12/03/2024
এই বছর গরম কেমন হবে? বহু সংস্থা পূর্বাভাস ও প্রচার করছে এই বছরে রেকর্ড করা তাপমাত্রা হবে। আসলে তেমনটা হওয়ার সম্ভাবনা কম।
নিচে দেখে নেওয়া যাক 👇
1️⃣ পর পর ৩ বছর লা লীনার ফলে, উপ ক্রান্তীয় এলাকায় বাতাস হ্রাস পাওয়ায় বাতাসের বাষ্পীকরণ কম হয়েছে, উপ ক্রান্তীয় ঝড় হ্রাস এবং সরাসরি সৌর বিকিরণ বৃদ্ধি করেছে। ফলে উক্ত স্থানগুলোতে প্রচুর তাপ তৈরি হয়েছিল।
2️⃣ কিন্তু লা লীনার ঠিক পরের বছরই এল নিনো তৈরি হয় ফলে উপ ক্রান্তীয় এলাকাসহ ক্রান্তীয় এলাকা প্রচুর গরম বা তাপ তৈরি হয় যেটার ফলে ২০২৩ সালে আমরা শক্তিশালী তাপপ্রবাহ দেখেছি। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে চলা তাপপ্রবাহ এবং রেকর্ড করা তাপমাত্রা।
3️⃣ কিন্তু ২০২৩ প্রাক বর্ষা থেকে আমরা দেখেছি উপ ক্রান্তীয় এলাকার বাতাস বৃদ্ধি পেতে এবং আমরা দেখেছি বর্ষা ও তার পরবর্তীকালীন সময়ে আকাশ মেঘলা থাকায় সরাসরি সৌর বিকিরণে ব্যাঘাত হতে। ফলাফল আমরা শীতকালে সূর্যের কিরণ কম পেয়েছি তাছাড়া আমরা শীতকালে স্বাভাবিক থেকে কম তাপমাত্রা পেয়েছি যেটা এল নিনো বছরের সম্পূর্ণ বিপরীত।
4️⃣ অর্থাৎ সাধারণত এল নিনো বছরগুলোর শীতকালের তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি থাকে। কিন্তু এই বছর এল নিনো থাকা সত্বেও সেটা বিপরীত ছিল মানে স্বাভাবিক থেকে কম তাপমাত্রা ছিল!
➡️ #মোটকথা: আমরা আবহাওয়ার সার্কুলেশন ধরনের জন্য ২০২৩ এর গ্রীষ্মের ও বর্ষার পর থেকে তাপমাত্রা হ্রাস পেতে থাকে এবং যেটা অব্যাহত থাকতে পারে। ফলে আমরা এই বছরের গ্রীষ্মকালে স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ জলবায়ু হিসাবে গ্রীষ্মকালের যেই স্বাভাবিক তাপমাত্রা বা তাপ সেটাই এই বছর পেতে পারি। এবং অন্যান্য আবহাওয়া সংখ্যাগুলোর মত অতিরঞ্জিত তাপমাত্রা ও সব কিছু পুড়ে যাওয়ার মত কিছু হওয়ার সম্ভাবনা আপাতত দৃষ্টিতে কম।
=> বিশ্লেষণকারী: Ador & পি. রাউন্ডি