It's Me Git2

It's Me Git2 Story Based Page
(44)

তুমি আমারে দুনিয়াতে রাইখাই জাহান্নাম দেখাইয়া ফেলছো  অথচ আমার কতো ইচ্ছা আছিলো আমরা দুইজনে মিলে ,"জান্নাত উপভোগ করবো "!
26/06/2024

তুমি আমারে দুনিয়াতে রাইখাই জাহান্নাম দেখাইয়া ফেলছো অথচ আমার কতো ইচ্ছা আছিলো আমরা দুইজনে মিলে ,"জান্নাত উপভোগ করবো "!

16/06/2024

Just Need Like An Accident & Problem Solved 💔😅

14/06/2024

এই যে আমি নিজের সাথে যুদ্ধ করতে করতে বিলীন হয়ে যাচ্ছি সে কথা কাকে বলবো!😓

৫১ বছর ধরে প্রেমিকার ছবি বুকপকেটে নিয়ে বেঁচে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা। নাম তানেসউদ্দিন। প্রেমিকার নাম জোহরা।এক ইন্টারভ...
14/06/2024

৫১ বছর ধরে প্রেমিকার ছবি বুকপকেটে নিয়ে বেঁচে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা। নাম তানেসউদ্দিন। প্রেমিকার নাম জোহরা।

এক ইন্টারভিউতে বিয়ে কেন করেননি? প্রসঙ্গে তানেসউদ্দিন বলেছিলেন, ‘আমি এখনও স্বপ্নে জোহরাকে দেখি। জোহরার মতো সুন্দর কখনোই কাউকে লাগেনি।’

তানেসউদ্দিন আর জোহরার প্রেমের শুরু ১৯৬৪ সালে। তানেসউদ্দিন তখন ক্লাস টেনে পড়েন। আর জোহরা ক্লাস এইটে। কিশোর মনের চঞ্চলতা, ভীরুতা নিয়েই হয়েছিল প্রেমের শুরু।

জোহরার সঙ্গে দেখা করার জন্য প্রায়ই সন্ধ্যায় তানেসউদ্দিনকে মেঘনা নদী পার হতে হতো নৌকায় করে। দেখা করে আবার নৌকায়ই ফিরতেন তিনি। একদিন তাঁদের সন্ধ্যায় দেখা হওয়ার কথা। আগে থেকেই জোহরাকে খবর দেওয়া হয়ে গেছে। সন্ধ্যায় মেঘনা নদীর ওপারে জোহরা অপেক্ষা করছিলেন। এদিকে পারাপারের জন্য নেই কোনো নৌকা। কীভাবে ওপারে যাবেন তানেসউদ্দিন?

উপায় না পেয়ে সাঁতরে মেঘনা পার হয়েছিলেন তিনি। ওপারে উঠে জোহরার সঙ্গে দেখা করেন তিনি। সেই রাতে উত্তাল জোয়ারের মধ্যে সাচ্চা প্রেমিকের মতো ছুটে গিয়েছিলেন তিনি। এমন পাগলামীর জন্য জোহরার বকাও খেয়েছিলেন। তাতে কী? সম্পর্কের গভীরতাটুকু তো বোঝাতে পেরেছিলেন।

একসময় ঘনিয়ে এল মুক্তিযুদ্ধের বছর। সাল ১৯৭১।
চারদিকে যুদ্ধের ডাক। সেই ডাকে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন তানেসউদ্দিন। এ কথা শুনে কেঁদে বুক ভাসিয়েছিলেন জোহরা। প্রথমে আপত্তি করেছিলেন, কিন্তু পরে সম্মতি দিয়েছিলেন ঠিকই।

তানেসউদ্দিন জোহরাকে বলেছিলেন, ‘দেশ স্বাধীন করে তবেই তোমাকে বিয়ে করব। তুমি অপেক্ষা কইরো।’
বিদায় দেওয়ার সময় তানেসউদ্দিনকে খামে মোড়ানো একটি চিঠি দিয়েছিলেন জোহরা। খামের ভেতর ১০০ টাকার একটি নোট ছিল। আর চিঠিতে লেখা ছিল, ‘শুধু টাকাই রাইখো না, সঙ্গে আমার ভালোবাসাও রাইখো।’

কলকাতা, আগরতলায় যুদ্ধ প্রশিক্ষণ শেষে দেশে ফেরেন তানেসউদ্দিন। লোকেশন রেকি করেন। মিটিং করেন। শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েন। এভাবেই মুক্তিযুদ্ধের দিন কাটতে থাকে তাঁর। জোহরা কেমন আছে? কী করছে? এসব ভেবে মাঝেমধ্যে আনমনা হয়ে পড়েন। স্টেনগান মাথায় ঠেকিয়ে ভবিষ্যতের কথা ভাবতেন তানেসউদ্দিন।

দীর্ঘ নয়মাস পর যুদ্ধ শেষ হয়। যুদ্ধ শেষে তানেসউদ্দিন সর্বপ্রথম জোহরাদের বাড়িতে ছুটে যান। গিয়ে জানতে পারেন, জোহরা ও তার বাবাকে পাকিস্তানি মিলিটারিরা হত্যা করেছেন।

রণক্ষেত্রে বসেও যে মন পড়ে থাকতো মেঘনা নদীর কাছে, যেখানে উত্তাল স্রোত ঠেলে যেতে হয়। যেখানে চাঁদের আলোর নিচে জোহরার আঁচল বিছানো। সেই জোহরার স্থান হলো বুক পকেটে। ৫১ টা বছর মেয়েটি সেখানে আছে। সেখানেই থাকবে ।

আপনি আমারে দুঃখ দিয়েন,তবুও আমারে ছাইড়া যাইয়েন না।আপনি ছাইড়া গেলে,আমার বাঁচা মরা এক হইয়া যাইবো।আপনারে ছাড়া বাঁইচা থাকলে আ...
07/06/2024

আপনি আমারে দুঃখ দিয়েন,
তবুও আমারে ছাইড়া যাইয়েন না।
আপনি ছাইড়া গেলে,
আমার বাঁচা মরা এক হইয়া যাইবো।

আপনারে ছাড়া বাঁইচা থাকলে আমার
নিঃশ্বাসের অপচয় হইবো।
কারণ,আপনারে ছাড়া আমি
প্রতিটা মুহূর্ত মরার মতোই।

দয়া করে,আপনি আমারে দুঃখ দিয়েন
তবুও আমারে ছাইড়া যাইয়েন না।

আমি আপনারে ভীষণ রকম ভালোবাসি,
আপনারে ছাইড়া বাঁইচা থাকা থাইকা আয়ুর অপচয় হইবো।
আপনি আমারে দুঃখ দিয়েন,অবহেলা কইরেন।
তবুও আপনি আমারে ছাইড়া অন্য কারো হইয়েন না।

কবিতা: আমারে ছাইড়া যাইয়েন না।
বই: স্মৃতির বসন্তে তুমি || মাহবুব সরদার সবুজ

05/06/2024

😓💔

16/05/2024

💔

যে শূন্য পকেটে পাশে থাকলো,তাকে কি করে হারাতে দেই?❤️❤️আমার শ্রদ্ধা 💛💛হয়ত তুমি আমার কল্পনাই আমার হয়ে থাকবে❤️
28/04/2024

যে শূন্য পকেটে পাশে থাকলো,তাকে কি করে হারাতে দেই?

❤️❤️আমার শ্রদ্ধা 💛💛

হয়ত তুমি আমার কল্পনাই আমার হয়ে থাকবে❤️

এখন রাত ২:৫০ কোনো মতেই গুমাইতে পারছিনা, সেই দিন টার কথা মনে পরে গেলো 🙃 আমাকে যেই যন্ত্রনা দিয়েছেন, আল্লাহ ই জানে,কিছু লি...
26/04/2024

এখন রাত ২:৫০ কোনো মতেই গুমাইতে পারছিনা, সেই দিন টার কথা মনে পরে গেলো 🙃 আমাকে যেই যন্ত্রনা দিয়েছেন, আল্লাহ ই জানে,কিছু লিখতেও চাই না,
আমি খুব শীঘ্রই ফিরছি এই বেস্ত শহরে, কিন্তু মনের কোনে এক্টাই ভয়, তোর সামনে নেয়ার আগে আল্লাহ যেন আমাকে দুনিয়ায় না রাখে😓

তবে তদের জন্য আমার দোয়া থাকবে, দুনিয়ার সকল সুখ যেন তার ভাগ্যের লিখে রাখেন💔

10/04/2024

Problem Solved 💔

💔আমারে ছাইড়া যাইও না, এটা মূলত পৃথিবীর সবচাইতে অসহায় একটা বাক্য.!🖤
16/03/2024

💔আমারে ছাইড়া যাইও না, এটা মূলত পৃথিবীর সবচাইতে অসহায় একটা বাক্য.!🖤

08/03/2024

🙂💔

06/03/2024

Happy Birthday To You Git2🎂

💔

01/02/2024

আমারও খুব কনফিডেন্ট ছিলো কিন্তু আমার সেই হাতটা কেও শক্ত করে ধরে নাই😓

18/01/2024
🧡🧡🧡
04/01/2024

🧡🧡🧡

04/01/2024

আমার খুব চিৎকার করে কান্না করতে ইচ্ছে হয়, আমি পারি না! ভিতরে ভিতরে আমি মরা লাশ গেছি!

নিজের সাথেই নিজেই পেরে ওঠতে পারি নাই!

31/12/2023

123123

আজকে অনেকেই তার প্রিয় মানুষটার সাথে কথা বলবে, উইশ করবে, সুন্দর কিছু মুহুত গুলার স্মৃতি নিয়ে এবছর টা শুরু করবে, এবছর টা অনেকের মতো আমারও হতে পারতো💔

আমারও একজন ছিলো, মানুষটা
আজ,
আমার কল্পনায়, আমার স্মৃতিতে,

জানি, সবার মতো ভাগ্যটা আমার ভালো নয়,
তবে,
আমাদের যাকিছু ভালো হবার কথা ছিলো,সেইসব ভালো যেন তোমার হওক❤️

🙂
29/12/2023

🙂

19/12/2023

আমাদের সব ভালো তোমার হউক🙂

Address

Dhaka

Telephone

+8801625099210

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Me Git2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Me Git2:

Videos

Share

Nearby media companies



You may also like