Noor

Noor It's a multi task page. products sell,music, entertainment all are available here

একজন মা খুব কষ্ট নিয়ে বললেন, "আজ ১৫বছর আমি আমার ছেলেকে দেখি না, কথা বলি না অথচ আমরা দুজনেই সুস্থ আছি, বেঁচে আছি। আমার ছে...
24/11/2023

একজন মা খুব কষ্ট নিয়ে বললেন, "আজ ১৫বছর আমি আমার ছেলেকে দেখি না, কথা বলি না অথচ আমরা দুজনেই সুস্থ আছি, বেঁচে আছি। আমার ছেলে তখন সদ্য গ্যাজুয়েশন শেষ করে সবেমাত্র ঘরে ফিরেছিল। ইচ্ছে ছিল বিদেশ যাবে বাকি পড়াশুনা শেষ করতে। কিন্তু আশেপাশের কথায় আমার কান ক্রমশ ভারী হতে থাকলো, উঠতে বসতে ছেলেটাকে গালমন্দ করতাম, ভাতের খোটা দিতাম, ওর বেকারত্বটাকে অভিশাপে পরিণত করে দিয়েছিলাম। ভেবেছিলাম কথার দাপটে তাকে চাকরী করিয়ে থিতু করতে পারবো। ছেলে কখনো প্রতিউত্তর করতো না, তবে ওর বাবা চাইতো ছেলে আরো পড়ুক। আমি বাদ সাধতাম। কি দরকার বিদেশ যাওয়ার, দরকার কি বা ঢাকা যাওয়ার আরো পড়ালেখা করার, চাকরী বাকরি নাই সব বসে বসে খাওয়ার ধান্দা। ছেলে আমার তখন‌ও নীরব থাকতো, হয়তো আমার ব্যবহারে দিন দিন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। একদিন ব্যাগ গুছিয়ে র‌‌ওনা দিল ঢাকা যাবে, চাকরীর পরীক্ষা দিবে, প্রথমবার খুশি হলাম। দু চারটা খাওয়ায় হাসি মুখে বিদায় দিলাম। ছেলে আমার তখনো চুপ। কিন্তু সেই যে গেল আর ফিরলো না। দুইদিন পর জানলাম সে দুবাই চলে গেছে তার দুবছর পর ক্যানাডা পারি দিল। তারপর পনেরটা বছর কেটে গেল আর দেশে ফিরলো না। না কখনো আমার সাথে আর কথা বললো। টাকা চাইলে টাকা পাঠায়, বোনের বিয়ে ওর টাকাতেই হল। আমাদের বড় বড় অপারেশনের টাকাও দিত শুধু ওর বাবার সাথে যোগাযোগ ছিল। ছোট বোনের‌ও খোঁজখবর নিত শুধু আমি কেন জানি তার জীবন থেকেই মুছে গেলাম একবারে। ওর বাবা মাঝে মাঝে নাতি নাতনীদের ছবি দেখায়, ব‌উটাও একদম চাঁদের টুকরা যেন। কিন্তু ছেলের কন্ঠ শুনি না, তাকে ছুঁয়ে দেখা হয় না কয়েকটা যুগ যেন কেটে গেল..........."

মা হ‌ওয়ার পর বাচ্চার হক নিয়ে আমি সর্বদা সচেতন থাকার চেষ্টা করি বিশেষ করে রাগের বশে। আমরা মায়েরা কথায় কথায় বলে ফেলি না, "মরস না কেন তুই? হাজার হাজার টাকা ঢালতেছি তোর পিছে কি রিটার্ণ দিলি, তুই আমার জীবনে না আসলেই ভাল ছিল" এসব বলবেন না। আপনি রাগের মাথায় হয়তো বলে ফেললেন আজকে আপনার বাচ্চা কোন রিয়েক্ট করলো না অথচ কালকে পরশু এই এক অভিমান পাহার সবকিছু লন্ডভন্ড করে দিল। আপনার বাচ্চা আপনার জন্য কোন ইনভেস্টমেন্ট না যেখান থেকে আপনি প্রতি মাসে ইন্টারেস্টের আশা করবেন। বাচ্চা আপনার জন্য একটা বিশেষ নেয়ামত সবাইকে এই নেয়ামত আল্লাহ দেন না। আল্লাহ আপনাকে বলেন নি, ওকে বুয়েটে না দিলে আপনি ব্যর্থ মা কিংবা সরকারী চাকরি না করতে পারলে তার জীবন বৃথা যাবে। পারতপক্ষে একটা সুন্দর সুস্থ জীবনের সে হকদার এবং আপনি এইক্ষেত্রে জবাবদিহিতা করতে বাধ্য। সুতরাং বাচ্চাকে কম্পিটিশনে না, সুন্দর সিস্টেমে মানুষ করুন। কবে বুঝবেন, "রিজিক এমন একটা জিনিস যার আছে তার কাছে উড়ে চলে আসে, আর যার কপালে নাই এসেও ঘুরে যাবে। যাযাকাল্লাহু খায়ের 🤲

@ফাইজা আরুশা

আলহামদুলিল্লাহ প্রথমবার হেয়ার স্টাইল করলাম। Thank you soo much Eshika Shammi apiসবটাই সম্ভব হয়েছে আপু আপনার কারণে আপনা...
16/11/2023

আলহামদুলিল্লাহ প্রথমবার হেয়ার স্টাইল করলাম।
Thank you soo much Eshika Shammi api
সবটাই সম্ভব হয়েছে আপু আপনার কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 🥰🥰

মা হওয়া সহজ নয় ।মা হতে গেলে নিজেকে বিলীন করে মা হতে হয় । নরমাল ডেলিভারি কিংবা সিজারিয়ান ডেলিভারি দুটো ক্ষেত্রেই মাকে জীব...
12/11/2023

মা হওয়া সহজ নয় ।মা হতে গেলে নিজেকে
বিলীন করে মা হতে হয় । নরমাল ডেলিভারি কিংবা সিজারিয়ান ডেলিভারি দুটো ক্ষেত্রেই মাকে জীবনের সাথে লড়তে হয় ।কিন্তু সিজারিয়ান সার্জারী ডেলিভারিকে যারা সহজ ভাবে তাদের জন্য এ পোষ্ট টি ।

সিজারিয়ান একমাত্র সার্জারি যেখানে সাতটি স্তর টিস্যু খোলা হয় এবং মা ছয় ঘণ্টা পরে উঠে দাঁড়াবে বলে আশা করা হয়, আরও একজনের দায়িত্ব গ্রহণ, তীব্র জরায়ু সংকোচন উল্লেখ না করা হয়, স্টিমের পণ্য ম্যামারি গ্রন্থির উলেশন, অক্সিটোসিন মুক্তি।আরো অনেক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় ।

আপনি যদি সিজারিয়ানের মাধ্যমে একজন মা হন, তাহলে আপনি আপনার ভাবনার চেয়েও শক্তিশালী। নিজেকে নিয়ে গর্ববোধ করুন।
কারন নিজের জীবন বাজি রেখেই আপনি একজন সন্তান জন্মদান করেছেন ।

© মাসুমা ইসলাম নদী

Today,s online Hair style class. 🥰ইশিকা শাম্মি আপু ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য।❤️❤️Classes from Nawar's World Tra...
05/11/2023

Today,s online Hair style class. 🥰
ইশিকা শাম্মি আপু ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য।❤️❤️
Classes from Nawar's World Training Institute & Bangladesh Uddokta Parishad - BUP

1st day online Hair style class.আলহামদুলিল্লাহ 🥰আমাদের ট্রেইনার ইশিকা শাম্মি আপু অসাধারণ। আপি যেভাবে বুঝায় দ্বিতীয়বার ...
05/11/2023

1st day online Hair style class.
আলহামদুলিল্লাহ 🥰
আমাদের ট্রেইনার ইশিকা শাম্মি আপু অসাধারণ।
আপি যেভাবে বুঝায় দ্বিতীয়বার আর তাকে প্রশ্ন করার প্রয়োজন হয় না। ইনশাল্লাহ আগামীতে আপুর সাথে আরও অনেক ক্লাস করার সুযোগ পাবো। ধন্যবাদ আপু এত সুন্দর করে বুঝানোর জন্য। 🥰🥰❤️
Classes from Nawar's World Training Institute & Bangladesh Uddokta Parishad - BUP

Laggings 100% knit (genjir) fabric Size:20 -40 Wholesale/retail both available. For price inbox.
12/10/2023

Laggings
100% knit (genjir) fabric
Size:20 -40
Wholesale/retail both available.
For price inbox.

12/10/2023

New project ❤️❤️
Noor fashion house ❤️

12/10/2023

আসসালামুআলাইকুম । সবাই কেমন আছেন। আমি নুর ফ্যাশন হাউজ এর অওনার নিশাদ। অনেক দিন পেজ এ সব রকম কার্যক্রম বন্ধ ছিল। এখন থেকে নিয়মিত পেজ সব ধরনের প্রডাক্ট পওয়া যাবে। সবাই আমাদের পাশে থাকবেন আশা করি।ধন্যবাদ। ❤️❤️

23/09/2023
21/09/2023

নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না। কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না🌿🖤

আমি তোমার হাতের লেখা চিঠিখানা চাই,,           ভুল বানান, বাকা অক্ষর কিচ্ছু ক্ষতি নাই,,,
09/09/2023

আমি তোমার হাতের লেখা চিঠিখানা চাই,,
ভুল বানান, বাকা অক্ষর কিচ্ছু ক্ষতি নাই,,,

09/09/2023

ভেঙে পড়োনা, নিরাশ হইওনা!
আল্লাহর সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা ।
আল্লাহ কষ্টের পরেই সুখ দিবেন, ইনশা'আল্লাহ।

"জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে
[সূরা বাকারা : ২১৪]

প্রিন্সেস ডায়নার হাজবেন্ড প্রিন্স চার্লস যেদিন তার পরকীয়ার কথা স্বীকার করেন ডায়নার কাছে ডায়না সেদিন এই কথাটা শুনার পর ব্...
22/08/2023

প্রিন্সেস ডায়নার হাজবেন্ড প্রিন্স চার্লস যেদিন তার পরকীয়ার কথা স্বীকার করেন ডায়নার কাছে ডায়না সেদিন এই কথাটা শুনার পর ব্ল্যাক একটা গাউন পরে লন্ডনের একটা প্রোগ্রামে যায়। সেই ব্ল্যাক গাউন টা রিভেঞ্জ ড্রেস নামে পরিচিত। ডায়না সেদিন তার পারসোনাল মেকাপ আর্টিস্ট কে বলেছিলেন। আমাকে আজকে সবচেয়ে সুন্দর লাগাতে হবে।

যেন আমাকে দেখেই দুনিয়া বুঝতে পারে আমাকে আমার হাজবেন্ড চুজ করে নাই এজন্য আমি দায়ী না। আমি সবচেয়ে বেস্ট। এজন্য সে নিজেই দায়ী কারণ সে আমার মতো সবচেয়ে সুন্দর মেয়েকে ছেড়ে অন্য কোনো মেয়ের কাছে গিয়েছে। এবং সেই পার্টিতে ডায়নার রুপের ঝলকে আসলেই চারপাশে আলোকিত হয়েছিলো।

এই কারনেই ডায়নার পরনের সেই ড্রেস কে বলা হয় রিভেঞ্জ ড্রেস নারীরা, রিভেঞ্জ নিতে হয় এভাবে। নিজেকে বেস্ট বানিয়ে। কান্নাকাটি করে কোনো লাভ নেই লস ছাড়া। তুমি একাই কষ্ট পাচ্ছো ট্রাস্ট মি। আর কারো কোনো কিছুই যায় আসছে না। সো এভাবে রিভেঞ্জ নিতে শিখো বেস্ট হয়ে।

~Cp

22/08/2023

রব তো জানেন,কোন ব্যথা আপনাকে ভেতর থেকে ভেঙ্গে দিচ্ছে! কিসের জন্য আপনার মন ব্যাকুল হয়ে আছে! আপনার হৃদয় কি চাচ্ছে......!
সকল কিছুই রবের ফায়সালার উপর ছেড়ে দিন! নিশ্চয়ই আপনি উত্তম কিছু পাবেন!

"ইনশাআল্লাহ "🤍🌸

অন্যের টা দেখে লেখার ফল😂
15/08/2023

অন্যের টা দেখে লেখার ফল😂

মাইগ্রেনের ব্যাথা কি যারা বোঝেন না এই ছবি তাদের জন্য। ব্যাথা চোখ থেকে ছড়িয়ে ঘাড় পর্যন্ত নামে। যারা ভাবেন ব্যাথা নিয়ে নাট...
13/08/2023

মাইগ্রেনের ব্যাথা কি যারা বোঝেন না এই ছবি তাদের জন্য। ব্যাথা চোখ থেকে ছড়িয়ে ঘাড় পর্যন্ত নামে। যারা ভাবেন ব্যাথা নিয়ে নাটক করে তারা ভালো করে দেখুন। টেনশন, গরম, বাজে গন্ধ, খারাপ খবর বা কেউ খারাপ আচরণ করলে ব্যাথা শুরু হয়ে যায়।
মাঝে মাঝে এই ব্যাথা এক সপ্তাহ পর্যন্ত থাকে। 🥺🥺

Address

Narayanganj Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies