Our Fdc : আমাদের এফডিসি

Our Fdc : আমাদের এফডিসি our FDC's all updated news
(1)

অভিনন্দন
31/12/2022

অভিনন্দন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বরেণ্....

নায়ক রাজ রাজ্জাকচলচ্চিত্রের উত্তাল সেই দিনগুলোতে....
15/09/2022

নায়ক রাজ রাজ্জাক
চলচ্চিত্রের উত্তাল সেই দিনগুলোতে....

আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন সার্কাস এর ময়দান হয়ে গেছে, আর রং-বেরঙের জোকার নিয়ে মেতে আছে মানুষগুলো। - বাপ্পারাজ
04/09/2022

আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন সার্কাস এর ময়দান হয়ে গেছে, আর রং-বেরঙের জোকার নিয়ে মেতে আছে মানুষগুলো।
- বাপ্পারাজ

না ফেরার দেশে অভিনেতা রাসেল মিয়ার বাবাটিভি, চলচ্চিত্র ও সোস্যাল মিডিয়ায় আলোচিত অভিনেতা প্রিয় ছোট ভাই রাসেল মিয়ার বাবা কি...
09/08/2022

না ফেরার দেশে অভিনেতা রাসেল মিয়ার বাবা

টিভি, চলচ্চিত্র ও সোস্যাল মিডিয়ায় আলোচিত অভিনেতা প্রিয় ছোট ভাই রাসেল মিয়ার বাবা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনাসহ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

দোস্ত দুশমন নিয়ে কিছু কথা...দোস্ত দুশমন ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৭ সালের ১৫ জুলাই।ছবির পরিচালক ও গীতিকার ছিলেন - দেওয়ান ন...
16/07/2022

দোস্ত দুশমন নিয়ে কিছু কথা...

দোস্ত দুশমন ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৭ সালের
১৫ জুলাই।
ছবির পরিচালক ও গীতিকার ছিলেন - দেওয়ান নজরুল।

সংলাপ রচয়িতা - রাজু সিরাজ।
সঙ্গীত পরিচালক - আলম খান।
দোস্ত দুশমন ছবিতে অভিনয় করেছিলেন -
সোহেল রানা, সুচরিতা,
ওয়াসিম, শাবানা,
আজিম, শওকত আকবর,
জসিম।
চিত্রগ্রাহক - অরুণ রায়।
প্রযোজনা ও পরিবেশনা - জ্যাম্বস প্রোডাকসন্স প্রাইভেট লিমিটেড।
ছবিটি ছিল অ্যাকশন ধরনের -
তবে সবচেয়ে মজার ব্যাপার হলো - ভারতের হিন্দি চলচ্চিত্র শোলের
হুবহু কাহিনী নিয়ে এই ছবি নির্মাণ করেছিলেন
চিত্র পরিচালক দেওয়ান নজরুল।
ছবি দেখে দর্শকরা বলতে শুরু করলো, মাথায় মগজ থাকলে কি আর শোলের কাহিনী নিয়ে ছবি বানাতে হয়!
বাংলাদেশে ভারতীয় ছবির প্রদর্শনী নিষিদ্ধ থাকায় এই দোস্ত দুশমন ছবিটি অভাবনীয় ব্যাবসা করার সুযোগ পেয়েছিল সেই ১৯৭৭ সালে। ওয়াসিম করেছিল ধর্মেন্দ্রর চরিত্রটি ; হেমা মালিনী শোলে ছবিতে যে চরিত্রটি করেছিল - সেই চরিত্রে শাবানাকে দেখা গিয়েছিল। ছবিতে খল নায়ক চরিত্রে ছিলেন জসিম - যেন হুবহু শোলের আমজাদ খানের মতন সব কিছু করা। হিন্দির পরিবর্তে বাংলা ভাষার ব্যাবহার - এই যা পার্থক্য। ১৯৭৫ সালের পর থেকে ঢাকার চলচ্চিত্র জগতের মুক্তিপ্রাপ্ত হাতে গোনা কয়েকটি ছবি বাদ দিলে দেখা যাবে বছরের পর বছর ধরে ভারতীয় হিন্দি, তামিল, তেলেগু, বাংলা ছবির কাহিনী নিয়ে ছবি নির্মাণের হিড়িক চলছিল। নকলের পরে এসেছিল অশ্লীলতার স্রোত - অশ্লীল ছবি নির্মাণের সঙ্গে সঙ্গে মহিলা দর্শকরা ছবি দেখা যে ছেড়ে দিল - তারপরে তাদেরকে প্রেক্ষাগৃহে ফিরিয়ে নেয়া কি সম্ভব হয়েছে! শুধু তাই না, পাশাপাশি ঢাকার ছবি থেকে হারিয়ে গেল বাস্তবতার উপর ভিত্তি করে ছবি নির্মাণের আগ্রহ। অধিকাংশ নির্মাতারা ছুটল নকল ও অশ্লীলতার দিকে। কয়েক বছরের ব্যবধানে সে দৌঁড় গিয়ে ঠেকল সিনেমার প্রতি দর্শকদের অনাগ্রহ হওয়ার মধ্য দিয়ে।

Bd cine poster
14/07/2022

Bd cine poster

13/07/2022

১* আগে সিনেমা হলে দর্শক যেতো সিনেমা দেখতে,
আর এখন সিনেমা হলে দর্শক যায় নায়ক নায়িকার সাথে সেল্ফি তোলতে।
২* আগে নায়ক নায়িকারা (সেই শবনম, শাবানা ম্যাডামদের থেকে শুরু করে মৌসুমি, শাবনুর, পূর্নিমা পপি ) সিনেমা হলে যেতো বোরখা পরে আর (রাজ্জাক, আলমগীর সোহেল রানা সাহেবদের থেকে শুরু করে রিয়াজ, ফেরদৌস, শাকিব) পর্যন্ত সিনেমা হলে যেতো ক্যাপ, চাদর অথবা নিজেদের আড়াল করে। তারপর সিনেমা হলে দর্শক এর সাথে বসে সিনেমা দেখতো, কাউকে বুজতেই দিতো না, যাতে করে দর্শক এর মনোযোগ নস্ট না হয়। আর সিনেমা দেখার পাশাপাশি দর্শক এর রিয়েকশন ফলো করতো।কোথায় হাত তালি দেয়,কোথায় শীস বাজায়,কোথায় কাদে আর কোথায় হাসে। দর্শক কোথায় তাদের ভূল ধরতো এখান থেকেও অনেক কিছু শিখতো।
৩* আর এখনকার নায়ক নায়িকা রা পার্রলার থেকে সেজেগুজে সিনেমা হলে যায় সিনেমা দেখতে না বরং সিনেমা হল থেকে দর্শক বের করে এনে সিনেমা হলের সামনে দাড়িয়ে সেল্ফি তুলতে।
৪* সিনেমার নায়ক নায়িকা হচ্ছে প্রতিটি মানুষের কাছে স্বপ্নের আর সেই স্বপ্ন যদি কেউ বাস্তবে স্পর্শ করে ফেলে তখন আর এটার প্রতি এট্রাকশান থাকে না।
৫* আরে ভাই সিনেমা রিলিজ এর সময় রাস্তা ঘাটে রাস্তার হকারদের মতো যেই পরিমান চিল্লাইয়া প্রমোশন করেন এই হল থেকে ওই হল পর্যন্ত। এখানে সময় নষ্ট না করে শুটিংয়ের শিডিউলের সাথে এই টাইম এড করে সময় মতো সেটে এসে সিনেমা টা ভালো ভাবে শুটিং করেন, আপনার চরিত্র টা ভালো ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে সময় দেন। দেখবেন দর্শক ও সিনেমা হলে আপনাদের সময় দিবে সিনেমা দেখবে। আপনাদের আর হল টু হল যেতে হবে না। সস্তা পাবলিসিটি বাদ দেন। প্রমোশন এর জন্য সিনেমার পরিচালক আছেন প্রযোজক আছেন।
৬* ভালো গল্প, ভালো মেকিং হইলেই দর্শক সিনেমা দেখবেই।
জয় হোক বাংলা সিনেমার, জয় হোক বাংলা চলচ্চিত্রের।

৭০-৮০ দশকে স্টেডিয়ামে আমাদের নায়িকারা!দাঁড়ানো: শাবানা, সুচন্দা, কবরী, সুচরিতা৷বসা: অলিভিয়া, মিনূ রহমান, আনোয়ারা, রাণি সর...
03/07/2022

৭০-৮০ দশকে স্টেডিয়ামে আমাদের নায়িকারা!

দাঁড়ানো: শাবানা, সুচন্দা, কবরী, সুচরিতা৷
বসা: অলিভিয়া, মিনূ রহমান, আনোয়ারা, রাণি সরকার, সুজাতা, রোজি, ববিতা, সুমিতা দেবী৷

১৯৭২ সালে প্রথম দিনের শুটিংয়ে নায়ক আলমগীর। চলচ্চিত্রের নাম : আমার জন্মভূমি। পরিচালক : আলমগীর কুমকুম।
27/06/2022

১৯৭২ সালে প্রথম দিনের শুটিংয়ে নায়ক আলমগীর। চলচ্চিত্রের নাম : আমার জন্মভূমি। পরিচালক : আলমগীর কুমকুম।

Maruf with his wife at Newyork
21/06/2022

Maruf with his wife at Newyork

21/06/2022

Good Evening

আমাদের নায়ক রাজ রাজ্জাক...সত্তরের দশকে একই ফ্রেমে 'অস্কার' জয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এবং আমাদের বাংলা চলচ্চিত্রের কিং...
15/06/2022

আমাদের নায়ক রাজ রাজ্জাক...

সত্তরের দশকে একই ফ্রেমে 'অস্কার' জয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এবং আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। পেছনে বসা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবি তুলেছেন সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়।
ছবিটি নায়ক চিত্রনায়ক বাপ্পারাজের সৌজন্যে প্রাপ্ত।

১৯৭৭ সালে মুক্তি পায় দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন। ছবির একটি দৃশ্যে ওয়াসিম,শাবানা ও জসিম।
10/05/2022

১৯৭৭ সালে মুক্তি পায় দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন।
ছবির একটি দৃশ্যে ওয়াসিম,শাবানা ও জসিম।

এটা দশের পেট সবার দেখার অধিকার আছে।
08/05/2022

এটা দশের পেট সবার দেখার অধিকার আছে।

স্বামী শরীফুল রাজ ও নিজের নানা কে নিয়ে কক্সবাজারে ঈদ কাটাচ্ছেন পরীমনি
05/05/2022

স্বামী শরীফুল রাজ ও নিজের নানা কে নিয়ে কক্সবাজারে ঈদ কাটাচ্ছেন পরীমনি

‘মায়ের মমতা’ ও ‘এই তো ভালোবাসা’ ছবির পর আবারও একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন নিপুন ও ইমন
09/04/2022

‘মায়ের মমতা’ ও ‘এই তো ভালোবাসা’ ছবির পর আবারও একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন নিপুন ও ইমন

Dighi with sunny Leon
15/03/2022

Dighi with sunny Leon

মেকআপ এ  রোজিনাকে  কেমন লাগছে
15/03/2022

মেকআপ এ রোজিনাকে কেমন লাগছে

15/03/2022

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান আর নেই। কিছুক্ষণ আগে তিনি কানাডায় মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

14/03/2022

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নিপুনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ করে করে দিয়েছেন আদালত

সাধারণ মানুষের এক অসাধারণ বন্ধু- জাতীয় সংসদ সদস্য  ইলিয়াছ মোল্লা। একজন সংস্কৃতিমনা মানুষ হিসেবে চলচ্চিত্র শিল্পের মানুষে...
14/03/2022

সাধারণ মানুষের এক অসাধারণ বন্ধু- জাতীয় সংসদ সদস্য ইলিয়াছ মোল্লা। একজন সংস্কৃতিমনা মানুষ হিসেবে চলচ্চিত্র শিল্পের মানুষের আত্মজ আপনজন। একজন সফল প্রযোজক তিনি। একঝাক চলচ্চিত্র শিল্পীর সাথে সৌজন্য সাক্ষাত

Angelina’s birthday party tay shilpy ❤️❤️❤️❤️ Lots of love and hugs🥰🥰
12/03/2022

Angelina’s birthday party tay shilpy ❤️❤️❤️❤️ Lots of love and hugs🥰🥰

বরেণ্য অভিনেতা বাপ্পারাজের আজ শুভ জন্মদিন।  আজকের এই শুভ দিনে - আরো আলোকিত আগামীর জন্য প্রার্থনা অবিরাম ।
11/03/2022

বরেণ্য অভিনেতা বাপ্পারাজের আজ শুভ জন্মদিন। আজকের এই শুভ দিনে - আরো আলোকিত আগামীর জন্য প্রার্থনা অবিরাম ।

How was....our cinema,s poster..Really old is gold
09/03/2022

How was....our cinema,s poster..Really old is gold

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অপূর্ব আয়োজন।❤️🌹❤️
08/03/2022

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অপূর্ব আয়োজন।
❤️🌹❤️

বাংলা চলচ্চিত্রের এ প্রজন্মের নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু ও জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর
03/03/2022

বাংলা চলচ্চিত্রের এ প্রজন্মের নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু ও জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর

আপনার প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অসংখ্য  ব্যবস...
03/03/2022

আপনার প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রের নির্মাতা মহান চলচ্চিত্র পরিচালক যিনি নিজেই ছিলেন একটি চলচ্চিত্র ইনস্টিটিউট।
আমাদের দেশীয় চলচ্চিত্রে যে কয়েকজন চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্র অঙ্গন কে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে অন্যতম মহান ব্যক্তিত্ব নারায়ণ ঘোস মিতা দাদা।
যার পরিচালনায় ছবিতে কাজ করা ছিলো একজন শিল্পীর জন্য সৌভাগ্যের ব্যাপার।
বাংলা চলচ্চিত্র জগত আপনার কাছে চির ঋণী হয়ে থাকবে অনন্তকাল ধরে বিনম্র শ্রদ্ধা হে গুনি।

কোনো একসময় একফ্রেমে ফেরদৌস ও অপু বিশ্বাস
03/03/2022

কোনো একসময় একফ্রেমে ফেরদৌস ও অপু বিশ্বাস

Opu with others
02/03/2022

Opu with others

বাপ্পারাজ এবং নিপুণ।
28/02/2022

বাপ্পারাজ এবং নিপুণ।

Address

Tejgaon
Dhaka
1215

Telephone

+8801768371219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Fdc : আমাদের এফডিসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our Fdc : আমাদের এফডিসি:

Share

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All