কাওছার ইসলাম

কাওছার ইসলাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কাওছার ইসলাম, Social Media Agency, 26/1, Jheel Mosjid, South Sahjahanpur, Dhaka.
(1)

নতুন ফিচার যুক্ত করলো হোয়াটসঅ্যাপ। এতদিন শুধু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে 'পোলের' অপশন থাকলেও বর্তমানে হোয়াটসঅ্যাপেও যু...
09/07/2023

নতুন ফিচার যুক্ত করলো হোয়াটসঅ্যাপ। এতদিন শুধু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে 'পোলের' অপশন থাকলেও বর্তমানে হোয়াটসঅ্যাপেও যুক্ত হয়েছে এই নতুন ফিচার। এর মাধ্যমে যেকোনো বিষয়ে খুব সহজেই সবার মতামত বা প্রতিক্রিয়া জেনে সিদ্ধান্ত নেওয়া যায়।

হোয়াটসঅ্যাপে পোল তৈরির নিয়ম:

হোয়াটসঅ্যাপে পোল তৈরি করা খুব সহজ। তবে সবার আগে নিশ্চিত হতে হবে হোয়াটসঅ্যাপের সবশেষ আপডেটটি ইনস্টল করা আছে কি না। না থাকলে প্লে-স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিতে হবে।

১। প্রথমে ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাপ চালু করে পছন্দের যেকোনো চ্যাট উইন্ডো খুলতে হবে।
২। অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে টেক্সট বক্সের (যেখানে বার্তা লেখা হয়) পাশে ছোট আকারে একটা পেপারক্লিপ আইকন দেখা যাবে। এই আইকনটি ক্লিক করতে হবে।
৩। এরপর বেশকিছু অপশন দেখতে পাওয়া যাবে। এগুলোর মধ্যে থেকে নিচের দিকে পোল অপশনটিতে ক্লিক করতে হবে।
৪। উপরে 'কোয়েশ্চেন' লেখা জায়গায় পোলের প্রশ্নটি লিখতে হবে। এরপর নিচের 'অপশন' লেখা জায়গা গুলোতে সর্বোচ্চ ১২টি পর্যন্ত উত্তর বা সম্ভাব্য প্রতিক্রিয়া লেখা যাবে।

যদি একজন উত্তরদাতার একের বেশি উত্তর বা প্রতিক্রিয়া জানাবার সুযোগ দেওয়া প্রয়োজন হয় তখন 'অ্যালাউ মাল্টিপল অ্যানসার' টগলটি চালু রাখতে হবে। অন্যথায় এটি বন্ধ করতে হবে।

এরপর নিচের ডান দিকে থাকা 'সেন্ড' আইকনটি ক্লিক করতে হবে।

পোল-এর প্রতিক্রিয়া দেখার উপায়:

পোলের নিচে 'ভিউ ভোটস' ক্লিক করলে কে কোন অপশনে ভোট দিয়েছে, কোন অপশনে মোট কতটি ভোট পড়েছে সবকিছুই দেখা যাবে।

"এই স্বাধীন দেশে মানুষ যখন পেট ভরে খেতে পাবে, পাবে মর্যাদাপূর্ণ জীবন; তখনই শুধু এই লাখো শহীদের আত্মা তৃপ্তি পাবে।"- শেখ ...
15/08/2022

"এই স্বাধীন দেশে মানুষ যখন পেট ভরে খেতে পাবে, পাবে মর্যাদাপূর্ণ জীবন; তখনই শুধু এই লাখো শহীদের আত্মা তৃপ্তি পাবে।"

- শেখ মুজিবুর রহমান

বিনম্র শ্রদ্ধা। তিনি সহ শাহাদত বরণকারী পরিবারের সকল সদস্যের রূহের মাগফিরাত কামনা করছি।

🙄🙄
13/08/2022

🙄🙄

Facebook business page and LinkedIn cover photo for client
06/08/2022

Facebook business page and LinkedIn cover photo for client

ক্লাইন্টের জন্য বানানো লোগো এবং লেটারহেড
03/08/2022

ক্লাইন্টের জন্য বানানো লোগো এবং লেটারহেড

আমাদের অনেকেই এখন বিভিন্ন সোস্যাল মিডিয়াকে বিজনেস প্লাটফর্ম ‍হিসেবে ব্যবহার করে তাদের ব্যবসা পরিচালনা করছে। এক্ষেত্রে আম...
21/07/2022

আমাদের অনেকেই এখন বিভিন্ন সোস্যাল মিডিয়াকে বিজনেস প্লাটফর্ম ‍হিসেবে ব্যবহার করে তাদের ব্যবসা পরিচালনা করছে। এক্ষেত্রে আমাদের পেইজটি মানুষের আই ক্যাচিং করার জন্য পেইজের লোগো এবং কাভার পিকচারটি খুবই গুরুত্বপূর্ণ। একটি ইউনিক লোগো এবং কাভার পিকচার আপনার পেইজের সৌন্দর্য্য অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। সুতরাং আপনার বিজনেস পেইজের ইউনিক লোগো এবং কাভার পিকচার পেতে ম্যাসেজ করুন আমার পেইজে।

প্রফেশনাল লাইফের অন্যতম একটি দক্ষতা  হলো মাইক্রোসফট অফিস প্রোগ্রামে পারদর্শী হওয়া। বিশেষ করে ১। এমএস ওয়ার্ড ২। এমএস এক্স...
04/07/2022

প্রফেশনাল লাইফের অন্যতম একটি দক্ষতা হলো মাইক্রোসফট অফিস প্রোগ্রামে পারদর্শী হওয়া। বিশেষ করে ১। এমএস ওয়ার্ড ২। এমএস এক্সেল এবং ৩। এমএস পাওয়ার পয়েন্ট। এই তিনটি বিষয়ে দক্ষ হওয়া আবশ্যক। এই তিনটি বিষয়ে দক্ষতার ঘাটতি থাকলে আপনি পদে পদে সমস্যার সম্মুখীন হবেন। সুতরাং যারা বর্তমানে ছাত্র-ছাত্রী আছেন অথবা ক্যারিয়ারের শুরুর দিকে এবং মিড লেভেল আছেন ( কিন্তু উক্ত দক্ষতায় ঘাটতি আছে) তাদের উচিৎ এই দক্ষতা অর্জন করা। আপনি চাইলে আপনার বাড়িতে বসেই আপনার এই দক্ষতা অর্জন করতে পারেন। আপনি যাতে আপনার ঘরে বসে এই দক্ষতা অর্জনে করতে পারেন সেজন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমি একটি পেইড কোর্স চালু করতে চাচ্ছি। আর তার জন্য আপনার দরকার হবে একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন। যারা যারা এই কোর্স করতে আগ্রহী তারা কমেন্ট করে আপনার মতামত জানান।

03/07/2022

Address

26/1, Jheel Mosjid, South Sahjahanpur
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when কাওছার ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাওছার ইসলাম:

Share


Other Dhaka media companies

Show All