NFSC - Dhanmondi BookZone

NFSC - Dhanmondi BookZone 'নট ফর সেল ক্লাব' অনুমোদিত এই বুকজোনটি

এবার হবে তাই,যা বাংলাদেশে হয় নাই!!!!
26/04/2024

এবার হবে তাই,
যা বাংলাদেশে
হয় নাই!!!!

বক্স খুলে চিৎকার দেবার জন্য রেডি থাকবেন! "সায়েন্সভেঞ্চারের" সূচিপত্রের কাজ চলছে। এটা ৬ পেইজ সূচির প্রথম পেইজটা।
09/04/2024

বক্স খুলে চিৎকার দেবার জন্য রেডি থাকবেন!
"সায়েন্সভেঞ্চারের" সূচিপত্রের কাজ চলছে।

এটা ৬ পেইজ সূচির প্রথম পেইজটা।

প্লিজ……৭ জুলাই ২০২৩ পর্যন্ত ‘MAM’-এর কোনো ছবি, ভিডিও, আনবক্সিং অনুভূতি কোথাও প্রকাশ করবেন না! এ-বিষয়ে ক্লাব সকল সদস্যের ...
02/07/2023

প্লিজ……

৭ জুলাই ২০২৩ পর্যন্ত ‘MAM’-এর কোনো ছবি, ভিডিও, আনবক্সিং অনুভূতি কোথাও প্রকাশ করবেন না! এ-বিষয়ে ক্লাব সকল সদস্যের সহযোগীতা কামনা করে!

ধন্যবাদ..

সংগ্রহে আগ্রহীদের জন্য:
https://www.facebook.com/100063458225735/posts/782536543871613/

ভেবে দেখার সময় আছে..‘MAM’ কালেক্টর’স এডিশন এবং ম্যাপ তৈরি হয়েছে এবং হবে মাত্র ২০০১ কপি! এন্টিক হিসাবে সংরক্ষিত রাখা হয়েছ...
28/06/2023

ভেবে দেখার সময় আছে..

‘MAM’ কালেক্টর’স এডিশন এবং ম্যাপ তৈরি হয়েছে এবং হবে মাত্র ২০০১ কপি! এন্টিক হিসাবে সংরক্ষিত রাখা হয়েছে (০০১ থেকে ১০১ নাম্বারের) ১০১ কপি। সৌজন্য প্যাকেজ হিসাবে পাঠানো হবে সর্বমোট ২০০ কপি! অতএব: আপনি নিচের লিংকে থাকা নিয়মে সংগ্রহ করতে পারবেন মাত্র ১৭০০ কপি! তারপর আর..

কেনোভাবেই পাবার সুযোগ পাবেন না!

স্পয়লার দিয়ে গেলাম…
https://facebook.com/100063458225735/posts/782536543871613/

ক্লাব তিনটি বিষয়ে সদস্যদের পরামর্শ চায়:বিষয়গুলো নিয়েআলোচনা হবে ২৪ জুন শনিবার;রাত ৯.১৫ মিনিট থেকে…Not For Sale Club
24/06/2023

ক্লাব তিনটি বিষয়ে
সদস্যদের পরামর্শ চায়:

বিষয়গুলো নিয়ে
আলোচনা হবে ২৪ জুন শনিবার;
রাত ৯.১৫ মিনিট থেকে…

Not For Sale Club

চিনে নিতে পারবেন?(Don't give any type of spoiler.)অংশগ্রহণকারী সবার কাছে দু’টি আলাদা কুরিয়ারে ‘কালেক্টর’স এডিশন’ এবং ‘মক...
22/06/2023

চিনে নিতে পারবেন?
(Don't give any type of spoiler.)

অংশগ্রহণকারী সবার কাছে দু’টি আলাদা কুরিয়ারে ‘কালেক্টর’স এডিশন’ এবং ‘মক্কা ম্যাপ’ যাবে! কুরিয়ার পার্টনার ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’-এর হোম-ডেলিভারি ইউনিট!

ঈদের ছুটি ঘোষণার পূর্ব পর্যন্ত ৭০% অংশীদার কুরিয়ার পেয়ে যাবেন বলে আশাবাদী!

অনুরোধ থাকবে, আগে পেলেও কোনো ছবি, আনবক্সিং ভিডিও বা অনুভূতি কোথাও প্রকাশ করবেন না! সবাইকে সেই অনুভূতি পেতে দিন; যেটা আপনি নিজে পাবেন!

ধন্যবাদ একতায়!

‘নট ফর সেল ক্লাব’ নির্মাণ: ০৬কালেক্টর’স এডিশন: মক্কায় মুহাম্মদ (সাঃ)(ম‌্যাপ ও গাইডবুক সংস্করণ)মক্কাকালীন ভূগোল ও রাজনীতি...
12/05/2023

‘নট ফর সেল ক্লাব’ নির্মাণ: ০৬

কালেক্টর’স এডিশন: মক্কায় মুহাম্মদ (সাঃ)
(ম‌্যাপ ও গাইডবুক সংস্করণ)

মক্কাকালীন ভূগোল ও রাজনীতির বিভক্তি নিয়ে আমাদের ধারণা প্রবলভাবে দূর্বল! কোনো স্থান এবং বিষয়বস্তু নিয়ে মানুষের জ্ঞান যখন তথ্যের বাইরে কেবলমাত্র আবেগ বা ক্ষোভ সর্বস্ব বৃত্তে আটকা পরে, তখন ভুল ভূগোল এবং ভুল রাজনীতির দায় চাপাতে আমরা দ্বিতীয়বার ভাবিনা! নবী মুহাম্মদ (সাঃ)-এর ওপর এবিষয়েও আমরা বহু বহু বহু দায় চাপিয়ে যাচ্ছি ১৪০০ বছর ধরে!

আস্তিক বা নাস্তিক, বিশ্বাসী বা অবিশ্বাসী সবাই নিজের জানার সীমাবদ্ধতার দায় কত অবলীলায় চাপিয়ে দেয় এই ঐতিহাসিক মানুষটির মক্কাকালীন সময় নিয়ে!

এই বইটি আর কিছু পারুক না পারুক, তবে এটা বলতে পারবে: “দেখো সবকিছু জানার সহজ ও ব্যতিক্রম একটা পদ্ধতিও আছে, যা আমাদের মনের ময়লা এবং মস্তিষ্কের তথ্য পরিশুদ্ধ করতে সক্ষম!”

সংগ্রহ করার অভিপ্রায় জানাতে পারবেন, ৩১ মে ২০২৩ পর্যন্ত… বাকি তথ্য পেয়ে যাবেন নিচের লিংকে…

https://www.facebook.com/100063458225735/posts/748439303948004/?sfnsn=mo

Not For Sale Club

আউট অফ দ‌্যা ডার্ক - বোহেমিয়ান এক প্রেমিকের গল্পনট ফর সেল ক্লাব নোবেল পুরষ্কারপ্রাপ্ত ফ্রেঞ্চ লেখক প্যাট্রিক মোদিয়ানি'...
11/05/2023

আউট অফ দ‌্যা ডার্ক - বোহেমিয়ান এক প্রেমিকের গল্প

নট ফর সেল ক্লাব নোবেল পুরষ্কারপ্রাপ্ত ফ্রেঞ্চ লেখক প্যাট্রিক মোদিয়ানি'র উপন্যাস আউট অফ দা ডার্ক এর অনুবাদ প্রকাশের উদ্যোগ নিয়েছে আর এক বিখ্যাত সাহিত্য "পারফিউমের" সঙ্গে out boxed conjoined twins book হিসেবে।

ডামি প্রচ্ছদে ক্লাব একটি দু'মুখি মুখোশ দেখিয়েছে।
আমার মনে হয়, দুটি বইয়ের সম্পূর্ণ বিপরীত চরিত্রকে বোঝাতেই এই প্রচ্ছদ। পারফিউম - এক খুনীর গল্প। পক্ষান্তরে আউট অফ ডার্ক - এক প্রেমিকের গল্প। এই দুই বিপরীত চরিত্রের উপন্যাস নিয়ে ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ - conjoined twins book.

আউট অফ ডার্কের যে প্রেমিকের কথা বলব, তার নামটিও জানি না। কারণ নোবেলজয়ী লেখক প্যাট্রিক মোদিয়ানী তার 'আউট অফ ডার্ক' - এ উত্তম পুরুষের মনোলগে বলা অধরা প্রেমের গল্পে মুল চরিত্রের নামটি পুরো বইয়ের কোথাও বলেননি।

২০১৪ সালে নোবেল একাডেমীর স্থায়ী সেক্রেটারি পিটার ইংলাউন্ড বলেন 'আউট অফ দা ডার্ক' এর প্যাট্রিক মোদিয়ানোকে বেছে নেয়ে হয়েছে এই কারণে যে তাঁর লেখা –“স্মৃতির শিল্পের জন্য, যার সঙ্গে জাগরুক করেছেন মানুষের চূড়ান্ত অধরা নিয়তি, এবং উন্মোচিত করেছেন দখলদারিত্বের জীবন-বিশ্ব”।

মানুষ তার নিজেকে খোঁজে। অন্তরাত্মাকে খোঁজে। কারো হয়তো সারাজীবন ধরে চলে অনন্ত সে খোঁজ। উত্তম পুরুষের মনোলগে লেখা এই উপন্যাসের কোথাও প্রধান চরিত্রের নাম উল্লিখিত হয়নি।‌ ধরে নেই লেখক নিজেকেই খুঁজেছেন পুরো উপন্যাস জুড়ে। প্রধান নারী চরিত্র জ্যাকুলিন সেই খোঁজের এক উপলক্ষ। জ্যাকুলিনকে নয়, জ্যাকুলিনের মাঝে লেখক হয়তো খুঁজে ফিরেছেন তার নিজেকেই। নিজের ভিতরাত্মার সন্ধান। এ সন্ধান কখনো শেষ হয় না। এখানে একটু, ওখানে আধাটুকু ছড়িয়ে ছিটিয়ে থাকে। পূর্ণাঙ্গ চিত্র কখনোই হয় না। কারোই কি হয়? নিজেকে প্রশ্ন করলেই সেই উত্তর পাওয়া যায়।

লেখক মোদিয়ানো এই উপন্যাসে অল্প সংখ্যক চরিত্রের মাধ্যমে অখণ্ডিত প্লটে শুধু ঘটনা বর্ণনা করেছেন, মনস্তত্ব বিবৃত করেননি। শুধুমাত্র চরিত্রদের দিনলিপির বর্ণনায় পাঠকদের মনে কেন্দ্রীয় চরিত্রদের অন্তর্জগতের ধারণা স্পষ্ট করতে পারার সক্ষমতা মোদিয়ানোকে অন্য লেখকদের থেকে আলাদা করেছে।

এই উপন্যাসের চরিত্ররা আগাগোড়া বোহেমিয়ান। তাদের কারো স্থায়ী কোন বাসস্থান নেই। মানুষের অন্তর্জগতের সাথে তা যেনো অদ্ভুতভাবে মিলে যায়। মানুষের মনের কি আসলেই কোনো আবাস আছে? স্থায়ী আবাস? না, নেই। অন্তর্জগতে, নিজের অধরা অস্তিত্বে মানুষের মনও চিরকালীন বোহেমিয়ান। পাঠক নিবিড়ভাবে নিজের অন্তরসায়রে ডুব দিয়ে এই সত্যটি নিজেই অনুধাবন করতে পারেন।

উপন্যাসটির পটভূমি প্যারিস ও লন্ডন শহর কেন্দ্রিক। পড়াশোনা ছেড়ে প্যারিস শহরে পুরানো আর্ট বই বিক্রিকালীন সময়ে লেখক পরিচিত হন জেরার্ড ভ্যান, বিভার ও জ্যাকুলিনের সাথে, যাদের স্বপ্ন ছিল রুঁলেতে একটা বড় বাজিমাত করে দ্রুত অর্থ উপার্জন করার। শুরুতেই লেখক জ্যাকুলিনের প্রেমে পড়েন, অথচ এটা স্পষ্ট হয় না যে- জ্যাকুলিন তার প্রেমে পড়েছে।

বিভার, কার্টুডের সাথেও ভিন্ন ভিন্ন ফর্মে জ্যাকুলিনের ছিল প্রেমের সম্পর্ক। শারীরিক সম্পর্কে জড়ালেও লেখকের প্রেম প্রকাশ্যে আসে না। কিন্তু ধ্যানে, জ্ঞানে, সৌন্দর্যে, আকর্ষণে জ্যাকুলিন তাকে এমনি অদৃশ্য বাঁধনে আস্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে যে জ্যাকুলিনের আজ্ঞাবহ হয়ে সে চুরি করতেও দ্বিধা করে না। এত করেও জ্যাকুলিনকে লেখকের পাওয়া হয় না।

জ্যাকুলিনের সাথে পনের বছর পর লেখকের আবার দেখা হয় লন্ডনে। তখনও তারা আগের মতই বোহেমিয়ান। তবে এই দেখা এবং জ্যাকুলিনের সাথে লেখকের স্বল্পকালীন বসবাস লেখককে লেখক হওয়ার উপযোগ যোগায়।

পড়াশোনা ছেড়ে পুরানো আর্ট বই বিক্রি দিয়ে জীবন চালানো একজন বোহেমিয়ান হঠাৎ করেই লেখার উপাদান পায় এবং সে লেখা হয় উঁচু মানের। হঠাৎ করেই বা দৈবাৎ কিছু কি হয়? মানুষের জীবন যাপনের অভিজ্ঞতাই একজন মানুষকে তৈরি করতে থাকে অলক্ষ্যে এবং তার বেস্টটি বের হয়ে আসে একদিন, আচানক। এই উপন্যাসের প্রধান চরিত্রের লেখক তৈরি হওয়ার এই যে উপলক্ষ এটাও প্রণিধানযোগ্য। জ্যাকুলিন সেই উপলক্ষ। সৃষ্টিশীল মানুষের জন্য কোনো না কোনো একজন বা নিজের মতো একজন জ্যাকুলিন থাকা অপরিহার্য।

ঘটনার পরম্পরা প্যারিস থেকে লন্ডন হয়ে আবার প্যারিস শহর।

লেখক মোদিয়ানো যেন জ্যাকুলিনের মাঝে দেখিয়ে দেন আজকের মানুষদের এ্যলিয়েনেসনের ক্রাইসিস, যেখানে মানুষ নিজেই জানে না যে সে কী করবে। পাঠকের মনোজগত আলোড়ন তুলে লেখক গল্পটি শেষ করেন রুঁ দ্যা প্যারিসের ক্যাফের অনবদ্য কাব্যিক বর্ণনায়।

প্যারিস শহর ঘুমায় না; জেগে থাকে রাতের আঁধারে কোনো কারণ ছাড়াই, আলো জ্বেলে! এই গল্পের চরিত্ররা পথচারী। পথেই যেন বেড়ে ওঠে। তারা জানে না যে তারা কী চায়, কী তাদের উদ্দেশ্য, জীবনের লক্ষ্যই বা কী? মোদিয়ানো গল্পটি শেষ করেন এক চূড়ান্ত অসম্পূর্ণতায়। ঠিক যেন আজকের বিশ্বায়িত পৃথিবীর অনিশ্চিত যাপিত জীবনের মত।

নোবেলজয়ী সাহিত্যিকের সাহিত্যের উৎকর্ষতা নিয়ে বেশিকিছু বলার প্রয়োজন থাকে না। নিজের দেশের বাইরে পৃথিবীটা আরও অনেক বড়। সেখানে অন্য মানুষ অন্য কালচারে অন্য সুখ-দুঃখ নিয়ে বাঁচে। বিশ্ব সাহিত্যকে আমার মনে হয় যেন নিজের সামনে এক আয়না যাতে ভিন্ন দেশের ভিন্ন কালচারে জীবন যাপন করা অচেনা চরিত্ররাও পরিচিত হয়ে ওঠে।

কথিত আছে, মূল বইয়ের স্বাদ অনুবাদ গ্রন্থে পাওয়া যায় না। কথাটি খুব সত্য। কিন্তু এই অনুবাদক আক্ষরিক অনুবাদ অর্থাৎ ট্রানস্লেট করেন না। তিনি ভাবানুবাদ করেন তার অনন্য সাহিত্যগুণের পরিচয় রেখে। সে আঙ্গিকে বলা যায় যে, অসাধারণ এই ভাবানুবাদ গ্রন্থটি মুল বইয়ের অ্যাসেন্স ধরে রাখতে সম্পূর্ণই সক্ষম হয়েছে। অক্ষরে, ভাষায়, বর্ণনার সৌন্দর্যে, উপলব্ধির গভীরতায়।

একজন সাহিত্যানুরাগী হিসেবে আমি খুবই আনন্দিত নোবেলজয়ী লেখকের এই সাহিত্যটি পাঠকের জন্য মলাটবন্দি করার নট ফর সেল ক্লাবের ব্যতিক্রমী প্রয়াসে।

অনুবাদক এবং ক্রয় নয় অর্জনে উৎসাহী নট ফর সেল ক্লাবের প্রতি প্রত্যাশার কলেবর কেবল বেড়ে গেল।

লিখেছেনঃ- শিরিন শবনম।

"পারফিউম"-প্যাট্রিক সাসকিন্ডপ্যাট্রিক সাসকিন্ড এর "পারফিউম: একজন খুনীর গল্প"।সমাজের আউটকাস্ট একজন মানুষ - জগতের প্রতি যা...
08/05/2023

"পারফিউম"
-প্যাট্রিক সাসকিন্ড

প্যাট্রিক সাসকিন্ড এর "পারফিউম: একজন খুনীর গল্প"।

সমাজের আউটকাস্ট একজন মানুষ - জগতের প্রতি যার কোনো আগ্রহ নেই, নেই ক্ষুধা, তৃষ্ণা, যৌনতার আহ্বান। গন্ধহীন শরীরে অস্বাভাবিক এক প্রতিভা এবং বোধ নিয়ে সে সফল হয় তার সেরা পারফিউম তৈরির গোপন প্রজেক্টে। আবার তেমনি যেনো মুক্তি পায় অমানবিক মৃত্যুর মধ্য দিয়ে নিজের নামহীন জীবন থেকে। মানুষের ব্যতিক্রমী প্রতিভা এবং মনস্তত্ব নিয়ে লেখা এই বইটি বিশ্ব নন্দিত হয় পাঠকের সমাদরে। বইটি ৪৯ টি ভাষায় অনুদিত হয়েছে।

আরো কিছু যদি বলি তাহলে শুনুন,

আবর্জনা,ময়লা,ডাস্টবিন থেকেও দুর্গন্ধযুক্ত পল্লীর মাছ বাজারের তলনীতে জন্ম নেয় এক শিশু, আগের তিনটি সন্তানের মতো এই শিশুকেও ফেলে দেয় নর্দমায় তার নির্মম মা। ঘটনা চক্রে তার আশ্রয় হয় এক আশ্রমে, সেখান থেকে চামড়া ব্যবসায়ীর কাছে এবং শিশু অবস্থাতেই সে নিজেকে আবিষ্কার করে, বুঝতে পারে তার আছে একটা নিজস্বতা, রয়েছে প্রখর ঘ্রাণ শক্তি, এই সুগন্ধি কে কিভাবে স্থায়ী করে রাখা যায়, পৃথিবীর সেরা পারফিউম তৈরী করে রাখা যায় সেই নেশায় পেয়ে বসে তাকে, এটা নেশা নয় আসক্তি, এরপর কি বলবো??

আচ্ছা বলছি,

গল্পের প্রথমেই আপনাকে গল্পের গভীর থেকে কেউ খিঁচে টান দিবে,আর হারিয়ে যাবেন সেই জগতে।

আর বলবো না, বাকিটা জানতে হলে আপনাকে বইটা পড়তে হবে। সাথে পাবেন নোবেল জয়ী উপন্যাস আউট অব দি ডার্ক কনজুগেটেড টুইন হিসেবে।

ভালোবাসা গ্রহণ করুন। আর বইয়ের রাজ্যে বিচরণ করুন। ধন্যবাদ।

লেখা:- সংগৃহীত।।

মুদ্রিত মূল্য:- ২২০/=
কুরিয়ার চার্জ এবং প্যাকিং খরচ যুক্ত হবে।
প্রকাশনী: Not For Sale Club
সংগ্রহ হেতু ইনবক্সে যোগাযোগ করুন।

মক্কায় মুহাম্মদ (সাঃ)[ম‌্যাপ ও গাইডবুক এডিশন]====কালেক্টর’স এডিশনের অংশীদারিত্ব নিয়ে ঘোষণা আসবে ০৪-০৫-২০২৩ ইংরাত ৯.৩০ মি...
04/05/2023

মক্কায় মুহাম্মদ (সাঃ)
[ম‌্যাপ ও গাইডবুক এডিশন]
====

কালেক্টর’স এডিশনের অংশীদারিত্ব নিয়ে
ঘোষণা আসবে ০৪-০৫-২০২৩ ইং
রাত ৯.৩০ মিনিটে!

ঐতিহাসিকতায় অংশ নিতে প্রস্তুত কি?

From June 30th, 2023Create Your Own Library With NFSC..!!
11/04/2023

From

June 30th, 2023

Create Your
Own Library
With NFSC..!!

NFSC লাইভ: (রকমফের)নট ফর সেল ক্লাবের অতিথি সদস্য হতে আগ্রহীদের জন্য আমন্ত্রণমূলক ৩০ মিনিটের লাইভ, রকমফের!আজ ৮ এপ্রিল শনি...
08/04/2023

NFSC লাইভ: (রকমফের)

নট ফর সেল ক্লাবের অতিথি সদস্য হতে আগ্রহীদের জন্য আমন্ত্রণমূলক ৩০ মিনিটের লাইভ, রকমফের!

আজ ৮ এপ্রিল শনিবার,
রাত ১০.০৫ মিনিট থেকে;
এখানেই!
Not For Sale Club

সৃজনশীল প্রকাশকের সাথে NFSC(প্রকাশক ও পাঠকের মধ‌্যবর্তী দূরত্ব নিরসনে NFSC কর্তৃক গৃহীত সহযাত্রা)৩০ জুন ২০২৩-এ আমাদের সক...
05/04/2023

সৃজনশীল প্রকাশকের সাথে NFSC
(প্রকাশক ও পাঠকের মধ‌্যবর্তী দূরত্ব নিরসনে NFSC কর্তৃক গৃহীত সহযাত্রা)

৩০ জুন ২০২৩-এ আমাদের সকল সদস‌্যদের জন‌্য নতুন ওয়েবসাইট আসতে যাচ্ছে; যেখানে সকল সদস‌্য আমাদের সাথে সংযুক্ত হওয়া সকল প্রকাশনীর কাছ থেকে ন্যূনতম ৩৫% কমিশনে তাঁর প্রকাশনার সকল বই সরাসরি সংগ্রহ করতে পারবেন; এবং একবারে ৫০০ টাকার অধিক বই সংগ্রহ করলেই কুরিয়ার খরচ ছাড়াই বাংলাদেশের যেকোনো স্থানে বই পেতে পারবেন!

আমরা আশাবাদী ২০২৪ সালের মধ‌্যে বাংলাদেশের বেশীরভাগ প্রকাশনী, প্রকাশক ও পাঠকের এই মেলবন্ধনের যাত্রায় নিজেকে সংযুক্ত করতে আগ্রহ প্রকাশ করবেন; এই পদক্ষেপের সূত্রপাতে আজ থেকেই আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন…

চৈতন্য প্রকাশন
https://www.facebook.com/Chaitanya14

@বাউণ্ডুলে প্রকাশনী
https://www.facebook.com/profile.php?id=100075910651675

এই পোস্টটি দৃশ‌্যমান হবার পর থেকে ক্লাবের সকল সদস‌্যগণ প্রকাশনী দ্বয়ের পেজ থেকে উল্লেখিত সুবিধায় সকল বই সংগ্রহ করতে পারবেন।

18/10/2022

পারফিউম এবং আউট অব দি ডার্ক শেষ ৪ কপি পেপারব্যাক।
সংগ্রহ করতে চাইলে, ইনবক্সে বলুন।

-----------------------পূর্ববর্তী ঘোষণা সংশোধন-----------------পারফিউম এবং আউট অব দি ডার্ক ১লা আগস্ট থেকেই পাঠকদের উদ্দে...
31/07/2022

-----------------------পূর্ববর্তী ঘোষণা সংশোধন-----------------

পারফিউম এবং আউট অব দি ডার্ক ১লা আগস্ট থেকেই পাঠকদের উদ্দেশ্য রওনা হতে প্রস্তুত।

আর তাই পাঠকপ্রিয়তা পাওয়া পেপারব্যাক ফুরিয়ে যাওয়ার আগেই লুফে নিন।

স্টক সীমিত।।
ছবি কৃতজ্ঞতাঃ- Dola Falia

পারফিউম এবং আউট অব দি ডার্ক পেপারব্যাক সংগ্রহ করেছেন কি? ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করুন। -------------------------------...
28/07/2022

পারফিউম এবং আউট অব দি ডার্ক পেপারব্যাক সংগ্রহ করেছেন কি?

ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করুন।

--------------------------------------------------
৫ই আগস্ট থেকে বই সংগ্রহ করতে পারবেন যেকোন পাঠক।

ক্লাব নতুন সদস্য গ্রহনের দ্বার উম্মুক্ত করেছে...tinyurl.com/gnfsc এই ফর্মটি পূরণ করে যারা অপেক্ষা করছিলেন তারা এখন নট ফর...
23/07/2022

ক্লাব নতুন সদস্য গ্রহনের দ্বার উম্মুক্ত করেছে...

tinyurl.com/gnfsc এই ফর্মটি পূরণ করে যারা অপেক্ষা করছিলেন তারা এখন নট ফর সেল ক্লাব এর অতিথি সদস্য হবার সুযোগ পাচ্ছেন।

আপনার অংশীদারিত্ব মূল্য প্রদান পূর্বক নিম্নোক্ত তথ্যাদি চিত্রে দেওয়া নম্বরটিতে প্রেরণ করুন। অর্থও এই নম্বরে প্রেরণ করবেন। ৭২ ঘন্টার মধ্যে আপনি কনফার্মেশন মেসেজ পাবেন ও এক সপ্তাহ+ পরে বই প্যাকেজ হাতে পেতে পারেন।

একটি কালেক্টর'স এডিশন (G - 1) এর সংগ্রহ মূল্য ১০০০ টাকা এবং একটি পেপারব্যাক (P) এর সংগ্রহ মূল্য ১৮০ টাকা করে। আপনি সর্বোচ্চ দুটি ও সর্বনিম্ন শূন্যটি মানে পেপারব্যাক নাও নিতে পারেন।

আপনাদের কাছে আমাদের প্রতিনিধিদের ফোন কল যেতে পারে। নম্বর গুলোর শেষ চার ডিজিট দেওয়া হলোঃ

*******7189
*******6621
*******3417
*******4336
*******1511

এই সম্পর্কিত বিস্তারিত পেইজ পোস্টঃ
https://m.facebook.com/story.php?story_fbid=511590440966226&id=100063458225735

এই সম্পর্কিত ভিডিও লাইভঃ

https://www.facebook.com/groups/notforsaleclub/permalink/2364674783670910/

** চিত্রের নম্বরে জরুরি প্রয়োজনে কল দিতে হলে দুপুর ৩ টা হতে বিকাল ৬ টার মধ্যে দিবেন।

22/07/2022

৫ই আগস্ট এর পর থেকে বই পাবেন।
"পারফিউম এবং আউট অব দি ডার্ক পেপারব্যাক যারা প্রি-অর্ডার করেছেন।"

১৫ ই জুলাই- ২০২২আগামীকালই শেষ দিন পারফিউম এবং আউট অব দি ডার্ক প্রিঅর্ডারের। আপনার কপি বুকড করেছেন তো?ছবি কৃতজ্ঞতাঃ- Dola...
14/07/2022

১৫ ই জুলাই- ২০২২
আগামীকালই শেষ দিন পারফিউম এবং আউট অব দি ডার্ক প্রিঅর্ডারের।

আপনার কপি বুকড করেছেন তো?

ছবি কৃতজ্ঞতাঃ- Dola Falia.

পেপারব্যাক কুরিয়ার করা হয়েছে প্রথম পর্যায়ের। দ্বিতীয় পর্যায়ের প্রি-অর্ডার শেষ হচ্ছে ১৫-ই জুলাই। ছবি কৃতজ্ঞতাঃ- Dola Fali...
06/07/2022

পেপারব্যাক কুরিয়ার করা হয়েছে প্রথম পর্যায়ের।
দ্বিতীয় পর্যায়ের প্রি-অর্ডার শেষ হচ্ছে ১৫-ই জুলাই।

ছবি কৃতজ্ঞতাঃ- Dola Falia

30/06/2022

১-১৫ই জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের প্রি-অর্ডার নেয়া হচ্ছে "পারফিউম এবং আউট অব দি ডার্ক" পেপারব্যাক এর। বই পাবেন ঈদের পরে।

24/06/2022

বুকজোনের বরাদ্দ বই শেষ! 📙
এখন শুধু প্রি-অর্ডারের ভিত্তিতে অগ্রিম বুকিং নেয়া হবে। আগ্রহীগন ইনবক্সে নক দিন। বই পাবেন ১লা জুলাইয়ে পর। 😊

পেপারব্যাক বারবারকালেক্টর’স এডিশন একবার,নির্মাণ যাত্রায় পাবেনঅসময়ে, চাইবেন, খুঁজবেন--------- পস্তাবেন!যত দিন হইবে পারবাড়...
23/06/2022

পেপারব্যাক বারবার
কালেক্টর’স এডিশন একবার,
নির্মাণ যাত্রায় পাবেন
অসময়ে, চাইবেন, খুঁজবেন
--------- পস্তাবেন!

যত দিন হইবে পার
বাড়িবে হাহাকার,
মনে থেকে যাবে শঙ্কা
কেনো আমি পেলাম না
--------- সংগ্রাহক সংখ্যা;

দিনে দিনে হবে নাম
খুঁজিবে ধরাধাম,
পাগল হইবে পোড়া বুক
হাতে হাত দিন, জন্মে বুঝে নিন
------- আজন্ম সুখের অসুখ!

মক্কায় মুহাম্মদ (সঃ)ক্লাব প্রকাশ ০৬***কালেক্টর'স এডিশন (৩২ পৃষ্ঠা রঙিন, সাথে ৩৬ ইঞ্চি ম্যাপ)অংশীদারিত্ব: ১৫০০/- টাকা!পেপ...
22/06/2022

মক্কায় মুহাম্মদ (সঃ)
ক্লাব প্রকাশ ০৬
***

কালেক্টর'স এডিশন (৩২ পৃষ্ঠা রঙিন, সাথে ৩৬ ইঞ্চি ম্যাপ)
অংশীদারিত্ব: ১৫০০/- টাকা!

পেপারব্যাক: (৩২ পৃষ্ঠা রঙিন)
জন্মদায়: ???/- টাকা!

Address

Dhanmondi/15
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Dhanmondi BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC - Dhanmondi BookZone:

Share

Nearby media companies


Other Book & Magazine Distributors in Dhaka

Show All