09/07/2023
নতুন ফিচার যুক্ত করলো হোয়াটসঅ্যাপ। এতদিন শুধু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে 'পোলের' অপশন থাকলেও বর্তমানে হোয়াটসঅ্যাপেও যুক্ত হয়েছে এই নতুন ফিচার। এর মাধ্যমে যেকোনো বিষয়ে খুব সহজেই সবার মতামত বা প্রতিক্রিয়া জেনে সিদ্ধান্ত নেওয়া যায়।
হোয়াটসঅ্যাপে পোল তৈরির নিয়ম:
হোয়াটসঅ্যাপে পোল তৈরি করা খুব সহজ। তবে সবার আগে নিশ্চিত হতে হবে হোয়াটসঅ্যাপের সবশেষ আপডেটটি ইনস্টল করা আছে কি না। না থাকলে প্লে-স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিতে হবে।
১। প্রথমে ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাপ চালু করে পছন্দের যেকোনো চ্যাট উইন্ডো খুলতে হবে।
২। অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে টেক্সট বক্সের (যেখানে বার্তা লেখা হয়) পাশে ছোট আকারে একটা পেপারক্লিপ আইকন দেখা যাবে। এই আইকনটি ক্লিক করতে হবে।
৩। এরপর বেশকিছু অপশন দেখতে পাওয়া যাবে। এগুলোর মধ্যে থেকে নিচের দিকে পোল অপশনটিতে ক্লিক করতে হবে।
৪। উপরে 'কোয়েশ্চেন' লেখা জায়গায় পোলের প্রশ্নটি লিখতে হবে। এরপর নিচের 'অপশন' লেখা জায়গা গুলোতে সর্বোচ্চ ১২টি পর্যন্ত উত্তর বা সম্ভাব্য প্রতিক্রিয়া লেখা যাবে।
যদি একজন উত্তরদাতার একের বেশি উত্তর বা প্রতিক্রিয়া জানাবার সুযোগ দেওয়া প্রয়োজন হয় তখন 'অ্যালাউ মাল্টিপল অ্যানসার' টগলটি চালু রাখতে হবে। অন্যথায় এটি বন্ধ করতে হবে।
এরপর নিচের ডান দিকে থাকা 'সেন্ড' আইকনটি ক্লিক করতে হবে।
পোল-এর প্রতিক্রিয়া দেখার উপায়:
পোলের নিচে 'ভিউ ভোটস' ক্লিক করলে কে কোন অপশনে ভোট দিয়েছে, কোন অপশনে মোট কতটি ভোট পড়েছে সবকিছুই দেখা যাবে।