Zahidul Islam - জাহিদুল ইসলাম

Zahidul Islam - জাহিদুল ইসলাম Writer | Journalist | Cricket Analyst | Commentator | Presenter
(1)

Family comes first.📣সবার আগে পরিবার ❤️বলিউড বাদশাহ শাহরুখ খান মডার্নডের হিরো-হিরোইনদের জন্য আদর্শ হতে পারেন। তিনি আদর্শ ...
18/12/2023

Family comes first.📣
সবার আগে পরিবার ❤️

বলিউড বাদশাহ শাহরুখ খান মডার্নডের হিরো-হিরোইনদের জন্য আদর্শ হতে পারেন। তিনি আদর্শ হতে পারেন হঠাৎ কিছু টাকা পয়সা, জশ-খ্যাতি পাওয়া সেলিব্রিটিদের জন্যও। কেননা বলিউড বাদশাহ শাহরুক খানের সবই ছিলো। টাকা-পয়সা, জশ-খ্যাতি, স্টারডম সবই। চাইলেই তিনি বহু নারীতে আসক্ত হতে পারতেন। কেননা তাঁকে রিউফিউজ করার মত কোন মেয়ে পাওয়া যাবে না এই উপমহাদেশে । অথচ সবাইকে অবাক করে দিয়ে সেই বলিউড বাদশাহ শাহরুখ খান এক নারীতে আসক্ত হয়ে একটা জীবন কাটিয়ে দিলেন। আমাদের দেশে শোবিজ জগতে এমনটা রেয়ার। তৌকির-বিপশা, মোশাররফ করিমদের মত একজনে আসক্ত মানুষ খুবই কম। আমাদের শহরে ঘন্টায় ঘন্টায় বিচ্ছেদের খবর আসে। পয়েন্টে আসি-
পয়েন্ট হচ্ছে পরিবারই সব। পৃথিবীতে সুখের একমাত্র জায়গা পরিবারই। সেই পরিবার যারা অবলীলায় ভেঙে দেন তাদেরকে না বলি। কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তবে সংসার, পরিবার, এবং সন্তানদের কথা মাথায় রেখে পরিবারকে আকড়ে ধরা উচিৎ। আগলে রাখা উচিৎ। আপনার সন্তানের নতুন পিতা/মাতা বেছে নেবার আগে অন্তত হাজারবার ভাবুন জীবনটা আপনার একার নয়। আপনার পরিবারের সবার। তাদের বৃহৎ সার্থে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করতে শিখুন। অসভ্যদের সাথে তাল মিলিয়ে পর পুরুষে, পর নারীতে আসক্ত না হন। কারণ পৃথিবীর সমস্ত সুখ পরিবারেই।

Love you Shahrukh khan.

বিজয়ের মাসে আরও একটি বিজয় বাংলাদেশের 📣🇧🇩সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়...
17/12/2023

বিজয়ের মাসে আরও একটি বিজয় বাংলাদেশের 📣🇧🇩

সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন্স হলো বাংলাদেশ🇧🇩✌️🇧🇩

হবে না কি?এশিয়া কাপে আমাদের সিনিয়র টিম ৩ বার ফাইনাল খেলেও পারেনি শিরোপা জিততে। মেয়েদের সিনিয়র টিম পেরেছিলো কিন্তু ছাদখোল...
17/12/2023

হবে না কি?

এশিয়া কাপে আমাদের সিনিয়র টিম ৩ বার ফাইনাল খেলেও পারেনি শিরোপা জিততে। মেয়েদের সিনিয়র টিম পেরেছিলো কিন্তু ছাদখোলা বাসের রাজকীয় সংবর্ধনা পায়নি। যুবারা তো বিশ্বকাপই জিতে এসেছিলো ২০২০ সালে। কিন্তু ছাদখেলা বাসের সেই রাজকীয় সংবর্ধনা পায়নি। আজকে দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল। আশা করছি বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। কিন্তু ছাদখোলা বাস পাবে কি?

এশিয়া কাপ নিজেদের করে নিতে আরব আমিরাতকে ২৮৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আশিকুর শিবলী ১২৯ মেয়েদের সিনিয়র টিম পেরেছে, আ...
17/12/2023

এশিয়া কাপ নিজেদের করে নিতে আরব আমিরাতকে ২৮৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

আশিকুর শিবলী ১২৯

মেয়েদের সিনিয়র টিম পেরেছে, আজকে ছেলেরাও পারবে।
শুধু তামিম-সাকিবরাই পারে না। উনারা ১ বলে ৫ রান ডিফেন্ড করতে পারেন না। উনারা ৬ বলে ৯ রান নিতে পারেন না!

আফসোস। এই ছোট ভাইদের নিয়ে অনেক স্বপ্ন। কিন্তু ভয় হয় ওদেরকেও নষ্ট করে ফেলতে পারেন আমাদের লিজেন্ডগুলো।

ওয়ানডে দলে সুযোগ পাওয়ার প্রধান মানদন্ড কি?লিস্ট এ ক্রিকেটে ভালো খেলা? সেখানে ২০২৩ সালের লিস্ট এ ক্রিকেটে সৌম্য সরকার ২৯৩...
17/12/2023

ওয়ানডে দলে সুযোগ পাওয়ার প্রধান মানদন্ড কি?

লিস্ট এ ক্রিকেটে ভালো খেলা? সেখানে ২০২৩ সালের লিস্ট এ ক্রিকেটে সৌম্য সরকার ২৯৩ রান করেছেন পুরো সিজন খেলে। অন্য দিকে পারভেজ ইমন (বিশ্বকাপ জয়ী) ৬০০ এর কাছাকাছি রান ৪৫ছক্কা(হায়েস্ট) এবং ইরফান শুক্কুর ৭০০+ রান করেও ২৯৩ রান করা সৌম্য সরকারের কাছে পরাজিত হন!

জাতির কাছে প্রশ্ন হচ্ছে এই নির্বাচক প্যানেল তাদের বিদায় বেলায় এমন কাজ করলেন এর বিচার কার কাছে দেবো? নান্নু- আর পাপন ভাইকে শুধু একটা কথাই বলবো দুর্নীতি করেন সমস্যা নাই এরকম ১/২/৩ নম্বরে থাকা একটা ছেলের সাথে প্রতারণা করে ৪৭ নম্বরে থাকা একটা ছেলের জন্য এত দরদ কেন? কিসের জন্য?

Congratulations Ashiqur rahman Shibli.50 in the Final. What  Player. What a Find .
17/12/2023

Congratulations Ashiqur rahman Shibli.
50 in the Final.
What Player. What a Find .

🎙️| Nigar Sultana Joty: “Today is our victory day. We dedicate this victory to the freedom fighters.”Skiperrrr. 💗এই মেয়ে...
17/12/2023

🎙️| Nigar Sultana Joty: “Today is our victory day. We dedicate this victory to the freedom fighters.”

Skiperrrr. 💗

এই মেয়েটা এক্সট্রিম লেভেলের লক্ষী একটা মেয়ে। সে জাতীয় দলে আসার পর থেকেই বাংলাদেশের নারী ক্রিকেট দল নেক্সট লেভেলে চলে যাওয়া শুরু করে। একটা সময় ভারতীয় নারীদের সামনে দাঁড়াতেই পারতো না সেই ভারতকেও হারাতে শিখে গেছে। এশিয়া কাপ জিতেছে। পাকিস্তানের মেয়েদের তো পাত্তাই দেয় না। আর আফ্রিকার মেয়েদের আফ্রিকাতেই ধ্বংস করে দিলো৷ 🫵💯🇧🇩

নিগার সুলতানা জ্যোতি- শ্রদ্ধা, ভালোবাসা আপনার জন্য ❤️📣🇧🇩🇧🇩🇧🇩 Nigar Sultana Joty

কর্নার কিকে বিশ্বের সেরা ফুটবলার কে?গতরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলা আরবি সালসবার্গের বিপক্ষে বেনফিকার হয়ে কর্নার কি...
13/12/2023

কর্নার কিকে বিশ্বের সেরা ফুটবলার কে?

গতরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলা আরবি সালসবার্গের বিপক্ষে বেনফিকার হয়ে কর্নার কিকে ডাইরেক্ট গোল করে সবাইকে অবাক করে দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী লেফট উইংগার অ্যানহেল ডি মারিয়া।
কাতার বিশ্বকাপে পোলান্ডের বিপক্ষে এরকম একটি কিক নিয়েছিলেন যদিও সেটা অল্পের জন্য গোল হয়নি। যাহোক কর্নার কিকে ডি মারিয়ার প্রজন্মের সেরা ফুটবলার কে?

আপনাকে যদি কর্নার কিকের জন্য যেকোন একজনকে বেছে নিতে বলা হয় তাহলে কাকে বেছেন নেবেন?

মেসি | ক্রিশ্চিয়ানো রোনালদো | নেইমার | টনি ক্রুস | কেভিন ডি ব্রুইনে

আপনার চয়েজ কমেন্টে জানান।

#

বিপিএল ২০২৪ : টিম রভিউ | রংপুর রাইডার্স১৯ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জাকজমকপূর্ণ ক্রিকেট লিগ বিপিএলের...
13/12/2023

বিপিএল ২০২৪ : টিম রভিউ | রংপুর রাইডার্স

১৯ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জাকজমকপূর্ণ ক্রিকেট লিগ বিপিএলের দশম আসর। সাকিব আল হাসানের নেতৃত্বে কেমন গুছিয়েছে রংপুরের রাইডার্স।

#রংপুর রাইডার্স

#রিটেনশন ও ডাইরেক্ট সাইনিং

নুরুল হাসান, মাহেদী হাসান, হাসান মাহমুদ, আজমতুল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, সাকিব আল হাসান, বাবর আজম, ইহসানুল্লাহ, মাথিশা পাথিরানা, ব্র্যান্ডন কিং এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।

#ড্রাফট থেকে: রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মণ্ডল, হাসান মোরাদ, মাইকেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হিদার রনি, ফজলে রাব্বি ও আশিকুজ্জামান।

২০ জনের এই স্কোয়াড থেকে কেমন হতে পারে বেস্ট ইলেভেন ?

সম্ভাব্য সেরা একাদশ:: রংপুর রাইডার্স

১. বাবর আজম ****
২. রনি তালুকদার
৩. সাকিব আল হাসান
৪. নিকোলাস পুরান ****
৫. নুরুল হাসান
৬. শামীম পাটোওয়ারী
৭. ওয়ানিন্দু হাসারাঙ্গা *****
৮. আজমতউল্লাহ ওমারজাই****
৯. শেখ মেহেদী
১০. রিপন মন্ডল
১১. মাথিশা পাথিরানা****

টিম স্ট্রেন্থ : বোলিং ৮০% ব্যাটিং ৭৫%
কোয়ালিটি ব্যাটার কম। তবে ব্যাটিং গভীরতা অনেক। ৯ জন ব্যাট করতে পারবে এই একাদশ খেলালে।

ব্যাটিংয়ে টপ ৪ এর উপর সবকিছু নির্ভর করবে। তবে বোলিং টুর্নামেন্টের অন্যতম সেরা হতে পারে।

সাকিব + শেখ মেহেদী+ হাসারাঙ্গা + ওমরজাই+ পাথিরানা ৫ টাই বিশ্বমানের বোলার।

রংপুর রাইডাসের জন্য শুভকামান রইলো।
বিপিএলে আপনি কোন দলের সমর্থক?

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ আপডেট : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কাশ্রীলঙ্কা : ৮৬/৩ দি নুরা ৭*রুশান্দা ১* দেখি আজ দি নুরা কত দূর যেতে ...
13/12/2023

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ আপডেট : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা : ৮৬/৩
দি নুরা ৭*
রুশান্দা ১*

দেখি আজ দি নুরা কত দূর যেতে পারে।

11/12/2023

আলহামদুলিল্লাহ

এমন একটা জামানায় এসে ঠেকলাম যেখানে আলহামদুলিল্লাহ বলাটাও রিস্কি। মানুষজন উল্টাপাল্টা ভাবতে শুরু করে। ভাই সবাই বড় বড় অর্জনের জন্য আলহামদুলিল্লাহ জমিয়ে রাখে না। কেউ কেউ ছোট ছোট অর্জনেও আলহামদুলিল্লাহ বলেন। যারা আলহামদুলিল্লাহ নিয়েও রাজনীতি করেন তাদের শুধু একটা কথাই বলবো-

কেউ কেউ বিশ্ব জয় করে আলহামদুলিল্লাহ বলেন,
আবার কেউ কেউ নিঃস্ব হয়েও আলহামদুলিল্লাহ বলেন।

আল্লাহপাক কিছু দিলেও আলহামদুলিল্লাহ, কিছু না দিলেও আলহামদুলিল্লাহ। কারণ অন্তত এতটুকু বোঝার মত জ্ঞান আল্লাহপাক দিয়েছেন - দুনিয়াটা কেবলই পরীক্ষাক্ষেত্র মাত্র। এখানে মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের কেবল একটাই পরিচয়- আমরা আদম সন্তান। এখানে কে আমলা আর কে কামলা এমন কোন পরিচয় আমাদের মহান রবের কাছে নেই। বরং সৃষ্টিকর্তা আমাদের একেকজনকে একেক চরিত্রে পরীক্ষা নিচ্ছেন। সেখানে যদি আমলা হয়ে ফেইল করার চেয়ে কামলা হয়ে পাশ করা অনেক অনেক তাৎপর্যপূর্ণ। এই জিনিসগুলো যেদিন থেকে বুঝতে শিখেছি- জাস্ট No regret. একদম সাদামনে বলছি আমার কোন চাওয়া পাওয়া নাই। কোন কিছু নিয়ে কোন আক্ষেপও নাই। আল্লাহপাক আমাকে যেভাবে রেখে খুশি আমি সেভাবেই সন্তুষ্ট।
এত সুন্দর দুনিয়াটা যে তিনি ফ্রি ফ্রি দেখার সুযোগ দিয়েছেন আমি এতেই খুশি। আমার কিছুই লাগবে না। আলহামদুলিল্লাহ। কারণ আপনি জেনে অবাক হবেন পৃথিবীতে ৪.৩ কোটি মানুষ দৃষ্টিহীন। তারা এত সুন্দর পৃথিবীটা দেখতে পারেন না। সেখানে আমি দেখতে পারছি। এই কি ভালো থাকার জন্য যথেষ্ট নয়??

আলহামদুলিল্লাহ | আলহামদুলিল্লাহ | আলহামদুলিল্লাহ |

২৪ বছর নতুন চ্যাম্পিয়নের হাতছানি লালিগায়!সেই গেল শতকের শেষ বছর লা লিগায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো, মাদ্রিদ ...
11/12/2023

২৪ বছর নতুন চ্যাম্পিয়নের হাতছানি লালিগায়!
সেই গেল শতকের শেষ বছর লা লিগায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো, মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার বাইরে কোন দল শিরোপা জিতেছিলো। শেষ ১৬ বছরের ১৫ বছরই রিয়াল-বার্সার রাজত্ব। ২০২১ সালে অ্যাটলেটিকোর রাজত্ব দেখেছিলাম। যাহোক গতরাতে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে জিরুনা সেই স্বপ্নই দেখাচ্ছে ফুটবলপ্রেমীদের। যদিও তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করবে রিয়াল মাদ্রিদ। কারণ টেবিল টপার জিরুনার সাথে রিয়াল মাদ্রিদের পয়েন্টের ব্যবধান মাত্র ২! তবে গত রাতে জিরুনা যেভাবে বার্সেলোনাকে নিয়ে ছেলে খেলা করলো তাতে নতুন ইতিহাস রচিত হতেই পারে।

কি মনে হয়?

নাসুমকে চড় মারার খবরটিও ভূয়া ছিলো 😳😳খেলাযোগেই যত গলযোগ 😑
10/12/2023

নাসুমকে চড় মারার খবরটিও ভূয়া ছিলো 😳😳

খেলাযোগেই যত গলযোগ 😑

হাইভোল্টেজ ম্যাচ আপডেট : ভারত -১৯ বনাম পাকিস্তান-১৯ভারত : ২৫৯/৯পাকিস্তান : ১৬১/২ওভার : ৩২
10/12/2023

হাইভোল্টেজ ম্যাচ আপডেট : ভারত -১৯ বনাম পাকিস্তান-১৯

ভারত : ২৫৯/৯
পাকিস্তান : ১৬১/২
ওভার : ৩২

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ কখনই ওয়ানডে/টি২০ তে কিউইদের হারাতে পারেনি- সাকিব-তামিমকে ছাড়া এবার হবে কি?ঘরের মাঠে নিউজি...
10/12/2023

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ কখনই ওয়ানডে/টি২০ তে কিউইদের হারাতে পারেনি- সাকিব-তামিমকে ছাড়া এবার হবে কি?

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ। এবার টাইগারদের সামনে কিউইদের মাঠে রঙিন পোশাকে দুই ফরম্যাটের সিরিজ। যার জন্য প্রথম দফায় টাইগারদের ক্রিকেটারদের একটি বহর দেশ ছেড়েছেন। এই দলে রয়েছেন সদ্য সমাপ্ত সিরিজে না থাকা লিটন দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার ও আফিফ হোসেনরা।

আগামীকাল (সোমবার) বাকি ক্রিকেটারদেরও কিউই সফরের বিমান ধরার কথা রয়েছে। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। তার আগে রয়েছে প্রস্তুতি ম্যাচ। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্বভার দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্ত’র কাঁধে।

গতকাল (শনিবার) রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে বাংলাদেশের প্রথম বহরের সঙ্গে নিউজিল্যান্ডে গিয়েছেন সহকারী কোচ নিক পোথাসও। এর আগে বিমানবন্দরে সৌম্য-আফিফরা নামতেই তাদের ঘিরে ধরেন ক্রিকেটভক্তরা। তাদের কেউ কেউ পূরণ করেছেন সেলফির আবদারও।

এদিন একে একে বিমানবন্দরে হাজির হতে দেখা যায় মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনদের। এছাড়া দেশ ছেড়েছেন তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, রাকিবুল হাসান ও মুশফিক হাসানরা।

টেস্ট সিরিজ খেলা ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম দিয়ে পরের বহরে পাঠানো হবে। সোমবার (১১ ডিসেম্বর) দেশ ছাড়বেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজরা। দেশটিতে পা রেখে দুদিন অনুশীলন করবে সফরকারী বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে আফিফ-লিটনদের। এরপর আগামী ১৭ ডিসেম্বর হবে দু’দলের প্রথম ওয়ানডে। বাকি দুই ওয়ানডে হবে ২০ ও ২৩ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে নেলসনে এবং শেষ ম্যাচ হবে নেপিয়ারে।

ওয়ানডে সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। সেগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর।

#বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।

#টি-২০ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

10/12/2023

>>>> আলহামদুলিল্লাহ : বিগ ব্রেকিং নিউজ

ধরুন আপনাকে আইপিএলের যেকোন একটা ফ্র্যাঞ্চাইজি টিম সিলেকশনের দায়িত্ব দিলো- তখন কেমন হবে আপনার দল?যে দল নিয়ে ফাইনালে না উঠ...
10/12/2023

ধরুন আপনাকে আইপিএলের যেকোন একটা ফ্র্যাঞ্চাইজি টিম সিলেকশনের দায়িত্ব দিলো- তখন কেমন হবে আপনার দল?
যে দল নিয়ে ফাইনালে না উঠার কোন কারণ থাকবে না। আমি আমার দল দিচ্ছি। আপনারাও আপনাদের দল দিন কমেন্ট বক্সে।

১. কুইন্টন ডি কক
২. শুভমান গিল
৩. ভিরাট কোহলি
৪. সুরাইয়া কুমার যাদব
৫. গ্লেন ম্যাক্সওয়েল
৬. রিংকু সিং
৭. হার্দিক পান্ডিয়া
৮. আক্সার প্যাটেল
৯. রশিদ খান
১০. জোফরা আর্চার
১১. জাসপিত বুমরাহ

৩ জন জাত বোলার আবার ৪ জন অলরাউন্ডার!
৮ জন মারকুটে ব্যাটার! ২ জন কিপারও থাকছেন!

এরকম একটা টিমকে আপনি শক্তিমত্তায় ১০০ তে কত দিবেন?

10/12/2023

২০২৪ সালের টি২০ বিশ্বকাপে ভিরাট কোহলিকে ছাড়াই দল তৈরি করবে ভারত 😳
তবে কি বিসিসিআইয়ের ফেবার পাবেন না? ১০০ সেঞ্চুরি করা হবে না??

কিন্তু কেনো? Will it be wise decision?
আপনি কি ভাবছেন?

কার্টেসি : Zahidul Islam Zahid

.

মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত দুজনেই অনেক ভালো বন্ধু। খুবই ভালো বন্ধু। একেবারে মানিকজোড়। কিন্তু প্রসঙ্গ যখন ...
10/12/2023

মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত দুজনেই অনেক ভালো বন্ধু। খুবই ভালো বন্ধু। একেবারে মানিকজোড়। কিন্তু প্রসঙ্গ যখন ডিসিশন রিভিউ সিস্টেম অভিজ্ঞতাটা খুব একটা সুখকর নয়। কারণ মিরাজ প্রতিবারই ক্যাপ্টেন শান্তকে রিভিউ নেয়ার জন্য জোড়াজোড়ি করনে শান্তও শেষমেষ রিভিউ নিতে বাধ্য হন। কিন্তু টিভি স্ক্রিনে বারবার সিদ্ধান্ত ভেসে আসে আম্পায়ার স্টে অ্যাট ইউর অরিজিন্যাল ডিসিশন। মেহেদী হাসান মিরাজের রিভিউ কি সত্যিই অনেক খারাপ? নাকি বারবার ভাগ্য তার সাথে বেঈমানী করতেছে? অন্তত ৪/৫ টা রিভিউ দেখলাম যেগুলো আম্পায়র্স কলের কারণে বিপক্ষে গেলো।

মেহেদী মিরাজের ডিআরস নিয়ে আপনার মূল্যায়ন কি?

সাকিব আল হাসান কি খেলা শিখাইয়া গেলো!মুশফিকের ঐ অদ্ভুত হ্যান্ডলড দ্যা বলের আউটের সাথে সাকিব আল হাসানের সম্পৃক্ততা দেখে অন...
07/12/2023

সাকিব আল হাসান কি খেলা শিখাইয়া গেলো!

মুশফিকের ঐ অদ্ভুত হ্যান্ডলড দ্যা বলের আউটের সাথে সাকিব আল হাসানের সম্পৃক্ততা দেখে অনেকেই রেগে যেতে পারেন। তবে বাস্তবতা বুঝতে পুরোটা পড়তে হবে। ক্রিকেট ভদ্রলোকের খেলা হিসেবেই পরিচিত। কিন্তু বিশ্বকাপে ঐ বিতর্কিত টাইম আউটের পর চিত্র পাল্টে গেছে। পাকিস্তানের ঘরোয়া লিগেও এরপর টাইম আউটের ঘটনা ঘটেছে। গতকাল যেটা মুশফিকের সাথে ঘটেছে সেটাও তার ধারাবাহিকতা মাত্র। হ্যান্ডল দ্যা বল আউটের নিয়ম হচ্ছে বল স্টাম্পের কাছাকাছি ডিরেকশনে থাকা লাগবে। মুশফিকের বেলায় বলটা কি স্টাম্পের ৩ হাত কাছেও কি ছিলো? উত্তর না। নিউজিল্যান্ডের কি ওরকম ডিসমিসাল নেবার কথা? উত্তর- না? তারপরও নিয়েছেন! কারণ বিশ্বকাপের ঐ টাইমআউটের পর সবাই মেন্টালি চেঞ্জ হয়ে গেছেন। না হলে স্টাম্প থেকে অনেক দূরের বলে কাউকে হ্যান্ডলড দ্যা বল আউট করা যায় না। করা উচিৎ না। এ দেখে নিশ্চয়ই হাসছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস? প্রকৃতি কোন দেনা রাখে না। তাই কি মুশফিকুর রহিম এরকম আউট হলেন?

কি মনে হয়?

ফের মিরপুরে যঘন্য পিচ বানিয়ে সমালোচিত গামিনি!সিলেটে ইন্টারন্যাশনাল স্টান্ডার্ডের পিচ বানিয়ে অজি কিউরেটর টনি হেমিং প্রশংস...
06/12/2023

ফের মিরপুরে যঘন্য পিচ বানিয়ে সমালোচিত গামিনি!

সিলেটে ইন্টারন্যাশনাল স্টান্ডার্ডের পিচ বানিয়ে অজি কিউরেটর টনি হেমিং প্রশংসা কুড়ালেও মিরপুরে আবারও নিকৃষ্ট পিচ বানিয়ে সমালোচিত মিরপুর গ্যাংয়ের সর্দার গামিনি ডি সিলভা!

বিসিবিতে পিচ কিউরেটর হিসেবে আপনি কাকে রেখে কাকে বিদায় করতে চান?

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অদ্ভুতভাবে আউট হলেন মুশফিকুর রহিম
06/12/2023

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অদ্ভুতভাবে আউট হলেন মুশফিকুর রহিম

06/12/2023

উইকেট নাম্বার ৫
মিরাজের জোড়া আঘাত
নিউজ্যিলান্ড ৪৬/৫

চালকের আসনে টাইগাররা

06/12/2023

উইকেট নাম্বার ৩
তাইজুলের দ্বিতীয় শিকার
ম্যাচে ফিরলো বাংলাদেশ
নিউজ্যিলান্ড ৩০/৩

পাকিস্তান কি পারবে অস্ট্রেলিয়ার মাটিতে লজ্জার রেকর্ডে ব্রেক টানতে?১৯৯৯ থেকে আজ ২০২৩ পর্যন্ত পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিত...
06/12/2023

পাকিস্তান কি পারবে অস্ট্রেলিয়ার মাটিতে লজ্জার রেকর্ডে ব্রেক টানতে?

১৯৯৯ থেকে আজ ২০২৩ পর্যন্ত পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে মোট পাঁচ সিরিজ এবং ১৪ ম্যাচ হেরেছে।জিতেনি একটি ম্যাচও।

পাকিস্তান কি পারবে এই লজ্জাজনক রেকর্ড স্ট্রিক ভাঙতে?নাকি আরো একটি বাজে ভাবে সিরিজ হারের সাক্ষী হবে?

মৈত্রী দিবস ২০২৩মহান মুক্তিযুদ্ধে আমাদের বন্ধুদেশ ভারত বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর, ১৯৭১ 🇮🇳 🇧🇩 বন্ধুত্...
06/12/2023

মৈত্রী দিবস ২০২৩

মহান মুক্তিযুদ্ধে আমাদের বন্ধুদেশ ভারত বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর, ১৯৭১

🇮🇳 🇧🇩 বন্ধুত্ব

শুবমান গিলে মুগ্ধ কিংবদন্তি ব্রায়ান লারা, তার রেকর্ড ভাঙতে পারেন এই ভারতীয় ব্যাটার 💪
06/12/2023

শুবমান গিলে মুগ্ধ কিংবদন্তি ব্রায়ান লারা, তার রেকর্ড ভাঙতে পারেন এই ভারতীয় ব্যাটার 💪

ইউরোপের কয়েকটি ক্লাবের নজরে আছেন বাংলাদেশ ফুটবলের তরুণ তুর্কী শেখ মোরসালিন❣🇧🇩
06/12/2023

ইউরোপের কয়েকটি ক্লাবের নজরে আছেন বাংলাদেশ ফুটবলের তরুণ তুর্কী শেখ মোরসালিন❣🇧🇩

এমপি হওয়ার পরও সম্পদের পরিমান কমেছে মাশরাফির! সাকিব আল হাসান এমপি হলে তার ক্ষেত্রে কেমন হতে পারে ?
06/12/2023

এমপি হওয়ার পরও সম্পদের পরিমান কমেছে মাশরাফির!
সাকিব আল হাসান এমপি হলে তার ক্ষেত্রে কেমন হতে পারে ?

ক্ষুধার রাজ্যে পৃথিবী ছন্দহীন,কবিতা সে তো কেবলই উপহাস!বহুদিন আগে এক পাতি নেতা আমাকে এই কবি বলে কিছুটা তাচ্ছিল্যের সাথেই ...
06/12/2023

ক্ষুধার রাজ্যে পৃথিবী ছন্দহীন,
কবিতা সে তো কেবলই উপহাস!

বহুদিন আগে এক পাতি নেতা আমাকে এই কবি বলে কিছুটা তাচ্ছিল্যের সাথেই ডাক দিয়েছিলো। এরপর থেকে আর কোনদিন কবিতা লেখিনি। হঠাৎ ইউটিউবে আফরান নিশোর নাটক দেখে মনে পড়লো। নিদারুণ বাস্তবতা কি জানেন? মানুষ এখন জ্ঞানের কমতির চেয়ে টাকা পয়সার কমতিটাকেই সবচেয়ে বড় অযোগ্যতা মনে করেন!
এই দেশে আর কখনই ভালোমানের কবি, লেখক, সাংবাদিকের জন্ম হবে না। কারণ এই সমাজ এখন কবি, লেখক ও সাংবাদিকদের সবচেয়ে অবজ্ঞার চোখে দেখে।

শুভ সকাল 🇧🇩

05/12/2023

পৃথিবীতে সবচেয়ে ট্র্যাজিক বিষয় কি জানেন?

পৃথিবীতে সবচেয়ে ট্র্যাজিক বিষয় হচ্ছে আপনার জীবনে কিছু না কিছু আক্ষেপ থাকবেই। সে আপনি রাজা হোন কিংবা প্রজা হোন, আমলা হোন কিংবা কামলা হোন। আক্ষেপ, আফসোস আপনার জীবনে থাকবেই। সবচেয়ে বড় আক্ষেপ কি জানেন? অপূর্ণতা নিয়ে মরে যাওয়া, চলে যাওয়া। পৃথিবীতে সবচেয়ে ট্র্যাজিক ম্যান তারাই যাদের জীবনের বেশিরভাগ স্বপ্নগুলোই অপূর্ণ রয়ে যায়। অন্যদিকে সবচেয়ে ম্যাজিকম্যান তারাই যাদের বেশিরভাগ স্বপ্নই পূর্ণ হয়।

শুভ রাত্রি।


আগামীকাল মিরপুরে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে কমেন্ট্রি করবেন খান পরিবারের কৃতি সন্তান তামিম ইকবা...
05/12/2023

আগামীকাল মিরপুরে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে কমেন্ট্রি করবেন খান পরিবারের কৃতি সন্তান তামিম ইকবাল খান সাহেব 📣🫵

খান সাহেবের জন্য শুভকামনা রইলো ✍️

বোনকে ফিরে পেতে ভাইয়ের আকুতি : Please shareআমার লিস্টেরই এক ভাই ইনবক্সে এই  ছবিটি পাঠিয়ে শেয়ার করতে অনুরোধ করেছেন।  প্লি...
05/12/2023

বোনকে ফিরে পেতে ভাইয়ের আকুতি : Please share

আমার লিস্টেরই এক ভাই ইনবক্সে এই ছবিটি পাঠিয়ে শেয়ার করতে অনুরোধ করেছেন। প্লিজ শেয়ার করে বোনটিকে খুঁজে পেতে সাহায্য করুন।

পৃথিবীর সবচেয়ে হৃদয় বিদারক মুহুর্তগুলোর একটি নিজের চোখের সামনে সন্তানের মৃত্যু দেখা এই দৃশ্যটি দেখে আমি অনেক কেঁদেছি। মা...
05/12/2023

পৃথিবীর সবচেয়ে হৃদয় বিদারক মুহুর্তগুলোর একটি নিজের চোখের সামনে সন্তানের মৃত্যু দেখা

এই দৃশ্যটি দেখে আমি অনেক কেঁদেছি। মা কুকুরটির সামনেই বাইক চালকের রেকলেস ড্রাইভিংয়ে বাচ্চা কুকুরটির মৃত্যু হয়। মা কুকুরটির সেই কান্না আমার মনে হয় সপ্ত আসমান ভেদ করে স্রষ্টার কাছে পৌঁছে গিয়েছিলো।

Please drive safely.
পৃথিবীতে সবচেয়ে দামী জিনিসের নাম জীবন।

ক্রিকেটের বিরল প্রজাতির একজন ছিলেন হাবিবুল বাশার ?তিনি টেস্টটা খেলতেন ওয়ানডের মতো করে আর ওয়ানডে খেলতেন টেস্টের মতো! পৃথি...
05/12/2023

ক্রিকেটের বিরল প্রজাতির একজন ছিলেন হাবিবুল বাশার ?

তিনি টেস্টটা খেলতেন ওয়ানডের মতো করে আর ওয়ানডে খেলতেন টেস্টের মতো! পৃথিবীতে এরকম ব্যাটসম্যান বিরল। আপনি জেনে অবাক হবেন আন্তর্জাতিক ক্রিকেটে হাবিবুল বাশারই একমাত্র ব্যাটার যিনি ৫০০০+ রান করলেও টেস্ট এবং ওয়ানডের স্ট্রাইকরেট ছিলো সমান। অর্থাৎ টেস্টের স্ট্রাইকরেট ৬০ ওয়ানডের স্ট্রাইকরেটও ৬০!

ব্যাটার হাবিবুল বাশারের এই অদ্ভুত ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আপনার মূল্যায়ন কি?

ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা বাহাতি স্পিনার কে?বোলারদের মধ্য বিভিন্ন টাইপ থাকে। ফাস্ট বোলার এবং স্পিনার। সেই স্পিনারদে...
05/12/2023

ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা বাহাতি স্পিনার কে?

বোলারদের মধ্য বিভিন্ন টাইপ থাকে। ফাস্ট বোলার এবং স্পিনার। সেই স্পিনারদের মধ্য আবার ৩ টি প্রধান সাব টাইপ রয়েছে। অফ স্পিনার, লেগ স্পিনার এবং বাহাতি স্পিনার। এর বাইরেও একটা রয়েছে চায়নাম্যান। ক্রিকেটের সেই বিরল প্রজাতি নিয়ে অন্য একদিন বলবো। আজ কথা বলছি- সর্বকালের সেরা বাহাতি স্পিনারদের নিয়ে। যদি শুধু উইকেটের সংখ্যা বিবেচনা করা হয় তাহলে সবার উপরে থাকবে সনাথ জয়াসুরিয়া। কারণ এখন পর্যন্ত বাহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এই লঙ্কান লিজেন্ডেরই। কিন্তু ক্রিকেটের জাজমেন্ট এত সহজ নয়। শুধু একটা ক্রাইটেরিয়া দেখে কাউকে সেরা বলে দেয়ার সুযোগ নেই। এজন্য আপনাকে গড়, স্ট্রাইকরেপ, ফাইফার, ফোরফার, ইকোনোমিরেটও বিবেচনায় আনতে হবে। সবকিছু বিবেচনায় সর্বকালের সেরা ৫ জন বাহাতি স্পিনারের তালিকা প্রকাশ করছি-

১. সাকিব আল হাসান : কোন সন্দেহ ছড়াই ওয়ানডে ফরম্যাটে সর্বকালের সেরা বাহাতি স্পিনার সাকিব আল হাসান। গড়, স্ট্রাইকরেট, ইকোনমি, ম্যাচ ইম্প্যাক্ট সবকিছুই কথা বলবে সাকিব আল হাসানের হয়ে। মাত্র ২৪৭ ম্যাচেই ৩১৭ উইকেট। ১০ বার ৪ উইকেট আর ৪ বার ৫ উইকেটের সাথে ইকোনমিও ৪.৪৭!

২. ড্যানিয়েল ভেট্টরি:: ড্যানিয়াল ভেট্টরি মাস ছয়েক আগেও ১ নং পজিশনেই ছিলেন। কিন্তু সাকিব আল হাসান তার উইকেট টেকিং অ্যাবিলিটি কন্টিনিউ করে ভেট্টরিকে দুইয়ে নামিয়েছেন। ২৯৫ ম্যাচে ভেট্টরির শিকার ৩০৫ উইকেট। ৪ উইকেট ৮ বার আর ১০ উইকেট ২ বার!

৩. আব্দুর রাজ্জাক রাজ :: অনেকে জয়াসুরিয়াকে এগিয়ে রাখবেন আবার অনেকে রবিন্দ্র জাদেযাকে এগিয়ে রাখবেন। কিন্তু গড় এবং স্ট্রাইকরেট আব্দুর রাজ্জাক রাজের এতটাই ভালো যে আপনি তাকে ৩ নং পজিশনেই রাখতে চাইবেন। মাত্র ১৫৩ ম্যাচেই রাজের শিকার ২০৭ গড় ২৯ স্ট্রাইকরেটও ৩৮!!

৪. রবিন্দ্র জাদেজা :: ১৯৭ ম্যাচে ২২০ উইকেট। গড় ৩৬ স্ট্রাইকরেট ৪৪!
৫. সনাথ জয়াসুরিয়া :: মূলত ব্যটিং অলরাউন্ডার। তারপরও বাহাতের ভেলকিতে ৪৪৫ ম্যাচে ৩২৩ উইকেট শিকার করেছেন। গড় ৩৭ স্ট্রাইকরেট ৪৬!

আপনার মতে একদিবসী ক্রিকেটে সর্বকালের সেরা বাহাতি স্পিনার কে?


আভ্যন্তরীন কোন্দলের কারণেই বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি?কোন সন্দেহ ছাড়াই ২০২৩ বিশ্বকাপের বাংলাদেশ দলটি ছিলো নিজেদের খেলা...
05/12/2023

আভ্যন্তরীন কোন্দলের কারণেই বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি?

কোন সন্দেহ ছাড়াই ২০২৩ বিশ্বকাপের বাংলাদেশ দলটি ছিলো নিজেদের খেলা আগের যেকোন বিশ্বকাপের দলের চেয়েও শক্তিশালী । কিন্তু মাঠের পারফরম্যান্স বলছে ২০০৩ বিশ্বকাপের পর সবচেয়ে বাজে পারফরম্যান্সের কথা। ৯ ম্যাচের বিশ্বকাপে দুটো ম্যাচে দল জিতলেও বাকী ৭ ম্যাচের পারফরম্যান্স ছিলো ভয়াবহ রকমের খারাপ। এতটাই খারাপ যেেঐ ৭ ম্যাচের কোনটিতেই জয়ের সম্ভাবনাও তৈরি করতে পারেনি। এমনকি নেদারল্যান্সের সাথে বাজেভাবে হারতে হয়েছে। পরিবেশ , পরিস্থিতি এবং গত ৩ মাসের পর্যবেক্ষণ বলছে বাংলাদেশ দলের ভরাডুবির অন্যতম কারণ হচ্ছে দলটিতে আভ্যন্তরীন কোন্দল রয়েছে। ২ সিনিয়র ক্রিকেটারের দ্বন্দ্বের জেড়ে চড়া মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। অথচ বিশ্বকাপের পরপরেই পূর্ণ শক্তির নিউজিল্যান্ডকে হারিয়ে দিলো খর্ব শক্তির বাংলাদেশ! এখানেই স্পষ্ট বোঝা যাচ্ছে বিশ্বকাপে দল হিসেবে খেলতে পারেনি বাংলাদেশ!

আপনার কি মনে হয়?

এইডা কোন কথা?মিচেল মার্শকে আইপিএলে নিষিদ্ধ করবে না?
05/12/2023

এইডা কোন কথা?
মিচেল মার্শকে আইপিএলে নিষিদ্ধ করবে না?

Address

Dhaka Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Zahidul Islam - জাহিদুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zahidul Islam - জাহিদুল ইসলাম:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All