Sagor Vai 2.0

Sagor Vai 2.0 জীবন কখনই সহজ না, কাজ করতে হবে বাধ্যবাধকতা পূরণ করতে হবে-সত্য,ন্যায়বিচার এবং স্বাধীনতার বাধ্যবাধকতা।
(4)

05/12/2024

দুঃখ-কষ্ট নিয়েই মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য।

05/12/2024

আমরা যখন আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশের সবকিছুও ভালো হয়ে যায়।

30/11/2024

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা

30/11/2024

চোখটা একটু খুলে দেখো, বলছি তোমায় ভাল থেকো ।
সূর্য মামার মিষ্টি হাসি, ফুল ফুটেছে রাশি রাশি।
শুভ হোক আজকের দিন, বলছি তোমায় গুড মর্নিং।

জুম্মা মোবারক
29/11/2024

জুম্মা মোবারক

28/11/2024

কাউকে এতটা অবহেলা করো না যে, সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়।

27/11/2024

পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদটির নাম হচ্ছে সুখ। যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা শুধু একজন।

27/11/2024

পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই। সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই। কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই।

27/11/2024

মৃত্যু যেখানে সময়ের ব্যাপার মাত্র, সেখানে রঙিন স্বপ্ন বড়ই বে~মানান।

27/11/2024

লোকেরা সাধারণত ততটা খুশি হয় যতটা তারা তাদের মন তৈরি করে।

27/11/2024

প্রতিটি দিন ভালো নাও হতে পারে … কিন্তু প্রতিদিনের মধ্যে কিছু ভালো আছে।

26/11/2024

নতুন আলোর টানে,
নতুন দিনে চলতে হবে।
নতুন পথের যাত্রী,
ক্লান্ত কণ্ঠে তাইতো জানায়।
তোমায় শুভ রাত্রী।

26/11/2024

সম্পর্কের মধ্যে বিশ্বাস আর শ্রদ্ধাবোধ না থাকলে কোন সম্পর্ক টিকে না।

26/11/2024

কখনো হাল ছেড়ে দিও না। আজকের দিন কঠিন, আগামীকাল আরও খারাপ হবে. কিন্তু এর পরের দিন হয়তো নতুন সূর্যোদয় হবে।

23/11/2024

মহান কাজ করার একমাত্র উপায় হল আপনি যা করেন তা ভালোবাসা। আপনি যদি এটি এখনও খুঁজে না পান, খুঁজতে থাকুন।

23/11/2024

সাফল্য চূড়ান্ত নয়; ব্যর্থতা মারাত্মক নয়, এটি চালিয়ে যাওয়ার সাহসই গুরুত্বপূর্ণ।

21/11/2024

যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত।

20/11/2024

কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।

Address

Dhaka Division
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Sagor Vai 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sagor Vai 2.0:

Videos

Share