22/12/2023
# Miss u baba ❤️❤️এই ভাবে তোমাকে হারিয়ে ফেলবো কখনো ভাবি নাই বাবা।এইতো তুমি সেদিন বলতেছিলা,কাকি কাকা কোথায়,, কাকি ফোন দেও ভিডিও দেখবো,,কত দুষ্টমি করতাম বাবা,, সারা রাত ট্রেনে একসাথে কতো কিছু করলাম,,সারা রাত ভালো ভাবেই আসলাম, ট্রেন থেকে নামার আগেই তোমার মাথাই হাত রেখে তোমাকে বিদায় দিয়ে আসলাম,, বাবা আমিতো জানতাম না এটাই তোমার শেষ বিদায় হবে।এই 10 মিনিট এ সব কিছু শেষ হয়ে গেলো বাবা। 😭😭😭বাবা তুমি ভালো থেকো পরপারে 😭😭আল্লাহ যেন তোমাকে বেহেশত নসিব করে আমিন😭 #আল্লাহ যেন ভাবিকে ও বেহেশত নসিব করে আমিন😭😭😭😭