25/06/2022
♦♦♦ Travel Tag-BD এর সাথে দার্জিলিং ভ্রমন।♦♦♦
শৈল শহরের রানী নামে পরিচিত দার্জিলিং (Darjeeling) ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। দার্জিলিং তার ভূ-প্রাকৃতিক সৌন্দর্য, চা ও দার্জিলিং হিমালয় রেলওয়ের জন্য বিখ্যাত। দার্জিলিং এর জনপ্রিয়তা ব্রিটিশ সময় থেকেই বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে এটি যখন তাদের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে গড়ে উঠেছিল। পূর্বে দার্জিলিং ছিল প্রাচীন গোর্খা রাজধানী। পরে সিকিমের মহারাজা ব্রিটিশদের দার্জিলিং উপহার করেন। দার্জিলিং তার অনাবিল সৌন্দর্য এবং মনোরম জলবায়ুর কারণে ভারতের একটি জনপ্রিয় ছুটির গন্তব্য হয়ে আসছে। পর্যটন ছাড়াও, দার্জিলিং তার বিভিন্ন ব্রিটিশ শৈলীযুক্ত বেসরকারি বিদ্যালয় গুলির জন্য জনপ্রিয়, যা ভারত জুড়ে এমনকি পার্শ্ববর্তী দেশগুলি থেকেও ছাত্র-ছাত্রীদের আকর্ষণ করে।
★এটা মূলত ৪রাত/৩ দিনের ঢাকা-দার্জিলিং -ঢাকা র ট্যুর।
★ডে-০০: ঢাকা -বাংলাবান্ধা/চ্যাংড়াবান্ধ বাস/ট্রেন।
★ডে-০১: শিলিগুড়ি -দার্জিলিং।
সকালে চ্যাড়াবান্ধা পৌঁছে ব্রেকফাস্ট সেরে, বর্ডারের সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে শিলিগুড়ি চলে আসবো। শিলিগুড়ি থেকে রির্জাভ টাটা সুম জীপে করে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা করবো। পথিমধ্যে সুবিধামত স্থানে দুপুরের খাবার খেয়ে বিকালে দার্জিলিং পৌছে হোটেলে চেকইন করবো।
সন্ধায় মল রোডের আশ পাশে ঘুরে দেখবো।
রাতে দার্জিলিং এ থাকা।
★ডে-০২: দার্জিলিং।
ভোর ৪:০০ টায় রওনা দিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা র চূড়া (হিমালয়) এর অপৃর্ব রূপ দেখতে টাইগার হিলে যাবো। সেখান থেকে আমরা বাতাসিয়া লুপ ও ঘুম মঠ ঘুরে দেখে হোটেলে চলে আসবো।সকালের নাস্তা করে দার্জিলিং সিটি ট্যুরে জন্য যাত্রা করবো। এক এক করে ঘুরে দেখবো জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, রক গার্ডেন, হিমালয় পর্বতারোহন ইনস্টিটিউট(HMI),চিড়িয়াখানা, টেনজিং রক, হ্যাপি ভেল্যী টি গার্ডেন, রোপওয়ে ঘুরে চলে আসবো হোটেলে।
সন্ধাটা আজ ও মলরোডে ঘুরবো।
রাতে দার্জিলিং এ থাকা।
★ডে-০৩: দার্জিলিং -মিরিক -শিলিগুড়ি।
সকালের নাস্তা সেরে দার্জিলিং থেকে মিরিক হয়ে শিলিগুড়ি চলে আসবো। মিরিকে আমরা লেপচা জাগাট, সীমানা ভিউ পয়েন্ট, পোষপতি মার্কেট, গোপালদ্বারা টি এ্যাস্টেট,মিরিক লেক,টিং লিং ভিউ পয়েন্ট ঘুরে দেখবো। দুপুরের খাবার খেয়ে শিলিগুড়িতে কিনা কাটা করে বাংলাবান্ধা/চ্যাংড়াবান্ধ চলে আসবো। দুই বর্ডারের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে রাতের গাড়ীতে ঢাকা রওনা করবো।
★ডে-০৪: সকাল ৮ টায় ঢাকা চলে আসবো ইন শা আল্লাহ।
#ট্যুর_টাইমঃ
★যাওয়ার তারিখঃ🗒️১১/০৭/২০২২ সোমবার বিকেল🕥৫:০০মিনিটে কল্যাণপুর/গাবতলী থেকে।
★ফেরার তারিখঃ🗒️১৪/০৭/২০২২ বৃহস্পতিবার রাত্র 🕙৮:০০ মিনিটে চ্যাংড়াবান্ধ থেকে।
★১৫/০৭/২০২২ শুক্রবার সকাল 🕕৮:০০ টায় ঢাকায় পৌছে যাবো ইন-শা-আল্লাহ্।
#ইভেন্টে_যা_অন্তর্ভুক্তঃ
★ঢাকা টু চ্যাংড়াবান্ধ আপ-ডাউন টিকিট নন এসি চেয়ার কোচ বাস/ট্রেন।
★চ্যাংড়াবান্ধ -শিলিগুড়ি -দার্জিলিং যাওয়া-আসার টাটা সুমো জীপ।
★দার্জিলিং এ সাইটসিয়ং এর জীপ খরচ।
★দুইদিন হোটেলে রাত্রী যাপনের ব্যবস্থা।
★সকাল,দুপুর,রাতের তিন দিনে মোট ৮ বেলার খাবার খরচ।
#খাবারে_যা_থাকবেঃ
🍽️সকালের নাস্তাঃ পরোটা, ডাল/ভাজি, ডিম।
🍛দুপুরের খাবারঃ ভাত,গোস্ত/মাছ,সবজী, ডাল ও বিশুদ্ধ পানি।
🍗রাতের খাবারঃ ভাত,গোস্ত/মাছ,সবজী,ডাল।
#ইভেন্ট_ফীঃ
১০,০০০/- 💰(দশ হাজার টাকা মাত্র)।
★কাপলদের ক্ষেত্রে অতিরিক্ত ১০০০/- যোগ হবে।
কনফার্ম করার ডেডলাইনঃ ০৫ জুলাই ২০২২ পযর্ন্ত।
বুকিং মানিঃ ৫০০০/-💰(পাঁচ হাজার টাকা মাত্র)বাকি টাকা বাসে উঠার পর পরিশোধ করতে হবে।
#টাকা পাঠানোর মাধ্যমঃ
Md. Anik Hossain
A/C- 111.105.39558
Dutch Bangla Bank Ltd.
B.B. Road Branch,Narayanganj.
অথবা
Nahian Hossain Anik
01832919184(বিকাশ+রকেট +নগদ)
রকেটের জন্য শেষে অতিরিক্ত 4 যোগকরতে হবে।
তাছাড়া সরাসরি হোস্টের কাছে টাকা জমা দিতে পারেন।
#বিশেষ_প্রয়োজনেঃ
Nahian Hossain Anik- 📲01832 91 91 84
Sayad Anwar- 📲01942 26 55 88
Shawon Ahmed- 📲01959 24 43 49
Asad Sekh- 📲01631 85 68 58
MD Abul Kalam- 📲01873 11 14 95
#সাথে_করে_যা_নিয়ে_যাওয়া_জরুরীঃ
♦💊প্রয়োজনীয় ঔষধ।
♦☂️রৌদ্র ও বৃষ্টি হতে বাঁচার জন্য ছাতা।
♦🕶️গামছা ও সান গ্লাস।
♦🔋পাওয়ার ব্যাংক।
♦🥼রেইনকোড।
#যা_থাকছে_নাঃ
❌ ঔষুধ।
❌ ভিসা ফি।
❌ ট্রাভেল ট্যাক্স।
❌ যে কোনো ব্যক্তিগত খরচ।
❌ বর্ডারের কোন প্রকার ঘুস।
❌ প্যাকেজ এর বাহিরে খাবার।
❌ কোন পার্ক বা রাইডের টিকিট।
🛳️🚤🛥️ভ্রমনের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।ছেলে🙎♂️/মেয়ে 🙎♀️উভয় যেতে পারবেন আমাদের ইভেন্ট গুলোতে।মেয়েদের নিরাপত্তায় আমরা অগ্রাদিকার বেশি দিয়ে থাকি।
#বিঃদ্রঃ📌📌📌
সকলের নিরাপত্তার দিক বিবেচনা করে বলতেছি যে,কারো করোনা কিংবা এর লক্ষণ থাকলে ও আমাদের সাথে না যাবার অনুরোধ থাকবে।
✴️✴️✴️শর্ত সমুহঃ-
🚫প্রথমেই সকলের ভ্রমণ পিপাসু মন মানুষিকতা থাকতে হবে।
🚫ভ্রমন সুন্দর মত পরিচালনা করার জন্য সবাইকে আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
🚯প্রতিটা যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
🚫স্থানীয় মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না।
🚫প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে আমরা আনন্দ উপভোগ করবো।
🚭 ট্যুর চলাকালীন সময়ে মাদক গ্রহণ করা যাবে না।
🚷কোনো প্রকার অশ্লীলতা মূলক কাজ করা যাবে না।
🚫ভ্রমণ অবস্থায় যে কোনো ধরনের সমস্যা এডমিন প্যানেল সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে ও সমাধান করবে। যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা ট্রাভেল টেগ-বিডির এডমিন প্যানেল রাখে।
Travel Tag-BD