Mow & Humayun

Mow & Humayun Mow & Humayun

ওয়েদার ডিমান্ড! ভোনা খিচুড়ি সাথে আমাদের Tulee Haque আপুর আমের ঝুড়ি আচার, Rekha Sarker আপুর আমার বড় মায়ের পিওর ঘি আর খাসি...
27/05/2024

ওয়েদার ডিমান্ড!
ভোনা খিচুড়ি সাথে আমাদের Tulee Haque আপুর আমের ঝুড়ি আচার, Rekha Sarker আপুর আমার বড় মায়ের পিওর ঘি আর খাসি মোরগ ভোনা!

আহ, লাইফ ইজ বিউটিফুল!

শাশুড়ী মায়ের ভালবাসা!আমি নরমালি প্রতি মাসে দুবার মানিকগঞ্জ যাই! বাবার বাড়ি এবং শশুড় বাড়ি পাশাপাশি হওয়াতে একইসাথে দুজায়গা...
25/05/2024

শাশুড়ী মায়ের ভালবাসা!
আমি নরমালি প্রতি মাসে দুবার মানিকগঞ্জ যাই! বাবার বাড়ি এবং শশুড় বাড়ি পাশাপাশি হওয়াতে একইসাথে দুজায়গাতেই থাকা হয়। এবার অফিসেরএডমিশন এর প্রেসার এবং গরমের জন্য রোজার ঈদের পর আর যাওয়া হয়নি। আর যেহেতু বাড়িতে আম, কাঠাল, লিচু পাকার সময় তাই মা বার বার বলছিল আর মন খারাপ করছিলো কবে যাবো, আমার গাছ থেকে ফল তুলে খেতে খুব ভাল লাগে, এইজন্য মা ওয়েট করছিলো!
কাল রাতে হুট করেই ভাতিজা অনিক বাড়ি থেকে আসবার সময় তার হাতে বিশাল এক ব্যাগভর্তি সব পাঠিয়েই অনেক রাতে ফোন কল, যেন ঠিক মত পেয়ে জানাই হাতে পেয়ে, এবং পাঠাতে পেরে সে যে কি খুশি!!!
আসলে এই জিনিসগুলোর দাম তেমন বেশি না, আমরা চাইলেই ইচ্ছা মত কিনে খেতে পারি, বাট মা যে ভালবেসে পাঠিয়েছে আমি পছন্দ করি বলে, এত যত্ন করে, এটার দাম কোনকিছু দিয়েই কেনা সম্ভব না।
এটাই ভালবাসা, এটাই দিনশেষে শান্তির জায়গা।
সত্যি ভাল এবং সাপোর্টিং পরিবার পাওয়া, এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর নেই।
আমি সত্যিই ভাগ্যবতী!

Program!!
24/05/2024

Program!!

নিউইয়র্কে বসবাসকারী বন্ধুদের শুভেচ্ছা।আগামী ২৪ থেকে ২৭ মে ২০২৪-এ অনুষ্ঠিত নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় আমার বইটিও ...
16/05/2024

নিউইয়র্কে বসবাসকারী বন্ধুদের শুভেচ্ছা।

আগামী ২৪ থেকে ২৭ মে ২০২৪-এ অনুষ্ঠিত নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় আমার বইটিও পাওয়া যাবে। হ্যাঁ, কথাপ্রকাশ থেকে প্রকাশিত হুমায়ূন ফরিদ অনূদিত 'মানুষটিকে দেখো' বই থাকবে কথাপ্রকাশের স্টলে। সেখান থেকে আগ্রহী বন্ধুরা বইটি সংগ্রহ করতে পারবেন।

কথাপ্রকাশের অন্য বইগুলি দেখতে ভিজিট করুন www.kathaprokash.com
Facebook : https://lnkd.in/drG9_VyG

শুভেচ্ছা ও ভালোবাসা অবিরাম।

13/05/2024

Alhamdulillah! I feel proud that I am a girl and have wonderful family from both sides!

আমার কাছে প্রতিদিনই মা আর বাবা দিবস, তারপরও আজকে স্পেশাল ডে।আমার আম্মু আর আমার মা, মানে শাশুড়ী মা, দুই মা ই আমাকে প্রচন্...
12/05/2024

আমার কাছে প্রতিদিনই মা আর বাবা দিবস, তারপরও আজকে স্পেশাল ডে।
আমার আম্মু আর আমার মা, মানে শাশুড়ী মা, দুই মা ই আমাকে প্রচন্ড ভালবাসে, আমি সত্যি খুব ভাগ্যবান আমাকে এক পরিবারে জন্ম দিয়েছেন আরেক পরিবারের সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছেন।
আজ স্পেশাল ডে তে বলতে চাই অনেক ভালবাসি তোমাদের, এভাবেই আগলে রেখো সবসময়।
দুই মা-ই আমার বেস্ট মা!!
পৃথিবীর সব মা কে মা দিবসের শুভেচ্ছা! কোন বাবা মা কে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, এই দোয়া সবসময়।

10/05/2024

Angling is refreshing!

09/05/2024

আজ বিকালে সিআরপি'র সিনেমার কাজে কামরাঙ্গীরচরের জান্নাতবাগ গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল আমাদের এক সম্ভাব্য অভিনয়শিল্পীর প্রস্তুতি দেখভাল করা। কাজ সেরে ফেরার পথে এক বাজারে ঢুকলাম বাজারটা একটু ঘুরে দেখতে। হ্যাঁ, ঠিক ধরেছেন - আমি আসলে মাছবাজারই দেখতে গিয়েছিলাম। তবে, আজকে আমার চোখ আটকে গেল মুরগীর বাজারে। আমি অবাক হয়ে দেখলাম যে ঢাকার পাশের কামরাঙ্গীরচরে বিশাল বিশাল সব মুরগী কেটে কেটে পিস পিস করে বিক্রি হচ্ছে। ক্রেতারা তাদের চাহিদামতো যার যতোটুকু লাগছে ঠিক ততোটুকুই কিনে নিচ্ছে। আর দাম ঢাকার কাওরান বাজারের চেয়েও অনেক কম।

বড় বড় খাসি মোরগ দেখে আজ আমিও লোভ সামলাতে পারি নাই। ৭ কেজি ১০০ গ্রাম ওজনের একটা কিং সাইজের মোরগ কিনে একটু আগে বাসায় ফিরলাম। দোকানী নিজেই কেটেকুটে সব রেডি করে দিয়েছে। লাইভ ওয়েটে দাম নিয়েছে ৩০০ টাকা কেজি!

আমি ডাইনিং টেবিলে বসে যখন এই স্ট্যাটাস লিখছি ঠিক তখনই কিচেন থেকে কষানো মোরগের মাতাল করা গন্ধ এসে নাকে লাগছে। হোম মিনিস্টার Shawkat Ara Fatima Mow কে এই অবেলায় ধন্যবাদ দিয়ে আর খাটো করতে চাই না।

লাইফ ইজ বিউটিফুল!

Happy May Day!
30/04/2024

Happy May Day!

ডিনার টাইম!
28/04/2024

ডিনার টাইম!

কথা কিন্তু সত্যি🙈
27/04/2024

কথা কিন্তু সত্যি🙈

14/04/2024

গ্রামের জীবন জিন্দাবাদ! ❤️🧡

নববর্ষের শুভেচ্ছা সবাইকে!
14/04/2024

নববর্ষের শুভেচ্ছা সবাইকে!

Thank you so much Firoz Bhaiya & Khurshid Bhaiya on behalf of NRBC Bank for the beautiful Eid gift.
06/04/2024

Thank you so much Firoz Bhaiya & Khurshid Bhaiya on behalf of NRBC Bank for the beautiful Eid gift.

এই গরমে নিজেকে সুস্থ রাখতে চলুন কিছু নিয়ম মেনে চলি-⛔ সুস্থ থাকতে প্রথমেই চলে আসে খাবারের ব্যাপারে সতর্কতা। তাই চেষ্টা কর...
03/04/2024

এই গরমে নিজেকে সুস্থ রাখতে চলুন কিছু নিয়ম মেনে চলি-
⛔ সুস্থ থাকতে প্রথমেই চলে আসে খাবারের ব্যাপারে সতর্কতা। তাই চেষ্টা করুন এই গরমে সবসময় হালকা খাবার খেতে। অতিরিক্ত তৈলাক্ত খাবার ভাজাপোড়া খাবার এড়িয়ে চললেই ভালো। ইফতারের পর বেশি বেশি পানি জাতীয় খাবার খেতে।
⛔ শরীরকে ডিহাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে পানি, স্যালাইন, এনার্জি ড্রিংক, শরবত, ডাবের পানি এবং ঘরে তৈরি ফলের জুস পান করুন।
⛔ এই গরমে পোশাক নির্বাচনের সতর্ক থাকুন। গরমে আরামের পোশাক হিসেবে সুতি কাপড়ের কোনো বিকল্প নেই এবং ঢোলা পোশাক পরিধান করুন।
⛔ যতটা সম্ভব বাহিরের খাবার এড়িয়ে চলুন।
⛔ ত্বকের যত্নে ময়শ্চারাইজার, সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।
⛔ দিনে যতবার সম্ভব মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। তোয়ালে দিয়ে না মুছে পানিগুলো ত্বককেই শোষন করতে দিন।
⛔ এই গরমে মাথা ঘামার ফলে চুলের ক্ষতি হতে পারে।তাই চেষ্টা করুন চুল পরিষ্কার রাখতে।
⛔ বাহিরে বের হলে সাথে ছাতা, সানগ্লাস এ সমস্ত জিনিস রাখুন।

আমার জীবনের সবচেয়ে বড় গিফট তুমি। তোমার মত আম্মু না হলে আমি কোনদিন এই মৌ হতে পারতাম না, আমাদের পুরো পরিবারে তোমার অবদান স...
15/03/2024

আমার জীবনের সবচেয়ে বড় গিফট তুমি। তোমার মত আম্মু না হলে আমি কোনদিন এই মৌ হতে পারতাম না, আমাদের পুরো পরিবারে তোমার অবদান সবচেয়ে বেশি! তুমি সবকিছুতেই আমাকে সাপোর্ট করেছো সবসময়! আমার জীবনের চেয়েও বেশি ভালবাসি তোমাকে, আম্মু!
শুভ জন্মদিন, আম্মু Ranu Shawkat!
আমার আয়ু নিয়েও বেচে থাকো হাজার বছর!

Happy 7th Anniversary Celebration!07.03.2024
14/03/2024

Happy 7th Anniversary Celebration!
07.03.2024

Alhamdulilah!
13/03/2024

Alhamdulilah!

12/03/2024

Ramadan Mubarak!

07/03/2024

পুরুষ মানুষ নাকি দুই প্রকার - জীবিত আর বিবাহিত। নচিকেতার সেই গানের কথা বিশ্বাস করলে আমি জীবিত নই, বিবাহিত! এ্যানিওয়ে, ৭ই মার্চ জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিন। সাত বছর আগের এই দিনে আমরা বিয়ে করেছি। হাসি-কান্না-আনন্দের সাথে এখনো একসাথে আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন বাকী জীননটাও একসাথে কাটিয়ে দিতে পারি।

Shawkat Ara Fatima Mow Happy Marriage Anniversary!

শুভ বিবাহবার্ষিকী খান সাহেব, Humayun Farid!লাস্ট ৭ বছর ধরে সবচেয়ে বেশি পেইন দিয়েছি আমি বাট সবচেয়ে বেশি ভালবাসিও আমি। অনে...
06/03/2024

শুভ বিবাহবার্ষিকী খান সাহেব, Humayun Farid!
লাস্ট ৭ বছর ধরে সবচেয়ে বেশি পেইন দিয়েছি আমি বাট সবচেয়ে বেশি ভালবাসিও আমি।
অনেক জ্বালাই জানি বাট কি করবো বলেন, আপনি যে আমার একটাই!!
এভাবেই ভালবাসায় যেন চলে যায় সারাজীবন...

06/03/2024

আহা, পিৎজা! ❤️🧡

প্রচারেই প্রসার!
05/03/2024

প্রচারেই প্রসার!

প্রিয়জনদের সাথে বইমেলায়!
05/03/2024

প্রিয়জনদের সাথে বইমেলায়!

আজ পবিত্র শবে বরাত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ মুক্তি। আজ সেই মুক্তির রাত বা ‘লাইলাতুল বরাত’। এই রাতটি ধর...
25/02/2024

আজ পবিত্র শবে বরাত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ মুক্তি। আজ সেই মুক্তির রাত বা ‘লাইলাতুল বরাত’। এই রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা।

গত ১০ বছর ধরে নিজের জন্য কম-বেশি অনেক কিছুই চেয়েছি। আজ চাইবো - ফিলিস্তিন ও ইউক্রেনের যুদ্ধবন্দী মানুষদের মুক্তি। হে আল্লাহ, আপনি জালিমদের শাস্তি দিন আর নিরীহদের হেফাজত করুন।

24/02/2024

It was a day to remember forever!

24/02/2024

Nice reaction from the Founder of CRP!

Humayun Farid এর প্রথম অনুবাদগ্রন্থ 'মানুষটিকে দেখো' গতকাল থেকে পাওয়া যাচ্ছে 'কথাপ্রকাশ'র স্টলে! আজকে আমি আর হুমায়ূন সন্...
18/02/2024

Humayun Farid এর প্রথম অনুবাদগ্রন্থ 'মানুষটিকে দেখো' গতকাল থেকে পাওয়া যাচ্ছে 'কথাপ্রকাশ'র স্টলে! আজকে আমি আর হুমায়ূন সন্ধ্যায় থাকবো কথাপ্রকাশ'র স্টলে!

চাইলে আপনিও চলে আসতে পারেন। দেখা হবে সন্ধ্যায়!

Address

51/A/Ka/5, 2nd Floor, West Panthapth, Besides Squire Hospital
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Mow & Humayun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mow & Humayun:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like