🔥🔥I M Afzal Hossen (অন্তুুু)🔥🔥
অহংকার আর গীবত করা বাদে প্রায় সব
খারাপ দিকই আমার আছে।
↓
তেমন আবেগপ্রবন হওয়ার মতো কোনো মানুষ নেই !
এখনো সিংগেল আছি ।
জীবনে একটি বড় ইচ্ছে আছে। আর,
সেটি হল, কোন এক দিন নিজেকে উচ্চ স্থানে প্রতিষ্ঠিত করা।
↓
→আমি হলাম বহুরূপী জীব পদার্থ। আমার রূপ
একেক জনের কাছে একেক
ভাবে ধরা খেয়ে যায়।
কারো কাছে দুষ্টু আর
কারো কাছে শান্ত মানের ব্যক্তি আবার
কারো কাছে কো
ন সুদর্শন
হিসেবে। আমি নিজেই
জানিনা যে আমি কেমন।
সত্যি বলতে,
আপনি ব্যক্তিগত ভাবে না মিশলে বলতেই
পারবেন না যে, আমি ছেলেটা কেমন।
আমি নিজের ইচ্ছাতেই অনেক স্লিম হয়ে আছি ।
স্লিম থাকার জন্য প্রতিদিন ৩ ঘনটা সাইকেলিং করি ও সকালে না খেয়ে থাকি প্রায়শই
আমার কাছে মনে হয় এটা এক ধরনের পাগলামিই।
↓
→আসলে আমি অনেক সুখী । মা,
বাবা,ভাই, বোন,বন্ধুদের নিয়ে ভালই আছি।
আমার তেমন কোনো মেয়ে বন্ধু নেই বললেই চলে।
তবুও ছোট
একটা দুঃখ যে এখনো কোন গার্লফ্রেন্ড নেই! তবে এখন আর মনে দুঃখ
পোষণ করি না। কারন অনেকটা পথ
পেরিয়ে এসেছি। তবে, এখন
এতগুলো মানুষের আদর, যত্ন,
ভালোবাসা পেয়ে সব মিলিয়ে ভালোই
আছি। তবুও আমার মত সুখি হওয়ার ভাগ্য কয়
জনের আছে? এদিক থেকে আমি ভাগ্যবান
ছেলে বটে!
↓
————('_')
————
————_/ \_
"�""�" ব্যক্তিগত তথ্য "�""�"
↓
•নাম: আফজাল।
•জন্ম: ১৯৯৬ সালের ২০ সে, মে।
•উচ্চতা:৫ফুট ১১ ইঞ্চি
•ওজন: সম্ভাবত ৭৫ এর কম হবে।
সত্যি বলতে, তেমন ভাবে মনে, নেই !
•পেশা: বলা যাবে না, কারন অনেক মেয়েরা ক্রাশ খেয়ে যাবে।
•ব্যবহার: এটা নিয়ে আমার সন্দেহ আছে!
তবে এর জন্য আজ পর্যন্ত
কারো কাছে কোন প্রকার বকা শুনিনি,
এতটুকু বলতে পারি।
"�""�""�" যা কিছু প্রিয় "�""�""�"
↓
•খাবার: বাঙ্গালির প্রায় সব খাবারই
খাওয়া হয়। তবে, বিশেষ করে মায়ের
হাতের রান্না করা খাবার। বিশেষত চকলেট হলেই আমার আর কিছু দরকার হy না।আর আইস্ক্রিম,
বারগার, ফালুদা, নুডল্স আর বিভিন্ন ধরনের মিষ্টি
অথবা ঝ্বাল খাবার এগুলোও লিস্টের
অন্তর্ভূক্ত।
•রং: সাদা, কালো আর নীল বা আকাশী।
নীল রংটার প্রতি আমার ঝোক অনেক কিন্তু সাদা রংটাও কম প্রিয় না কিন্তু।কারন সাদা এমনিই একটা রং যা যেকোনো রঙে সাজানো জায়।
•পোশাক: জিনস আর টি-শার্ট !
•স্থনঃবাংলা দেশ ঐ থাকি।
•বই: তেমন একটা পড়ি না। সত্যি বলতে বই
পড়ার তেমন ধৈয্য নেই বললেই চলে। আর
ব্যস্ততার কারনে
কোন সুযোগ নেই!
•লেখক: মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর,
হুমায়ুন আহমেদ এবং ডেল কারণেগী ! হিহিহি কি ভাবছেন এরা আমার প্রিয়? না না। আসলে বাংলা বইটা খুলে যে কয়টা নাম পছন্দ হল তা লিখে মজা করলাম।
•মুভি: বাংলা বা হিন্দি ছবি পালা বা ভাগ্য
ক্রমে না দেখা হলে, দেখার কোন
ইচ্ছে নেই। তবে ইংরেজী ছবি দেখার
প্রতি প্রচুর আগ্রহ আছে। তবে, দেখার সময়
হয়ে উঠে না।
•গান: English ও Remix মিউজিক সবচেয় বেশি শুনা হয়। শুধু ইংলিশ
যে Rimix মিউজিক বেশি শুনি তা নয়।
স্মৃতিচারণ করা যায়, এই ধরনের বাংলা ও রক গান শুনে থাকি
@@@@@@@@@@@@@@@@@@
এবার নিজের সম্পর্কে কিছু খারাপ দিক বলি..
হে আমি খারাপ, কিন্ত কেন খারাপ কারণ :-
1.আমি সিগারেট খাই
না।
2.আমার Girl friend নাই।
3.আমি রাস্তায় হেডফোন
লাগিয়ে চলি না।
4.এক কথা বারবার বলিনা।
5. মিথ্যা বলার চেষ্টা মোটেও করিনা।
৬.আমার মুখ দিয়ে খারাপ language
বের হয় না।
চিন্তা ভাবনা করে দেখলাম আমি unsmart-ই
থাকব।.
আর কিছু বলব না.থাকনা এই পর্যন্ত আর কিছু
জানার থাকলে ম্যাসেজ করবেন
"�""�" যা কিছু ভাল লাগে "�""�"
↓
→ঘুরতে
→গান শুনতে
→আড্ডা দিতে
→বৃষ্টিতে ভিজতে
→ফেজবুকিং করতে
→কারো হতে গল্প, গান বা কোন
কাহিনি শুনতে
→ গিটার বাজাতে
"�""�""�" ভবিষত্ লক্ষ "�""�""�"
↓
→ বিয়ে করবো ছোট্ট একটা টুনা-টুটির সংসার করবো।
₪₪₪ বি.দ্র. সমূহ ₪₪₪
↓
→ উপরোক্ত সকল তথ্য সত্য
↓
→আপনার ভিজিটিং আইডি টি ফেইক নয়
ஐஐ আপনার প্রতি কিছু বক্তব ஐஐ
↓
→ফেইক আইডি নিয়ে সন্দেহ থাকলে,
অবশ্যই রিকোয়েষ্ট পাঠাবেন না
↓
→প্রয়োজনীয় কথা এবং কমেন্ট
থাকলে বলতে পারেন। ১০০% উত্তর
পাবেন। ব্যাক্তিগত প্রশ্ন করে লাভ নেই।
কারন এটা আমার ইচ্ছার উপর ভিত্তি করবে
↓
→আপনি যদি ইন-একটিভ অথবা আপত্তিকারক
কমেন্ট বা মেসেজকারী হন।
তাহলে আপনার জন্য আনফ্রেন্ড অথবা ব্লক
অপেক্ষা করবে। দয়া করে আজে-
বাজে কমেন্ট করে বংশের পরিচয় দিবেন
না
↓
→সকল রিকোয়েস্টই এক্সেপ্ট করা হয়। এ
ক্ষেত্রে আমার ইচ্ছাকেই
বেশী অগ্রাধিকার দেওয়া হবে
↓
→আমার কোন কিছু যদি আপনাকে কষ্ট
বা আঘাত করে থাকে। তাহলে অপনার
ইচ্ছা অনুযায়ী আনফ্রেন্ড অথবা ব্লক অপশন
বেছে নিন
↓
→আমার ফ্রন্ড রিকোয়েস্ট
যদি আপনি পেয়ে থাকেন। তাহলে বুঝবেন
যে, আপনি আমার পরিচিত কেউ
অথবা আপনি কোন বিশেষ বৈশিষ্টের
অধিকারি। যা আমাকে আকৃষ্ট করেছে।
তবে নিশ্চত থাকুন যে, সেটা আপনার মুখ
মোবারক নয়!
↓
→শুধু মাএ বন্ধু সংখ্যা বৃদ্ধির, পোস্টে লাইক
বা কমেন্ট পাওয়ার জন্য রিকোয়েস্ট
পাঠানের দরকার নেই। প্রকৃত ভাবে বন্ধু
হতে চাইলে তবেই পাঠান, এ
ক্ষেত্রে আপনাকে স্বাগতম!
↓
→যারা রিকোয়েস্ট পাঠাবেন,
তারা অনুগ্রহ করে সাথে একটি মেসেজ
পাঠাবেন। ঐ খানে সংক্ষেপে আপনার
ইনফু দিন এবং আপনি কি আমাকে ব্যক্তিগত
ভাবে চিনেন?
নাকি লেখা পড়ে রিকোয়েস্ট
পাঠিয়েছেন।এই কষ্টটি করার পর
আমি আপনার নিকট ক্ষমাপ্রর্থী।
"�""�" হুশিয়ারি বার্তা "�""�"
↓
→ আপনি যদি (১৮ পেলাস্) পেইজের
লাইককারী, ট্যাগ পাপী এবং ফেইক আইডির
অধিকারি হন। তাহলে, আমার প্রোফাইল
থেকে ১০০০ গজ দূরে থাকুন।
↓
→এই প্রোফাইল থেকে কিছু কপি করা আপনার
জন্য ঠিক হবে না। যেহেতু আপনিও একজন
মানুষ। চেষ্টা করুন, এর থেকে ভাল কিছু
আপনার দ্বারা সম্ভব। প্রয়োজনে অনুসরন করুন,কিন্তুু
কপি করবেন না। এটা অপনার বিবেক এর
প্রতি আহব্বান রইল!
[[ বিনাঅনুমতিতে প্রোফাইলে ঘুরা-ঘুরি করার
জন্য জরিমানা সরূপ ১৫৭ কিলোবাইট
ডাটা ব্যালেন্স থেকে কেটে নেওয়া হলো। এর জন্য
আমি আনন্দের সাথে দুঃখিত ]]ু
↓
↓
↓
নিবন্ধিকৃত প্রোফাইল "�""�"
সর্বশেষ সংস্করণ (২০-১০-২০২৩) ইংরেজি।
________________