SHAKHE AL MAMUN

SHAKHE AL MAMUN kulna,Bagarhat,kanpur Love

"যৌন মিলন" ব্যাপারটা সুন্দর, ভীষণ সুন্দর। তার চেয়েও বেশি সুন্দর কারোর কোলে মাথা রেখে নিজের মন খারাপগুলো উগরে দেওয়া। ধরুন...
30/08/2024

"যৌন মিলন" ব্যাপারটা সুন্দর, ভীষণ সুন্দর। তার চেয়েও বেশি সুন্দর কারোর কোলে মাথা রেখে নিজের মন খারাপগুলো উগরে দেওয়া।
ধরুন একটা অন্ধকার ঘর, ব্যাকগ্রাউন্ডে গান চলছে "চিরদিনি তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি" ঘরের মধ্যে জুঁই ফুলের গন্ধ, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, জানলার মধ্যে দিয়ে মাঝেমধ্যে বৃষ্টির ঝাঁট এসে ঢুকছে ঘরে, তার সাথে ঠান্ডা হাওয়া। আপনি নুপুর পরেছেন, কারণ আপনার পার্টনারের নুপুরের আওয়াজ বড্ড বেশি প্রিয়। আপনি ফ্রেশ হয়ে এলেন, আপনার পার্টনারের বুকে মাথা রেখে আকাশ দেখছেন, আপনার ভেজা চুল থেকে শ্যাম্পুর গন্ধ বেরোচ্ছে। জানলা দিয়ে বৃষ্টির ঝাঁট মাঝেমধ্যেই আপনাদের দুজনের মুখে এসে পড়ছে। আপনার পার্টনার আপনার চুল সরিয়ে দিচ্ছে বারবার, দুজনেই দুজনের নিঃশ্বাসের শব্দ গুনছেন, আর কোথাও কোনো শব্দ নেই শুধু একটা গান চলছে, ব্যস।মোমবাতি জ্বলছে তারপর হঠাৎ একবার মেঘ ডাকার শব্দে মোমবাতি নিবে গেলো। আপনি জড়িয়ে ধরলেন আপনার পার্টনারকে। সে আলতো করে আপনার ঘাড়ে নাক ঘষে একটা চুমু এঁকে দিয়ে বললো ভয় নেই, আমি আছি সারাটা জীবন!

01/08/2024
ধরেন বিশ্বকাপ ১টা ৫ তলা বিল্ডিং। যেখানে ৫ তলাই বাস করে ব্রাজিল! ৪ তলাই বাস করে জার্মানি - ইতালি!৩ তলাই বাস করে আর্জেন্টি...
16/07/2024

ধরেন বিশ্বকাপ ১টা ৫ তলা বিল্ডিং।
যেখানে ৫ তলাই বাস করে ব্রাজিল!
৪ তলাই বাস করে জার্মানি - ইতালি!
৩ তলাই বাস করে আর্জেন্টিনা!
২ তলাই বাস করে ফ্রান্স - উরুগুয়ে!
এবং ১ তলাই বাস করে স্পেন!
এখন যদি আপনি ১ তলা থেকে ২ তলাই থুথু মারেন তাহলে সেই থুথু যেমন আপনার শরীরে এসে পড়বে 🤣 ঠিক তেমনি আর্জেন্টিনার দর্শকদের বলতে চাই চোর চোরামি করে বিশ্বকাপ জিতে ৩ তলা থেকে ৫ তলাই কখনো থুথু মারবেন না তাহলে সেই থুথু কিন্তু আবার আপনার শরীরেই এসে পড়বে। আগে লেভেলে আসেন তারপর না হয় তর্ক করেন।,🤣🤣

11/07/2024

অস্থায়ী জীবনেই চিরস্থায়ী হল মানুষের সুন্দর ব্যবহার যা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যায়।

শেখ আল মামুন

জরুরি মিটিং শেষে গাড়িতে উঠতে যাচ্ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হঠাৎ একলোক দৌঁড়ে এসে তাকে পা ছুঁয়ে সালাম করলেন, ...
03/07/2024

জরুরি মিটিং শেষে গাড়িতে উঠতে যাচ্ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হঠাৎ একলোক দৌঁড়ে এসে তাকে পা ছুঁয়ে সালাম করলেন, বললেন-
- স্যার, আমি আপনার বিরাট ফ্যান, একটা সেলফি তুলি আপনার সাথে?
ততোক্ষণে বিসিবির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা লোকটাকে প্রায় ঠেলে সরিয়েই দিচ্ছিলেন কিন্তু ইশারায় তাদের থামতে বললেন পাপন সাহেব। অনুমতি পেয়ে ফটাফট কয়েকটা সেলফি তুলে লোকটি পাপন সাহেবের হাত ধরে ফেললেন। আবেগে গলা কাঁপছে ভক্তের, বললেন-
- ছবিটা আমি বাঁধাই করে বসার ঘরে টানায় রাখবো স্যার, সবাইকে দেখাবো আমার প্রিয় ক্রিকেটারের সাথে তোলা ছবি!
নিজের নামের পাশে ক্রিকেটার উপাধি শুনে কিছুটা অস্বস্তি বোধ করলেন পাপন সাহেব। তাই প্রসঙ্গ এড়াতে প্রশ্ন করলেন-
- কে আপনি, কোথা থেকে আসছেন?
- স্যার আমি একসময় ঢাকায় থাকতাম, গুলিস্তানে ছোটখাটো একটা ব্যবসা করতাম আর নিয়মিত মাঠে গিয়ে ক্রিকেট খেলা দেখতাম।
- ওহ খুব ভালো, তা এখন ক্রিকেট খেলা দেখেন না?
- গ্রামে থাকি তাই মাঠে বসে খেলা দেখতে পারি না, টেলিভিশনে দেখি স্যার। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে আপনার সেঞ্চুরি দেখে পতাকা নিয়ে মাঠের এ মাথা থেকে ও মাথা দৌঁড়াইছি স্যার!
- সরি, আপনি বোধহয় আমিনুল ইসলাম বুলবুলের কথা বলছেন, উনিই বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।
- প্রিমিয়ার লীগে আপনি যেবার ট্রিপল সেঞ্চুরি করলেন, আমি তখন মাঠে ছিলাম স্যার। আপনার সেই ব্যাটিং আমার এখনও চোখে লেগে আছে! আহ্ কী একেকটা শট খেলছিলেন সেদিন স্যার, মনে হচ্ছিল যেন ভিভ রিচার্ডসের ব্যাটিং দেখতেছি!
- সরি, আপনি আবারও ভুল করছেন। আমি কখনও প্রিমিয়ার লীগ ক্রিকেট খেলি নাই; কাজেই ট্রিপল সেঞ্চুরির প্রশ্নই আসে না।
উত্তেজিত ভক্তের তখন পাপন সাহেবের কথা শোনার মতো মানসিক স্থিরতা নাই তাই একের পর এক শুধু নিজের বয়ানই দিয়ে যাচ্ছিলেন।
- স্যার মনে আছে, ফার্স্ট ডিভিশন লীগে আপনি একবার ওপেনিং-এ নেমে সেঞ্চুরি করছিলেন আর বোলিংয়ে নিছলেন ৫ উইকেট; সেদিনও কিন্তু আমি মাঠে উপস্থিত ছিলাম স্যার।
- কী সব উল্টাপাল্টা বলছেন, আমিতো কোনোদিন ফার্স্ট ডিভিশন খেলিই নাই! আপনি আমার সেঞ্চুরি আর ৫ উইকেট পেলেন কোথায়?
- আপনি যে আসলেই অনেক বড়মাপের খেলোয়াড় সেটা আজকে আবার প্রমাণ করলেন স্যার। তা না হলে এতোবড় অর্জনের কথা কেউ ভুলে যায়! তবে আইসিসি ট্রফির ফাইনালে যখন ১ বলে ১ রান দরকার তখন বলটা পায়ে লাগার সাথে সাথে আপনি যে দৌঁড়টা দিছলেন স্যার এক কথায় অসাধারণ! আমার মনে হয় আপনার সেই দৌঁড়ের কথা বাংলাদেশি ক্রিকেট ভক্তরা কোনোদিনও ভুলতে পারবে না স্যার!
- ভাইরে আপনি তো দেখি সবকিছু গুলায় ফেলতেছেন, ওটা আমি ছিলাম না; ওটা ছিল হাসিবুল হোসেন শান্ত আর নন-স্ট্রাইকিং-এ ছিল পাইলট।
- সেকেন্ড ডিভিশন ক্রিকেটে আপনি যেবার ৬ বলে ৬ ছক্কা মারলেন সেদিন একটা বল কিন্তু মাঠের বাইরে আমি ক্যাচ ধরছিলাম। সেই বলটা এখনও আমার কাছে আছে, বলটা নিয়ে আমি সোজা দৌঁড় দিছলাম।
- ঐ মিয়া আপনি কি আমার সাথে ফাজলামী করেন!
- তওবা, তওবা, তওবা এসব আপনি কী বলেন স্যার? আপনি হলেন আমার প্রিয় ক্রিকেটার আর আমি করবো আপনার সাথে ফাইজলামী!
- তাহলে তখন থেকে উল্টাপাল্টা কথা বলতেছেন কেনো?
- উল্টাপাল্টা কখন বললাম স্যার, এ সবই তো আপনার কীর্তি! একজন ভক্ত হিসেবে আমি শুধু সেগুলা আপনাকে মনে করায় দিলাম স্যার।
- ধুরমিয়া কিসের কীর্তি, আমিতো কোনোদিন জাতীয় দল, প্রিমিয়ার লীগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন কোনো লীগেই ক্রিকেট খেলি নাই!
- তাহলে আপনি কোন যোগ্যতায় ২০১২ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতির পদ দখল করে আছেন.........?
আচমকাই সেই ভক্ত চিৎকার করে উঠলেন আর আমার ঘুমটাও গেলো ভেঙে! তাই পাপন সাহেব কী জবাব দিয়েছিলেন তা আর শোনা
Copyright.....

শেখ আল মামুন

ডি ভিলিয়ার্স ছিলেন, ছিলেন হাশিম আমলা আর ফাফ ডু প্লেসিসও। ডেল স্টেইন-মরনে মরকেলদের নিয়ে গড়া সাউথ আফ্রিকার ওই দলটা তো আরো...
28/06/2024

ডি ভিলিয়ার্স ছিলেন, ছিলেন হাশিম আমলা আর ফাফ ডু প্লেসিসও। ডেল স্টেইন-মরনে মরকেলদের নিয়ে গড়া সাউথ আফ্রিকার ওই দলটা তো আরো ভয়ঙ্কর ছিলো। গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, গ্যারি কার্টসেন, ল্যান্স ক্লুজনার, হ্যান্সি ক্রুঞ্জ, মার্ক বাউচার, শন পলক, অ্যানাল ডোনাল্ড, জন্টি রুডসরাও কখনও বিশ্বকাপের ফাইনাল খেলতে পারেননি।

ক্যাপ্টেন মার্করামের হাত ধরে অবশেষে সেমি ফাইনালের দুর্ভাগ্য কাটালো প্রোটিয়ারা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো উঠলো ফাইনালে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে এসেছে দলটি। বিশ্বকাপ ট্রফিটার যোগ্য দাবিদার তারাই। আশা করি এবারের বিশ্বকাপটা তারাই নিবে। অনেক অনেক শুভকামনা। This Time For Africa 🇿🇦💚

27/06/2024

সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।
মেয়েরা ১৫ এর আগেই।

সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮ বছর ও ছেলেদের ২১ বছর। কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম। ছেলেদের চাকরির বয়স সীমা ৩২ বছর। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর।

গড় আয়ু যদি ৬৫ হয়- তাহলে ৩২ বছর বয়স পযর্ন্ত সে অন্যের টাকায় চলবে। এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সে-ক্সু-য়ালি এডাল্ট হইলো ১৭ তে। সে বিয়ে করলো আরো ১৫ বছর পর।
এই ১৫ বছর সে কি করবে?

পাড়ায় যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?
দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে?
কতটুকু পসিবল? লজিক্যালি কতটুকু পসিবল? বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস?

এই দেশে ম-দ বিক্রি নি-ষি-দ্ধ না। কিন্তু ম-দ সহ ধরা পড়লে পুলিশ কে চা পানি খাওয়াইতে হয়!
একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য। যেহেতু আমরা জীব পাথর না। আমাদের ফিজিক্যাল চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে ?

আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে?
অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে। পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে। একসেপ্ট করে। এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত। এসবই আমরা মেনে নিচ্ছি। শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পযর্ন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না।

আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জিবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে। অন্তত ৪০/৪৫/৫০ বছর বয়সে। আপনি কি তত দিন অপেক্ষা করবেন?মেয়ে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য ?

আমাদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন। খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না। সেটা হইলো বিয়ে। পাত্র ভালো জব করে না দেখে উনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হওতার পর বিয়ে কর!

কুরআন বলে আগে বিয়ে করো,গরীব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ্‌র!🌸 -(সূরা নূর)❤️
অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও।

"বউ কে খাওয়াবি কি? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাঁধা।
বউ কি হাতি? নাকি ঘোড়া? তার তো ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি। তাইনা?

বিসিএস দিয়ে ৩৫ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে করতে হবে ।
নিজের পায়ে ঠিক-ঠাক দাঁড়াতে দাঁড়াতে সঠিক জিনিসটি দাঁড়ানোর সময় পেরিয়ে যায়.....
এখন ভাবুন, ইসলাম ধর্মে বিয়েকে অর্ধেক দ্বীন কেন বলা হয় !

তারপরও পরিবার এবং সবার ব্যক্তিগত মতা মত থাকতেই পারে 😊

সবাইকে ২০২৪ ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা
10/04/2024

সবাইকে ২০২৪ ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা

03/01/2024

২০২৪ সালে সরকারি ছুটির তালিকা

Address

দেওয়ান ইদ্রিস রোড
Dhaka

Telephone

+8801765666002

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHAKHE AL MAMUN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SHAKHE AL MAMUN:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All