Kazi Tanimur Rahman

Kazi Tanimur Rahman কাজী তানিমুর রহমান...

জি, যারা লাগায় তারাই আসল প্রেমিক 🌹
03/05/2024

জি, যারা লাগায় তারাই আসল প্রেমিক 🌹

31/08/2023

সোনা বন্ধুরে.....🙂

17/12/2022
02/12/2022

“ভালবাসা হলো কাঁচা সবজির মত, নষ্ট হয়ে যায়। কাঁচা সবজি যেমন ফ্রিজের ভেতর লুকিয়ে রাখতে হয় তেমনি ভালবাসাও বুকের ভেতর লুকিয়ে রাখতে হয়। যার বুক যত ঠান্ডা তার বুকে ততদিন ভালবাসা থাকে।”
—হুমায়ূন আহমেদ (নক্ষত্রের রাত, সংলাপ: আসাদুজ্জামান নূর)

■■ সবাই অবশ্যই সময় করে লেখাটা পইরেন...=================================■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ...
18/10/2022

■■ সবাই অবশ্যই সময় করে লেখাটা পইরেন...
=================================

■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই...।

■■ আমি যেই ফলটি আজকে ব্রাক্ষণবাড়িয়া বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'য়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"
-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪আল্লাহ্‌ তা'আলা মহান!

- সংগৃহীত

মধ্যবিত্তদের কখনো উপন্যাস পড়তে হয় না..!কারন তারা নিজেরাই এক একটা     'উপন্যাসের বাস্তব চরিত্র"..!
22/08/2022

মধ্যবিত্তদের কখনো উপন্যাস পড়তে হয় না..!
কারন তারা নিজেরাই এক একটা
'উপন্যাসের বাস্তব চরিত্র"..!

ছবিটি দেখে মনে হতেই পারে, হয়তো কোনো পাহাড়, সুড়ঙ্গ, অথবা কোনো গুহা। তাই না ? মোটেও এটা তেমন কিছুই না। এটি হলো আপনার আমার ...
03/04/2022

ছবিটি দেখে মনে হতেই পারে, হয়তো কোনো পাহাড়, সুড়ঙ্গ, অথবা কোনো গুহা। তাই না ? মোটেও এটা তেমন কিছুই না। এটি হলো আপনার আমার শরীরে ইঞ্জেকশন সূঁচের ক্ষত, ইংরেজীতে এটাকে Needle Puncture বলা হয়ে থাকে।

এক্ষেত্রে ইলেকট্রনিক টেলিস্কোপের সাহায্যে, ছবিটি কয়েক লক্ষ গুন ZOOM করে, Highly Magnified প্রযুক্তির মাধ্যমে দেখানো হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে,, আপনার আমার চামড়া, ঠিক যেনো মাটির কোনো এবড়ো-থেবড়ো দেওয়াল, আর, নিডল পাংচার ঠিক যেনো সেই দেওয়ালে অবস্থিত একটি গুহার মতো।

ছবিটি দেখে, সঙ্গে সঙ্গে এই আয়াত মনে পড়ে গেলো,
মহান আল্লাহ বলেন..

وَ لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ مِنۡ صَلۡصَالٍ مِّنۡ حَمَاٍ مَّسۡنُوۡنٍ

আমি মানুষকে সৃষ্টি করেছি পচা কাদার শুকনো ঠনঠনে মাটি দ্বারা। (সূরা হিজর আয়াত ২৬)
তাই বলে কি তিনি আমাদেরকে সুন্দর করেন নি ? অবশ্যই সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন..

لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡۤ اَحۡسَنِ تَقۡوِیۡمٍ

অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।(সুরা আত ত্বীন আয়াত ৪) তিনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন ? তা হলে জেনে নেন আল্লাহ বলেন..

وَ مَا خَلَقۡتُ الۡجِنَّ وَ الۡاِنۡسَ اِلَّا لِیَعۡبُدُوۡنِ

আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদাত করবে। (সুরা আয যারিয়াত আয়াত ৫৬) মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ ও হেদায়েত দান করুন।

পবিত্র শবে বরাত হচ্ছে মহিমান্বিত রাত, গুণাহ মাফ হওয়ার রাত, তাই এই মহিমান্বিত রজনীতে আমরা আল্লাহর নিকট আত্মসমর্পন করি।শবে...
18/03/2022

পবিত্র শবে বরাত হচ্ছে মহিমান্বিত রাত,
গুণাহ মাফ হওয়ার রাত,
তাই এই মহিমান্বিত রজনীতে আমরা আল্লাহর নিকট আত্মসমর্পন করি।
শবে বরাতের এই বরকতময় রাতের উসিলায় সকল মুসলিমের উপর মহান আল্লাহ তা'লার রহমত বর্ষিত হোক।
আমিন।

03/01/2022

হুজুর পাক (সা.) কে একবার আবু জেহেল বলেছিল, ‘মুহাম্মদ তুমি বড়ই কুৎসিত।’ হুজুর পাক বললেন, ‘তুমি ঠিক বলেছো।’

হযরত ওমর (রা.) প্রতিবাদ করে বললেন, ‘হুজুর, আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর।’ হুজুর বললেন, ‘তুমি ঠিক বলেছো।’

হযরত আবু বকর (রা.) বললেন, ‘হুজুর, আপনি দুজনকেই বললেন ঠিক বলেছো - এর অর্থ কি?’

হুজুর পাক বললেন ‘মানুষ যখন কিছু দেখে তখন তার মধ্যে সে নিজেকেই দেখতে পায়।’ অর্থ্যাৎ সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে। যে নিজে যত সুন্দর, অন্যকে সে তত সুন্দর করে দেখতে পায় ।

 #জীবন আয়নার মতো, আমরা যখন এটিতে হাসি তখন আমরা সেরা ফলাফল পাই.....🙂
28/09/2021

#জীবন আয়নার মতো, আমরা যখন এটিতে হাসি তখন আমরা সেরা ফলাফল পাই.....🙂

21/04/2021
😎
17/02/2021

😎

13/02/2021

Simplicity is the essence of  .
24/01/2021

Simplicity is the essence of .

একটা পাখি। সন্ধ্যে ঘনালে প্রতিদিন একটা পাথরে বসতো। পাথরটা ছিল পর্বত শীর্ষের কাছাকাছি। দিনের শেষ আলোটা বোধ হয় ওখান থেকে ভ...
20/01/2021

একটা পাখি। সন্ধ্যে ঘনালে প্রতিদিন একটা পাথরে বসতো। পাথরটা ছিল পর্বত শীর্ষের কাছাকাছি। দিনের শেষ আলোটা বোধ হয় ওখান থেকে ভালো দেখা যেত। নিশ্চল পাথরটা পাখিটার আনাগোনা তার বুকে অনুভব করতো। পাখিটা খেলতো, হাসত, গান গাইত, আর মাঝে মাঝেই দুর-দিগন্তে তাকিয়ে থাকতো। কার জন্যে যেন সীমাহীন অপেক্ষা তার। একদিন পাথরটা অস্ফ’টে বলে উঠলো, আমি এখানে!
পাখি বলল, কে তুমি ?
- আমি। যার বুকে তুমি নির্ভয়ে দাড়িয়ে আছ।
- তুমি কথা বলতে পার?
- বুকে ভালবাসা জন্মালে পাথরও কথা বলে!
- মানে? তুমি.......
- হ্যাঁ পাখি, আমি......
- থামো, আজই সব বলে ফেলো না। আগে প্রমাণ করো- তোমার হৃদয় আছে।
এক ফোটা জল গড়িয়ে পড়লো। পাখি বুঝল না-ওটা শিশির জল, নাকি পাথরের কান্না। পাথর মনে মনে বলল, যার হৃদয় থাকে তার চোখেই কান্না আসে। পাথরের কান্নাকে তোমরা সবাই ঝর্ণা বলে ভুল করো। সেই অনাদি কাল থেকে।
পরের দিন। পাখি এসে বসলো। পাথর বলল-পাখি, আমি তোমাকে ভালবাসি! পাখি বলল- চিৎকার করে বল, সবাই শুনুক!

পর্বতের গহীন থেকে গুরুগুরু আওয়াজ এলো। চরাচর প্রকম্পিত হল। ঐ বুঝি জেগে উঠলো ঘুমন্ত অগ্নিগিরি! পাখি উড়ে গেল ভয়ে।
অনেক দিন পর। কুয়াশার চাদর ভেদ করে সকালের সূর্য দেখা দিল। পাথরের অপেক্ষার শেষ হল। পাখি আসলো। পাথর বলল-পাখি, অপেক্ষার প্রহর কষ্টে কেটেছে।
পাখি বলল-জানি। শীত এসেছে, দেখ নি? আমি আজই যাব...দক্ষিণে....নীল সরোবরে। জানো না, পরিযায়ী পাখি আমি?
- ফিরবে আবার?
- জানি না। হয়তো।
- দেখা হবে না আর?
- চলে এসো নীল সরোবরে....গ্রীষ্ম পর্যন্ত ওখানেই আছি!
জলবায়ুর নীরব শিকার পাখি-উড়াল দিল দক্ষিণে-সমতলের দিকে। পাখি টের পায়নি, নিশ্চল পাথর বলে উঠেছিলো- আসছি আমি।
ছোট্ট একটা নুড়ি খসে পড়লো। বয়ে চলল সমতলের পানে। প্রতিদিন লক্ষ কোটি নুড়ি পাথর খসে পড়ে পর্বত থেকে....গড়িয়ে যায় নীল সরোবরের দিকে। পরিযায়ী পাখি! আছে ওখানে !!!
***(কালেক্টেড)

01/12/2020

কারেন্ট নাই জেনেও ফোন চার্জে দেওয়াকে বলে "সরলতা"

কারেন্ট আসার পর ফোনে চার্জ হচ্ছে মনে করা হলো "বিশ্বাস"

তিন ঘণ্টা পর এসে দেখলাম ভুলে সুইচ দেই নি এইটা হলো "বোকামি"

যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে "ক্ষমা"

সুইচ দেওয়ার সাথে আবার কারেন্ট যাওয়া কে বলে "মন ভাঙ্গা"

কারেন্ট আবার আসতে দেরি হবে ভেবে ফোন সাথে নিয়ে বাহিরে যাওয়া হলো "কনফিডেন্ট"

তিন ঘণ্টা পর বাসায় এসে শুনলেন বেরিয়ে যাওয়ার পরপরই কারেন্ট আসছে, এইটা হলো "কাটা ঘায়ে নুনের ছিটা"😹😹😹

আবার তড়িঘড়ি করে চার্জে লাগানোর সাথে কারেন্ট যাওয়াকে বলে "ছ্যাকা"

কারেন্ট আসতে পারে ভেবে তিনঘন্টা বাসায় বসে থাকা হলো "অপেক্ষা"

তিনঘন্টা অপেক্ষা করে নিজের উপর বিরক্ত হয়ে মন খারাপ করাকে বলে "ডিপ্রেশন"

মোড়ে কারেন্ট আছে, ওখানে চার্জ দেওয়া যাবে ভেবে বাসা থেকে বেরিয়ে যাওয়া হলো "বিকল্প ব্যবস্থা"

মোড়ে যাওয়ার অর্ধেক রাস্তায় গিয়ে বুঝলেন কারেন্ট আসছে, একে বলে "প্রাক্তন ফিরে আসা"

বাসায় যাবেন কিনা মোড়ে যাবেন এইটা চিন্তা করা হলো "কনফিউসন"

বাসার কাছাকাছি আসতেই আবার কারেন্ট যাওয়াকে বলে "প্রাক্তনকে বিশ্বাস করে বাঁশ খাওয়া"

এরপর মোড়ে যাওয়ার পর কারেন্ট আসা দেখেও বাসায় না আসা হলো "প্রাক্তনকে বিশ্বাস না করা"

রাত বারোটা পর্যন্ত মোড়ে বসে থেকে বাসায় এসে যখন শুনলেন আর কারেন্ট যায় নি, এটাই "এক্সকে বিশ্বাস না করে ভুল করা"

এত কিছুর পর করেন্টকে মনে মনে গালি দেওয়া হলো "এক্সের পরিণতি"
😂😂😂😂

07/11/2020

চিম্বুক, বান্দরবন 🖤

    party 🥰
06/11/2020

party 🥰

আমাকে হেঁটে যেতে হবে দেখে তুমি কেড়ে নিলে জুতো,অথচ কত ঘাস মেলে দিল বুক, একটা হলুদ প্রজাপতি উড়ে এসে বলে-সে আমার সাথে যাবে,...
02/11/2020

আমাকে হেঁটে যেতে হবে দেখে তুমি কেড়ে নিলে জুতো,
অথচ কত ঘাস মেলে দিল বুক, একটা হলুদ প্রজাপতি উড়ে এসে বলে-
সে আমার সাথে যাবে, পাছে ভুলে যাই পথ!

কিছু ঘাসফুল ভাঁজ খুলে মেলে দিল ঘ্রাণ,
কিছু হাওয়া উড়ে উড়ে নিয়ে এলো মেঘ, কিছু ছায়া।

আমাকে বহুপথ যেতে হবে দেখে তুমি কেড়ে নিলে গৃহ,
অথচ কত গাছ ছায়া হয়ে মেলে দিল শাখা। একটা সবুজ পাখি উড়ে এসে বলে-
সে আমার সাথে যাবে, পাছে ভুলে যাই পথ!

কিছু রোদ সোনারঙা হয়ে ঢেলে গেল ওম,
কিছু স্মৃতি চুপি চুপি নিয়ে এলো সুখ, কিছু কায়া।

আমাকে নিঠুর পথ যেতে হবে দেখে তুমি কেড়ে নিলে স্নেহ,
অথচ কত নদী ছুঁয়ে দিয়ে গেল, একটা রঙিন নাও ভেসে এসে বলে-
সে আমার সাথে যাবে, পাছে ভুলে যাই পথ!

কিছু পাখি সব সুর ঢেলে গেয়ে গেলো গান,
কিছু ঢেউ কেঁপে কেঁপে দিয়ে গেল তাল, কিছু মায়া।

আমাকে আঁধার পথ যেতে হবে বলে তুমি কেড়ে নিলে আলো,
অথচ হাজার তারা আলো জ্বেলে দিল, একাকী রূপালী চাঁদও ভেসে এসে বলে-
সে আমার সাথে যাবে, পাছে ভুলে যাই পথ!

আমাকে শূন্য ভেবে একা ফেলে গেলে হিসেবের ঋণে,
অথচ ছোট্ট বুক ভালোবাসা পুষে,
পৃথিবীর সব প্রেম, সব মায়া, স্নেহ সব নিয়েছে যে কিনে!

~ সাদাত হোসাইন

02/11/2020

যদি #বাতাস কে আমি ছুয়ে না দেখি...
তোমার #শরীর #স্পর্শ পাবোনা... 🙄

01/11/2020

#রাংগামাটি 💕

Address

Brahmanbaria
Dhaka
3400

Telephone

+8801844099855

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Tanimur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Tanimur Rahman:

Share


Other Digital creator in Dhaka

Show All