Info Saif

Info Saif Assalamualikum, Welcome to our page Info Saif. please stay with info me.
(6)

This page prioritizes the thing it is known user care about most when visiting facebook :
tutorials, live streams, information, entertainment, experience and travel videos. Experience new lifestyle videos from me while I explore the reality with mind bending views and celestial emotions that cover up the pleasure of serenity.

17/07/2024

"অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, সত্যকে প্রতিষ্ঠা করাই হচ্ছে কারবালার
মূল চেতনা..."

16/07/2024

"মহা-বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,
যবে উত্‍পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না –অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না –
বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।"
--------বিদ্রোহী কবি
-------কাজী নজরুল ইসলাম।

21/06/2024

আজ ২১ জুন পৃথিবীর দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত!!
__________
বলতে হবে পৃথিবীর ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত কবে??

16/06/2024

"একজন ক্ষুধার্তকে আহার করানো
হাজারটা মসজিদ নির্মাণের চেয়ে উত্তম।।"

🖊️ আল্লামা জালালুদ্দিন রুমী (রহঃ)🙏🥀🙏

🔥সমগ্র ভারতবর্ষে প্রথম....💥!!সারা ভারতবর্ষের মেডিকেল পরীক্ষায় ৭২০ নাম্বারে মধ্যে ৭২০ পেয়েছে মুসলিম পর্দানশীন এই আমিনা আর...
08/06/2024

🔥সমগ্র ভারতবর্ষে প্রথম....💥!!

সারা ভারতবর্ষের মেডিকেল পরীক্ষায় ৭২০ নাম্বারে মধ্যে ৭২০ পেয়েছে মুসলিম পর্দানশীন এই আমিনা আরিফ। সে ২৫ লাখ মেধাবী শিক্ষার্থীরদের মধ্যে প্রথম হয়ে ভারতবর্ষের মুসলিমের জন্য আরো একটি ইতিহাস রচনা করলেন। আমিনা আরিফ মুম্বাইয়ের একটি অতি সাধারণ পরিবার থেকে উঠে এসেছে। বোরখা, পর্দা, হিজাব, পড়া লেখা ও চলাফেরায় যে কোন অন্তরায় নয় এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। অসম্ভব মেধাবী এই আমিনা আরিফকে অভিনন্দন ও শুভেচ্ছা। বোন তোমার জন্য অনেক দোয়া ও ভালোবাসা থাকলো...💜🌹🩷
এগিয়ে যাও আরো বহুদূর......🌻

#ভারতবর্ষ #মুসলিম #মুসলমান #মেধাবী #কন্যা #মেঢিকেল #পরীক্ষা

06/06/2024

মিথ্যা তখনই জিতে যায়
যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায়।

জমি, বাড়ি ক্রেতা - বিক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ পোস্ট। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন।নতুন দলিল লিখতে ক্রে...
31/05/2024

জমি, বাড়ি ক্রেতা - বিক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ পোস্ট। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন।

নতুন দলিল লিখতে ক্রেতা বা গ্রহিতার যে বিষয়ে সচেতন থাকা খুব জরুরী......

সম্পত্তির দলিল লেখার জন্য ‘দলিল লেখক' এর কাছে দায়িত্ব দিয়েই ক্রেতার দায়িত্ব শেষ হয়ে যায় না। কেননা পরবর্তীতে দলিলে ভুল পরিলক্ষিত হলে দলিল লেখক নয় এর মাশুল গুনতে হবে ক্রেতাকেই। তাই এতে ক্রেতার সচেতনতা আবশ্যক। সম্পত্তির দলিল লেখার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ে ক্রেতার লক্ষ্য রাখা প্রয়োজন:

👉 ১.দলিল সম্পাদনকারী তথা জমি দাতা (বিক্রেতা) আইনের দৃষ্টিতে সাবালক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কি না, আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত কি না তা যাচাই করে নিতে হবে৷

👉২.দলিলের ধরন যেমন- (ক) সাফ কবলা (খ) বায়না পত্র (গ) দানপত্র (ঘ) হেবার ঘোষনাপত্র ইত্যাদি খেয়াল করতে হবে৷

👉৩. ক্রেতা যে জমিটি কিনতে যাচ্ছেন সেই প্রস্তাবিত জমির পরিমাণ, বিক্রয় মূল্য (বায়না দলিল হলে বায়নায় পরিশোধিত টাকা এবং বাকী টাকা) ইত্যাদি দেখে নিতে হবে।

👉৪. পক্ষ পরিচয় তথ্য যেমন- দলিল গ্রহীতা/প্রথম পক্ষ, দলিল দাতা/দ্বিতীয় পক্ষ, উভয় পক্ষের পূর্ণ নাম, ঠিকানা, পেশা, ধর্ম ইত্যাদি। দলিল গ্রহীতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং দাতার ক্ষেত্রে আগত খতিয়ান (সর্বশেষ জরিপ/নামজারি খতিয়ান) এর সাথে মিল রেখে নাম ঠিকানা লেখা হয়েছে কি না দেখতে হবে।

👉৫. স্বত্ত্বের বর্ণনা যেমন- জমি দাতার মালিকানার ভিত্তি, দলিল মূলে হলে পূর্বের দলিলের নম্বর ও তারিখ, পর্চা/খতিয়ান নম্বর ইত্যাদি৷

👉৬. জমির বিক্রেতা যদি জমিটি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তাহলে মূল মালিকের সাথে বিক্রেতা যোগসূত্র/সম্পর্ক সঠিক আছে কিনা তা জেনে নিতে হবে৷

👉৭. দলিলে প্রস্তাবিত জমির তফশিল যেমন- জেলার নাম, উপজেলার নাম, রেজিস্ট্রি অফিসের নাম, মৌজার নাম, জেএল নম্বর, দাগ নম্বর, খতিয়ান নম্বর এবং জমির শ্রেণি আগত খতিয়ানের সাথে মিল আছে কি না দেখে নিতে হবে। জমির তফশিল লেখার সময় প্রত্যেক দাগে মোট জমির পরিমাণ কত এবং অত্র বিক্রয় দলিলে উক্ত দাগের মধ্যে কত একর বা শতাংশ জমি বিক্রয় করা হচ্ছে তা প্রতি ক্ষেত্রে লিখে নিতে হবে৷ তবে উল্লেখ্য যে, কোন অবস্থাতেই কয়েকটি দাগের জমি একত্রে যোগ করে একর/শতাংশ লেখা উচিত হবে না৷

👉৮. ক্রেতা যে জমিটি ক্রয় করতে চাচ্ছে সেই জমিটির চৌহদ্দি ঠিক আছে কি না অর্থাত্‍ উত্তর, দক্ষিণ পূর্ব, পশ্চিম পাশের জমির বর্ণনা সহ মালিকের নাম উল্লেখ করতে হবে৷

👉৯. জমি বিক্রেতা বা দলিল দাতা দলিলের ১ম পৃষ্ঠার উপরের ডান পাশ্বের নীচ থেকে উপরের দিকে তার নিজ নাম স্বাক্ষর করবেন অথবা নিরক্ষর হলে নিজ নামের উপরে টিপ সহি প্রদান করেছেন কি না তা দেখতে হবে৷ এছাড়াও জমি বিক্রেতা বা দাতা দলিলের শেষ পৃষ্ঠার নীচে স্বাক্ষর বা টিপ সহি করবেন৷ তবে দলিলের প্রতি পৃষ্ঠায় দাতার স্বাক্ষর বা টিপ সহি দিলে ভালো হয়৷

👉১০. জমির বিক্রেতা দলিলের শেষ পৃষ্ঠার নীচে যে জায়গায় তার নিজ নাম স্বাক্ষর বা টিপ সহি করেছেন ঠিক তার নীচে উক্ত দলিলটির লেখক তার নাম স্বাক্ষর করবেন। এরপর কমপক্ষে ২ জন সাক্ষী এবং অপর একজন জমির বিক্রেতাকে সনাক্ত করে সনাক্তকারী হিসাবে স্বাক্ষর করবেন।

👉১১. দলিলে যতদূর সম্ভব কাটাকাটি, ঘষামাঝা, অষ্পষ্টতা এড়াতে হবে তবুও যদি কোনরূপ ভুল ক্রটি ঘষামাঝা কাটাকাটি হয়েও যায় তাহলে সেক্ষেত্রে উক্ত কাটাকাটি বা ঘষামাঝা যুক্ত লাইন ও শব্দের ক্রম উল্লেখ করে দলিলের শেষাংশে কৈফিয়ত লিখে দলিল লেখককে তার নীচে স্বাক্ষর করতে হবে৷

এছাড়াও জমির ক্রেতাকে সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল রাখতে হবে- বিভিন্ন জরিপের দাগ নম্বর ও খতিয়ান নম্বর যাতে দলিল লেখকের মাধ্যমে সঠিকভাবে লিখানো হয়৷ এজন্য জমির ক্রেতাকে জমি ক্রয় করার পূর্বেই তহসিল অফিস হতে জমির সঠিক দাগ নম্বর ও খতিয়ান নম্বর জেনে নিতে হবে৷ প্রয়োজনে খতিয়ানের সইমোহর নকল সংগ্রহ করতে হবে।

যেকোনো সময় আপনার এই পোস্টটি প্রয়োজন হতে পারে তাই শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে 💚।

© সংগ্রহীত
#আইনগতমতামত #জমি #ক্রয় #বিক্রয় #দলিল #বায়না #বন্টন

মা🩷🌸💜 #মা  #মায়েরভালবাসা
29/05/2024

মা🩷🌸💜
#মা #মায়েরভালবাসা

28/05/2024

🛑ব্রেকিং নিউজ 🔥
প্রশ্ন ফাঁসের অভিযোগে ২০২৩ সালের ঢাকা ও চট্টগ্রামের ৪৬ হাজার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা পরীক্ষা স্থগিত করা হয়েছে!!

🛑নিঝুমদ্বীপ, তাহলে ১০ ফিট পানির নিচে তলিয়ে যাওয়া       সুন্দরবনের বর্তমান কী অবস্থা হয়েছে আল্লাহ জানেন‼️
28/05/2024

🛑নিঝুমদ্বীপ, তাহলে ১০ ফিট পানির নিচে তলিয়ে যাওয়া সুন্দরবনের বর্তমান কী অবস্থা হয়েছে আল্লাহ জানেন‼️

🛑 সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীদের জন্য কিছু চমৎকার পরমর্শ... 👉আপনার বাপের যদি ৪-৫ লাখ টাকা থাকে তাহলে ড্রাইভিং,ইলেকট্র...
25/05/2024

🛑 সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীদের জন্য কিছু চমৎকার পরমর্শ...

👉আপনার বাপের যদি ৪-৫ লাখ টাকা থাকে তাহলে ড্রাইভিং,ইলেকট্রিক কাজ,এসি ফ্রিজ মাস্টার,পাইপলাইন এর কাজ শিখুন মনোযোগ দিয়ে একবছর শিখলে শিখে যাবেন,এর মাঝে পার্সপোর্ট করে রাখুন, ভালো কোন এজেন্সি দেখে মধ্যপ্রাচ্যে যান। বিদেশে দক্ষ হয়ে গেলে কাজের অভাব নাই,মাসে লাখ টাকা কামাবেন কোন ব্যাপার নয়

👉 বিদেশ না যেতে চাইলে মানবিক বিভাগে ভর্তি হউন,,, অটোমোবাইল এর কাজ শিখুন,,, অটোমবাইল এর কাজের কী দাম সেটা যার গাড়ি আছে সেই ভালো জানে।

👉 আপনার বাবার যদি মোটামুটি জমি জমা থাকে তাহলে আপনাকে বিদেশ যাওয়ার দরকার নাই,,, বাপের থেকে লাখ দুয়েক টাকা নিয়ে গরুর খামার করুন,আপরার বন্ধু ইন্টার পাশ করার আগেই আপনি দশটা গরুর মালিক হয়ে যাবেন।

👉 রাশিয়ান, চিনা, জার্মান, ইংরেজি,কোরিয়ান ভাষা শিখুন কাজের অভাব থাকবেনা,,,এমন কম্পানি আছে মাসে ৫ লাখ টাকা দিয়ে এমন লোক রাখে, তবে ইন্টারে লেখাপড়া কন্টিনিও রাখতে হবে।।

👉 আপনার যদি ডাক্তার ইন্জিনিয়ার, হওয়ার ইচ্ছে থাকে, আর সেই পরিমান রেজাল্ট থাকে তাহলে তাহলে ৩ হাজার টাকা দিয়ে একটা স্টাডি টেবিল কিনুন আর হাতের ফোনটা টয়লেটের কোমডে ফেলে দিয়ে এখনি পড়তে বসুন। আপনি চাইলে চেস্টা করতে পারেন।

👉 সবকিছুর মাঝে সার্টিফিকেট এর জন্য যেকোন কলেজে ভর্তি হয়ে থাকবেন,তাহলে কেউ মুর্খ কামলা বলতে পারবেনা।

👉 আপনি যদি লম্বা,ফিটপাট হয়ে থাকেন তাহলে বয়স থাকাকালিন বাহিনি গুলার সব সার্কুলারে আবেদন করতে হবে।যদি লাগে যায়।

🔴 উপরের পরামর্শ গুলা স্ক্রিনশর্ট দিয়ে রাখো, এখন তোমারদের কাছে এসব হাস্যকর মনে হতে পারে, কিন্তু যখন অর্নাস পাশ করবা তখন দেখবা একটা মালির চাকরির জন্য লাখ লাখ মানুষ পরিক্ষা দিচ্ছে।তখন বুঝবা এসব বলার মানে কী।
সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভ কামনা🌻।

Marzuk Russell

এই দুটো ৫০০ টাকার নোট কিন্তু পার্থক্য অনেক !!!বাম পাশের টা দিয়ে ১টি পরিবারের ১সপ্তাহের খরচ চলে যেত। আর ডান পাশের টা দিয়ে...
16/05/2024

এই দুটো ৫০০ টাকার নোট কিন্তু পার্থক্য অনেক !!!
বাম পাশের টা দিয়ে ১টি পরিবারের ১সপ্তাহের খরচ চলে যেত। আর ডান পাশের টা দিয়ে সেই একই পরিবারের ১দিন পার করা অনেক কঠিন হয়ে গেছে!!!

এখানে পার্থক্য শুধু সময়ের ...😥!!

12/05/2024

নেভি এ্যাংকরেজ স্কুল, ঢাকা।
SSC Exam 2024
Total Student= 72
GPA 5 = 72 !!

10/05/2024

তুমি কুদরতি ইশারায় রেখেছো- ওগো আল্লাহ 💚

#আল্লাহ #আলোরপথ #আলোরপথে #ইসলাম #ইসলামিক #সঙ্গীত #ইসলামেরপথ #ইসলামেরআলো #ইসলামি

কৃষ্ণচূড়া ❤️ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন।
09/05/2024

কৃষ্ণচূড়া ❤️
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন।

02/05/2024

শনিবার থেকে স্কুল কলেজ খোলা থাকবে!!!

আপন দুই বোনের কী চমৎকার সাফল্য 💜🌹🌷💜।বড় বোন মেডিকেলে, ছোট বোন বুয়েটে —তাসনিম তাসনুভা ও সামিহা তাবাসসুম পিঠাপিঠি দুই বোন। ...
25/04/2024

আপন দুই বোনের কী চমৎকার সাফল্য 💜🌹🌷💜।
বড় বোন মেডিকেলে, ছোট বোন বুয়েটে —

তাসনিম তাসনুভা ও সামিহা তাবাসসুম পিঠাপিঠি দুই বোন। হোক পড়ালেখা কিংবা খেলাধুলা-আড্ডা, এক বোনকে ছাড়া আরেক বোনের চলে না। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তাঁদের গন্তব্য হয়ে গেছে ভিন্ন। তাসনুভা মেডিকেল আর সামিহা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিয়েছিলেন। ফল প্রকাশের পর দেখা গেল, দুই বোনই সফল। চট্টগ্রাম কলেজের দুই শিক্ষার্থীর একজন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং আরেকজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়ার সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৬৭৩তম স্থান অর্জন করেছেন সামিহা। কেমিক্যাল প্রকৌশল বিভাগে ভর্তি হয়েছেন তিনি। অন্যদিকে তাসনুভা ভর্তি হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। এমবিবিএস ভর্তি পরীক্ষায় তাঁর মেধাক্রম ছিল ৩৪৯তম।

তাসনিম তাসনুভা বলেন, ‘পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় প্রথম অনুধাবন করি, রসায়ন ও জীববিজ্ঞানের সমস্যা সমাধান করতে মজা লাগছে। তখন থেকে চিকিৎসক হওয়ার অনুপ্রেরণা জন্মে।’
আর ছোট বোন সামিহা তাবাসসুম জানালেন, ‘২০১৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়ে সুন্দর এই ক্যাম্পাসের প্রেমে পড়ি। সেদিনই ঠিক করি, এখানে পড়তে হবে।’

পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে দুই বোনেরই আগ্রহ আছে। ছবি আঁকা, রচনা লেখা, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অলিম্পিয়াডে নিয়মিত অংশ নেন। সামিহা তাবাসসুম জানালেন, অবসর সময়ে তাঁর প্রিয় কাজ বইপড়া। বিশেষত গোয়েন্দা কাহিনিই তাঁকে টানে বেশি।

তাসনুভা হতে চান মানবিক ডাক্তার; মানুষের সেবার ব্রত নিয়ে বাকি জীবনটা কাটাতে চান। প্রায় একই লক্ষ্যের কথা জানালেন সামিহা, প্রকৌশলী হয়ে তিনি দেশের কল্যাণে কাজ করতে চান। শুভ কামনা থাকলো এই দুই বোনের জন্য 💜 🌻🌻💜।

@ Prothom Alo

24/04/2024

সারা ঘরের আসবাবপত্র হারামের টাকায় ভর্তি
অথচ দোকানে ক্যালেন্ডার কিনতে এসে বলে, ছবিওয়ালা ক্যালেন্ডার দিয়েন না, ঘরে ফেরেশতা আসেনা!!

গরুর গোশত ৪৫০ টাকা কেজি!! কী অসম্ভব ভাবছে??২০১৯ সালে বিশ্বের ২ এবং ৩ নাম্বার বীফ উৎপাদনকারী দুই লাতিন দেশ ব্রাজিল এবং আর...
01/04/2024

গরুর গোশত ৪৫০ টাকা কেজি!!
কী অসম্ভব ভাবছে??

২০১৯ সালে বিশ্বের ২ এবং ৩ নাম্বার বীফ উৎপাদনকারী দুই লাতিন দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইজনই একইসাথে বাংলাদেশে ফ্রোজেন মিট সরবরাহের ইচ্ছাপোষণ করে।
তৎকালীন সিন্ডিকেট এই বিষয়ে কোন মন্তব্যই করেন নি। কাদের স্বার্থ রক্ষায় এই বিষয়ে নিরব থাকা হয়?
আমি মাসুদ এই আজকের বাজার দরে গুগল সার্চ করেও (খুচরা) যে রেট পাইছি, বাণিজ্যিকভাবে না আনালেও মাত্র ৪৫০ টাকা কেজি গরুর গোশত খাওয়ানো যাবে বাংলাদেশে এভেইলেবল!!!
৪৫০ টাকা!!

স্লোগান একটা পাইছি যে দেশীয় খামারীদের রক্ষা করতে হবে।
১। আমার দেশ যদি কোনকিছুর অনুকূলে নাই থাকে তবে কেন জোর করে আমার ঐটা করা লাগে?
(চারণভূমির অভাব + গোখাদ্যের মূল্যবৃদ্ধি)

২। ফ্রোজেন মিট আনা হলেও তো তরতাজা মাংস টা আনা যাচ্ছে না। সেক্ষেত্রে যাদের বাজেট সমস্যা নাই তারা তাজা গোশত খাবে দেশীয় খামারীরা ৭০০ নয় বরং ১০০০ টাকা কেজি বিক্রি করবে। আর যারা আমার মতো ফকির তারা ৪৫০ টাকা কেজি ফ্রোজেন মিট খাবে।

দেশের সীমানার গন্ডিতে আটকায়া, আন্তর্জাতিক বাজারের সাথে জোরপূর্বক সম্পর্কচ্ছিন্ন রেখে, জবরদস্তি ভর্তূকীমূল্য আদায় করাকে বাণিজ্য বলে না, বলে ছিনতাই!! ছিনতাই!
গরুর বাজার নিয়ন্ত্রণ করতে মাংস আমদানীর কোন বিকল্প নেই। সাহিত্যের ছাত্র হিসাবে আমাকে হয়তো শেখানো হয়নি বাজার গঠনের পূর্বশর্ত। কিন্তু একটু জানি বাজার গঠনের পূর্ব শর্ত হচ্ছে প্রতিযোগীতা এবং বাজারে ক্রেতা-বিক্রেতার উন্মুক্ত প্রবেশ/প্রস্থানাধিকার।

সবাই নির্দ্বিধায় কপি করতে পারেন। আমার ক্রেডিট লাগবে না৷ দেশের মানুষের একবেলা গোশত খাওয়ার ব্যবস্থা হলেই মনের শান্তি৷ ছড়িয়ে দিন লেখাটা সবার মাঝে। 💚🌷💙

মাওলা আলী (আঃ) শহীদের করুন ইতিহাস। দেখুন মুনাফেকরা কী নির্মমভাবে হত্যা করা করেছিলো নবীজির সঠিক ইসলামের স্তম্ভকে 😢!!মাওলা...
01/04/2024

মাওলা আলী (আঃ) শহীদের করুন ইতিহাস।

দেখুন মুনাফেকরা কী নির্মমভাবে হত্যা করা করেছিলো নবীজির সঠিক ইসলামের স্তম্ভকে 😢!!

মাওলা আলী (আঃ) মসজিদে প্রবেশ করলেন এবং উপস্থিত মুয়াজ্জিন কে বললেন, "আজ তোমার পরিবর্তে আমি আযান দিব। "

মাওলা আলী (আঃ) আযানের প্রথম ধ্বনি উচ্চারণ করলেন, "আল্লাহু আকবর"
এই ধ্বনি সকলের কানে এমন ভাবে গেল যেন কোনো বিষাদ বেদনার ইঙ্গিত।
আযানের শব্দ কন্যাদের গৃহেও পৌছে, তারা বলে "বাবার কন্ঠে আজ কতো বেদনার বহিঃপ্রকাশ! "
ইমাম নামায শুরু করেন কিরাআতের পরে সিজদায় গেলেন। এমন সময় আবদুর রহমান ইবনে মুলজেম চিৎকার করে বলে উঠলো (বিচার-ফয়সালা ও হুকুমতের অধিকার একমাত্র আল্লাহর, তােমার নয়, হে আলী) বলে ইমাম (আঃ)-এর পবিত্র শির মােবারকের ওপর বিষাক্ত তলােয়ারের আ"ঘাত হানলাে ।

তলোয়ারের বৈশিষ্ট্য ছিলো অত্যন্ত ভারী ও মোটা, এই তলোয়ারে ১০০০ দিরহাম দিয়ে কেনা বিষ বেয়ে বেয়ে পড়ছিলো,
ঘটনাক্রমে তলােয়ার দিয়ে সেখানে আঘাত হানলাে যেখানে ইতিপূর্বে এক যুদ্ধে আমর বিন আবদূদ-এর তলােয়ার আঘাত হেনেছিলাে।
সেই আঘাতের সাথে এই আঘাত গভিরতা মিলে মাওলার পবিত্র মস্তক কপাল পর্যন্ত ফেটে যায়। মাথার দুই-তৃতীয়াংশ ফেটে যায় ।
ইমাম আলী (আঃ) সিজদারত থাকাকালে ইবনে মুলজেম তার পবিত্র মস্তকে আঘাত হানে, মাথার পিছন ভাগে একেবারেই ভারী তলোয়ার টি ঢুকে যায়।

মেহরাবের মধ্যে মাওলা আলী (আঃ)-এর মাথা থেকে রক্ত প্রবাহিত হলাে এবং তাতে তাঁর পবিত্র দাড়ি রঞ্জিত হয়ে উঠলাে। এ অবস্থায় ইমাম (আঃ) বললেন-
[ফুজতো বে রাব্বিল কা'বা]
“কা’বার রবের শপথ, আমি বিজয়ী হয়েছি।”

অতঃপর তিনি এ আয়াতটি তেলাওয়াত করলেন- তােমাদেরকে এ (মাটি) থেকে সৃষ্টি করেছি, এতেই আবার তােমাদের প্রত্যাবর্তন ঘটাবাে, আর পুনরায় এ থেকেই তােমাদেরকে উথিত করবাে।

ইমাম আলী (আঃ) যখন আঘাতপ্রাপ্ত হলেন তখন চিৎকার করে বলে উঠলেন, “ তাকে আটক করাে। ” লােকজন ইবনে মুলজেমকে ধাওয়া করলাে । যে কেউ তার নিকটবর্তী হচ্ছিলাে সে স্বীয় তলােয়ার দিয়ে তাকেই আঘাত করছিলাে। অতঃপর কুসাম ইবনে আব্বাস সামনে এগিয়ে গেলেন এবং তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দিলেন। তাকে আলী (আঃ)-এর কাছে আনা হলে তিনি তাকে বললেন-
“তুমি সাহাবী আবদুর রহমানের পুত্র?” সে বললাে, “হ্যা।”

মাওলা আলী(আঃ) কে আঘাত করার সাথে সাথেই মাওলা নিজের দুই হাত কে মাটিতে রাখেন আর ডান দিকে পড়ে যান, ইমাম হাসান(আঃ) ও ইমাম হুসাইন (আঃ) মাওলা আব্বাস(আঃ), হযরত হানাফিয়া(আঃ) মিলে মাওলা কে উঠান, মাওলার রক্তে সকল পুত্রের পোষাকেই রক্ত লেগে ভিজে যায়।

মাওলা আলী (আঃ)-এর পবিত্র দেহ কাপতে থাকে ও মাথা থেকে অঝোরে রক্ত প্রবাহিত হতে থাকে।

এসেছিলেন মসজিদে নিজ পায়ে হেটে কিন্তু তাকে নিয়ে যাওয়া হলো কাপড়ের উপর শুইয়ে ।

মসজিদ থেকে এমন ভাবে উনাকে শোয়ানো অবস্থায় বের করা হলো যেন কোনো লাশ বের হচ্ছে,

সকল মুসল্লিদের ভীর কান্নাকাটি
মাওলা আলী(আঃ)-এর দু'হাত ইমাম হাসান (আঃ) ও ইমাম হুসাইন(আঃ) এবং দু'পা দুইপুত্র আব্বাস(আঃ) ও মুহাম্মাদ হানাফিয়া(আঃ) ধরে ঘরের দিকে দ্রুত অগ্রসর হতে লাগলেন, মাওলা আলী(আঃ) আহত অবস্থায় বলতে লাগলেন পিছনে যারা যাচ্ছিলেন তাদেরকে , "আমার একটি অনুরোধ আমার পিছে তোমরা এসোনা, আমাকে আমার পুত্রদের সাথে যেতে দাও, আমার গৃহের দরজার থেকে আমার কন্যাদের কান্নার আওয়াজ ভেসে আসছে, আমি চাইনা ওদের আওয়াজ তোমাদের কানে যাক । "

ইমামের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে কেউ আর উনার সাথে ঘর পর্যন্ত গেলো না, শুধু ইমামদ্বয় ও উনার পুত্ররা উনাকে নিয়ে দরজায় পৌছলেন,

শাহজাদী যাইনাব(আঃ) ও উম্মে কুলসুম(আঃ) তাদের বাবা আলী-এ-মুরতাযা(আঃ) কে দেখলেন রক্তে ডুবা ও ভাই হাসান-হুসাইন(আঃ) কে দেখলেন রক্তভেজা জামায় দরজায় এসেছেন,
বনি হাশিমের সকলেই উচ্চারণ করছিলেন, "আল্লাহর কসম, আজ হেদায়েতের স্তম্ভ ভেঙে গেলো " (তা'হাদদা বাদ ওয়াল্লাহ আরকানিল হুদা)

ইমাম (আঃ) কে বিছানায় শোয়ানোর জন্য সবাই চেষ্টা করল কিন্তু ইমাম(আঃ) বললেন, "আমাকে মাটিতে একটি মাদুরের উপর শুইয়ে দাও। "

মাওলার রক্তে প্রবাহ এমনি বেশি হয়েছিল যে, ইমাম হাসান-হুসাইন(আঃ)-এর দেহও রক্তে ডুবে গিয়েছিলো, মাওলা আলী(আঃ)-এর পবিত্র চেহারা মুবারাক কে বার বার পরিষ্কার করা হচ্ছিলো কিন্তু তাও রক্তাক্ত হয়ে যাচ্ছিলো

ইমাম আলী(আঃ) বার বার শুধু বলছিলেন, "আমার মাথার উপর চাদর দ্বারা আবৃত করো, আমার কন্যাদের দৃষ্টির বাইরে রাখো। "

ইমাম হাসান (আঃ) তার জখম কে ভালোভাবে দেখতে চাইলে তিনি বলেন, "এটাকে দৃষ্টিভরে দেখো না প্রিয়পুত্র!তোমার সহ্য হবেনা "

মাওলা আলী(আঃ) প্রত্যেকবার নিজের ছেলেদের মাথায় হাত রেখে বলছিলেন, "সবর করো, ঘাবড়ে যেও না, আমি আছি। "

শাহজাদী যাইনাব (আঃ) ও উম্মে কুলসুম (আঃ) শুধু বার বার তাদের ভাই আব্বাস(আঃ) কে জিজ্ঞেস করছেন, "আমার বাবাজান বেচে যাবেন তো? আমাদেরকে একটু কাছে যেতে দিন! "

মাওলা আলী (আঃ) নিজের চক্ষুদ্বয় বন্ধ করছেন আর খুলছেন, চোখের জল গড়িয়ে পড়ছে কিন্তু রক্তের সাথে তা মিশে যাচ্ছে ।

শাহজাদীদেরকে বাবা আলীর মাথার কেটে যাওয়া সেই পাগড়ি দেওয়া হলো, তারা সেটাকে ধরে বিলাপ করতে লাগলেন।
"হায় আমার বাবার কি অপরাধ ছিলো, আমরা এখনও মা ফাতিমার শাহাদাত জ্বলন্ত দরজাকে ভুলতে পারিনি আর এখন আমার বাবা কে এইভাবে উম্মতেরা নির্যাতন করলো! "

মাত্র কয়েকদিন পর ঈদুল ফিতর আর এই গৃহে হয়ে গেলো মহান পিতার উপর নিকৃষ্ট আচরণ, ইমামের পুত্র - কন্যারা আর্তনাদ করছে, মুমিনেরা তাদের আমীরুল মুমিনীন কে বিদায় দিবে!

৩ দিনান্তে ২১শে রমযান মাওলা আলী আমীরুল মুমিনীন (আঃ) নিজের পরিবার সহ সমস্ত ভক্তদের কে বিদায় দেন ও শাহাদাত বরণ করেন ।

আল্লাহুম্মা লা আন কাতালাতা আমিরুল মোমেনিন
আস-সালামু আলাইকা ইয়া শাহিদ-এ-কুফা
আস-সালামু আলাইকা ইয়া আমীরুল মুমিনীন (আঃ)।
জয় মাওলা আলীর জয়। জয় মোহাম্মদী ইসলামের জয়।

যেকোনো আহলে বাইত গোলাম বিনা অনুমতিতে এই পোস্ট কপি করার অধিকার রাখে।

16/03/2024

'সবচেয়ে ভালো কাজের মধ্যে অন্যতম একটি হলো ক্ষুধার্তকে খাবার দেওয়া!'🤍

হযরত মোহাম্মদ (সাঃ)

14/03/2024

আজ ৩য় রমজান। খাতুনে জান্নাত, জগত জননী মা ফাতিমার ওফাত দিবস😥🌷😥।
সালাম সাইয়িদ‍্যাতুন মা ফাতিমা.
সালাম সাইয়াদ‍্যাতুন কায়েনাত...

"গুণ থাকে মনের মধ্যে, চেহারায় নয়।"                                     .........শেখ সাদী (র:) #গুণ  #মানুষ  #চেহারা   ...
10/03/2024

"গুণ থাকে মনের মধ্যে, চেহারায় নয়।"
.........শেখ সাদী (র:)
#গুণ #মানুষ #চেহারা #উক্তি

পুরুষরা পছন্দ করেন বুদ্ধিহীন সুন্দরী নারী!!আসলেই কি তাই ??ছবি: সংগৃহীত। #নারী  #নারীর  #নারীদের  #সুন্দরী  #বুদ্ধিহীন   ...
05/03/2024

পুরুষরা পছন্দ করেন বুদ্ধিহীন সুন্দরী নারী!!
আসলেই কি তাই ??
ছবি: সংগৃহীত।
#নারী #নারীর #নারীদের #সুন্দরী #বুদ্ধিহীন
#পুরুষ

রঙ্গিন সবকিছু, পরক্ষণেই মৃত্যুপুরী 😢 #বেইলী_রোড_অগ্নি_দুর্ঘটনা  #ঢাকা
01/03/2024

রঙ্গিন সবকিছু, পরক্ষণেই মৃত্যুপুরী 😢
#বেইলী_রোড_অগ্নি_দুর্ঘটনা #ঢাকা

01/03/2024

😢মৃত্যুর মিছিল আর
কতো দীর্ঘ হলে আমাদের অনিয়ম-অব্যবস্থাপনা দূর হবে!! পুড়ে মারা যাওয়া মানুষগুলো জান্নাতবাসি হোক, আমিন🤲।

আমের মুকুলের মৌ মৌ গন্ধ🥭!! #আম      #মুকুল  #ঢাকা  #ঢাকাবাংলাদেশ
29/02/2024

আমের মুকুলের মৌ মৌ গন্ধ🥭!!
#আম #মুকুল #ঢাকা #ঢাকাবাংলাদেশ

আজ মহাপবিত্র শবেবরাত 💥🕌💥সৌভাগ্যের রজনী 🌟ইয়া আল্লাহআমাদের সবাইকে ক্ষমা করে দাও🤲। #শবেবরাত    #ইসলাম  #ইসলামিক  #ইসলামেরআ...
25/02/2024

আজ মহাপবিত্র শবেবরাত 💥🕌💥
সৌভাগ্যের রজনী 🌟
ইয়া আল্লাহ
আমাদের সবাইকে ক্ষমা করে দাও🤲।
#শবেবরাত #ইসলাম #ইসলামিক #ইসলামেরআলো #ইসলামেরকথা #ইসলামেরপথ

21/02/2024

সকল ভাষা শহীদদের
প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা 🌷

অভিনন্দন 💚🌷💚!!একুশে পদক পেলেন আমাদের নবীনগরের কৃতি সন্তান, মেধাবী  অভিনয় শিল্পী নায়েক আলমগীর।
13/02/2024

অভিনন্দন 💚🌷💚!!

একুশে পদক পেলেন আমাদের নবীনগরের কৃতি সন্তান, মেধাবী অভিনয় শিল্পী নায়েক আলমগীর।

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Info Saif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Info Saif:

Videos

Share

Category

Nearby media companies