17/06/2024
ঈদ মুবারাক সবাইকে 🌙
পবিত্র ঈদ -উল-আযহার অনেক অনেক শুভেচ্ছা💫
প্রতি ঈদেই আমি হাতে মেহেদী লাগাই তবে এইবার আমার মেহেদী লাগানোটা ছিল একটু ভিন্ন । প্রিয় মানুষের নাম দিয়ে মেহেদীর ডিজাইন করেছি । অনেক সুন্দর হইয়েছে না??
আমার নানু একটা কথা বলতো যে , যে মেয়ের মেহেদীর হাতের রং যতো লাল তার husband নাকি তাকে ততো বেশি ভালোবাসে । তাই আমি হাতে মেহেদী লাগানোর আগে ওরে বলছিলাম যে মেহেদীর রং লাল নাহ হলে তোমার দোষ । মেহেদী লাগানোর পরে প্রথমে দেখি কলার অনেক হালকা হইয়েছে আমি ওরে বল্লাম কিরে কালার হালকা কেন?? তুমি আমাকে কম ভালোবাসো ??ওও আমাকে বলে ওর দোষ !!! পরের বার থেকে নাকি ভালোবাসা বরায় দিবে । একটু পর দেখি মেহদীর কালার একদম লাল হইয়ে গেছে । ওরে বলতেই ওও বলে ভালোবাসা বাড়িয়ে দিয়েছি । হাহা !!!
মেহেদীর রং লাল হোক বাহ না হোক । তবে আমি জানি সে আমাকে কতোটা ভালোবাসে । এই মানুষটা আমাকে একটু খুশি রাখার জন্য যেন সবকিছু করতে পারে । রোজার ঈদে তুমি ছিলা আর এই ঈদে অনেক দূরে
Missing you 🙂
Eid Mubarak my love ❤️🫶