National University জাতীয় বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • National University জাতীয় বিশ্ববিদ্যালয়

National University জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে লাইক দিয়ে শেয়ার করুন
(1)

09/04/2024

ব্রেকিং
চাঁদ দেখা যায়নি দেশের আকাশে, বৃহস্পতিবার ঈদ

08/04/2024

সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, বুধবার ঈদ। বাংলাদেশে ঈদ বৃহস্পতিবারে❤️

08/04/2024

বাংলাদেশে আগামী ১লা শাওয়াল ১৪৪৫ হিজরি পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে!😑

08/04/2024

১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ এ বাংলাদেশি হাফেজ আবু রায়হান ১ম স্থান অর্জন করেছে!

07/04/2024

-বাংলাদেশের লোডশেডিংয়ের প্রতিযোগিতায়..
-এগিয়ে আছে কোন জেলা! 😄

বর্তমানে সিলেটে সবচেয়ে বেশি চাহিদা ঢেউটিনের। পোশাকের চাইতেও এখন ঢেউটিনের দোকানগুলোতে বেশি ভিড়। চাহিদা এতোই বেড়েছে যে, প্...
06/04/2024

বর্তমানে সিলেটে সবচেয়ে বেশি চাহিদা ঢেউটিনের। পোশাকের চাইতেও এখন ঢেউটিনের দোকানগুলোতে বেশি ভিড়। চাহিদা এতোই বেড়েছে যে, প্রয়োজনীয় সংখ্যক ঢেউটিন সরবরাহও করতে পারছেন না ব্যবসায়ীরা।
৩১ মার্চ বৃষ্টির সাথে পড়া শিলার আকার ছিল অনেক বড়। এত বড় শিলা আগে কখনোই পড়েনি। ঐ রাতের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরের চালের টিন।😢
©

04/04/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো পাঁচ সরকারি কলেজ। সেগুলো হলো:

১. চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম
২. হাজী মুহম্মদ মহসিন সরকারি কলেজ, চট্টগ্রাম
৩. স্যার আশুতোষ সরকারি কলেজ, বোয়ালখালী, চট্টগ্রাম
৪. সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম
৫. সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম

৬ অক্টোবর ২০১৯।রাত  ৮.১৩।বুয়েট শেরেবাংলা হলের ১০১১  নাম্বার কক্ষে ঘুমাচ্ছিলো একটা ছেলে। একই ব্যাচের তানিমসহ তিনজন এসে তা...
04/04/2024

৬ অক্টোবর ২০১৯।
রাত ৮.১৩।
বুয়েট শেরেবাংলা হলের ১০১১ নাম্বার কক্ষে ঘুমাচ্ছিলো একটা ছেলে। একই ব্যাচের তানিমসহ তিনজন এসে তাকে ঘুম থেকে ডেকে তোলে।
-- বড় ভাইয়েরা তোকে ডাকছে। ২০১১ তে আয়।
-- কেনো?
-- গেলেই দেখতে পাবি।
-- কখন যাওয়া লাগবে?
-- এখনই। তোর ল্যাপটপ এটা?
-- হ্যাঁ।
-- মোবাইলটাও দে।
--কেনো?
-- দিতে বলছি তাই দিবি। ভাইরা বলছে।
মোবাইল, ল্যাপটপ এবং ছেলেটাকে নিয়ে তারা রওনা দিলো ২০১১ নাম্বার রুমের উদ্দেশ্যে। এই ছেলেটা কোন সাধারণ ছেলে ছিলো না। বুয়েটের EEE বিভাগে ২০১৮ সালে ভর্তি হওয়া এই ছেলের নাম আবরার ফাহাদ রাব্বি। অসাধারণ মেধাবী এই ছেলে ঢাবি 'ক ইউনিট' ভর্তি পরীক্ষায় ১৩ তম হয়েছিলো। চান্স পেয়েছিলো ঢাকা মেডিকেলেও। বড় ভাইদের ডাকে ২০১১ নাম্বার রুমের দিকে পা বাড়ানো আববার তখনো জানতো না, "অনন্ত মহাকালে এই যাত্রা, অসীম মহাকাশের অন্তে"।

আবরারের অপরাধ ছিল তাদের চোখে মারাত্মক! ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে সে। আবরারেরই রুমমেট মিজানের সন্দেহ, "আবরার শিবির করে।" তাই বুয়েট শাখা ছাত্রলীগের আজ এই আয়োজন। কক্ষে ঢোকার পরই মোবাইল আর ল্যাপটপ চেক করা শুরু করে তারা। তেমন কোন প্রমাণ না পেয়ে রুমে থাকা রবিন ক্ষিপ্ত হয়ে ওঠে।
-- এদিকে আয়। চশমা খোল।
আবরার চশমা খোলার পর রবিন প্রচন্ড জোরে তার গালে কয়েকটি চড় মারে। হাত দিয়ে গাল চেপে বসে পড়ে আবরার। এরই মধ্যে মোরশেদ কাঠের তৈরি শক্ত ক্রিকেট স্ট্যাম্প নিয়ে আসে। ইফতি প্রথমে রবিনের মতোই গায়ের জোরে থাপ্পড় মারে আবরারকে। এরপর হাতে তুলে নেয় ক্রিকেট স্ট্যাম্প। পিঠে, পায়ে, পায়ের তালুতে, হাতে সর্বশক্তিতে মারতে থাকে। প্রচণ্ড শক্তিতে মারার কারণে কয়েক বাড়ি দেওয়ার পরই স্ট্যাম্প ভেঙে দুই টুকরা হয়ে যায়। আবরার ততক্ষণে চিৎকার দিতে দিতে লুটিয়ে পড়েছে মেঝেতে। সেই চিৎকার শুনে আশেপাশের রুমের জানালা ভয়ে দ্রুত বন্ধ হয়ে যায়। এহতেসামুল, রাব্বি ও তানিম আরেকটি নতুন স্ট্যাম্প নিয়ে আসে। এবার অনিক স্ট্যাম্প হাতে তুলে নেয়। একাধারে মাটিতে লুটিয়ে থাকা আবরারের সারা শরীরে আঘাত করতে থাকে। প্রায় ৫০ থেকে ৬০টি আঘাত করে অনিক নিজেই ক্লান্ত হয়ে পড়ে। মেঝেতে পড়ে কাতরাতে থাকে আবরারের শরীর। সঙ্গে সঙ্গে মুজাহিদ ও শামিম স্কিপিং রোপ (মোটা দড়ি) দিয়ে মারতে শুরু করে। আবরার তখন বাঁচার জন্য আকুতি-মিনতি করে কিন্তু তাতে কারো মন গলেনি। কারো মধ্যেই মনুষ্যত্ব ফিরে আসেনি। বরং জীয়ন এগিয়ে এসে অনিক থেকে ক্রিকেট স্ট্যাম্প নিয়ে আবরারের শরীরের বিভিন্ন স্থানে সর্বশক্তিতে মারতে থাকে।

রাত সাড়ে দশটা। অমানুষিক মার খেয়ে মেঝেতে লুটিয়ে গোঙাতে থাকে আবরার। ইফতি ধমক দিয়ে টেনে দাঁড় করায়। তারপর সর্বশক্তিতে কয়েকটি চড় মারে। এরপর আবার স্ট্যাম্প দিয়ে পেটাতে থাকে।

রাত এগারোটা। ২০১১ নাম্বার কক্ষে এসে হাজির হয় এস এম মাহমুদ সেতু। এসেই সবাইকে জিজ্ঞেস করলো,
-- কি অবস্থা? কিছু বাইর হইছে?
-- না, কোন কিছু বলতেছে না।
-- মারতে থাক।
সেতুর নির্দেশে আবরারকে আবার ক্রিকেট স্ট্যাম্প, স্কিপিং রোপ দিয়ে মারা শুরু হয়। ইফতি ও অনিক আবরারকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে মারতে থাকে। হাতের কনুই দিয়ে পিঠে প্রচণ্ড আঘাত করে। উৎসাহিত হয়ে তখন সবাই মিলে প্রচন্ড শক্তিতে আবরারকে এলোপাতাড়ি কিল-ঘুষি চড়-থাপ্পড়, লাথি মারতে থাকেন। আবরারের কুঁকড়ে যাওয়া শরীর থেকে তখন শুধু গোঙানি শোনা যাচ্ছিলো।

রাত সাড়ে এগারোটা। কিছুক্ষণের জন্য রুম থেকে বের হওয়ার আগে অনিক ও রবিন অন্যদের বলে যায়,
-- তোরা অর কাছ থেকে যেমনেই হোক তথ্য বের কর।
এবার মনির ক্রিকেট স্টাম্প দিয়ে আবরারকে পেটাতে শুরু করে। তাবাখখারুল, নাজমুস সাদাত, তানিম, জেমি আবরারকে চড়-থাপ্পড় মারতে থাকে। বাইরে থেকে আবার রুমে ঢুকে অনিক হাতে ক্রিকেট স্ট্যাম্প তুলে নেয়। এরপর আবরারকে প্রচন্ড জোরে একটানা আরও ৪০ থেকে ৫০টি আঘাত করে। মুমূর্ষু আবরার তখন বমি ও প্রস্রাব করে ফেলে। ব্যথায় চিৎকার করার মতো শক্তিও অবশিষ্ট নেই। বাঁচার জন্য ইশারা-ইঙ্গিতে কাকুতি-মিনতি করে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়। শ্বাসকষ্ট দেখে ইফতি আবরারের মাথার নীচে বালিশ দেয়। পরপর আরো কয়েকবার বমি করে আববার। এমন অবস্থায় আবরারকে হলের বাথরুমে নিয়ে যাওয়া হয়। ধুয়ে মুছে জামা কাপড় বদলানো হয়।

রাত সাড়ে বারোটা। ইফতি ও মেহেদীর নির্দেশে আবরারকে ধরাধরি করে ২০০৫ নম্বর কক্ষে নিয়ে আসা হয়। ইফতি মোশাররফ হলের মেস বয় জাহিদ হাসানকে ডেকে আসে। ২০১১ নম্বর রুমে আবরারের বমি তাকে দিয়ে পরিষ্কার করানো হয়।
২০০৫ নম্বর কক্ষে আনার পর ইফতি বলে,
-- তোরা এবার অর থেকে তথ্য বাইর কর। বুয়েটে কে কে শিবির করে বাইর কর।
দুই-একজন আবরারের মুমূর্ষু অবস্থা দেখে ভয়ে ভয়ে বললো,
-- ভাই, অবস্থা বেশ খারাপ। হাসপাতালে নেওয়া দরকার।
এই কথা শোনার পর রবিন তেলেবেগুনে জ্বলে উঠেন।
-- যা বলছি তাই কর। এইগুলি সব নাটক। ভং ধরছে। তোরা শিবির চেনস না। শিবির চেনা কষ্ট।

রবিনের রেগে ওঠা দেখে সবাই ভয়ে জলদি আবরারকে আবার ইন্টারোগেট শুরু করে। কিন্তু আবরারের মুখ থেকে কোন শব্দ আসে না। নিশ্চল, নিস্তেজ পড়ে থাকা দেহ কোন সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আবার আরেক দফা পেটানো শুরু হয়।

রাত দুইটা। সিদ্ধান্ত হয় আবরারকে হল থেকে বের করে পুলিশে দেওয়া হবে। মেহেদী চকবাজার থানা পুলিশকে ফোন দেয়, "হলে একটা শিবির ধরা পড়েছে। এসে নিয়ে যান।" চকবাজার থানা পুলিশ একটা টহল দল পাঠায় শেরে বাংলা হলের গেইটে। কিন্তু দেরী হওয়ায় গেইট থেকে পুলিশকে ফিরিয়ে দেওয়া হয়।

রাত আড়াইটা। ইফতি, মুজাহিদ, তাবাখখারুল ও তোহা মিলে নিশ্চল আবরারকে তোশকে করে হলের দোতালার সিঁড়িতে এনে রেখে দেয়। সিঁড়ির লাইটের আলোয় আবরারের খালি গায়ে তখন স্পষ্ট কালো কালো দাগ। সারা শরীরে স্ট্যাম্পের বাড়ির কারণে কালশিটে পড়ে আছে। চোখ বন্ধ। তবে চেহারায় কোন যন্ত্রণার ছাপ নেই। বরং সেখানে প্রশান্তির চিহ্ন। নিষ্ঠুর অমানুষদের এই পৃথিবী ছেড়ে স্রষ্টার সান্নিধ্যে চলে যাওয়ার প্রশান্তি।

রাত তিনটা। খুনীরা বুয়েটের চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ডেকে আনে। চিকিৎসক আবরারের দেহ পরীক্ষা করে ঘোষণা দেন সে মারা গেছে। তড়িঘড়ি করে ক্রিকেট স্ট্যাম্প, তোষক, বালিশ, আবরারের ল্যাপটপ, চাপাতি হলের ২০১১ নম্বর কক্ষ থেকে বুয়েট শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ এর কক্ষে নিয়ে রেখে দেওয়া হয়। বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রাসেল আবরারের মৃতদেহ হলের নিচে নামানোর পর তড়িঘড়ি করে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য বুয়েটের চিকিৎসককে চাপ দেন। খুনীরা সিদ্ধান্ত নেয় আবরারের লাশ গুম করে ফেলা হবে। কিন্তু ততক্ষণে কিছু শিক্ষার্থী দেখে ফেলায় তার নতুন পরিকল্পনা করে। আবরারের লাশের সাথে কিছু মাদক দিয়ে গণপিটুনিতে মারা যাওয়ার নাটক সাজানোর চেষ্টা করে। কিন্তু আবরারের সহপাঠীদের দৃঢ়তায় সেই অপচেষ্টা ব্যর্থ হয়।

৭ অক্টোবর ২০১৯। ভোরের আলো ফোটার আগেই বুয়েটের শিক্ষার্থীরা উপহার পায় এক সতেজ তাজা লাশ। পাঁচ ঘন্টা অমানুষিক নির্যাতনে মৃত ফর্সা শরীরটার সবখানে শুধু লাল আর কালোর মিশ্রণ। দেশের পক্ষে ফেসবুকে দেওয়া স্ট্যাটাস আবরার ফাহাদ রাব্বিকে পৌঁছে দিয়েছে অনন্ত মহাকাশের পথে।

***

লেখা- মারুফ হাসান,
ঢাকা বিশ্ববিদ্যালয়।

😐🧠🧠
04/04/2024

😐🧠🧠

04/04/2024

এখান থেকে যেকোনো পরীক্ষায় ১/২ থাকেই💥
সহজে খুঁজে পেতে শেয়ার করে রাখুন।

★বাংলা বর্ণমালার সংখ্যা —১ টি।
★বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা — ৫০ টি।
★বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণের সংখ্যা — ৫০ টি।
★বাংলা বর্ণমালায় মোট ধ্বনির সংখ্যা — ৩৭ (৭+৩০) টি।
★ মোট ব্যঞ্জনবর্ণ — ৩৯ টি।
★মোট ব্যঞ্জনধ্বনি — ৩০ টি।
★ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ —১১ টি।
★মাত্রাহীন মোট বর্ণ — ১০
★পূর্ণমাত্রা মোট বর্ণ— ৩২
★অর্ধমাত্রা মোট বর্ণ—৮
★পূর্ণমাত্রা স্বরবর্ণ— ৬
★অর্ধমাত্রা স্বরবর্ণ—১
★ মাত্রাহীন স্বর বর্ণ —৪
★পূর্ণমাত্রা ব্যঞ্জনবর্ণ—২৬
★অর্ধমাত্রা ব্যঞ্জনবর্ণ—৭
★মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ —৬
★ মৌলিক স্বরধ্বনি —৭ টি (অ, আ, ই, উ, এ, এ্যা, ও)।
★মৌলিক স্বরবর্ণ — ৬ টি (অ, আ, ই, উ, এ, ও)।
★ কেন্দ্রীয় স্বরধ্বনি—১ টি (আ)।
★ যৌগিক স্বরধ্বনি / যুগ্মস্বর / সন্ধিস্বর / সান্ধ্যক্ষর /দ্বিস্বর / দ্বৈতস্বর ধ্বনি = ২৫ টি।
★যৌগিক স্বরবর্ণ / যৌগিক স্বরজ্ঞাপক / যুগ্মস্বর / সন্ধিস্বর / সান্ধ্যক্ষর /দ্বিস্বর / দ্বৈতস্বর বর্ণ —২ টি (ঐ, ঔ)।
★হ্রস্ব স্বর— ৪ টি (অ, ই, উ, ঋ)।
★দীর্ঘ স্বর—৭ টি (আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ)।
★অর্ধ্বস্বর — ৪ টি (ও, ই, উ, এ)।
★সংক্ষিপ্ত স্বর/ কার — ১০ টি ('অ' বাদে)।
★ নিলীন বর্ণ—১ টি (অ)।
★সংক্ষিপ্ত ব্যঞ্জন / ফলা— ৬ টি (ম, ন, য, র, ব, ল)।
★বর্গীয় বর্ণ —২৫ টি (ক-ম)।
★বর্গীয় ধ্বনি —২৩ টি (ঞ, ণ বাদে ক-ম)।
★নাসিক্য ব্যঞ্জন / নাসিক্য বর্ণ / অনুনাসিক বর্ণ — ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
★ নাসিক্য ধ্বনি / অনুনাসিক ধ্বনি — ৩ টি (ঙ, ন, ম)।
★ঘৃষ্ট ধ্বনি / ঘৃষ্ট বর্ণ — ৪ টি (চ, ছ, জ, ঝ)।
★স্পর্শ ব্যঞ্জন / স্পৃষ্ট ধ্বনি
—২০ টি
★স্পর্শ ব্যঞ্জন / স্পৃষ্ট বর্ণ (ক-ম)—২৫ টি
★ উষ্মবর্ণ — ৪ টি (শ, স, ষ, হ)।
★উষ্মধ্বনি —৩টি (শ, স, হ)।
★শিস বর্ণ — ৩ টি (শ, স, ষ)।
★ শিস ধ্বনি —২ টি (শ, স)।
★তাড়িত ধ্বনি / তাড়নজাত বর্ণ — ২ টি (ড়, ঢ়)।
★কম্পিত ধ্বনি / কম্পনজাত বর্ণ — ১ টি (র)।
★অন্তঃস্থ বর্ণ —৪ টি (য, র, ল, য়)।
★অযোগবাহ বর্ণ — ২ টি ( ং, ঃ)।
★পরাশ্রয়ী বর্ণ —৩ টি ( ং, ঃ,ঁ)
★পার্শ্বিক ধ্বনি — ১টি( ল)
★অনুবর্ণ হয়—৩ ধরনের
★কণ্ঠনালীয় ধ্বনি—১ টি ( হ)
★দন্ত্যমূলীয় ধ্বনি—৪ টা(ন,র,ল, স)

#সংগৃহীত

🔥Breaking News || অনার্স ১ম বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে। এনইউর রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইট রোল ও রেজিষ্ট্রেশন নং দিয়ে চ...
03/04/2024

🔥Breaking News || অনার্স ১ম বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে।
এনইউর রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইট রোল ও রেজিষ্ট্রেশন নং দিয়ে চেক করবেন।
*অপরিচিত কাউকে রেজিষ্ট্রেশন নং দেওয়া থেকে বিরত থাকুন।

তোমার এখন OT করাইতে হবে 😛
02/04/2024

তোমার এখন OT করাইতে হবে 😛

মনে আছে???
29/03/2024

মনে আছে???

29/03/2024

৫ম গণ বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে ৩১ মার্চের দুপুর ১২ টা থেকে।

28/03/2024

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন করবে না, আজ কেন্দ্র তালিকা প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় এটাই প্রমাণ করল। বাচ্চারা পড়াশোনা শুরু করে দাও🤧🌝

28/03/2024

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

28/03/2024

এসএসসি পরীক্ষার নাম পরিবর্তন হওয়ার কথা শোনা যাচ্ছে, পরিবর্তিত নাম কী হতে পারে ? 🥹🌝

28/03/2024

বাংলাদেশে সবচেয়ে🎋
সুন্দর জেলা কোনটি🤔❤

আল্লাহ তুমি গাজায় মুসলিমদের কষ্ট দূর করে দাও🤲🏻
28/03/2024

আল্লাহ তুমি গাজায় মুসলিমদের কষ্ট দূর করে দাও🤲🏻

ফিলিস্তিন!পৃথিবীর একটি রাষ্ট্র যাদের রোজা আছে ইফতার নাই তারাবীহ আছে সেহরি নাই 😰। ইয়া আল্লাহ তাদের জন্য কুদরতি রিজিক দান...
28/03/2024

ফিলিস্তিন!
পৃথিবীর একটি রাষ্ট্র যাদের রোজা আছে ইফতার নাই তারাবীহ আছে সেহরি নাই 😰। ইয়া আল্লাহ তাদের জন্য কুদরতি রিজিক দান করুন 🤲🏻

27/03/2024

মহান আল্লাহ তায়ালা সবাইকে সুস্থ রাখুন 🤲🏻

যারা প্রাইমারিতে  এক্সাম দিবেন, পরীক্ষার হলে  ৮.৩০ টায় ঢুকতে হবে এবং ৯:৩০ টার  পর কোন পরীক্ষার্থীকে  পরীক্ষা কেন্দ্রে ঢু...
27/03/2024

যারা প্রাইমারিতে এক্সাম দিবেন, পরীক্ষার হলে ৮.৩০ টায় ঢুকতে হবে এবং ৯:৩০ টার পর কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামি বই মেলা চলছে কিন্তু কোন মিডিয়া এটা প্রচার করছে না। তাই আপনারা বেশি বেশি প্রচার করুন এ...
27/03/2024

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামি বই মেলা চলছে কিন্তু কোন মিডিয়া এটা প্রচার করছে না। তাই আপনারা বেশি বেশি প্রচার করুন এবং বই মেলায় অংশগ্রহণ করুন।
#ইসলামি #বই #মেলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেন জাতীয় বিশ্ববিদ্...
27/03/2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী এলাকার সহস্রাধিক শিক্ষার্থী।

🔥জরিমানা ছাড়া আবারও সুযোগ দিয়ে অনার্স ৪র্থ বর্ষ(২০১৮-১৯) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।◾ ফরম পূরণ করা যাব...
27/03/2024

🔥জরিমানা ছাড়া আবারও সুযোগ দিয়ে অনার্স ৪র্থ বর্ষ(২০১৮-১৯) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
◾ ফরম পূরণ করা যাবে ২২/০৪/২০২৪ থেকে ০২/০৫/২০২৪ইং পর্যন্ত(শিক্ষার্থী কর্তৃক)।
😌পরীক্ষা শুরু হবে ১৯/০৫/২০২৪ তারিখ দুপুর ১ঃ০০ থেকে।

27/03/2024

আগামী সপ্তাহে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। আপনি কোন বিষয়ে নিবন্ধন পাস করেছেন?

27/03/2024

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে ।

🙏🙏🙏এমন মৃত্যু আল্লাহ কাউকে না দিক😭😭😭গতকাল চট্টগ্রামের গাজবাড়িয়া কলেজের সামনে হাইওয়ে পুলিশের হাত থেকে রক্ষা পেতে দ্রুত স...
26/03/2024

🙏🙏🙏এমন মৃত্যু আল্লাহ কাউকে না দিক😭😭😭
গতকাল চট্টগ্রামের গাজবাড়িয়া কলেজের সামনে হাইওয়ে পুলিশের হাত থেকে রক্ষা পেতে দ্রুত সিএনজি চালাতে গিয়ে সিএনজি উল্টে গিয়ে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়ে ওখানেই এই ব্যাক্তিটি পুড়ে শেষ হয়ে যায়😰😰 মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুন 🤲🏻

26/03/2024

ব্রেকিং নিউজঃ
নতুন শিক্ষাব্যবস্থায়
পরীক্ষা হবে ৫ ঘণ্টায়; বিরতি থাকবে ১ ঘণ্টা

21/03/2024

ব্রেকিং নিউজ:
চলতি বছরে নতুন করে প্রাথমিকে ১৩ হাজার ৭৮১ শিক্ষক নিয়োগ !

Address

Dhaka
1700

Telephone

+8801832609415

Website

Alerts

Be the first to know and let us send you an email when National University জাতীয় বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies



You may also like