Mou Insights

Mou Insights Sunnah makes our life happy.
(1)

কিছুদিন আগে আমি বাইরে থেকে বাসায় ফিরি। শরীফ তখন বাসায়ই ছিল। এসে দেখি, সে আমার জন্য এসি ছেড়ে রুম ঠান্ডা করে রেখেছে। আম...
15/06/2024

কিছুদিন আগে আমি বাইরে থেকে বাসায় ফিরি। শরীফ তখন বাসায়ই ছিল। এসে দেখি, সে আমার জন্য এসি ছেড়ে রুম ঠান্ডা করে রেখেছে। আমি অবাক হই! ছেলেটা এত যত্ন কই থেকে শিখলো!!?

পরক্ষণেই মনে পড়ে, সে তার বাবার থেকে শিখেছে। সপ্তাহে তিন দিন আমার শাশুড়ি ডায়ালাইসিস করাতে যায়। সেই তিনদিন যখন তার বাড়ি ফেরার সময় হয় এবং আমার শ্বশুর ফোনে যখনই জানতে পারে যে আম্মু গাড়িতে উঠেছে, আমার শ্বশুর ব্যস্ত হয়ে পড়ে তার প্রিয়তমা স্ত্রীকে সাদরে গ্রহণ করতে।

প্রথমে সে নিশ্চিত করে তার প্রিয়তমা স্ত্রীর রুম শতভাগ পরিচ্ছন্ন আছে কিনা! বিছানার চাদর একদম টানটান আছে কিনা! স্ত্রীর প্রয়োজনীয় সবকিছু খাটের পাশের টেবিলে রাখা আছে কিনা! তারপর সে নিজ হাতে এসি ছেড়ে রুমের দরজা বন্ধ করে রাখে। রুমকে ঠান্ডা হতে দেয়। যেন প্রিয়তমা রুমে ঢোকার সাথে সাথে শীতল স্পর্শ পায়। এ যেন প্রিয় স্ত্রীর সারা দিনের ক্লান্তি ভুলিয়ে দেওয়ার অতি সামান্য প্রচেষ্টা।

আম্মু যখন ডায়ালিসিসের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দেয়, বাড়ির দরজা দিয়ে বের হওয়া থেকে নিচে গিয়ে গাড়িতে ওঠা পর্যন্ত পুরোটা সময় আব্বু বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। আম্মু নিচে গিয়ে উপর দিকে তাকিয়ে আব্বুর উদ্দেশ্যে হাত নারে, আব্বুও শিশু বাচ্চার মত তার স্ত্রীকে টাটা দেয়। আম্মু গাড়িতে উঠে। গাড়ি ছাড়ে। আব্বু তখনও দাঁড়িয়ে। যতদূর পর্যন্ত গাড়ি দেখা যায় আব্বু এক চুলও সেখান থেকে নড়ে না।হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার প্রিয়তমার প্রতিরক্ষার জন্য নিরবে সৃষ্টিকর্তার নিকট দোয়া করে।

সপ্তাহে তিন দিন আম্মু বাসায় থাকে না বেশ লম্বা সময়ের জন্য‌। এই সময়টা আব্বুর সামনে যে কোন খাবার উপস্থাপন করলেই আব্বুর প্রশ্ন থাকে একটাই, "তোমার আম্মুর জন্য রাখসো?"
আব্বু জানে আমি রাখবো। তবুও যেন নিজে নিশ্চিত হয়ে নেয় তার অনুপস্থিত প্রিয়তমা ভুলেও যেন কিছু মিস না করে ফেলে।

যখন আম্মুর ফেরার সময় হয়। আম্মুর গাড়ি এসে থামতে থামতে, আব্বু বাড়ির সদর দরজা খুলে চেয়ার নিয়ে সেখানে বসে থাকে, যতক্ষণ না আম্মু উপরে উঠে আসে। আম্মু ঘরে ঢুকার সাথে সাথে, আব্বু তাকে নিয়ে যায় তার যত্নে ঠান্ডা করা রুমে। আম্মুর মাথায় হাত দিয়ে আদর করে। তারপর ধীরে ধীরে শুরু করে তার সারাদিনের জমানো যত কথা। বাচ্চারা স্কুল থেকে ফিরে সারাদিনের কথাগুলো যেভাবে তার মাকে বলে, আব্বু ঠিক তেমনি চোখ ভরা উৎসাহ নিয়ে তার সারাদিনের গল্পগুলো বলে তার প্রিয় স্ত্রীকে।

আম্মুর প্রিয় খাবার হলো ফল। আব্বু বাইরে যায় আর ফল ছাড়া বাড়ি ফিরে এমন খুব কম দেখেছি। প্রিয়তমা স্ত্রীর খাটের নিচে যেন সর্বদা থালি ভর্তি ফল থাকে, তা নিশ্চিত করে তার এই চমৎকার স্বামী।
বাইরে থেকে ফেরার সময় আব্বু তার নাতি নাতনিদের জন্য সব সময় চকলেট, আইসক্রিম, জুস কিংবা চিপস নিয়ে ফিরে। কিন্তু এগুলো কখনো নিজে নাতি নাতনিদের হাতে তুলে দেয় না। তুলে দেয় প্রিয়তমা স্ত্রীর হাতে। তারপর স্ত্রী যখন এগুলো তার নাতিদের মাঝে বিলি করে, মুগ্ধ হয়ে আব্বু সেই দৃশ্য দেখে‌। এভাবেই যুগ যুগ ধরে হয়তো বাবারা তাদের কিনে আনা সুখ মায়েদের হাতে করে আমাদের মাঝে বিলিয়ে দেয়।

বিয়ের পর থেকেই আমি বারবার অনুভব করেছি শরীফ খুব চমৎকার, যত্নশীল একজন স্বামী। শরিফের যত্নে আমি বারবার অবাক হতাম আর ভাবতাম এত যত্নশীল একটা মানুষ কিভাবে হয়?

কিন্তু, আমি এখন এর উত্তর জানি। একজন চমৎকার স্বামীই জন্ম দেয় আরেক জন চমৎকার স্বামীর। ছোটকাল থেকেই হয়তো সে দেখেছে, তার বাবা তার মাকে কিভাবে ভালোবাসে! সে থেকেই তার শিশু মন শিখে নিয়েছে স্ত্রীকে ভালোবাসার ১০১ টি কৌশল।

আমি সবসময় মুগ্ধ হয়ে আমার শ্বশুরকে আমার শাশুড়ির যত্ন করতে দেখি, সেই দৃশ্যগুলো আমার খুব প্রিয়। আমার মনে হয়, একজন পুরুষ তার শখের নারীকে যত্ন করছে, এর চেয়ে মধুর দৃশ্য আর হতে পারে না!
©হাফসা জারিস

মুকেশ আম্বানির ছোট ছেলের ২য় প্রি ওয়েডিং এ ১৬ হাজার কোটি টাকা খরচ করবে, অনুষ্ঠান হবে সমুদ্রে, জাহাজে। মাঝেমধ্যে চিন্তা কর...
04/06/2024

মুকেশ আম্বানির ছোট ছেলের ২য় প্রি ওয়েডিং এ ১৬ হাজার কোটি টাকা খরচ করবে, অনুষ্ঠান হবে সমুদ্রে, জাহাজে। মাঝেমধ্যে চিন্তা করি ফাইনাল ফাংশান পৃথিবীতে হবে না ফর সিউর! কারণ পৃথিবীতে আর এক্সপেন্সিভ জায়গাও নাই আর ফেমাস মানুষ ও নাই। সব তো প্রি ওয়েডিংয়েই শেষ 🥴
©

ইংরেজরা বরফের দেশ থেকে আমাদের সুজলা সুফলা উপমহাদেশে এসে কতরকম ফলমূল যে দেখেছে তার ইয়ত্তা নেই। কিন্তু নাম জানা না থাকায় স...
26/05/2024

ইংরেজরা বরফের দেশ থেকে আমাদের সুজলা সুফলা উপমহাদেশে এসে কতরকম ফলমূল যে দেখেছে তার ইয়ত্তা নেই। কিন্তু নাম জানা না থাকায় সবকিছুর সাথে সেউ apple যোগ করে নাম দিয়েছে, ফল বলতে তো একটা অ্যাপেলই ওরা চিনে। যেমন বেলের নাম দিয়েছে Wood apple, আনারসকে বলে pine apple, জামরুল হয়েছে rose apple!

এমনকি তালের শাঁসের মধ্যেও আঙুল ঢুকিয়েছে, Ice apple.
জীবনে কিছু চোখে না দেখলে যা হয়। ফিরিঙ্গি কোথাকার।

বিনোদন
ইয়াক্বীন_মার্ট

20/05/2024

জ্বর,ঠান্ডা লেগে গেছে ,এই সামান্য কাজ করেই 😔😔
ছোট বেলা থেকেই কাজ করা উচিত 😞😞

দিরিলিস আর্তুগ্রুল বা কুরুলুস উসমান সিরিজগুলোর ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশে।বাংলাদেশ আসছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা বু...
17/05/2024

দিরিলিস আর্তুগ্রুল বা কুরুলুস উসমান সিরিজগুলোর ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশে।

বাংলাদেশ আসছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক অ্যাজিভিট। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন এই অভিনেতা।

ভিডিওতে তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।

জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে ঠিক কবে আসবেন, সেটি এখনো জানানো হয়নি।

ভাগ্য কাকে বলে! টোটাল ২৬ টা ভাইভা দিলাম।৩ টা প্রাইমারি২ টা স্বাস্থ্য সহকারি (সিভিল সার্জন)৩ টা বীমা৬ টা ব্যাংক (২ টা ক্য...
17/05/2024

ভাগ্য কাকে বলে! টোটাল ২৬ টা ভাইভা দিলাম।

৩ টা প্রাইমারি
২ টা স্বাস্থ্য সহকারি (সিভিল সার্জন)
৩ টা বীমা
৬ টা ব্যাংক (২ টা ক্যাশ,২টা ওজি, ২টা আরসি)
১ টা খাদ্য
১ টা বিসিএস
১ টা ক্যাব
১ টা এলজিইডি
২ টা সমবায়
২ টা ভুমির ক্যা:স্কুলে
১ টা নেসকো
৪ টা খাদ্য ও ভুমি মন্ত্রনালয়

এই টোটাল ২৬ টা ভাইভা দিয়েও একটা চাকরি কপালে জুটল না। না প্রিলিতে প্রিপারেশন খারাপ ছিল না রিটেনে।
আরো ২-১ টা কোথাও ভাইভা দিছি কিনা মনে পরতেছে না। ভাবলে হয়ত বের হবে। কালকে প্রাইমারির রেজাল্ট হলো। অনেকে জীবনের প্রথম ভাইভা দিয়েই জবটা পেয়ে গেল। অনেকের উপজেলায় ৫৫-৫৭ পেয়েও জব পেল। অথচ আমার ৬৪.২৫ পেয়েও হলো না। এটা কি ভাগ্য নয়?

আমার বয়স আছে আর ১ মাস। হাতে ২-৩ টা সার্কুলার আছে। টাকার জন্য আর হতাশায় লাস্ট ৩-৪ মাস আর সার্কুলার তুলিনি। বেশ কয়টা এক্সামও দিতে পারিনি টাকার জন্যই।

মাঝে মাঝে ভাবি ভাগ্যটাই আসল। পরিশ্রম কখনো কখনো বেইমানি করে, বৃথা যায়। চাকরি চাকরি করে মা-বাবাকে হারালাম, প্রেমিকা হারালাম। কত সিনিয়র জুনিয়র চোখের সামনে জব পেয়ে গেল। কত কত কত!

..............................................................

16/05/2024

Pizza 😋😋

অটোপাশ করা পেইন্টার যখন পেইন্ট করে 🤣🤣
13/05/2024

অটোপাশ করা পেইন্টার যখন পেইন্ট করে 🤣🤣

15/3 থেকে 157/6 খাদের কিনারায় পড়ে যাওয়া বাংলাদেশের মান বাঁচালেন মাহমুদুল্লাহ রিয়াদ। চাপের মুখে দাঁড়িয়ে ৫৪ রানের লড়াকু ...
12/05/2024

15/3 থেকে 157/6 খাদের কিনারায় পড়ে যাওয়া বাংলাদেশের মান বাঁচালেন মাহমুদুল্লাহ রিয়াদ।
চাপের মুখে দাঁড়িয়ে ৫৪ রানের লড়াকু ইনিংস খেলেছেন সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ!

জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং নিয়ে দু-লাইন লিখে যান কমেন্ট বক্সে 👇

Mahmudullah Riyad saved Bangladesh's standard from 15/3 to 157/6.
Under pressure, silent killer Mahmudullah Riyad played a fighting innings of 54 runs!

Write two lines about Mahmudullah Riyad's batting in the fifth T20 against Zimbabwe in the comment box 👇


কখনো আপনি কাছের মানুষকে এটা ফিল করাবেন না , আপনি অল্পতে সন্তুষ্ট । তাহলে মানুষ আপনাকে পেয়ে বসবো । আমার নিজের অভিজ্ঞতা থে...
12/05/2024

কখনো আপনি কাছের মানুষকে এটা ফিল করাবেন না , আপনি অল্পতে সন্তুষ্ট । তাহলে মানুষ আপনাকে পেয়ে বসবো । আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি , ছোট বেলায় আমার মা আমাকে মাস মাংস রান্না করলে সবচেয়ে সুস্বাদু ও বড় অংশ খেতে দিতো ।তার কারন আমি সহজে সন্তুষ্ট হতাম না।আমার অন্য ভাইবোনদের সে আমার পছন্দের পর যা থাকতো তাই দিতো।কিন্তু বড় হয়ে আমি নিজেই ওদের বেড়ে ভালো খাবারটাই দিতাম ।

আমার বিয়ের পর আমার শাশুড়ী একদিন সবার সাথে খেতে বসায়ে আমাকে ঘাড়ের কাটার অংশের মাছ খেতে দিল , আমি হঠাৎ করেই বলে বসলাম আম্মা আমি ঘাড়া কিংবা লেজ এসব খাই না। আমার শাশুড়ী তাকিয়ে থাকলো আমার বড় জা হাসতে থাকলো মুখ লুকিয়ে , তার কারন ওই টেবিলে আমার শ্বশুড় ও তার তিন ছেলেও খাবার খেতে বসে ছিলো ।আর টেবিলে ও তরকারীর বাটিতে মাছের কমতি ছিলো না।

তারপর থেকে তার বাড়ী আমি যতদিন গিয়ে ছিলাম ততদিনই সে চেষ্টা করেছে আমার পছন্দের মাছ কিংবা মাংস বেড়ে দিতে ।আমার কাছে ব্যাপারটা এমন প্রয়োজনে সেক্রিফাইজ ওকে , বিনা দরকারে আমি বালু বনে মুক্তা ছড়াই না।

যেমন ঘরে খাবার খাওয়ার সময় আপনার মা জানেন যে আপনি ডিম ভাঁজা আর ডাল হলে আপনি সন্তুষ্ট , আপনার মা ছোট বেলা থেকেই ডিম ভেজে দিবে মাঝে মাঝে দেখবেন ডিমের সাথে ডাল থাকবে না ।অথচ আপনার অন্য ভাইবোন যদি মাছ ছাড়া খেতে না চায় কিংবা তার মাছ পছন্দ তাহলে মায়ের যত কষ্টই হোক সে এটা তার জন্য যোগাড় করে রান্না করবে।

পরে বড় হয়ে যখন পরিবার গড়বেন তখন যদি আপনার জীবন সঙ্গী টের পায় , আপনি আলু ভর্তা ও ডাল দিয়ে ভাত খেলেই খুশি । সে তখন ভাত রেঁধে ডাল দিয়ে খেতে বলবে । সে আপনার জন্য কখনো আয়োজন করে রান্না করবে না । না রান্না করার অভ্যাসে সে মাঝে মাঝে বলবে বাহির থেকে খাবার কিনে এনে খেতে । কারন সে মানুষটা জানে আপনার কিছু এক্টা হলেই চলে যায় ।

তেমনি যখন স্ত্রীর কোন চাহিদা থাকবে না তখন , কোন পুরুষই ধ্যান দিবে না স্ত্রীকে কিভাবে খুশি করা যায় ।পুরুষটি যখন বুঝতে পারবে আপনি অল্পতে ম্যানেজবল তখন সে আপনাকে খেয়াল করবে না।

এটাই লাইফ হ্যাক , কাউকে যদি প্রকাশ করেন আপনার অল্পতে সন্তুষ্ট এসে যায় । তখন সে মানুষটা আপনাকে এফোর্ট দেওয়া বন্ধ করে দিবে ।মানুষই এমনই, চাপে পরেই সব করে থাকে ।যার আদায় করার ক্ষমতা যত প্রখর সে ততটাই সবার কাছ থেকে এফোর্ট পায় ।

~মাসুমা ইসলাম নদী -

Ehd e Wafa যৌন আবেদনহীন আবেদনময়ী সিরিজটির প্রশংসা অনেক হয়েছে।আমি সেভাবে সিরিজটির রিভিউ না লিখে এর চরিত্রগুলো থেকে আমি যা...
12/05/2024

Ehd e Wafa যৌন আবেদনহীন আবেদনময়ী সিরিজটির প্রশংসা অনেক হয়েছে।আমি সেভাবে সিরিজটির রিভিউ না লিখে এর চরিত্রগুলো থেকে আমি যা শিখেছি তা পয়েন্ট আউট করার চেষ্টা করেছি ।চলুন দেখা যাক.....

#লরেঞ্চ কলেজেই পড়তো ৪ বন্ধু ।সাদ,শাহজিন,শেহরিয়ার আর শারিক। কলেজের শৃংখলা ভঙ্গের দায়ে 2 বন্ধুই কলেজ থেকে বহিস্কৃত হয় ।বহিষ্কার হওয়ার পর ধণাঢ্য পরিবারের শেহজিন রাজনীতিতে জড়িয়ে পড়ে ।তার জিদ আর অহংকার তাকে পাকিস্তানের এমএনএ হতে সাহায্য করে ।এক সময় সে কাশ্মির রক্ষা কমিটির সভাপতি হয় ।

#সাদ ,বাবা আর্মির উচ্চ পদস্থ কর্মকর্তা হওয়ার সুবাধে সে এক সময় পাকিস্তানের ট্যালেন্টেড আর্মি অফিসার হয়ে উঠে এবং কাশ্মির রক্ষা করতে গিয়ে আহত হয় ।

#দরিদ্র পরিবারের সারিক যার পরিবারের সামর্থ্য নেই জিদের বসে কিছু করে ফেলার মত হিম্মত দেখাবে ।সেখানে সারিক নমনীয় হয়ে পড়াশুনা চালিয়ে যায় ।আমাদের তৌহিদ আফ্রিদির বাবার মত মাই টিভি নেই যে নিজের ঢাক নিজেই পিটাবে ।কিন্তু বড্ড শখ দেশ সেরা সাংবাদিক হবে ।শুরু করে সোস্যাল মিডিয়াতে লাইভ করে বিভিন্ন সমস্যা জাতির সামনে তুলে ধরা ।তার ব্যক্তিগত যোগ্যতার কারনে বিভিন্ন টিভি চ্যানেল থেকে অফার আসে এবং এক সময় সে জনপ্রিয় তরুণ টিভি সঞ্চালক হয়ে উঠে ।

#শেহরিয়ার ।যে মধ্যবিত্ত পরিবারের ছেলে ।বাবার সাথে কাজ করেই যার সংসার চলে ।কিন্তু বিশ্ববিদ্যালয়ের সে বন্ধুটির মত যে পকেটের চা খাওয়ার শেষ ৫ টাকা দিয়ে অন্য বন্ধুর সাহায্যে এগিয়ে আসে। চাকরির জন্য বিভিন্ন পরিক্ষা দিতে থাকে কিন্তু চাকরি হয়না । আশা হারায়নি ।কারন তার স্বপ্ন পাকিস্তান সিভিল সার্ভিস অফিসার হবে ।এক সময় তার বন্ধু শেহজিন এমএনএ হওয়াতে তার সহযোগিতায় সে সিভিল সার্ভিস অফিসার হয়ে যায় ।

অথচ দিন শেষে এমএনএ শেহজিন নেতা হিসেবে, সাদ যোদ্ধা হিসেবে , সারিক সাংবাদিক হিসেবে আর শেহরিয়ার সিভিল সার্জন হিসেবে দেশের জন্য এক পয়েন্টে দাড়িয়ে যে অনবদ্য অবদান রেখেছে তা কোন মতেই দৃষ্টিগোচর এড়ায়না ।

#সফলতার চিত্র : হয়তো আমরা কেউ বিসিএস ক্যাডার না হতে পেরে হতাশ হয়ে পড়ছি বা স্বপ্ন পূরণ না হওয়াতে নিজেকে ছোট ভাবছি ।অথচ মিলিয়ে দেখুন তো সাদ,শেহজিন,শেহরিয়ার আর সারিক কাকে আপনি ছোট আর কাকে আপনি বড় বলবেন ? শুধু লেগে থাকলেই হবে ।কাউকে অনুকরণ নয় বরং নিজের স্বপ্নের পিছনে লেগে থাকাই সফলতার মুল মন্ত্র।

#নারী চরিত্র :দোয়া

তার চারিত্রিক সৌন্দর্য আর লক্ষ্যের প্রতি আত্ববিশ্বাস তাকে শেষ অবধি তার ভালবাসার মানুষের কাছে ফিরিয়ে আনে ।দোয়া,দোয়ার বাবা আর সাদ এর মায়ের স্নেহ পূর্ণ শাসন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে সন্তান ও পিতামাতর সম্পর্ক সুন্দর করতে হয় ।কিভাবে সন্তান তার পিতামাতার কাছে অনেক বেশি অহংকারের বস্তু হয়ে উঠে ।

এই সিরিজটির এন্ডিংটা এত চমৎকার ম্যাসেজ দিয়েছে যে বিমোহিত না হয়ে পারা যায়না ।সেই ৪ জন বন্ধু ৪ জায়গায় সফল ।প্রত্যেকে তার দেশের জন্য সমভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । এখানে কারো সফলতাকে কোন দিক থেকে খাটো করে দেখার সুযোগ নেই ।

#চমৎকার দিক :

১.সালাম বিনিময়ের ধরন,মুহুর্ত বা কারো রুমে প্রবেশের পূর্বে ইসলামের অনুমতির নেয়ার মাধুর্যতা ফুটে উঠেছে শৈল্পিকভাবে।

২.ভারত যেভাবে সব সময় তার মুভিগুলোতে পাকিস্তানকে নিকৃষ্টভাবে প্রেজেন্ট করে পাকিস্তান সে কাজটা ভ্রাতৃত্ব আর সহমর্মিতার মাধ্যমে জবাব দেয়ার চেষ্টা করেছে ।অভিনন্দনকে আটক আর তাকে মুক্তিতে সে দিকটি সুন্দরভাবে ফুটে উঠেছে ।

এক কথায় অসাধারন একটা ড্রামা ।শেখার মত একটা ড্রামা ।বার বার চোখে জল নিয়ে আসার মত ড্রামা ।

রেটিং ১০/১০

অভিনয় ৮/১০

© Eliyas Himel

How cute 🥰
11/05/2024

How cute 🥰

28/03/2024

যারা বলেন কোকাকোলা ছারা আমি খাই না, তাদের জন্য 🤣🤣🤣

28/03/2024

উপকার খুবই অদ্ভুত জিনিস, করলে ভুলে যায়। না করলে সারাজীবন মনে রাখে।🙃

24/03/2024

Happy Birthday to the GOAT all Rounder.
Shakib Al Hasan 🖤

🎞️ Kamrul Hasan Moin

23/03/2024

আইনাল আরব‼️
আরবের শায়েখরা আজ কোথায়⁉️😥
🎙️ আবু ত্বহা মুহাম্মাদ আদনান
Abu Toha Muhammad Adnan

11/03/2024

কতই না ভাল হত যদি আমরাও এমন হতাম😭😭😭
আল্লাহ আমাদের রমজানের মাধ্যমে আপনার হেদায়েত দান করুন। (আমিন).

10/03/2024

অফিস থেকে নিচে চা খেতে গিয়ে দেখি উনারা সবাইকে গান শোনিয়ে টাকা নেয়।
অনেক ভাল লাগলো এই ভেবে তারা কিন্তু ভিখারি না। নিজের ট্যালেন্ট দিয়ে মানুষের মন জয় করে উপার্জন করছে।
খুশি হয়ে যে যা দিচ্ছেন তাই নিয়ে খুশী।
অসাধারণ প্রতিভা।।
❤️❤️

05/03/2024

এটা তুমার কোন বন্ধু...?
মেনসন দিয়া দৌড় দাও ,..😂😂

03/03/2024

ঢাকার বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভয়াবহ আগুনের সম্পুর্ন ভিডিও দেখুন.😭😭😭
আল্লাহ আমাদের এমন বিপদ থেকে রক্ষা কর 🤲

03/03/2024

রোজা আসছে শুনলেই শয়তান তার দায়িত্ব বাংলাদেশের ব্যাবসায়ীদের কাছে হস্তান্তর করে।

হঠাৎ জলপাডার দেখা.!'😒
28/02/2024

হঠাৎ জলপাডার দেখা.!'😒

ক্যাপশন  ছবিতে.. 😁😁
27/02/2024

ক্যাপশন ছবিতে.. 😁😁

😔😱
25/02/2024

😔😱

দেখি এখানে কে কে লিজেন্ড আছে।। কমেন্ট করে বলুন.....
24/02/2024

দেখি এখানে কে কে লিজেন্ড আছে।।
কমেন্ট করে বলুন.....

যে ট্রেনের টিকিট ২ দিন আগে কাটতে হয়,, ট্রেনে দাঁড়ানোর যায়গা পাওয়া যায় না,,। বছর শেষে শুনা যায় কোটি কোটি টাকা ক্ষতি,, আর ...
22/02/2024

যে ট্রেনের টিকিট ২ দিন আগে কাটতে হয়,,
ট্রেনে দাঁড়ানোর যায়গা পাওয়া যায় না,,।
বছর শেষে শুনা যায় কোটি কোটি টাকা ক্ষতি,,
আর যে বাসের টিকিট সবসময় পাওয়া যায়,,
সিট ফাকা রেখেই চলে,,
তার পরেও বাস মালিক কোটি কোটি
টাকা লাভবান হচ্ছে,,,,
ভাবতেই অবাক লাগে,,!

Magic in Mawa📷 Kamrul Hasan Moin
20/02/2024

Magic in Mawa

📷 Kamrul Hasan Moin

শিমুল হোসেন রোনালদো 😁😁
18/02/2024

শিমুল হোসেন রোনালদো 😁😁

গল্পটা এমনও হতে পারতো! 🐸
15/02/2024

গল্পটা এমনও হতে পারতো! 🐸

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Mou Insights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All