04/04/2024
এখান থেকে যেকোনো পরীক্ষায় ১/২ থাকেই💥
সহজে খুঁজে পেতে শেয়ার করে রাখুন।
★বাংলা বর্ণমালার সংখ্যা —১ টি।
★বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা — ৫০ টি।
★বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণের সংখ্যা — ৫০ টি।
★বাংলা বর্ণমালায় মোট ধ্বনির সংখ্যা — ৩৭ (৭+৩০) টি।
★ মোট ব্যঞ্জনবর্ণ — ৩৯ টি।
★মোট ব্যঞ্জনধ্বনি — ৩০ টি।
★ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ —১১ টি।
★মাত্রাহীন মোট বর্ণ — ১০
★পূর্ণমাত্রা মোট বর্ণ— ৩২
★অর্ধমাত্রা মোট বর্ণ—৮
★পূর্ণমাত্রা স্বরবর্ণ— ৬
★অর্ধমাত্রা স্বরবর্ণ—১
★ মাত্রাহীন স্বর বর্ণ —৪
★পূর্ণমাত্রা ব্যঞ্জনবর্ণ—২৬
★অর্ধমাত্রা ব্যঞ্জনবর্ণ—৭
★মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ —৬
★ মৌলিক স্বরধ্বনি —৭ টি (অ, আ, ই, উ, এ, এ্যা, ও)।
★মৌলিক স্বরবর্ণ — ৬ টি (অ, আ, ই, উ, এ, ও)।
★ কেন্দ্রীয় স্বরধ্বনি—১ টি (আ)।
★ যৌগিক স্বরধ্বনি / যুগ্মস্বর / সন্ধিস্বর / সান্ধ্যক্ষর /দ্বিস্বর / দ্বৈতস্বর ধ্বনি = ২৫ টি।
★যৌগিক স্বরবর্ণ / যৌগিক স্বরজ্ঞাপক / যুগ্মস্বর / সন্ধিস্বর / সান্ধ্যক্ষর /দ্বিস্বর / দ্বৈতস্বর বর্ণ —২ টি (ঐ, ঔ)।
★হ্রস্ব স্বর— ৪ টি (অ, ই, উ, ঋ)।
★দীর্ঘ স্বর—৭ টি (আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ)।
★অর্ধ্বস্বর — ৪ টি (ও, ই, উ, এ)।
★সংক্ষিপ্ত স্বর/ কার — ১০ টি ('অ' বাদে)।
★ নিলীন বর্ণ—১ টি (অ)।
★সংক্ষিপ্ত ব্যঞ্জন / ফলা— ৬ টি (ম, ন, য, র, ব, ল)।
★বর্গীয় বর্ণ —২৫ টি (ক-ম)।
★বর্গীয় ধ্বনি —২৩ টি (ঞ, ণ বাদে ক-ম)।
★নাসিক্য ব্যঞ্জন / নাসিক্য বর্ণ / অনুনাসিক বর্ণ — ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
★ নাসিক্য ধ্বনি / অনুনাসিক ধ্বনি — ৩ টি (ঙ, ন, ম)।
★ঘৃষ্ট ধ্বনি / ঘৃষ্ট বর্ণ — ৪ টি (চ, ছ, জ, ঝ)।
★স্পর্শ ব্যঞ্জন / স্পৃষ্ট ধ্বনি
—২০ টি
★স্পর্শ ব্যঞ্জন / স্পৃষ্ট বর্ণ (ক-ম)—২৫ টি
★ উষ্মবর্ণ — ৪ টি (শ, স, ষ, হ)।
★উষ্মধ্বনি —৩টি (শ, স, হ)।
★শিস বর্ণ — ৩ টি (শ, স, ষ)।
★ শিস ধ্বনি —২ টি (শ, স)।
★তাড়িত ধ্বনি / তাড়নজাত বর্ণ — ২ টি (ড়, ঢ়)।
★কম্পিত ধ্বনি / কম্পনজাত বর্ণ — ১ টি (র)।
★অন্তঃস্থ বর্ণ —৪ টি (য, র, ল, য়)।
★অযোগবাহ বর্ণ — ২ টি ( ং, ঃ)।
★পরাশ্রয়ী বর্ণ —৩ টি ( ং, ঃ,ঁ)
★পার্শ্বিক ধ্বনি — ১টি( ল)
★অনুবর্ণ হয়—৩ ধরনের
★কণ্ঠনালীয় ধ্বনি—১ টি ( হ)
★দন্ত্যমূলীয় ধ্বনি—৪ টা(ন,র,ল, স)
#সংগৃহীত