ইশকে মুহাম্মদ ﷺ

ইশকে মুহাম্মদ ﷺ মুসলিম জীবনে বিভিন্ন সমস্যার কোরআন ও সুন্নাহভিত্তিক সমাধানের প্রয়াস চালাতে আমাদের এই পেজ।
(6)

আস-সালামুয়ালাইকুম
"ইশকে মুহাম্মদ ﷺ " পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
দ্বীন প্রচার ও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারনা দিতে আমি আপনাদের মাঝে ইসলামিক গুরুত্বপূর্ন সকল বিষয় তুলে ধরব।
এর পাশাপাশি ,
🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰-হামদ
🔰-নাথ
🔰- সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

দ্বীন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে " ইশকে মুহাম্মদ ﷺ " পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

17/11/2024

যার অন্তরে প্রিয়নবী (ﷺ) এর মহব্বত আছে সে রাস্তার মুচি অথবা ভিখারি হলেও আমার মাথার তাজ।
একমত হলে লিখুন আলহামদুলিল্লাহ।

রাসূলুল্লাহ ﷺ মাত্র দুজন সাহাবীর ইমামতিতে নামাজ পড়েন!রাসূলুল্লাহ ﷺ জামাআতে নামাজ পড়াতেন, সাহাবীরা তাঁর পেছনে নামাজ পড়...
04/10/2024

রাসূলুল্লাহ ﷺ মাত্র দুজন সাহাবীর ইমামতিতে নামাজ পড়েন!

রাসূলুল্লাহ ﷺ জামাআতে নামাজ পড়াতেন, সাহাবীরা তাঁর পেছনে নামাজ পড়তেন। এটাই ছিলো স্বাভাবিক। মদীনায় থাকাবস্থায়, যুদ্ধের ময়দানে, সর্বত্র এমনটাই ছিলো।

তবে দুজন সাহাবীর সৌভাগ্য হয়েছিলো, যারা ছিলেন নামাজে রাসূলুল্লাহ ﷺ –এর ইমাম।

রাসুলুল্লাহ ﷺ –এর জীবনের শেষদিকে এমন ঘটনা ঘটে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে রাসূলুল্লাহ ﷺ নামাজ পড়েন।

এছাড়া আরেকটি ঘটনা আছে, যেটা অনেকেই জানেন না!

তাবুক যুদ্ধের সময় নামাজের ওয়াক্ত হয়ে গেলে সাহাবীরা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করেন নামাজ পড়াতে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ানো শুরু করলে পরবর্তীতে রাসূলুল্লাহ ﷺ নামাজে অংশগ্রহণ করেন মুসল্লী হিসেবে!

আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু প্রথম সাহাবী, যিনি রাসূলুল্লাহ ﷺ –এর নামাজের ইমামতি করার সৌভাগ্য অর্জন করেন।

অন্যদিকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী, রাসূলুল্লাহ ﷺ –এর অনুপস্থিতে রাসূলুল্লাহ ﷺ যাকে ইমাম হিসেবে নিয়োগ দেন।

সীরাতের এমন অসংখ্য ঘটনা আমরা অনেকেই জানি না!

আমরা অনেকেই দাবি করি যে, আমরা রাসূলুল্লাহ ﷺ–কে ভালোবাসি। কিন্তু, আমরা যাকে ভালোবাসি, তাঁর সম্পর্কে কতোটুকু জানি?

এমন কি কখনো হয়, আমরা এমন কারো সাথে সুসম্পর্ক আছে বলে দাবি করি, কিন্তু তার সাথে কখনো কথা বলি না, কখনো ফোন দেই না, শুধু হঠাৎ দেখা হলে বলি- তাকে অনেক মিস করি?

আমরা বরং কাউকে কতোটা পছন্দ করি, ভালোবাসি, সেটার প্রমাণ দিই।

রাসূলুল্লাহ ﷺ –কে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি; এমনকি নিজের চেয়েও বেশি!

অথচ আমরা শুধু তাঁকে ভালোবাসার দাবি করি।

কেমন ছিলেন আমাদের রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম?

তাঁর জীবনের খুঁটিনাটি ঘটনাগুলো কি আমরা জানি?

আপনি যদি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী না পড়েন, তাহলে বুঝতেই পারবেন না আমার নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা।
আসুন বেশি বেশি দুরুদ পাঠের মাধ্যমে নিজেকে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশেক হওয়ার চেষ্টা করি।
বিঃদ্রঃ ভালো লাগলে শেয়ার করুন।

একজন সাহাবী স্বপ্নে দেখেন তিনি নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কপালে চুমু দিচ্ছেন। .সকাল হলো। তিনি রাসূলুল্লাহ স...
04/10/2024

একজন সাহাবী স্বপ্নে দেখেন তিনি নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কপালে চুমু দিচ্ছেন।
.
সকাল হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়ে বললেন, "ইয়া রাসূলুল্লাহ! আমি গতো রাতে স্বপ্নে দেখলাম আমি আপনার কপলে চুমু দিচ্ছি।"
নবিজী বললেন, "তুমি চাইলে তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।"
কথাটি শুনামাত্র সাহাবী উঠে দাঁড়ালেন। এগিয়ে গিয়ে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কপালে চুমু দিলেন!
তাঁর নাম ছিলো খুযায়মা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তাঁকে বলা হতো 'জু-আশ-শাহাদাতাইন' বা দু সাক্ষ্যের অধিকারী। তাঁর একার সাক্ষ্যকে দুজনের সাক্ষ্য হিশেবে ধরা হতো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় সাহাবীদেরকে গুরুত্ব দিতেন। সাহাবীরা তাঁর কাছে কোনো কিছু চাইলে তিনি ‘না’ করতেন না। এমনকি নিজের গায়ের চাদর পর্যন্ত খুলে দেন সাহাবীকে।
তিনি একেকজন মানুষের সাথে তার মর্যাদানুযায়ী আচরণ করতেন। যে যেই কাজে পারদর্শী, তাকে সেই কাজ করতে দিতেন।
মদীনার সমাজে অনেক ধরনের মানুষ ছিলো। নারী, পুরুষ, শিশু, যুবক, অমুসলিম, অসুস্থ, প্রতিবেশী, আত্মীয়, প্রবাসী, তাঁর সন্তান, স্ত্রী, নাতি-নাতনী।
এতো ব্যস্ততা সত্ত্বেও তিনি সবার সাথে ভালো আচরণ করতেন।
আপনি যদি ‘ভালো মানুষ’ হতে চান, তাহলে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে।
কীভাবে মানুষের সাথে ভালো আচরণ করবেন, কেমন আচরণ করলে মানুষ আপনার ওপর খুশি হবে, এসব জানতে পারবেন বিভিন্ন মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আচরণ দেখে।

যদি শরীরে সুস্থতা চাও তবে কম খাও 🍕যদি মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখতে চাও তবে কম ঘুমাও😴আর যদি অন্তরের প্রশস্ত প্রশান্তি...
24/05/2024

যদি শরীরে সুস্থতা চাও তবে কম খাও 🍕
যদি মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখতে চাও তবে কম ঘুমাও😴
আর যদি অন্তরের প্রশস্ত প্রশান্তি চাও, তবে রসূলে পাকﷺ'র প্রতি অধিক হারে দুরুদ শরীফ পাঠ করা শুরু করে দাও🩵

আজ বৃহস্পতিবার অধিক‌হারে দরুদ শরীফ পাঠ করার রাত❤️
صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم

28/04/2024
12/03/2024

একদিন তোমার রব তোমাকে অনেক খুশি করে দিবেন। আর সেদিন তুমি কৃতজ্ঞতার অশ্রু ঝড়াবে,
ইনশাআল্লাহ !'🤍🥀
সূরা: আদ দুহা" আয়াত :০৫
🥀🤍ولسوف يعطيك ربك فترضى

20/02/2024

❝ডানা নেই বলে মানুষ উড়তে পারে না, এ কথাটি সঠিক নয়।মানুষ উড়তে পারে না তার হিংসার ওজনের কারণে।❞

19/02/2024

তোমার ভেতরে যে খান্নাসরূপী আমিত্ব আছে, সেটা সরিয়ে ফেল,
তবেই তুমি প্রেমময় আল্লাহ তাআ'লাকে পেয়ে যাবে।
ড. আল্লামা ইকবাল (রহঃ)।

18/02/2024

❝একটু সাবধানে থাকবেন-
আপনাকে ডুবিয়ে দেয়ার জন্য অনেকগুলা মানুষ বসে আছে,
যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন❞।

17/02/2024

❝যদি তোমার সুস্থ শরীর থাকে,তাহলে আল্লাহর কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না❞
আলহামদুলিল্লাহ।

15/02/2024

সকলের টাইমলাইনে ভেসে উঠুক__🌺

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّد ﷺ...
আল্লহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ 'সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম'! ❣️

31/01/2024

গোনাহগার হলেও উম্মত তো আপনারই
ইয়া রাসুলাল্লাহ (ﷺ)

Address

নারায়ণগঞ্জ
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ইশকে মুহাম্মদ ﷺ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইশকে মুহাম্মদ ﷺ:

Videos

Share

Category

Nearby media companies