বন্ধুত্ব - একে অন্যের সুখে-খুশিতে লাফিয়ে ওঠার; একে অন্যের দুঃখে পাশে দাঁড়ানোর। মন খুলে কথা বলা, হেসে গড়াগড়ি খাওয়া আর চূড়ান্ত পাগলামি করার একমাত্র আধার এ 'বন্ধুত্ব'। বন্ধুত্ব কোনো বয়স মেনে হয় না, ছোট-বড় সবাই বন্ধু হতে পারে। তবে বন্ধুত্বের মধ্যে যে জিনিসটা অবশ্যই থাকা চাই তা হল 'ভালোবাসা'।
- অভিমানের ভাষা যদি সবাই বুঝতো!🙂
- তাহলে সম্পর্ক গুলো কখনো বিচ্ছেদ হতো না!'🙂💔
আমিও একদিন প্রতিস্টিত হবো 🥺আর কিনে নেবো সব ভালোবাসা 🥀💔
আমি তোমাকে ভালোবাসি-অনেক ভালোবাসি।🥀
যাকে কোনো সময় পাবো না জেনেও বেহায়া মনটা তাকেই বেশী ভালোবাসে। 🥀💔
- জীবনে এমন একজনের বড্ড প্রয়োজন,
- যে বলবে সবকিছুর পরেও আমি তোমাকেই চাই!🥀🖤
-যৌন চাহিদা হচ্ছে ক্ষুধার মতো!
ক্ষুধা লাগলে যেমন খাবার প্রয়োজন হয়, তেমনি নারী পুরুষ একটি নির্দিষ্ট বয়সে উপনীত হলে তাদের যৌন চাহিদা সৃষ্টি হয়।💔🥀😥
- অভিমানের ভাষা যদি সবাই বুঝতো!🙂
- তাহলে সম্পর্ক গুলো কখনো বিচ্ছেদ হতো না!'🙂💔
কারো মনে ভালোবাসা জন্ম দিয়ে!💚
তাকে ছেড়ে যাওয়া মানুষ খুনির সমতুল্য!🙏💔🥀
আশা ছিলো মনে মনে ঘর বাঁধিবো তোমার শনে 💔🥀
২১ ফেব্রুয়ারি ২০২৩ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।
সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
ভাইয়ের বুকের রক্তে আজিকে
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি।
শহীদ স্মৃতি বরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
[গানটির কথা লিখেছেন ফজল-এ-খোদা আর গানটি প্রথমে গেয়েছিলেন আব্দুল জব্বার।]
হে আমি পৃথিবীর বুকে চিৎকার করে বলতে পারবো 😥💔
কেনো এলে আমার জীবনে 💔❤️🩹
তোমায় ছেড়ে বহু দূরে যাবো কথায় - Tomai chere bohu dure jabo kothai