যাগ করবেন না...

▶️ ১] কখনো আল্লাহ্ তায়ালার শুকরিয়া আদায় থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিনি আর বাড়িয়ে দিবেন না।

- আল্লাহ তায়ালা বলেছেন, 'যদি তোমরা শুকরিয়া আদায় করো; তাহলে আমি বাড়িয়ে দিবো।' [সূরা ইব্রাহীম ৬]

▶️ ২] কখনো আল্লাহ তায়ালার স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিনি আপনাকে আর স্মরণ করবেন না।

- আল্লাহ তায়ালা বলেছেন, 'আমাকে স্মরণ করো; আমিও তোমাদের স্মরণ করবো।' [সূরা বাক্বারা ১৫২]

▶️ ৩] কখনো দুয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিনি বিপদে আর আপনার সাড়া দিবেন না।

- আল্লাহ তায়ালা বলেছেন, 'আমার কাছে দুআ করো; আমি সাড়া দিবো।' [সূরা গাফির ৬০]

▶️ ৪] কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিনি আর নাজাত/মুক্তি দিবেন না।

- আল্লাহ তায়ালার কাছে ক্ষমাপ্রার্থীদের তিনি আযাব দেন না অর্থাৎ মুক্তি দেন। [সূরা আনফাল ৩৩]

🕋 আল্লাহ্ তাআলা আমাদের সবাইকে এই চারটি কাজের সাথে সব সময় জড়িত থাকার তাওফিক দান করুক। আমিন।

01/08/2022

💝💝💖💖💝💝

☘️ মুহাররম মাসের আমল 🍀~~~~~~~~~~~~~~~~~~~~~~রমজানের মাসের রোজার গুরুত্ব আমাদের কারো অজানা নয়।রাসূল সাঃ কে প্রশ্ন করা হলো...
30/07/2022

☘️ মুহাররম মাসের আমল 🍀
~~~~~~~~~~~~~~~~~~~~~~

রমজানের মাসের রোজার গুরুত্ব আমাদের কারো অজানা নয়।রাসূল সাঃ কে প্রশ্ন করা হলো রমজানের রোজার পরে কোন মাসে রোজা রাখা অধিক উত্তম।রাসূল সাঃ বললেন মুহাররম মাসের রোজা।

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে জিজ্ঞেস করলো, রমজান মাসের পর কোন্‌ সিয়াম উত্তম? তিনি বলেন, আল্লাহ্‌র সেই মাস যাকে তোমরা মুহাররম বলে থাকো।[সুনানে ইবনে মাজাহ, ১৭৪২]

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, ‘ফজিলতপূর্ণ দিন হিসেবে আশুরার দিন এবং এই মাসের (রমজান) রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যত বেশি আগ্রহী দেখেছি অন্য রোজার ব্যাপারে তদ্রূপ দেখিনি।[সহিহুল বুখারি,১৮৬৭]

মনে রাখবেন মাস ব্যপী রোজা রাখা ফরজ বা ওয়াজিব নয়।বরং এগুলো নফল রোজা।কেউ রাখলে অনেক অনেক সাওয়া পাবে।না রাখলে গুনাহ হবে না।আবার কেউ ইচ্ছে করলে যার যার সামর্থ্য অনুযায়ী কম-বেশী সংখ্যক রোজাও রাখতে পারবে।

**বিশেষ করে আশুরার দিনে অর্থাৎ এমাসের ১০ম তারিখের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ন,........

হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আশুরার দিন রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেন, ‘আমি আশা করি এই রোজা রাখলে আল্লাহতায়ালা বিগত এক বছরের গুনাহ মোচন করে দেবেন।’ (সহিহ মুসলিম, হাদিস নং-১৯৭৬)

হযরত আলী (রা.) থেকে বর্ণিত.............. এটি আল্লাহর মাস এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহতায়ালা পূর্বের এক সমপ্রদায়ের তওবা কবুল করেছেন এবং পরবর্তীদের তওবাও কবুল করবেন।[মুসনাদে আহমদ-১/১৫৪, তিরমিযি ৩/১০৮]

আশুরারদিনে রাসূল সাঃ রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামগনদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন।তবে ইয়াহুদিরা কেবল মাত্র আশুরার দিনেই রোজা পালন করত তাই রাসূল সাঃ তাদের বিরুদ্ধাচারন করার লক্ষ্যে সাহাবায়ে কেরামগনকে অতিরিক্ত আরেকটি রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন।

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার রোজা রাখলেন এবং অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। লোকেরা বলল হে আল্লাহর রাসুল! এটি এমন দিন যাকে ইহুদি-খ্রিস্টানরা বড় মনে করে সম্মান জানায়। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আগামী বছর আসলে আমরা নবম দিনেও রোজা রাখব ইন-শা-আল্লাহ।[সহিহ মুসলিম, ১৯৪৬, ২৭২২]
তিনি আরো বলেন, ‘তোমরা আশুরার দিন রোজা রাখ এবং এর পূর্বে বা পরে অতিরিক্ত একটি রোজা রেখে ইহুদিদের ব্যতিক্রম করো।[সুনানে বায়হাকি,৮১৮৯]

এবিষয়ে আরো বহু সহিহ হাদিস বর্নিত হয়েছে।

ইমাম আবু বকর জাসাস (রাহ.) বলেন, ‘এ মাসের এমন বৈশিষ্ট্য রয়েছে যে, এতে ইবাদত করলে বাকি মাসগুলোতে ইবাদতের তৌফিক লাভ করা যায় অনুরূপভাবে কেউ এ মাসে পাপাচার থেকে বিরত থাকতে পারলে বছরের বাকি মাসগুলোতেও পাপাচার থেকে দূরে থাকা সহজ হয়।’ (আহকামুল কোরআন)

আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তাওফিক দান করুক।
🤲🤲আমিন🤲🤲

29/07/2022

🍂🍂 বেনামাজীর শাস্তিঃ🍂🍂

নামাজ ত্যাগ করলে, নিয়মিত আদায় না করলে তার উপর ১৫ টি আজাব নাজিল হবে🍂🍂
** দুনিয়াতে ৬টি'🌿
**মূত্যুর সময় ৩টি🌿
** কবরের মধ্যে ৩তি🌿
** হাশরের মাঠে ৩ টি🌿

^~ দুনিয়াতে ৬টি আজাব হলোঃ
(১) বেনামাজীর হায়াত কমে যাবে 🍂
(২) বেনামাজীর জীবনে বরকত হবে না 🍂
(৩) বেনামাজীর চেহারার সৌন্দর্য্য থাকবে না 🍂
(৪) বেনামাজীর কোন দোয়া কবুল হবে না 🍂
(৫) বেনামাজীর সব নেকী বরবাদ করা হবে 🍂
(৬) বেনামাজীর নিকট হতে সব রহমতের ফেরেশতা চলে যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে 🍂

^~ মৃত্যুর সময় ৩টি আজাব হলোঃ
(১) বেনামাজীকে মৃত্যুর সময় অপমানিত,লাঞ্ছিত ,ও শিদ্দাত,(অতিকষ্ট) দিয়ে জান বের করা হবে 🍂
(২) বেহামাজী ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু বরণ করবে 🍂
(৩) বেনামাজী পিপাসার্ত অবস্থায় মৃত্যু বরণ করবে 🍂

^~ কবরের মধ্যে ৩টি আজাব হলোঃ
(১) বেনামাজীর কবর চেপে আসতে থাকবে এবং তাকে পিষতে থাকবে ৷এতে তার এক পাজরের হাঁড় আরেক পাজরের হাঁড়ের সাথে মিশে যাবে 🍁
(২) বেনামাজীর কবরের দাউ দাউ করে আগুন জ্বলবে🍁
(৩) বেনঅমাজীর কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেশতা এসে জোরে জোরে গুর্জ মারতে থাকবে 🍁

^~ হাশরের মাঠে ৩তি আজাব হলোঃ
(১) বেনামাজীকে আল্লাহ পাক গজবের সাথে ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তার খোঁজ করতে থাকবেন 🍁
(২) বেনামাজীর ত্রিশ বছরের পুলসিরাতের রাস্থা হিরার চেয়ে ও ধারালো , চুলের চেয়ে ও চিকন ৷
অমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার হবে ৷ বেনামাজী যখন পুলের উপরে পা রাখবে সংগে সংগে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে 🍁
(৩) আল্লাহ বেনামাজীর জন্য" ওয়াইল" নামক দোযখ ঠিক করে রেখেছেন 🍁

আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সঠিক পথ প্রদর্শন করুন 🌿

নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে ৷
আসুন আমরা সকলেই ৫ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার চেষ্টা করি🍀
🍁আমিন ইয়া রাব্বুল আলামীন🍁

🤲😢😢😢🤲🌸.ইয়া আল্লাহ!!আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামা...
29/07/2022

🤲😢😢😢🤲

🌸.ইয়া আল্লাহ!!আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।

🌸·ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।

🌸ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

🌸- ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।

আমীন 🤲🖤❝একটা সুন্দর মোনাজাত❞ 🤲

★শয়তান আমার আপনার কানে যে ৫ টি কথা প্রায় বলে থাকে!!!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~(১) তুমি এখনো যুবক,, স...
26/07/2022

★শয়তান আমার আপনার কানে যে ৫ টি কথা প্রায় বলে থাকে!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(১) তুমি এখনো যুবক,, সুতরাং মজা করো!!

(২) জীবনে অনেক সময় আছে পরে তাওবা করতে পারো!!

(৩) রাগের সময় চুপ থেকো না,, চুপ থাকা ভীতুদের কাজ!!

(৪) সবাই এটা ওটা করছে,, তুমি চিন্তা করো না,, তুমি ও করো তুমার যেটা ইচ্ছা!!

(৫) তুমি অনেক পাপা করছো,, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না,, তুমি অশ্লীলতা করো! ইত্যাদি!!

আল্লাহ ক্ষমাশীল,,,,,,,, আপনারা তওবার মত তওবা করেন,, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন,,,

🤲🤲হে আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোকা থেকে পেরিয়ে উঠার তাওফিক দান করুন 🤲🤲
🤲🤲আমিন🤲

★Collected

🕋🖤আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🖤🕋যারা ফজরের নামাজে উঠতে  কষ্ট হয় বা অন্য ওয়াক্তে নামাজ পড়তে অনিহা ...
24/07/2022

🕋🖤আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🖤🕋

যারা ফজরের নামাজে উঠতে কষ্ট হয় বা অন্য ওয়াক্তে নামাজ পড়তে অনিহা হয়। তাদেরকে একটা ট্রিকস শিখিয়ে দেই। আমার আগে অনেক নামাজ মিস হয়ে যেত ।কিন্তু যেদিন থেকে আমি এই ট্রিকস এপ্লাই করি অই দিন থেকে আলহামদুলিল্লাহ ফজরে বা তাহাজ্জুদে উঠতে এলার্ম লাগে না।

ট্রিকস ১ঃ এশার নামাজ পড়ে ৩ কুল তিন বার করে পড়বেন।হাতে ফু দিয়ে সমস্ত শরীর মাসাজ করবেন।
এর বেনিফিট কি জানেন রাতে যখন আমরা শুতে যাই তখন শয়তান আমাদের ঘাড়ে তিনটা গিট দেয়।১ম গিট দেয় আর বলে তোমার সামনে অনেক লম্বা রাত তুমি ঘুমাও।২য় /৩য় গিটে সেইম কথা বলে।যেন আমরা মরার মত ঘুমাতে পারি।যখন আমরা ৩ কুল পড়ে ফু দেই তখন আর এই গিটগুলা লাগে না।কি ইন্টারেস্টিং বিষয় তাই না।

ট্রিকস ২ঃ রাতে বিছানায় গিয়ে আল্লাহকে বলবেন হে আল্লাহ আমাকে ফজরের নামাজ বা তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন।আল্লাহ আমাকে ঘুম থেকে যথা সময়ে উঠানোর দায়িত্ব তোমার।আমাকে উঠিও দিও। অন্য নামাজের শেষে বলবেন আল্লাহ আমাকে পরের ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও।যখন আপনি ইবাদতের জন্য আল্লাহ সুবাহানাহু তায়ালাকে বলবেন, আল্লাহ কি আপনাকে না উঠিয়ে পারবেন? যখন দায়িত্বটা আল্লাহকে দিবেন আর আপনি চেষ্টা করবেন, নামাজ পড়ার মনোভাব রাখবেন তখন আল্লাহ কিভাবে উনার দায়িত্ব পালন না করে থাকবেন।

ট্রিকস ৩ঃ একটা হাদিস শুনেছিলাম অনেক আগে। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়।
আপনি এই কথাটা মাথায় আঠা দিয়ে গেথে ফেলেন।যে ইচ্ছা করে এক ওয়াক্ত মিস গেলে কাফের হয়ে যাবেন।তাহলে আর নামাজ মিস হবে না।কোন মুসলিম চায় না কাফের হতে।
এই ট্রিকস ফলো করেন দেখবেন ইন-শা-আল্লাহ নামাজ মিস হবে না।
যতই পাপ করেন পাপের সাগরে থাকেন নামাজ মিস দিয়েন না।নামাজ পাপ কমিয়ে দেয়।
নামাজ পানির মত, পানি যেইভাবে ময়লা ধুয়ে পরিষ্কার করে তেমনি নামাজ পাপ ধুয়ে পবিত্র করে।
এক দিন দুই দিন পাঁচ মাস ১ বছর নামাজ পড়তেই থাকেন।এক দিন দেখবেন পাপ আপনার দ্বারা আর হচ্ছে না।
এই নামাজের কারনে হাজার পাপ থেকে বিরত থাকতে পারতেছি আলহামদুলিল্লাহ আর যা পাপ হয়ে যায় আল্লাহ মাফ করুক🖤😓
আমীন।।
©

* আসসালামু আলাইকুমবোন প্রোফাইলে বোরকা পড়া ছবিটা আপনার?আপনার হলে চেঞ্জ করে ফেলবেন ইং শা আল্লহ, জানেন তো নারীদের জন্য পর্...
24/07/2022

* আসসালামু আলাইকুম

বোন প্রোফাইলে বোরকা পড়া ছবিটা আপনার?

আপনার হলে চেঞ্জ করে ফেলবেন ইং শা আল্লহ, জানেন তো নারীদের জন্য পর্দা ফরজ? সেই ক্ষেত্রে নিজের ছবি দিয়ে রাখা নিজের আমলনামায় গুনাহ বাড়ানোর সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না।

আর যদি ছবি টা আপনার না হয়ে থাকে,তাও আপনার গুনাহ হবে।

- কেনো?

কারণ আপনি যেই কার্টুন অথবা বোরকা পরা নারীর ছবি দিয়ে রেখেছেন এরা তো পর্দাশীল না, এরা হচ্ছে মডেল। তাই এদের ছবি দিলে এই মেয়ের গুনাহ এর ভাগীদার আপনিও হবেন। এদের গুনাহর অংশ আপনি পেয়ে যাবেন।
কারণ আপনি এদের প্রোমোট করছেন।

- যখন কোনো নারী অপর নারীর ছবি আপলোড দেয়, তখন তার চারটি গুনাহ হয়।

১। পর্দার বিধান লঙ্ঘনের গুনাহ
২। যার ছবি দেয়া হচ্ছে তাকে গুনাহে লিপ্ত করার গুনাহ
৩‌। পরপুরুষকে গুনাহে লিপ্ত করার গুনাহ
৪। ফেইক ছবি দিয়ে মানুষকে আকৃষ্ট করে প্রতারণা করার গুনাহ

জাহান্নামের আগুনের তাপ কতো জানেন?
দুনিয়ার থেকে ৭০ গুন বেশি।

চাইলে রান্নাঘরে গিয়ে একটু চুলার উপর আগুনে হাত রাখার চেষ্টা করুন, কতক্ষণ রাখতে পারবেন..?

এর থেকেও ৭০ গুন বেশি তাপ জাহান্নামে।
সময় থাকতে ভেবে দেখুন, এখনও সময় আছে,
ছবিগুলো প্রোফাইল/স্টোরি থেকে ডিলিট করে ফেলুন।

আল্লহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে তাওবা করুন, আল্লহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমিন...🌸🌿

গর্ভবতী_মহিলাদের_আমলঃ-🌾প্রথম মাসে সূরা-আলে ইমরান পড়লে সন্তান দামী হবে।🌾দ্বিতীয় মাসে সূরায়ে ইউসুফ পড়লে সন্তান সুন্দর ...
24/07/2022

গর্ভবতী_মহিলাদের_আমলঃ-
🌾প্রথম মাসে সূরা-আলে ইমরান পড়লে সন্তান দামী হবে।
🌾দ্বিতীয় মাসে সূরায়ে ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে।
🌾তৃতীয় মাসে সূরায়ে মারয়াম পড়লে সন্তান সবরকারী হবে।
🌾চতুর্থ মাসে সূরায়ে লোকমান পড়লে সন্তান হেকমত ওয়ালা হবে।
🌾পঞ্চম মাসে সূরায়ে মুহাম্মাদ পড়লে সন্তান চরিত্রবান হবে।
🌾ষষ্ঠ মাসে সূরায়ে ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হবে।
🌾সপ্তম,অষ্ঠম,নবম এবং দ্বশম মাসে সূরা-ইউসুফ,মুহাম্মদ এবং ইবরাহিম এর প্রথম থেকে দশ আয়াত পড়বে।
✓✓ ব্যাথা উঠলে সূরা-ইনশিকাক পড়ে পানিতে ফুক দিয়ে পান করবে।
আল্লাহ তাআ‘লা সকল গর্ভবতি মহিলাদেরকে উক্ত আমলগুলো করার তাওফীক দান করুন৷ আমীন!!

22/07/2022

❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉ এই গরমের মধ্যে যে সব বোনেরা
বাসায় টিশার্ট বা গেঞ্জি পড়েন ,,,,
তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো..........!!
ইনশাআল্লাহ............!!?? ❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉

❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉ যে সব বোনেরা বাসায় টিশার্ট পড়েন ,,,, আপনারা কি জানেন ,,,, কার কার সামনে টিশার্ট ব্যবহার করা যাবে ...........�❓
অনেকেই হয়তো বলবেন যে,,,
মাহরামদের সামনে পড়া যাবে.........!!
কিন্তুঃ---------
আমি এক্ষেত্রে বলবো যে ,,,, না না না না না .....
আপনার ধারণা সম্পূর্ণ ভুল.............!! ❌

❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉ কারন ,,,৷ যে আপনার বাবা হয় ,,,
যে আপনার ভাই লাগে ,,,
সেই সম্পর্কের আগে তাদের
একটা পরিচয় আছে ,,,
তাহলো তারা সবাই পুরুষ........!! ❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉

❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉ হতে পারে সে আপনার বাবা ,,,, কিংবা ভাই ,,,
কিন্তুুু ঃ----
তাদের ভিতর‌ ও পুরুষত্ব আছে...........!!
প্রিয় বোন ঃঃ---------
আপনারা যখন ওই সব টিশার্ট পরে তাদের সামনে দিয়ে চলা ফেরা করেন ,,,, আপনাদের কারনে তাদের মানসিক চিন্তা ভাবনা পরিবর্তন হচ্ছে ,,, শয়তান সব সময় তাদের মনে ধোঁকা দিচ্ছে ,,,
এবং ঃঃ---------
তারা শয়তানের ফাঁদে পা দিয়ে
খারাপ কাজে লিপ্ত হচ্ছে...........!! ❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉

❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉ কিয়ামতের আগে বাবা তার মেয়ের সাথে ,,,, ভাই তার বোনের সাথে ,,, এবং ঃ---- ছেলে তার মায়ের সাথে যিনায় লিপ্ত হবে.............!!

আস্তাগফিরুল্লাহ...আল্লাহ মাফ করো .........!!

� আপনারা খবরে হয় তো দেখে থাকবেন যে ,,,, এই আলামতটা শুরু হয়ে গেছে............!! ❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉

❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉ কেনো এ সব হচ্ছে জানেন..........�❓
মেয়েদের বেপর্দার কারনে..........!!
আমরা বেপর্দায় চলা ফেরা করে
নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি........!!
শুধু তাই নয় ,,, আমরা নিজ হাতে আমাদের দুনিয়া এবং আখিরাত ধ্বংসের
বন্দোবস্ত করছি...............!! ❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉

❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉ তাই বোনেরা আপনারা একটু সাবধানে চলা ফেরা করবেন...........!!
যেনো পরে আফসোস করতে না হয়..........!!

আপনি টিশার্ট পড়তে পারেন ,,,, তবে সেইটা আপনি আপনার ব্যাক্তিগত রুমে পড়বেন ,,, যেনো সেটা আপনার স্বামী ব্যতীত অন্য কেউ না দেখতে পারে..............!! ❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉

⭕ আশা করি আমার কথা গুলো
সবাই বুঝতে পেরেছেন...........!!
আল্লাহ আমাদের সবাইকে সঠিক
বুঝ দান করুক .........!!

❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉ আমিন ..............!! ❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉

⭕ হতাশা দূর করার ২টি শক্তিশালী হাতিয়ার-১./ অনবরত আল্লাহ পাকের যিকির করা ( লা ইলাহা ইল্লাল্লহ!) হাঁটতে, চলতে, উঠতে,বসতে, ...
22/07/2022

⭕ হতাশা দূর করার ২টি শক্তিশালী হাতিয়ার-

১./ অনবরত আল্লাহ পাকের যিকির করা ( লা ইলাহা ইল্লাল্লহ!) হাঁটতে, চলতে, উঠতে,বসতে, গাড়িতে, বাড়িতে বিছানায় শুয়ে, ফেসবুকের নিউজফিড স্ক্রল করার সময়! মোট কথা সারাক্ষন, হর হামেশা আল্লাহ পাকের যিকির করার চেষ্টা করবেন।
যিকিরে অন্তরে প্রশান্তি আসে। এছাড়াও চেষ্টা করবেন দৈনিক অন্তত একটা সময় সিলেক্ট করে নিয়ে ১০/১৫ মিনিট এক বৈঠকে জায়নামজে বসে ৩০০ বার "লা ইলাহা ইল্লাল্লহ" এবং ৩০০ বার "আল্লাহ আল্লাহ " যিকির করবেন।

২./ দরূদ পড়া! যত বেশি পারা যায়! ১বার দরূদ পাঠের বিনিময়ে ১০ বার রহমত বর্ষিত হয়! সুবহানআল্লাহ!
•চেষ্টা করবেন দৈনিক অন্তত ১০০ বার দরুদ শরিফ পাঠ করার, এই দরুদ শরিফটা পাঠ করতে পারেন। এটা ওধিক ফলপ্রসূ "আল্লাহুম্মা ছল্লি'আলা ছাইয়্যিদিনা মুহাম্মদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়ালিহি ওয়াসাল্লিম"

সহজ দুটি আমল! 💞💞💞

🎙️শাঈখ মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী
( হাফিজাহুল্লাহ)
©️ From✍️ M A Al-Maksud

সুবহানাল্লাহ 🌹সুবহানাল্লাহ 🌹 সুবহানাল্লাহ
20/07/2022

সুবহানাল্লাহ 🌹সুবহানাল্লাহ 🌹 সুবহানাল্লাহ

🤲আমিন 🤲 আমিন 🤲 আমিন 🤲
20/07/2022

🤲আমিন 🤲 আমিন 🤲 আমিন 🤲

19/07/2022

💕 ||দৈনন্দিনের ছোট ৪টি আমল||
অফুরন্ত ফজিলত।

🔘আমলঃ- ১
🔘প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করাঃ

"উচ্চারনঃ-আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু'

🔘ফজিলতঃ-
যে ব্যাক্তি ওযু করার পড় কালিমায়ে শাহাদাত পাঠ করবে ঐ ব্যাক্তির জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয় এবং যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।

🔘আমলঃ-০২
🔘প্রত্যেক ফরজ নামাজ শেষে "আয়াতুল কুরসি' পাঠ করা।

🔘ফজিলতঃ-
এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে
পারবেন। জান্নাত আর আপনার মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাঁধা থাকবে না।

🔘আমলঃ-০৩
🔘প্রত্যেক ফরজ নামাজ শেষেঃ-

🔘৩৩ বার সুবহানাল্লাহ,
🔘৩৩ বার আলহামদুলিল্লাহ্,
🔘৩৩ বার আল্লাহু আকবার পড়া

এবং ১০০ পূর্ণ করার জন্য ১বার এই দোয়াটি পড়া
"লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর"

🔘 ফজিলতঃ-
সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন, ইনশাআল্লাহ।

🔘আমলঃ-০৪
🔘প্রতিরাতে সূরা মুলক পাঠ করা। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন, ইনশাআল্লাহ।

🔘ফুটনোটঃ-
১)সহিহ মুসলিম, হাদিস নং-২৩৪
২)সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ৯৭২
৩)সহিহ মুসলিম, হাদিস নং- ১২২৮
৪)সহিহ তারগিব,
হাকিম ৩৮৩৯,

"তাই আসুন আমরা দৈনন্দিন এই ফজিলতপূর্ন আমলগুলো করার অভ্যাস গড়ে তুলি, নিজেও আমল করি, অপরকে ও আমলগুলো চর্চা করার জন্য তাগিদ দিই।

আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দিক,

_আমিন!! 💕

নবী করিম ﷺ - বলেছেন ১২ প্রকার মানুষ সর্বোত্তম।● এক.রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,ﺧَﻴْﺮُﻛُﻢْ ﻣَﻦْ ﺗَﻌَﻠَّﻢَ ﺍﻟْﻘُﺮْﺁﻥَ ﻭَﻋَﻠ...
19/07/2022

নবী করিম ﷺ - বলেছেন ১২ প্রকার মানুষ সর্বোত্তম।

● এক.
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
ﺧَﻴْﺮُﻛُﻢْ ﻣَﻦْ ﺗَﻌَﻠَّﻢَ ﺍﻟْﻘُﺮْﺁﻥَ ﻭَﻋَﻠَّﻤَﻪُ
‘তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’ [বুখারি: ৫০২৭]

● দুই.
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
ﺇِﻥَّ ﺧِﻴَﺎﺭَﻛُﻢْ ﺃَﺣَﺎﺳِﻨُﻜُﻢْ ﺃَﺧْﻼَﻗًﺎ
‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐ ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।’ [বুখারি: ৬০৩৫]

● তিন.
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
ﺇِﻥَّ ﺧِﻴَﺎﺭَﻛُﻢْ ﺃَﺣْﺴَﻨُﻜُﻢْ ﻗَﻀَﺎﺀً
‘তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো।’ [বুখারি: ২৩০৫]

● চার.
রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,
‘তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না।’ [তিরমিজি: ২২৬৩, ২৪৩২]

● পাঁচ.
রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,
‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐ ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো।’ [সহিহ ইবনে হিব্বান: ৪১৭৭]

● ছয়.
রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,
ﺧِﻴَﺎﺭُﻛُﻢْ ﺃَﻃْﻮَﻟُﻜُﻢْ ﺃَﻋْﻤَﺎﺭًﺍ ﻭَﺃَﺣْﺴَﻨُﻜُﻢْ ﺃَﻋْﻤَﺎﻟًﺎ
‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে তোমাদের মধ্যে বয়সে বেশি এবং (নেক) কাজে উত্তম।’
[আহমাদ: ৭২১২, ৯২৩৫, সিঃ সহীহাহ: ১২৯৮]

● সাত.
রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,
ﺧَﻴْﺮُ ﺍﻟﻨَّﺎﺱِ ﺃﻧْﻔَﻌُﻬُﻢْ ﻟِﻠﻨَّﺎﺱِ
‘সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।’
[সহীহুল জামে’: ৩২৮৯, দারাক্বুত্বনী, সিঃ সহীহাহ: ৪২৬]

● আট.
রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,
ﻣَـﺨْﻤُﻮْﻡِ ﺍﻟْﻘَﻠْﺐِ ﺻَﺪُﻭْﻕِ ﺍﻟﻠِّﺴَﺎﻥِ ﻗَﺎﻟُﻮﺍ ﺻَﺪُﻭْﻕُ ﺍﻟﻠِّﺴَﺎﻥِ ﻧَﻌْﺮِﻓُﻪُ ﻓَﻤَﺎ ﻣَـﺨْﻤُﻮﻡُ ﺍﻟْﻘَﻠْﺐِ
‘শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ।’"
[ইবনে মাজাহ: ৪২১৬, সহিহুল জামে: ৩২৯১]

● নয়.
রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,
ﺧَﻴْﺮُ ﺍﻷَﺻْﺤَﺎﺏِ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﺧَﻴْﺮُﻫُﻢْ ﻟِﺼَﺎﺣِﺒِﻪِ ﻭَﺧَﻴْﺮُ ﺍﻟْﺠِﻴﺮَﺍﻥِ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﺧَﻴْﺮُﻫُﻢْ ﻟِﺠَﺎﺭِﻩِ
‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতি

18/07/2022

👉মেয়েকে বিবাহ দেয়ার পর জনৈক মায়ের নসীহতঃ

প্রত্যেকটি মুসলিম মেয়েরই মূল্যবান এই নসীহতগুলো জেনে রাখা উচিৎ। উমামা বিনতে হারেছ নিজ কন্যার বিবাহের সময় তাকে এমন কিছু নসীহত করেন যা শুধু মেয়ের জন্যই নয়; বরং পরবর্তী সমস্ত নারীর জন্য মাইল ফলক হিসেবে অবশিষ্ট থাকবে।
তিনি মেয়েকে লক্ষ্য করে বলেন, ওহে আমার কলিজার টুকরা মেয়ে! আজ তুমি নিজের পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়স্বজন, বান্ধবী ও প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন হয়ে এমন এক অপরিচিত পরিবেশে এমন এক অপরিচিত ব্যক্তির নিকট গমণ করছো যেখানেই রয়েছে তোমার আসল ঠিকানা সেই ব্যক্তিই তোমার প্রকৃত বন্ধু, সাথী ও কল্যাণকামী। তুমি ওখানের আচার-আচরণ ও পরিবেশ সম্পর্কে মোটেও অবগত নও। তুমি যদি স্বামীর দাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পার, তবে দেখবে সেও তোমার দাসে পরিণত হয়েছে। এই মূহুর্তে আমি তোমাকে কতিপয় নসীহত করছি। আল্লাহ চাহে তো এগুলো তোমার জীবনের সাফল্য ও সুখি দাম্পত্য জীবনের জন্য পাথেয় হবেঃ
(১) স্বামীর প্রতি বিনীত থাকবে এবং অল্পতেই তার উপর সন্তুষ্ট হবে।
(২) ভালভাবে তার কথা শুনবে ও মানবে।
(৩) তার চোখ ও নাকের পছন্দের প্রতি লক্ষ্য রাখবে। তোমাকে যেন কখনো খারাপ দৃশ্যে সে না দেখে এবং তোমার নিকট থেকে কখনো যেন সর্বোত্তম সুগন্ধি ছাড়া অন্য কিছু না পায়।
(৪) তার খাওয়া দাওয়া ও নিদ্রার বিষয়ে বিশেষ খেয়াল রাখবে। কেননা ক্ষুধা ও অনিদ্রা মানুষকে বদমেজাজী ও ক্রোধান্বিত করে তোলে।
(৫) তার ধন-সম্পদের রক্ষণা-বেক্ষণ করবে। হিসাবের সাথে পরিমাণমত তার সম্পদ খরচ করবে।
(৬) তার পরিবার-পরিজন ও দাস-দাসীর দেখাশোনা করবে। উত্তমভাবে মনযোগসহকারে তার সন্তান-সন্তুতিকে লালন-পালন করবে।
(৭) তার কোন গোপন বিষয় ফাঁস করবে না ও তার নাফরমানী করবে না। কেননা তার গোপন তথ্য ফাঁস করে দিলে একদিন সে তোমাকে ধোঁকা দিবে। অবাধ্য হলে তার বুকে আগুন জ্বালাবে তাকে ক্রোধান্বিত করবে।
(৮) তুমি কাঙ্খিত লক্ষ্যে কখনই পৌঁছতে পারবে না যে পর্যন্ত তার সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টির উপর স্থান না দিবে, তার পছন্দ-অপছন্দকে নিজের পছন্দ-অপছন্দের উপর স্থান না দিবে।
আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকল মুসলিম মেয়েদেরকে মূল্যবান এই নসীহতগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমিন।🤲🤲🤲
কালেক্ট

18/07/2022

😔😔😢😢
কি করে হাসবো আমি
ডাকছে আমার কবর

গুণাহের খাতা মাফ হলো কি
পেলাম না সে খবর

আল্লাহ কবরের আযাব থেকে রক্ষা করিও।
"*(আমিন)*".....🤲🤲🤲😭😭😭

16/07/2022

👉গুরুত্বপূর্ণ নসীহত: সবার জন্য প্রয়োজন👈

১। রাতে একা একা হাটলে যদি বুঝতে পারেন পিছনে কেউ আছে, তাইলে শুধু ঘাড় ঘুরাবেন না। পুরো শরীর ঘুরিয়ে দেখবেন। ঘাড় ঘুরালে মটকে দেবার সম্ভাবনা আছে। তবে একেবারে না তাকানো উত্তম।

২। ঘরে, মসজিদে ও বিছানায় সাপ দেখতে পেলে মারবেন না, প্রথমে চলে যেতে বলবেন। কারন জ্বীন সাপের রূপ ধারন করে থাকেন। মারলে আপনার ক্ষতি হওয়ার আশংকা আছে। আর যদি চলে না যায়, তবে বুঝবেন আসলেই ওটা সাপ। তখন মারবেন বা তাড়িয়ে দিবেন।

৩। যদি রাতে দেখেন গাছের কোন ডাল বা বাঁশ ঝুঁকে পরেছে, তবে তার ওপর বা নিচে দিয়ে যাবেন না। আয়াতুল কুরসি পড়বেন, ক্ষতির কোন আশংকা থাকলে সরে গিয়ে ঠিক হয়ে গেছে, তখন যাবেন।

৪। গভীর রাতে কেউ বাহির থেকে আপনার নাম ধরে একবার ডাকলে সাড়া দিবেন না। ৩ বার ডাকার পর সাড়া দিবেন। দেখে বুঝে সতর্কতার সহিত বের হবেন।

৫। গাছে যদি কিছু বসা দেখতে পান তাইলে তার দিকে তাকিয়ে থাকবেন না। চুপ করে মাটির দিকে তাকিয়ে চলে যাবেন।

৬। যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনিই রুমে বসে আছেন। মানে নিজেকে নিজেই দেখতে পান তাহলে ভয় পাবেন না। ওটা আপনার সাথে থাকা জিন। (কারিন জিন)। শুধু চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়বেন ও তারপর চোখ খুলবেন।

৭। রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না। আর যদি ভয়ের স্বপ্ন দেখেন, তাহলে উঠে বুকের বাম পাশে আস্তে আস্তে করে ৩ বার থুথু ফেলবেন। -(বুখারী)

৮। পুকুরে গোছল করলে যদি বুঝতে পারেন কেউ
আপনার পা ধরে টানিয়ে নিয়ে যাচ্ছে তবে প্রথমে
চিৎকার দিবেন। সাথে সাথে দোয়া ইউনুস পড়া শুরু করবেন। কারন পুকুরে বা নদীতে জিন থাকে।

৯। যদি রাতে দেখতে পান কুকুর আপনাকে আক্রমণ করতে আসছে আর কুকুরটাকে অস্বাভাবিক মনে হয়, তাইলে যথাক্রমে মাটিতে একটা বৃত্ত (বাউন্ডারী) আঁকাবেন এবং তার ভিতর দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়বেন।

১০। যদি আপনি রাতে বারবার পথ হারিয়ে ফেলেন, একই পথে বার বার ফিরিয়ে আসছেন বা অনেক দূর যাওয়া পরও গন্তব্যে পৌছাতে পারছেন না, সাহস হারাবেন না। দাড়িয়ে আজান দিবেন। তাহলে সব ঠিক হয়ে যাবে। গয়রান নামক জিন আপনাকে ঘুরাচ্ছেন।

১১। রাতে ঘুমের মধ্যে যদি বুঝতে পারেন আপনার বুকে কেউ ভর করে আছে। চিৎকার দিবেন না। চিৎকার দিলে কোন লাভ হবে না, কারন আপনার চিৎকার মুখ দিয়ে বের হবে না। আপনার যানা যে কোনো সুরা বা আয়াত পাঠ করবেন।

১২। মরা মানুষের আত্মা যদি দেখতে পান তাইলে ভয় পাবেন না।

Address

2023 Dhaka, Dhaka Division
Dhaka
2023

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah - দা'ওয়াহ্ ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All

You may also like